Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word বয়লার Bengali definition [বয়্‌লার্‌] (বিশেষ্য) ১ পানি ফুটিয়ে বাষ্প তৈরির যন্ত্র। ২ সিদ্ধ করার পাত্র বিশেষ। {(ইংরেজি) Boiler}
  • Bengali Word বয়স, বয়েস Bengali definition [বয়োশ্‌, বয়েশ্‌] (বিশেষ্য) ১ বয়ঃক্রম; আয়ুষ্কাল (বয়স ছিল আট-রবীন্দ্রনাথ ঠাকুর; বিথর তোর বএসে-বড়ু চণ্ডীদাস)। ২ অধিক বয়ঃক্রম; পরিণত বয়স (বয়স হয়েছে এখনও দুষ্টুমি গেল না)। ৩ যৌবনপ্রাপ্ত; সাবালকত্ব; বয়ঃপ্রাপ্তি (বয়সকাল)। বয়সকাল (বিশেষ্য) সাবালকত্ব; যৌবনকাল; পরিণত বয়স। বয়সকালে (ক্রিয়াবিশেষণ) যৌবনকালে। বয়সফোড়া, বসফোড়া (বিশেষ্য) যৌবনকালে মানুষের মুখমণ্ডলে যে ফোড়া ওঠে; বয়োব্রণ। বয়স হওয়া (ক্রিয়া) সাবালক হওয়া; পরিণত বয়স বা বৃদ্ধ হওয়া। বয়সা (বিশেষ্য) যৌবনারম্ভে বালক-বালিকার কন্ঠস্বরের বিকৃতি বা পরিবর্তন (তাতেই চেঁচিয়ে ধরালি বয়সা-কাজী নজরুল ইসলাম)। বয়সী (বিশেষ্য) বয়সবিশিষ্ট (সবার আমি সমান বয়সী যে-রবীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষণ) ১ সমবয়স্ক। ২ বয়ঃস্থ (বয়সী লোক)। বয়সিনী(স্ত্রীলিঙ্গ)। বয়সের গাছপাথর নেই-অপরিমিত বয়স। বয়সোচিত (বিশেষণ) বয়সের উপযোগী এমন (আমার বয়সোচিত কর্তব্যক্ষেত্রের মধ্যে গিয়া পড়িলে-রবীন্দ্রনাথ ঠাকুর)। আধাবয়সী (বিশেষণ) অর্ধেক বয়স অর্থাৎ যৌবনকাল গত হয়েছে এমন। বয়স্কা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) বয়স্‌+ক(কপ্‌)}
  • Bengali Word বয়স্বী (-স্বিন্‌) Bengali definition [বয়োশ্‌শি] (বিশেষ্য), (বিশেষণ) ১ পূর্ণবয়স্ক; পরিণতবয়স্ক; adult। {(তৎসম বা সংস্কৃত) বয়স+বিন্‌}
  • Bengali Word বয়স্য Bengali definition [বয়োশ্‌শো] (বিশেষ্য) সমবয়সী বা একই বয়সের সখা বন্ধু বা সহচর, (তাহলে বয়স্য তুমি দেবতাদের দেশের দ্বারপ্রান্তে পৌছে গেলে?-রাহুল সাংকৃত্যায়ন [অনুবাদক-ভগীরথ])। বয়স্যা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) বয়স্‌+য(যৎ)}
  • Bengali Word বয়া Bengali definition [বয়্‌য়া] (বিশেষ্য) ১ নদী বা সমুদ্রে চড়ার অবস্থান নির্দেশক বৃহৎ পিপা (স্টীমার পার হইয়া যাইবার পর গঙ্গাবক্ষের বয়া যেমন করিয়া দুলিতে থাকে-কাজী নজরুল ইসলাম)। ২ জলে পতিত ব্যক্তির ভেসে থাকার উপকরণ বিশেষ; লাইফবয়। {(ইংরেজি) Buoy}
  • Bengali Word বয়াটে Bengali definition বখাটে
  • Bengali Word বয়ান ১ Bengali definition বয়ন২
  • Bengali Word বয়ান ২ Bengali definition [বয়ান্‌] (বিশেষ্য) ১ বর্ণনা; বিবরণ (তার পরে শুনলাম তার অপরাধের বয়ান-শওকত ওসমান)। ২ দলিলাদির বিশেষ ভাষা। {আ, বয়ান্‌}
  • Bengali Word বয়াম, বয়েম, বৈয়াম Bengali definition [বয়্‌য়াম্‌, বোয়েম্‌, বোইয়াম্‌] (বিশেষ্য) কাচ চীনামাটি ইত্যাদির তৈরি এক প্রকার পাত্র। {পর্তুগিজ Boiao}
  • Bengali Word বয়ার Bengali definition [বয়ার্‌] (বিশেষ্য) বন্য মহিষ (আস্তাবলে যে বয়ারদ্বয় আছে-দীনবন্ধু মিত্র)। ২ শূকর; বরাহ; শুয়ার। {(তৎসম বা সংস্কৃত) বরাহ>(বর্ণ বিপর্যয়ে) বহার>বয়ার}
  • Bengali Word বয়েত ১, বয়েৎ, বয়েদ Bengali definition [বয়েত্‌, বয়েত্‌, বয়েদ্‌] (বিশেষ্য) ১ কবিতাংশ; দুই চরণের কবিতা; আরবি ফারসি বা উর্দু কবিতার শ্লোক (কখনও ফারসী বয়েত আওড়াইতে থাকে-রবীন্দ্রনাথ ঠাকুর; হাত নেড়ে সুর করিয়া মসনবির বয়েৎ পড়িতেছেন-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর)। ২ বাণী (কোরানেতে বয়েদ আছে, দুনিয়াটা ক্যাবল মিছেদীনবন্ধু মিত্র)। ৩ গান; জারিগান-পূর্নবঙ্গে প্রচলিত (হিঁদুর পূজায় মুসলমানে বয়াৎ গাহেন গায়-জসীমউদ্‌দীন)। বয়েত বাজি (বিশেষ্য) কবির লড়াই (শুরু হল মুশাইরা বয়েৎ-বাজি-সৈয়দ মুজতবা আলী)। {(আরবি) বায়িত}
  • Bengali Word বয়েত ২ Bengali definition [বয়েত্‌] (বিশেষ্য) শিষ্যত্ব গ্রহণ; দীক্ষাগ্রহণ; মুরিদ হওয়া (উক্ত পীর সাহেবের হাতে বয়েত হন; কেন তাঁহার হাতে প্রথম বয়েৎ হইলেন-গোমো)। {(আরবি) বয়’আত}
  • Bengali Word বয়েদ Bengali definition বয়েত১
  • Bengali Word বয়েম Bengali definition বয়াম
  • Bengali Word বয়েল, বৈল Bengali definition [বয়েল, বোইল্‌] (বিশেষ্য) বলদ; ষাঁড়; যে গরু গাড়ি টানে। বয়েল গাড়ি (বিশেষ্য) গরুর গাড়ি। {(তৎসম বা সংস্কৃত) বলীবর্দ> বইল্ল>(হিন্দি) বয়্‌ল>}
  • Bengali Word বয়োব্রণ Bengali definition [বয়োব্‌ব্রোনো] (বিশেষ্য) সাধারণত কিশোর বয়সে গালে মুখে যে ব্রণ হয়। {(তৎসম বা সংস্কৃত) বয়ঃ+ব্রণ}
  • Bengali Word বয়োজীর্ণ Bengali definition [বয়োজির্‌নো] (বিশেষণ) বহু বছরের বয়সে জীর্ণ বা ক্ষয়প্রাপ্ত (বয়োজীর্ণ পুরাতন খর্জূর্ বৃক্ষও-পূর্ববঙ্গ গীতিকা)। {(তৎসম বা সংস্কৃত) বয়ঃ+জীর্ণ}
  • Bengali Word বয়োজ্যেষ্ঠ Bengali definition [বয়োজেশ্‌ঠো] (বিশেষণ) বয়সে বড়; অধিক বয়স্ক। {(তৎসম বা সংস্কৃত) বয়ঃ+জ্যেষ্ঠ}
  • Bengali Word বয়োধিক Bengali definition [বয়োধিক্‌] (বিশেষণ) বয়োজ্যেষ্ঠ; প্রবীণ। বয়োধিকা (স্ত্রীলিঙ্গ) (বাগ্‌বিদগ্ধা বয়োধিকা গলদেশে অঞ্চল দিয়া দণ্ডবৎ হইলেন-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) বয়ঃ+অধিক}
  • Bengali Word বয়োবৃদ্ধ Bengali definition বয়সহেতু বৃদ্ধি। {(তৎসম বা সংস্কৃত) বয়ঃ+বৃদ্ধ}[বয়োবৃদ্‌ধো] (বিশেষণ) ১ বয়সে বড় এমন। ২ বুড়া; বুড়ো। বয়োবৃদ্ধা( স্ত্রীলিঙ্গ) । বয়োবৃদ্ধি (বিশেষ্য) বয়সের বাড়;বয়সহেতু বৃদ্ধি। {(তৎসম বা সংস্কৃত) বয়ঃ+বৃদ্ধ}
  • Bengali Word বয়ড়া Bengali definition বহেড়া