Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word বংশাবলি, বংশাবলী Bengali definition [বঙ্‌শাবোলি] (বিশেষ্য) বংশ-তালিকা; কুলজি; কুলপঞ্জি। {(তৎসম বা সংস্কৃত) বংশ+আবলি; ৬ তৎপুরুষ সমাস}
  • Bengali Word বংশী ১ Bengali definition [বোঙ্‌শি] (বিশেষণ) বংশজাত (চন্দ্র-সূর্য-বংশী সপ্ত দিক অধিকার-কাজী দৌলত)। {(তৎসম বা সংস্কৃত) বংশ+অ(অচ্‌)+ঈ(ঙীষ্‌)}
  • Bengali Word বংশী ২ Bengali definition [বোঙ্‌শি] (বিশেষ্য) বাঁশি; মুরলী; বেণু (বংশী দংশিল মোর কানে-চদ)। বংশীধর, বংশীধারী (-রিন্‌) (বিশেষ্য) ১ যে বংশী ধারণ করে। ২ শ্রীকৃষ্ণ। বংশী ধ্বনি (বিশেষ্য) বাঁশির আওয়াজ বা সুর। বংশীবট (বিশেষ্য) বৃন্দাবনস্থ যে বটগাছের নিচে শ্রীকৃষ্ণ বাঁশি বাজাতেন। বংশী বদন, বংশী বয়ান (বিশেষ্য) ১ যে বংশী বাজায়। ২ শ্রীকৃষ্ণ (ঐ দেখ আসছে আয়ান বংশীবয়ান-গান)। {(তৎসম বা সংস্কৃত) বংশ+অ(অচ্‌)+ঈ(ঙীষ্‌)}
  • Bengali Word বংশীয়, বংশ্য Bengali definition [বোঙ্‌শিয়ো, বোঙ্‌শো] (বিশেষণ) ১ বংশজাত; কুলোদ্ভব; কুলে জাত বা উৎপন্ন। ২ বংশ সম্বন্ধীয়। {(তৎসম বা সংস্কৃত) বংশ+ঈয়(ছ), য(যৎ)}
  • Bengali Word বংশীয়াল Bengali definition [বোঙ্‌শিয়াল্‌] (বিশেষণ) বংশীবাদনে দক্ষ। {(তৎসম বা সংস্কৃত) বংশী+(বাংলা) ওয়াল}
  • Bengali Word বংশ্য Bengali definition বংশীয়
  • Bengali Word বঃ Bengali definition [বহ্‌] (বিশেষ্য) বকলম শব্দের সংক্ষিপ্ত রূপ। {বকলম>}
  • Bengali Word বঅন Bengali definition [বয়ন্‌] (মধ্যযুগীয় বাংলা) (বিশেষ্য) বদন; মুখ (নির্ম্মল কমল বঅনে-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) বদন>}
  • Bengali Word বআ, বয়া Bengali definition [বআ] (ক্রিয়া) ১ বওয়া। ২ বহন করা। ৩ উচ্ছন্নে যাওয়া। {(তৎসম বা সংস্কৃত) √বহ>}
  • Bengali Word বই ১, বহি ১ Bengali definition [বোই, বোহি] (বিশেষ্য) ১ পুস্তক; গ্রন্থ (পাঠ্যবই)। ২ খাতা (হিসাবের বই)। বই দপ্তর (বিশেষ্য) বই ও খাতাপত্র (বই দপ্তর বগলে লইয়া সে তাহার দিদির পিছনে পিছনে-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। বই পড়া (ক্রিয়া) অধ্যয়ন করা; গ্রন্থ পাঠ করা। বই পাড়নো (ক্রিয়া) অধ্যয়ন করা; গ্রন্থ পাঠ করা। বই বাঁধা (ক্রিয়া) ১ ছাপানো কাগজ গুলোর পৃষ্ঠা ঠিকমতো সাজিয়ে গ্রন্থের আকারে সেলাই করা। ২ কাগজ, কাপড় বা চামড়া দিয়ে গ্রন্থের মলাট আবৃত করা। বই বের করা (ক্রিয়া) পুস্তক ছেপে প্রকাশ করা। বই বের হওয়া (ক্রিয়া) বই ছাপা হবার পর বাজারে বাজারে বিক্রীত হতে থাকে। বইয়ের পোকা (বিশেষ্য) গ্রন্থকীট; পুস্তকপাঠে অতি মাত্রায় আসক্ত ব্যক্তি। বই লেখা (ক্রিয়া) গ্রন্থ রচনা করা। {(আরবি) বহী}
  • Bengali Word বই ২, বৈ, বহি ২ (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [বোই] (অব্যয়) ১ বিনা; ব্যতীত; ছাড়া; ভিন্ন (উপায় নাই ইহা বই-অবনীন্দ্রনাথ ঠাকুর; দোষ-বহি গুণ কারো না করে কখন-বৃন্দাবন দাস)। ২ বাদে; পরে (বৎসরেক বহি হইল ঝগড়া-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। বইকি, বৈকি (অব্যয়) ১ নিশ্চয়তা আগ্রহ ইত্যাদি সূচক শব্দ (খাটো বই কি)। ২ অস্বীকার বা না-সূচক। বই তো নয়, বৈ ত-নয়-মাত্র; কেবল। {(তৎসম বা সংস্কৃত) ব্যতীত>}
  • Bengali Word বই ৩ Bengali definition [বোই] (বিশেষণ) ব্যাপ্ত; বিস্তৃত (কলঙ্ক বাপা হবে দেশ বই-ঘনরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) √বহ্‌>}
  • Bengali Word বই ৪ Bengali definition [বোই] (বিশেষ্য) কচুর লাত। {বৈদিক (তৎসম বা সংস্কৃত) বয়>}
  • Bengali Word বইঠা, বৈঠা, বোঠে Bengali definition [বোইঠা, বোইঠা, বোঠে] (বিশেষ্য) নৌকার মুখচওড়া ছোট দাঁড়, কাঠ দ্বারা নির্মিত পাতলা দাঁড় যা না বেঁধে হাতে করে বাইতে হয় (পাঁচ পীরেরই শির্নি মেনে, চলরে টেনে বেইঠা হেনে-সত্যেন্দ্রনাথ দত্ত; মন-মাঝি তোর বৈঠা নে রে-লোকগান)। {(তৎসম বা সংস্কৃত) বহিত্র>}
  • Bengali Word বইন Bengali definition [বোইন্‌] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) বো; ভগিনী। {(তৎসম বা সংস্কৃত) ভগিনী>অপভ্র, ভইন্>}
  • Bengali Word বউ, বৌ Bengali definition [বোউ] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ বধূ; পত্নী; গিন্নি। ২ কুলবধূ (ঘরের বউ)। ৩ কনে; নববধূ (নতুন বউ)। ৪ পুত্রবধূ বা তৎস্থানীয়া। বউ-কথা-কও (বিশেষ্য) কোকিলজাতীয় সুপরিচিত পাখি; পাপিয়া কিংবা তার কন্ঠরব (আজকে কেবল বউ-কথা-কও ডাকে-রবীন্দ্রনাথ ঠাকুর)। বউকাঁটকি (বিশেষ্য) ১ (স্ত্রীলিঙ্গ) যে শাশুড়ি পুত্রবধূকে নির্যাতন করে ও খোঁটা দেয়। □ (বিশেষণ) বধূর পক্ষে কন্টকতুল্য শাশুড়ি। বউগড়া (বিশেষ্য) নববধূর স্বামীর ঘরে এলে যে আচার অনুষ্ঠিত হয় (বউগড়া লইল মায় পিঁড়িতে বসিয়া-ময়মনসিংহ গীতিকা)। বউঝি, বউ-বেটি (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) বধূ ও কন্যা বা কন্যা শ্রেণির যুবতী স্ত্রীলোক। বউটুবানি (বিশেষ্য) পাটক্ষেতে বা নল বনে হয় এমন এক ধরনের লতা ও তার ফুল (পাট মেরে সে যে নিড়াইয়া দিবে বউ-টুবানীর চারা-জসীমউদ্‌দীন)। বৌঠান (বিশেষ্য) বড় ভাইয়েরস্ত্রী-হিন্দু সমাজে জ্যেষ্ঠ ভ্রাতার বধূকে এইরূপ সম্বোধন করা হয় (তা খদ্দর পরাইলেই তো পারেন বৌঠান-রবীন্দ্রনাথ ঠাকুর)। বউড়ি, বউড়ী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) অল্পবয়স্কা বৌ; বালিকাবধূ (জিউড়ির খেই আর বউড়ির পাঁজ গো-সত্যেন্দ্রনাথ দত্ত)। বউদিদি, বৌদি (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) জ্যেষ্ঠ ভ্রাতার পত্নী; ভাবি। বউভাত, বৌভাত (বিশেষ্য) নববধূর ছোঁয়া অন্ন বরের আত্মীয় স্বজন কর্তৃক গ্রহণের আচারবিশেষ; বিবাহ-উত্তর ভোজ; পাকস্পর্শ; ওয়ালিমা (বিবাহে বউভাতের নিমন্ত্রণে উপস্থিত ছিলেন-রবীন্দ্রনাথ ঠাকুর)। বউমা, বৌমা (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) পুত্রবধূ বা কনিষ্ঠ ভ্রাতার বধূ। {(তৎসম বা সংস্কৃত) বধূ>(প্রাকৃত) বহু>}
  • Bengali Word বউনি ১ Bengali definition [বোউনি] (বিশেষ্য) ১ বহন করার মজুরি বা পারিশ্রমিক। {(তৎসম বা সংস্কৃত) বহন>+(বাংলা) ই}
  • Bengali Word বউনি ২ Bengali definition [বোউনি] (বিশেষ্য) ১ দিনের প্রথম বিক্রয়। ২ ব্যবসায়ে দিনের প্রথম বিক্রয়লব্ধ মূল্য (এখনো সক্কাল বেলা বউনি হয়নি-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। বউনি করা (ক্রিয়া) নগদ মূল্য দিনের প্রথম বিক্রয় কার্য করা। {(তৎসম বা সংস্কৃত) বর্ধনী>}
  • Bengali Word বউনি ৩, বউনী Bengali definition [বোউনি] (বিশেষ্য) অগ্রিম প্রাপ্তি; বায়না। {(আরবি) বয়(অগ্রিম)+(ফারসি) আনাহ্‌}
  • Bengali Word বউল ১, বোল Bengali definition [বোউল, বোল্‌] (বিশেষ্য) ১ আম্র ইত্যাদির মুকুল (বউল ঝরে ফলেছে আজ থোল থোল আম-কাজী নজরুল ইসলাম)। ২ বকুল ফুল। {(তৎসম বা সংস্কৃত) মুকুল>}
  • Bengali Word বউল ২, বউলা, বোলো Bengali definition [বোউল, বোউলা, বোলো] (বিশেষ্য) খড়মস্থ মুকুলাকৃতি কাষ্ঠখণ্ড যা পায়ের দুই আঙুলে চেপে ধরে চলতে হয় (খড়মের বউলের মত জিনিসটা নাকি টেলিগ্রাফের কল-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) মুকুল>}
  • Bengali Word বউলি, বউলী Bengali definition বৌলি
  • Bengali Word বওয়া Bengali definition বহা
  • Bengali Word বওয়া, বহা Bengali definition [বওয়া, বহা] (ক্রিয়া) ১ বহন করা (বহিবারে দাও শকতি-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ প্রবাহিত হওয়া (পূর্বের সমুদ্র হতে ধীরে বওয়া সমীরের বিশ্রান্ত পাখাতে-আবদুল গনি হাজারী)। ৩ সহ্য করা (দুঃখ বওয়া)। ৪ ধারণ করা। ৫ অতিবাহিত হওয়া; অতিক্রান্ত হওয়া (দিন বয়ে যায়)। ৬ কর্মক্ষম থাকা; চালু থাকা; তাচ্ছিল্যভাব প্রকাশ (না এলো তো বয়েই গেলো)। বয়ে যাওয়া (ক্রিয়া) ১ ক্ষতি না হওয়া (তুমি এলে না, তাতে আমার বয়েই গেল)। ২ অসৎসঙ্গে বখাটে হয়ে যাওয়া ছেলেটা বয়ে গেছে)। বওয়ানো, বহানো, (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। □ (ক্রিয়া) ১ প্রবাহিত করা (রক্তের ধারা বয়ে যায়)। ২ বহন করানো (পালকি বওয়ানো)। {(তৎসম বা সংস্কৃত) বহ্‌>}
  • Bengali Word বওয়াট, বওয়াটে Bengali definition বখাটে
  • Bengali Word বক, বগ Bengali definition [বক্‌, বগ্‌] (বিশেষ্য) ১ মাছ শিকারে পটু বক্রগ্রীবা ও দীর্ঘ চঞ্চুবিশিষ্ট এক জাতীয় উভচর পাখি। ১ ‘বক’ নামের পৌরাণিক অসুর/রাক্ষস বকাসুর। বক দেখানো (ক্রিয়া) (আলঙ্কারিক) বকের গলা ও মুখের মতো হাত বাঁকিয়ে বিদ্রূপ করা। বকধার্মিক (বিশেষণ) ভণ্ড; বকের মতো ধার্মিকতার ভান করে এমন। বকধ্যান (বিশেষ্য) কপটধ্যান (বকধ্যানে আছে ঘোড়া চোর-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। বকবৃত্তি (বিশেষ্য) ভণ্ডামি; কপটতা। □ (বিশেষণ) ধূর্ত; ভণ্ড। বকব্রতী (বিশেষণ) ১ ভণ্ড; কপট। ২ প্রবঞ্চনাকারী। বকযন্ত্র (বিশেষ্য) ১ পাতনযন্ত্র; যে যন্ত্রে কোনো পাদার্থের অংশ বাস্পীভূত বা চোলাই করে পৃথক করা হয়; retort; still (অনেক হিন্দু যুবকই বাড়ীতে বকযন্ত্রে মদ চোয়াইতে লাগিল-ইসমাইল হোসেন শিরাজী)। ২ রোগীর বক্ষ পরীক্ষার যন্ত্রবিশেষ; স্টেথোস্‌কোপ। {(তৎসম বা সংস্কৃত) √বঙ্ক্‌+অ(অচ্‌)}
  • Bengali Word বকঠুঁটো Bengali definition [বক্‌ঠুটো] (বিশেষ্য) গাংদাঁড়া চিংড়ি। {বক+ঠোঁট+ইয়া>}
  • Bengali Word বকনা Bengali definition [বক্‌না] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) মাদি-বাছুর; যে গাভীর এখনও বাছুর হয়নি; অল্পবয়স্কা গাভী (এসেছিল বকনা গরু পর গোয়ালে জাব্‌না খেতে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) বঙ্কয়ণী>}
  • Bengali Word বকবক Bengali definition [বক্‌বক্‌] (অব্যয়) ক্রমাগত বৃথা বাক্যব্যয়; বিরক্তিকর অনর্গল কথা। বকবক করা, বকবকানো, বকর-বকর করা (ক্রিয়া) অনর্গল কথা বলা; ক্রমাগত বৃথা বাক্যব্যয় করা; বাচালতা করা (আপনি যদি প্রধান অতিথি হন, তবে আপনাকে বকর বকর করতে হবে বেশি-সৈয়দ মুজতবা আলী)। বকবকানি (বিশেষ্য) ক্রমাগত বিরক্তিকর কথাবার্তা; বৃথা বাক্যব্যয়; বিরক্তিজনক বাচালতা। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word বকবকম, বকবকুম, বকবাকুম Bengali definition [বক্‌বকম্‌, বক্‌বকুম, বক্‌বাকুম্‌] (বিশেষ্য) পারাবত-কন্ঠধ্বনি; পায়রার ডাক (পায়রা যেন করছে শুধু বকবকম-রবীন্দ্রনাথ ঠাকুর)। {ধ্বন্যাত্মক}