Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word বড়া ১ Bengali definition [বড়া] (বিশেষ্য) ১ পিষ্ট বা মথিত খাদ্যদ্রব্যের তেল বা ঘিয়ে ভাজা ফুলকো পিষ্টকবিশেষ (মাছের ডিমের বড় ঘৃতে দেয় ভাত-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ তদনুরূপ পদ্ধতিতে তৈরি মিঠইবিশেষ (তাল-বড়া তাও তাদের পাতে-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) বটক>(প্রাকৃত) বড়অ>}
  • Bengali Word বড়া ২ Bengali definition [বড়া] (বিশেষ্য) আঁটি (আমের বড়া)। {আঞ্চলিক}
  • Bengali Word বড়াই ১ Bengali definition [বড়াই] (বিশেষ্য) ১ গর্ব; অহঙ্কার; জাঁক; বড়র ভাব (তোমার কাছে বড়াই-কাজী নজরুল ইসলাম)। ২ উচ্চ প্রশংসা; মহিমা; গৌরব (জ্ঞান কর্ম নিন্দি কহে ভক্তির বড়াই-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) বড্র>(প্রাকৃত) বড্ড>(বাংলা) বড়+আই}
  • Bengali Word বড়াই ২, বড়ায়ি, বড়ায়ী, বড়াইবুড়ি Bengali definition [বড়াই, বড়ায়ি, বড়ায়ি, বড়াইবুড়ি] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ বড় আয়ি; মাতামহী (তার পিসি রাদার বড়ায়ি-বড়ু চণ্ডীদাস)। ২ বৃন্দাবনের বৃদ্ধা নারী যিনি রাধা-কৃষ্ণের মিলন ঘটিয়েছিলেন (আপনার মাথা খেয়ে ঘরের বাহির হয়, আইলাম বাড়য়ের সাথে-জ্ঞানদাস)। ৩ অতিবৃদ্ধ রমণী (হাতে পায়ে কাঁপে বুড়ী কোথায় বড়াই বুড়ী-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) বৃদ্ধ আর্যিকা>; বড্র আর্যিকা>}
  • Bengali Word বড়ার Bengali definition [বড়াল্‌] (বিশেষ্য) বাঙালি হিন্দুর পদবি বিশেষ। {(তৎসম বা সংস্কৃত) বটব্যাল>}
  • Bengali Word বড়ি ১, বড়ী ১ Bengali definition [বোড়ি] (বিশেষণ) ১ অতিশয়; অত্যন্ত; বড় (এ বড়ি সাহস তোর-বিদ্যাপতি; আজলী বাঁধা তোঁ আকালী বড়ী-বড়ু চণ্ডীদাস)। ২ উৎকৃষ্ট; উত্তম (সহজে সুন্দরী তার দেশে করে বড়ি-ঘনরাম চক্রবর্তী)। ৩ ছোট বড়া। {বড়+ই}
  • Bengali Word বড়ি ২, বড়ী ২ Bengali definition [বোড়ি] (বিশেষ্য) ১ বটিকা; গুলি (ঔষধের বড়ি)। ২ পিষ্ট ডাল প্রভৃতির দ্বারা প্রস্তুত শুষ্ক পিণ্ড (সুন্দরীগণ বড়ি লাখো বা সুস্বাদু ভোজ্য প্রস্তুত করিয়া থাকেন-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ৩ ছোট বড়া। {(তৎসম বা সংস্কৃত) বটী>}
  • Bengali Word বড়িশপ্রায় Bengali definition [বোড়িশ্‌প্রায়্‌] (বিশেষ্য) বড়শির মতো; কন্টকতুল্য (যিনি তোমার কন্ঠ প্রবিষ্ট হইয়া বড়িশপ্রায় ক্লেশকর হইবেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) বড়িশ+প্রায়}
  • Bengali Word বড়ী Bengali definition বড়ি১ ও বড়ি২
  • Bengali Word বড়ু Bengali definition [বোড়ু] (বিশেষ্য) ব্রাহ্মণ; ব্রাহ্মণপুত্র (বড়ুচণ্ডীদাস কয়-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) বটু>(প্রাকৃত) বড়ু>}
  • Bengali Word বড়ুই Bengali definition বাড়ই
  • Bengali Word বড়ুয়া ১, বরুয়া ১ Bengali definition [বোড়ুয়া, বোরুয়া] (বিশেষ্য) ১ পদস্থ বা সম্মনিত ব্যক্তি; ধনী (একে কুলনারী,… তাহে বড়ুয়ার বধূ-চণ্ডীদাস)। ২ চট্টগ্রামের বৌদ্ধদের ও অহমিয়া হিন্দুদের পদবি; আসামের কোনো কোনো মুসলমানের পদবি। {(তৎসম বা সংস্কৃত) বড্র>বড়+উয়া (বড় ঘর অর্থে); (>বোরো)}
  • Bengali Word বড়ুয়া ২, বরুয়া ২ Bengali definition [বোড়ুয়া, বোরুয়া] (বিশেষ্য) ১ ব্রাহ্মণকুমার। ২ কুমার; ছোকরা (কালিকার বড়ুয়া জগা-কৃষ্ণদাস কবিরাজ)। {(তৎসম বা সংস্কৃত) বটু>বড়ু>(বাংলা) আ}
  • Bengali Word বড়ে, বোড়ে Bengali definition [বোড়ে] (বিশেষ্য) দাবা খেলার সবচেয়ে ছোট গুটি(পৃথিবীর দাবা খেলায় এখন আমরা বড়ের জাত-প্রথম চৌধুরী; বোড়ে দিয়ে বন্দী করে আমার ঘোড়া গজহর-কাজী নজরুল ইসলাম)। বড়ে/বোড়ে টেপা (ক্রিয়া) ১ (আলঙ্কারিক) গুটি চালা (কেহ বা বড়ে টেপেন কেহ বা তাস পেটেন-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর)। ২ (আলঙ্কারিক) চাল চালা; কৌশল প্রয়োগ করা (বিষ্ণুপুরের মিন্সের দেখ বড়ে টেপার গুণ-হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়)। ৩ (আলঙ্কারিক) অনুচরকে ইঙ্গিত করা। বড়ের চাল, বোড়ের চাল (বিশেষ্য) ১ দাবা খেলায় গুটির চাল। ২ (আলঙ্কারিক) কৌশল প্রয়োগ। {(তৎসম বা সংস্কৃত) বটিকা>}
  • Bengali Word বড়ো Bengali definition বড়১
  • Bengali Word বয় ১ Bengali definition [বয়্‌] (বিশেষ্য) বিক্রয়। বয়নামা (বিশেষ্য) বিক্রয়ের দলিল। {(আরবি) বাইনামাহ}
  • Bengali Word বয় ২ Bengali definition [বয়্‌] (বিশেষ্য) গন্ধ। {(ফারসি) বূ}
  • Bengali Word বয় ৩ Bengali definition [বয়্‌] (বিশেষ্য) হোটেল ইত্যাদির ভৃত্য বালভূত্য; বালকভৃত্য বা পরিচারক (বিদেশে যাইতেছেন একটা ভাল বয় রাখিবেন-মাহবুব-উল-আলম)। {(ইংরেজি) Boy}
  • Bengali Word বয়ঃ Bengali definition [বয়োহ্‌, সমাসবদ্ধ পদে প্রায় ক্ষেত্রেই পরপদের প্রথম বর্ণের দ্বিত্ব উচ্চারন, যেমন-বয়োশ্‌শোন্‌ধি] (বিশেষ্য) ১ বয়স। ২ আয়ু; জীবনকাল। ৩ সাবালকত্ব; যৌবন। বয়ঃক্রম (বিশেষ্য) বয়স (তাহার সতেরো-আঠারো বৎসর বয়ঃক্রম-রবীন্দ্রনাথ ঠাকুর)। বয়ঃপ্রাপ্ত (বিশেষ্য) সাবালক; যৌবনপ্রাপ্ত; প্রাপ্তবয়স্ক। বয়ঃপ্রাপ্তা( স্ত্রীলিঙ্গ) । বয়ঃসন্ধি (বিশেষ্য) শৈশবের শেষ ও যৌবনের আরম্ভ; কৈশোর। বয়ঃসন্ধিকাল (বিশেষ্য) বাল্যের শেষ ও যৌবনের আরম্ভকাল। বয়ঃসন্ধিস্থল (বিশেষ্য) বাল্যের শেস ও যৌবনের আরম্ভকাল।(সে এতদিন যে একটা বয়ঃসন্ধিস্থলে অস্বাভাবিকভাবে দীর্ঘকার আসিয়াছিল-রবীন্দ্রনাথ ঠাকুর)। বয়ঃস্থ, বয়স্থ (বিশেষণ) ১ বয়ঃপ্রাপ্ত। ২ কিশোর; যুবক। ৩ মধ্যবয়স্ক; মাঝবয়সী; প্রৌঢ়। ৪ প্রবীণ; বৃদ্ধ। বয়ঃস্থা, বয়স্থা (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) বয়ঃপ্রাপ্তা। □ (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ১ যুবতী; বিবাহের উপযু্ক্ত; সোমত্ত (তাহার বয়স্থা মেয়েকে পাত্রস্থ করিতে পারাই যে তাহার প্রধান কর্তব্য-কাজী আবদুল ওদুদ)। ২ পৌঢ়া; মধ্যম বয়সী নারী; মধ্যবয়স্কা। ৩ বৃদ্ধা; প্রবীণা। {(তৎসম বা সংস্কৃত) √বী+অস্‌(অসুন্‌)}
  • Bengali Word বয়কট Bengali definition [বয়কট্‌] (বিশেষ্য) ১ বর্জন; পরিহার; ত্যাগ (ইউরোপের মোহ কাটাতে হলে ইউরোপীয় বসন বয়কট করাই শ্রেয়-প্রথম চৌধুরী; কংগ্রেস ও মুসলীম লীগ এই কমিশন বয়কট করিয়াছিল-ড. মুহম্মদ শহীদুল্লাহ)। ২ একঘরে করা। আয়ারল্যান্ডে বয়কট নামক এক ঘৃণ্য প্রশাসককে বর্জন করা থেকে এই শব্দের উদ্ভব। (তুলনীয়) মিরজাফরি। {(ইংরেজি) Boycott}
  • Bengali Word বয়জা Bengali definition বয়দা
  • Bengali Word বয়দা, বয়জা, বদা Bengali definition [বয়্‌দা, বয়্‌জা, বদা] (বিশেষ্য) ডিম (সারসের বয়জা এয়ছা অতি কোথা পাবে-সৈয়দ হামজা)। {(আরবি) বয়দাহ}
  • Bengali Word বয়ন ১ Bengali definition [বয়োন্‌] (বিশেষ্য) বোনা (বস্ত্র বয়ন)। {(তৎসম বা সংস্কৃত) বপন>প্রা.বঅন>}
  • Bengali Word বয়ন ২, বয়ান Bengali definition [বয়োন্‌, বয়ান্‌] (বিশেষ্য) মুখ; বদন (প্রিয়া চেয়ে আছে শিশুর বয়ানে-মোহিতলাল মজুমদার)। শশি বয়না (বিশেষণ) চন্দ্রমুখী; শশিবদনা (ফিরে মুঝে দিঠি পরলি শশিবয়না-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) বদন>(প্রাকৃত) বঅণ্‌>}
  • Bengali Word বয়নাক্কা Bengali definition বায়নাক্কা
  • Bengali Word বয়নামা Bengali definition বয়১
  • Bengali Word বয়নী Bengali definition [বয়নি] (বিশেষণ) বদনী; মুখযুক্ত; মুখী। পু. বয়ন। {(তৎসম বা সংস্কৃত) বদনা>}
  • Bengali Word বয়রা Bengali definition [বয়্‌রা] (বিশেষণ) বধির; কালা (বালুদুয়ারের বয়রা মফিজ শেখ-বন্দে আলী মিয়া)। □ (বিশেষ্য) বহেরা ফল বা তার গাছ। {(তৎসম বা সংস্কৃত) বধির>}
  • Bengali Word বয়ল Bengali definition [বয়ল্‌] (বিশেষ্য) বলদ; ষাঁড়। বয়ল গাড়ি গরুর গাড়ি; বলদ বাহিত শকট। {(তৎসম বা সংস্কৃত) বলীবর্দ>বয়ল}
  • Bengali Word বয়লা Bengali definition [বয়্‌লা] (বিশেষ্য) বলয়; বালা; কঙ্কণ; মণ্ডল; করভূষণ বিশেষ (কেন রাখ নাই চুড়ি ও বয়লা আপন মনের মতো?-জসীমউদ্‌দীন)। {(তৎসম বা সংস্কৃত) বলয়>}