s পৃষ্ঠা ৬৯
- English Word superannuate Bengali definition [সূপারঅ্যান্যিউএইট্] (verb transitive) (১) বার্ধক্য বা অক্ষমতার জন্য (কোনো কর্মচারীকে) অবসর দেওয়া বা বরখাস্ত করা; বার্ধক্যাক্ষম (বলে) ঘোষণা করা। (২) (past participle superannuated, adjective রূপে) কাজ বা ব্যবহারের জন্য অতিপ্রাচীন; বয়স-উত্তীর্ণ; (কথ্য) সেকেলে বা কালজীর্ণ। superannuation [সূপারঅ্যান্যিউএইশ্ন্] (noun) অতিবয়স্কতা; বার্ধক্যক্ষমতা; বয়স-উত্তীর্ণতা।
- English Word superb Bengali definition [সূপা:র্] (adjective) দেদীপ্যমান; চমৎকার; অত্যুৎকৃষ্ট; খাসা। superbly (adverb) দেদীপ্যমানরূপে, চমৎকারভাবে।
- English Word superbug Bengali definition [সূপাবাগ্] (noun) বিভিন্ন জীবাণুপ্রতিরোধী ওষুধ প্রয়োগের পরও টিকে থাকে এমন মারাত্মক জীবাণু; সুপারবাগ: How do you kill a superbug?
- English Word supercargo Bengali definition [সূপাকা:গো] (noun) (plural supercargoes [সূপাকা:গোজ্]) সওদাগরি জাহাজে পণ্যসামগ্রী বিক্রয়ের তত্ত্বাবধানে নিযুক্ত ব্যক্তি; মাল সরকার।
- English Word supercharger Bengali definition [সূপাচা:জা(র্)] (noun) অন্তর্দাহ ইনজিনের সিলিন্ডারে অতিরিক্ত অক্সিজেন প্রবেশ করাতে ব্যবহৃত যন্ত্রবিশেষ; অত্যাধায়ী। supercharged (adjective) উক্ত যন্ত্রযুক্ত; অত্যাধায়ীযুক্ত।
- English Word supercillous Bengali definition [সূপাসিলিআস্] (adjective) অবজ্ঞামিশ্রিত ঔদাসীন্যপূর্ণ; উৎসিক্ত; উচকপালে: nose high in the air, looking like a supercillous camel. supercillously adverb অবজ্ঞামিশ্রিত ঔদাসীন্যভরে; উন্নাসিকভাবে। supercillousness (noun) উন্নাসিকতা; উঁচকপালে ভাব।
- English Word superego Bengali definition [সূপারেগো America(n) সূপারীগো] (noun) [uncountable noun] (the) superego (মনোবিজ্ঞান) মনের যে অংশ বিবেক ও নীতিবোধের আহ্বানে সাড়া দেয়; অধ্যহং। দ্রষ্টব্য ego, id.
- English Word supererogation Bengali definition [সুপারএরাগেইশ্ন্] (noun) [uncountable noun] প্রয়োজন বা প্রত্যাশার বেশি (কার্য)করণ; অত্যাচরণ: a work of supererogation.
- English Word superexcellence Bengali definition [সূপারএক্সালান্স্] (noun) অত্যুৎকর্ষ; পরমোৎকর্ষ; অত্যুৎকৃষ্টতা। super excellent (adjective) অত্যুৎকৃষ্ট; পরমোৎকৃষ্ট।
- English Word superfatted Bengali definition [সূপাফ্যাটিড্] (adjective) (প্রধানত সাবান) (স্বাভাবিক অনুপাতের চেয়ে) অধিক চর্বিযুক্ত।
- English Word superficial Bengali definition [সূপাফিশ্ন্] (adjective) (১) পৃষ্ঠ বা উপরিতল সম্বন্ধী; উপরিগত; অগভীর; বাহ্য; বহিঃস্থ; পৃষ্ঠস্থ; superficial view, বাহ্যদৃষ্টি; a superficial wound; superficial area. (২) উপরিতলস্পর্শী; ভাসা-ভাসা; উপর-উপর; অগভীর: a superficial scholar. শাস্ত্রগণ্ড; কিঞ্চিদজ্ঞ; অল্পজ্ঞ; a superficial book; a superficial knowledge of a subject; a superficial mind. superficially [সূপাফিশালি] (adverb) বাহ্যত; ভাসাভাসা; অগভীরভাবে। superficiality [সূপাফিশিঅ্যালাটি] (noun) [uncountable noun] বাহ্যানুবর্তিতা; অগভীরতা; উপরিতলবর্তিতা।
- English Word superficies Bengali definition [সূপাফিশীজ্] (noun) (plural অপরিবর্তিত) (১) তল; উপরিভাগ; পৃষ্ঠভাগ; পৃষ্ঠ; বিস্তার। (২) বাহ্যরূপ; বাইরের চেহারা।
- English Word superfine Bengali definition [সুপাফাইন্] (adjective) (১) অতিসূক্ষ্ম; সূক্ষ্মাণুসূক্ষ্ম; অতি মিহি। (২) অযথা মার্জিত বা সূক্ষ্মীকৃত; অতি সূক্ষ্ম; অযথা জটিল: a superfine distinction.
- English Word superfluous Bengali definition [সূপাফলুআস্] (adjective) প্রয়োজনাতিরিক্ত; অনর্থক; অযথা। superfluously (adverb) অনর্থক; প্রয়োজনাতিরিক্তভাবে। superfluity [সূপাফলুআটি] (noun) (plural superfluities) [countable noun, uncountable noun] বাহুল্য; আতিশয্য; আতিরেক্য: have a superfluity of good things.
- English Word superhet Bengali definition [সূপাহেট্] (adjective), (noun)= superheterodyne.
- English Word superheterodyne Bengali definition [সূপাহেটারাডাইন্] (noun), (adjective) যে বেতারগ্রহণ পদ্ধতিতে বা বেতারগ্রাহকযন্ত্রে একটি স্থানীয় দোলকের সাহায্যে বাইরে থেকে সংকেত- আগমনের সঙ্গে একটি স্পন্দন সৃষ্টি হয় এবং সেটি দুয়ের সংমিশ্রণজাত মাঝারি পৌনঃপুনিকতায় পরিবর্ধন করা হয়, অতিবিষমবল; অতিবিষমবল গ্রাহকযন্ত্র।
- English Word superhuman Bengali definition [সূপাহ্যিঊমান্] (adjective) অতিমানবিক; অতিমানুষিক; অতিমত: by a superhuman effort.
- English Word superimpose Bengali definition [সূপারিম্পোজ্] (verb transitive) একটির উপর আরেকটি রাখা/চাপানো/স্থাপন করা; উপরিস্থাপন করা। superimposed (adjective) উপরিস্থাপিত: a map of Bangladesh superimposed on a map of France.
- English Word superintend Bengali definition [সূপারিন্টেন্ড্] (verb transitive), (verb intransitive) (কাজকর্মে) অবেক্ষণ ও পরিচালনা করা; অধ্যক্ষতা; তত্ত্বাবধান করা: superintendence [সূপারিন্টেন্ডান্স্] (noun) [uncountable noun] অধ্যক্ষতা; অধিষ্ঠাতৃত্ব; অধিকর্মিকতা; তত্ত্বাবধান; অবেক্ষণ: under the superintendence of the manager. superintendent [সূপারিন্টেন্ডান্ট্] (noun) অধিকর্মিক; তত্ত্বাবধায়ক; দারোগার উপরস্থ পুলিশ কর্মকর্তা; অধীক্ষক।
- English Word superior Bengali definition [সূপিআরিআ(র্)] (adjective) (১) শ্রেষ্ঠ; উৎকৃষ্ট; প্রকৃষ্ট: superior cloth; a man of superior intelligence; superior grades of tea. (২) সংখ্যায় অধিক: attack in a superior numbers. (৩) superior to (ক) শ্রেয়; শ্রেষ্ঠ; গরিষ্ঠ: This house is superior to that. (খ) পদমর্যাদায় উচ্চতর; উপরন্তু; উপরিক। (গ) (কোনোকিছুর দ্বারা) প্রভাবিত হয় না এমন; ঊর্ধ্বে: superior to flattery; rise (= be) superior to temptation. (৪) উন্নাসিক; দাম্ভিক; জেঁকো: a superior air. □ (noun) (১) উচ্চতর পদমর্যাদাবিশিষ্ট ব্যক্তি; গুণবত্তায় উৎকৃষ্ট ব্যক্তি; উপরওয়ালা; বরিষ্ঠব্যক্তি: my superiors in rank/expertise. (উপাধিতে) ধর্মসম্প্রদায়বিশেষের প্রধান; আশ্রমগুরু: the Father superior, যেমন কোনো মঠের অধ্যক্ষ; the Mother superior, যেমন কোনো মঠের অধ্যক্ষা। superiority [সূপিআরিআরাটি America(n) সুপারওরাটি] (noun) [uncountable noun] শ্রেষ্ঠতা; বরিষ্ঠতা; উৎকৃষ্টতা: the superiority of one thing to another; his superiority in talent. superiority complex (লোকপ্রয়োগ) হীনমন্যতাবোধের বিরুদ্ধে আত্মরক্ষামূলক ব্যবস্থা হিসেবে আগ্রাসী বা উদ্ধত মনোভাব; শ্রেষ্ঠম্মন্যতা; বরিষ্ঠম্মন্যতা।
- English Word superlative Bengali definition [সূপালাটিভ] (adjective) (১) উচ্চতম/সর্বোচ্চ মানের; পরমোৎকৃষ্ট; আত্যন্তিক; a tea of superlative flavour and aroma. (২) (ব্যাকরণ) অতিশয়ার্থবাচক, পরমাবধিবাচক যেমন best, worst, clearest).□ noun, adjective বা adverb- এর অতিশয়ার্থবাচক রূপ। speak in superlatives চরম মতামত বা অনুভূতিপ্রকাশক ভাষা ব্যবহার করা; অতিশয়োক্তি করা।
- English Word superman Bengali definition [সূপাম্যান্] (noun) (plural supermen) অতিমানব।
- English Word supermarket Bengali definition [সূপামা:কিট্] (noun) আত্মসেবাভিত্তিকবৃহৎ বিপণি, যেখানে খাদ্য-গৃহোপকরণ ইত্যাদি বিক্রি করা হয়; মহাবাজার।
- English Word supernal Bengali definition [সূপান্ল্] (adjective) (কাব্যিক, আলংকারিক অর্থ) দিব্য; স্বর্গীয়; আন্তরীক্ষ; প্রাংশু; উত্তুঙ্গ।
- English Word supernatural Bengali definition [সূপান্যাচ্রাল্] (adjective) অধ্যাত্ম; অতিপ্রাকৃত; অলৌকিক; আধিদৈবিক: supernatural beings. the supernatural অতিপ্রাকৃত শক্তি, ঘটনা ইত্যাদি। supernaturally [সূপান্যাচ্রালি্] (adverb) আধিদৈবিকভাবে; অলৌকিকভাবে।
- English Word supernormal Bengali definition [সূপানোম্ল্] (adjective) নিয়মের বাইরে; অতিনৈয়মিক; অনৈসর্গিক।
- English Word supernova Bengali definition [সূপানোভা] (noun) (plural supernoval) (জ্যোতির্বিদ্যা) যে বৃহৎ তারকা হঠাৎ প্রচণ্ড শক্তি ও তীব্র আলোক বিকিরণ করে নিষ্প্রভ হয়ে যায় (আগেকার দিনে নতুন তারকা বলে ভুল করা হতো); অতিকায় নবনক্ষত্র।
- English Word supernumerary Bengali definition [সূপান্যিঊমারারি America(n) সূপানূমারেরি] (adjective) (plural supernumeraries) সংখ্যাতিরিক্ত (বস্তু বা ব্যক্তি)। □ (noun) (বিশেষত) ছুটা কাজে নিয়োজিত ব্যক্তি, অতিসংখ্য কর্মী; অকিঞ্চিৎকর ভূমিকায় অভিনয়কারী অভিনেতা (যেমন জনতার দৃশ্যে); অতিসংখ্য অভিনেতা।
- English Word superpower Bengali definition [সূপাপাউআ(র্)] (noun) অত্যন্ত শক্তিশালী জাতি বা রাষ্ট্র; পরাশক্তি।
- English Word superscription Bengali definition [সূপাস্ক্রিপ্শ্ন্] (noun) [countable noun] কোনোকিছুর শীর্ষে বা বাইরে লিখিত শব্দাবলি (যেমন চিঠির খামের উপর লিখিত ঠিকানা); উপরিলেখ।