Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word ব্যগ্র Bengali definition [ব্যাগ্‌গ্রো] (বিশেষণ) ১ আগ্রহযুক্ত; আগ্রহান্বিত। ২ ব্যাকুল; ব্যস্ত; আকুল। ৩ চকিত; ত্রস্ত। ৪ উৎসুক; কৌতূহলী। ব্যগ্রতা (বিশেষ্য) ১ আকুলতা। ২ আগ্রহ। ৩ ঔৎসুক্য। {(তৎসম বা সংস্কৃত) বি+অগ্র; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word ব্যঙ্গ ১ Bengali definition [ব্যাঙ্‌গো] (বিশেষণ) ১ বিকৃতাঙ্গ; বিকলাঙ্গ। ২ অঙ্গহীন। ৩ ভেক; ব্যাঙ। {(তৎসম বা সংস্কৃত) বি+অঙ্গ; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word ব্যঙ্গ ২ Bengali definition [ব্যাঙ্‌গো] (বিশেষ্য) উপহার; বিদ্রূপ। ব্যঙ্গপ্রিয় (বিশেষণ) ঠাট্টা বা বিদ্রূপ করতে ভালোবাসে এমন। ব্যঙ্গবাণী (বিশেষ্য) উপহাসবাক্য। বিদ্রূপবাক্য। ব্যঙ্গার্থ (বিশেষ্য) ১ বিদ্রূপসূচক অর্থ। ২ বিদ্রূপপূর্ণ অর্থ। ব্যঙ্গোক্তি (বিশেষণ) ১ শ্লেষপূর্ণ উক্তি; বক্রোক্তি। ২ বিদ্রূপ বা উপহাসাত্মক বাক্য। {(তৎসম বা সংস্কৃত) বি+অঙ্গ; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word ব্যঙ্গ্য Bengali definition [ব্যাঙ্‌গো] (বিশেষণ) ১ ব্যঞ্জনার মাধ্যমে বুঝতে হয় এমন। ২ নিগূঢ়; গূঢ়ার্থক; তাৎপর্যপূর্ণ। ব্যঙ্গ্যার্থ (বিশেষ্য) প্রতীয়মান অর্থের অন্তর্নিহিত কোনো গভীরতর অর্থ; বাক্যের ব্যঞ্জনাবৃদ্ধির মাধ্যমে বোধগম্য ‍হয় এমন অর্থবিশেষ। ব্যঙ্গ্যোক্তি (বিশেষ্য) ১ বক্রোক্তি। ২ (আলঙ্কারিক) বিদ্রূপাত্মক উক্তি। ৩ ব্যঞ্জনাময় বাক্য। {(তৎসম বা সংস্কৃত) বি+√অন্‌জ্‌+য(ণ্যৎ)}
  • Bengali Word ব্যজন Bengali definition [ব্যাজোন্‌] (বিশেষ্য) ১ বাতাস; বীজন। ২ পাখা; যা দিয়ে বাতাস করা হয়। ব্যজনী (বিশেষ্য) বাতাস করার পাখা; চামর; তালবৃন্ত; তালপাখা (পবন যাদের ব্যজনী দুলায় হইয়া আজ্ঞাবাহী-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) বি+√অজ্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word ব্যঞ্জক Bengali definition [ব্যান্‌জোক্‌] (বিশেষণ) দ্যোতক; সূচক; প্রকাশক; বোধক। {(তৎসম বা সংস্কৃত) বি+√অন্‌জ্‌+অক(ণ্বুল্‌)}
  • Bengali Word ব্যঞ্জন Bengali definition [ব্যান্‌জোন্‌] (বিশেষ্য) ১ (ব্যাকরণ) ‘ক’ থেকে ‘হ’ পর্যন্ত বর্ণ; ব্যঞ্জনবর্ণ। ২ বিশিষ্টতাসূচক চিহ্ন; লক্ষণ। ৩ প্রকাশক। ৪ রন্ধন করা তরকারি। ব্যঞ্জনসন্ধি (বিশেষ্য) (ব্যাকরণ) স্বরবর্ণের সাথে ব্যঞ্জনবর্ণের বা ব্যঞ্জনবর্ণের সাথে ব্যঞ্জনবর্ণের সন্ধি বা মিলন। অন্নব্যঞ্জন (বিশেষ্য) ভাত ও রান্না করা তরকারি। {(তৎসম বা সংস্কৃত) বি+√অন্‌জ্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word ব্যঞ্জনা Bengali definition [ব্যান্‌জোনা] (বিশেষ্য) ১ প্রকাশনা। ২ (আলঙ্কারিক) শব্দের গূঢ়ার্থ প্রকাশক গুণ। ৩ শব্দের বা বাক্যের ব্যঙ্গ্যার্থের দ্যেতনা। ব্যঞ্জিত (বিশেষণ) ১ ব্যঞ্জনার সাহায্যে অভিব্যক্ত। ২ বোধিত; সূচিত; দ্যোতিত। {(তৎসম বা সংস্কৃত) বি+√অন্‌জ্‌+ই(ণিচ্‌)+অন্‌(যুচ্‌)+আ(টাপ্‌)}
  • Bengali Word ব্যতিক্রম Bengali definition [বেতিক্‌ক্রোম্‌] (বিশেষ্য) ১ ব্যত্যয়; নিয়ম- কানুনের অন্যথা। ২ কোনো কিছুর বৈপরীত্য। ব্যতিক্রান্ত (বিশেষণ) ১ ব্যতিক্রমবিশিষ্ট। ২ ব্যতিক্রম বা লঙ্ঘন করা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) বি+অতি+√ক্রম্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word ব্যতিব্যস্ত Bengali definition [বেতিব্‌ব্যাস্‌তো] (বিশেষণ) ১ অত্যন্ত ব্যস্ত; খুব ব্যাকুল। ২ উত্ত্যক্ত। ৩ বিব্রত। {(তৎসম বা সংস্কৃত) বি+অতি+ব্যস্ত}
  • Bengali Word ব্যতিরিক্ত Bengali definition [বেতিরিক্‌তো] (বিশেষণ) ১ অতিরিক্ত। ২ ভিন্ন; বাদে; ব্যতীত। {(তৎসম বা সংস্কৃত) বি+অতি+√রিচ্‌+ত(ক্ত)}
  • Bengali Word ব্যতিরেক Bengali definition [বেতিরেক্‌] (বিশেষণ) ১ বিভিন্নতা; স্বতন্ত্র্য; ভেদ। ২ রাহিত্য; অভাব। □(বিশেষ্য) ১ অতিক্রান্তি; অতিক্রম। ২ কাব্যের অর্থালঙ্কারবিশেষ, যাতে উপমান অপেক্ষা উপমেয় অধিক প্রাধান্য লাভ করে। ব্যতিরেকী (বিশেষণ) ১ প্রভেদ; পৃথক্‌কারী। ২ অভাবযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) বি+অতি+√রিচ্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word ব্যতিহার, ব্যতীহার Bengali definition [বেতিহার্‌] (বিশেষ্য) ১ পরিবর্তন; বিনিময়। ২ একাধিক ব্যক্তির একই সময়ে অভিন্ন আচরণ। ব্যতিহার বহুব্রীহি (বিশেষ্য) (ব্যাকরণ) সমাসবিশেষ; পরস্পর ক্রিয়াবিনিময় বোঝাতে এই সমাস হয়; যেমন-লাঠালাঠি; হানাহানি। {(তৎসম বা সংস্কৃত) বি+অতি+√হৃ+অ(ঘঞ্‌)}
  • Bengali Word ব্যতীত Bengali definition [বেতিতো] (বিশেষণ) অতীত; বিগত; অবিবাহিত। □(অব্যয়) বিনা; ছাড়া; ভিন্ন; বাদে। {(তৎসম বা সংস্কৃত) বি+অতি+√ই+ত(ক্ত)}
  • Bengali Word ব্যতীপাত Bengali definition [বেতিপাত্‌] (বিশেষ্য) ১ উৎপাত। ২ ভূমিকম্প প্রভৃতি মহাবিপত্তিসূচক দুর্যোগ বা দুঃসময়। ৩ অশুভ যোগ। {(তৎসম বা সংস্কৃত) বি+অতি+√পত্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word ব্যতীহার Bengali definition ⇒ ব্যতিহার।
  • Bengali Word ব্যত্যাস Bengali definition [ব্যাত্‌তাশ্‌] (বিশেষ্য) ব্যত্যয়, বৈপরীত্য; ব্যতিক্রম; অন্যথা ভাব। ব্যত্যন্ত (বিশেষণ) ১ বিপরীত অবস্থাপ্রাপ্ত। ২ ব্যতিক্রান্ত। ৩ ঢেরা চিহ্নের মতো বিপরীত ভাবে উপস্থিত; corssed। {(তৎসম বা সংস্কৃত) বি+অতি+√অস্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word ব্যত্যয় Bengali definition [ব্যাত্‌তয়] (বিশেষ্য) অন্যথা ভাব; বিপরীত ভাব; বৈপরীত্য; ব্যতিক্রম; ‍নিয়মাদি লঙ্ঘন (তাহাদের মধ্যে যে ব্যত্যয় ঘটিয়াছে যে ত্রুটি-বিচ্যুতি হইয়াছে-কাজী আফছারউদ্দীন; আজও স্বভাবের নিয়মের কোনরূপ ব্যত্যয় হয় নাই-রবীন্দ্রনাথ ঠাকুর))। {(তৎসম বা সংস্কৃত) বি+অতি+√ই+অ(অচ্‌)}
  • Bengali Word ব্যথা Bengali definition [ব্যাথা] (বিশেষ্য) ১ ক্লেশ; দুঃখ; কষ্ট; বেদনা। ২ প্রসব বেদনা। বেথা (মধ্যযুগীয় বাংলা) (বিশেষ্য) ব্যথা (হিআঅ বেথা-রাজিয়া মাহবুবই পণ্ডিত [শূন্য পুরাণ])। ব্যথাহত (বিশেষণ) বেদনাক্রান্ত। ব্যথিত (বিশেষণ) ১ ব্যথাপ্রাপ্ত; দুঃখিত। ২ সন্তপ্ত। ব্যথিতা (স্ত্রীলিঙ্গ)। ব্যথী(-থিন্‌) (বিশেষণ) বেদনাযুক্ত; ব্যথিত; বেদনাক্লিষ্ট। ব্যথিনী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √ব্যথ্‌+অ(অঙ্‌)+আ}
  • Bengali Word ব্যধিকরণ Bengali definition [বেধিকরোন্‌] (বিশেষণ) ভিন্ন ভিন্ন স্থানে অবস্থিত। ব্যধিকরণ বহুব্রীহি (বিশেষ্য) যে বহুব্রীহি (বিশেষ্য) যে বহুব্রীহি সমাসে ব্যাসবাক্যের পদদুটো এক বিভক্তির না হয়ে ভিন্ন ভিন্ন বিভক্তির হয় (যথা- দণ্ড পাণিতে যার)। {(তৎসম বা সংস্কৃত) বি+ অধিকরণ}
  • Bengali Word ব্যপদেশ Bengali definition [ব্যাপোদেশ্‌] (বিশেষ্য) ১ ছল; আছিলা; ছুতা; ওজর। ২ নামোল্লেখ। ৩ ইঙ্গিত; ইশারা; সংকেত। ৪ প্রয়োজন; দরকার। ব্যপদিষ্ট (বিশেষণ) ব্যপদেশযুক্ত; ছলছুতাবিশিষ্ট। ব্যপদেষ্টা (বিশেষ্য), (বিশেষণ) ১ কপটতা করে যে; কপট। ২ ভান বা ছল করে যে; ভানকারী; ছলকারী। ৩ নামোল্লেখকর্তা। {(তৎসম বা সংস্কৃত) বি+অপ+√দিশ্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word ব্যপহরণ Bengali definition [ব্যাপোহরোন্‌] (বিশেষ্য) আমানতের খেয়ানত; স্বীয় তত্ত্বাবধানে রক্ষিত অন্যের অর্থাদি আত্মসাৎ করা; defalcation। {(তৎসম বা সংস্কৃত) বি+অপহরণ}
  • Bengali Word ব্যবকলন Bengali definition [ব্যাবোকলোন্‌] (বিশেষ্য) বিয়োজন; বিয়োগ; বাদ দেওয়া; subtraction। ব্যবকলিত (বিশেষণ) বাদ দেওয়া হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) বি+অব+√কল্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word ব্যবচ্ছিন্ন Bengali definition [ব্যাবোচ্‌ছিন্‌নো] (বিশেষণ) ব্যবচ্ছেদ বা বিশ্লেষ করা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) বি+অবচ্ছিন্ন}
  • Bengali Word ব্যবচ্ছেদ Bengali definition [ব্যাবোচ্‌ছেদ্‌] (বিশেষ্য) ১ বিশ্লেষণ; পরীক্ষার জন্য খণ্ড খণ্ড করে ভাগ করা বা পৃথক করা; dissection। ২ ভেদ; খণ্ড; বিভাগ। শব-ব্যবচ্ছেদ (বিশেষ্য) ১ অপঘাত বা দুর্ঘটনায় মৃত শবের মৃত্যুর কারণ নির্ণয়ার্থে শল্যকরণ পরীক্ষা; ময়নাতদন্ত; post-mortem। ২ চিকিৎসাবিদ্যার্থীদের শিক্ষার জন্য মৃতদেহ কেটে দেখা। {বি+অবচ্ছেদ}
  • Bengali Word ব্যবধা Bengali definition ⇒ ব্যবধান
  • Bengali Word ব্যবধান, ব্যবধা, ব্যবধি Bengali definition [ব্যাবোধান্‌, ব্যাবোধা, ব্যাবোধি] (বিশেষ্য) ১ আড়াল, অন্তরাল (আকাশ ও মর্ত্য-মাটির ব্যবধান বিরাট-রব)। ২ দূরন্ত। ৩ তিরোধান। ৪ আবরণ। ব্যবহিত (বিশেষণ)। {(তৎসম বা সংস্কৃত) বি+অব+√ধা+অন(ল্যুট্‌), অ(অঙ্‌)+আ(টাপ্‌), +ই(কি)}
  • Bengali Word ব্যবসা Bengali definition ⇒ ব্যবসায়
  • Bengali Word ব্যবসাদার Bengali definition [ব্যব্‌শাদার্‌] (বিশেষণ), (বিশেষ্য) যে ব্যবসা করে; ব্যবসায়ী। {(তৎসম বা সংস্কৃত) ব্যবসায়>ব্যবসা+(ফারসি) দার}
  • Bengali Word ব্যবসায়, ব্যবসা Bengali definition [ব্যাবোশায়্‌, ব্যাব্‌শা] (বিশেষ্য) ১ জীবিকা; বৃত্তি; পেশা। ২ তেজারতি; কারবার; বাণিজ্য (শুরু করে দৈনিক ব্যবসা-বুদ্ধদেব বসু)। ৩ যত্ন; উদ্যম; চেষ্টা। ৪ অভিপ্রায়; ইচ্ছা; উদ্দেশ্য। ৫ অনুসন্ধান। ৬ ব্যবহার; আচরণ। ব্যবসায়ী (বিশেষ্য), (বিশেষণ) ১ ব্যবসাদার। ২ সওদাগর; বণিক (তাহাদের ব্যবসায়ী মন কী জানে কাব্যের মর্ম-রশীদ খাঁন)। ৩ বিশেষ কর্মে নিপুণ। ৪ উদ্যমী; উদ্যোগী। ৫ স্বার্থসন্ধানী চিন্তাভাবনা (ব্যবসায়ী মনোবৃত্তি)। ব্যবসিত (বিশেষণ) ১ চেষ্টাযুক্ত; উদ্যত; চেষ্টান্বিত। ২ স্থিরীকৃত। ৩ অনুষ্ঠিত। ৪ পরিকল্পিত। {(তৎসম বা সংস্কৃত) বি+অব+√সো+অ(ঘঞ্‌)}