Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word electrician Bengali definition [ইলেক্‌ট্রিশ্‌ন্] (noun) বিদ্যুৎমিস্ত্রি
  • English Word electricity Bengali definition [ইলেক্‌ট্রিসাটি] (noun) বিদ্যুৎ; বিদ্যুৎ সরবরাহ
  • English Word electrify Bengali definition [ইলেক্‌ট্রিফাই] (verb transitive) (১) বিদ্যুতায়িত করা(২) (রেলওয়ে ইত্যাদিকে) বিদ্যুৎসরঞ্জামে সজ্জিত করা(৩) (লাক্ষণিক) যেন বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে এমনভাবে চমকে দেওয়া; সহসা উত্তেজিত করাelectrification [ইলেকট্রিফিকেইশ্‌ন্‌] (noun) বিদ্যুতায়ন।
  • English Word electro- Bengali definition [ইলেক্‌ট্রো] (prefix) (যৌগশব্দে) বিদ্যুৎ-; বৈদ্যুতিক-; তড়িৎ-: electro cardiogram [ইলেক্‌ট্রোকা:ডিউগ্র্যাম] বৈদ্যুতিক কার্ডিওগ্রাম; হৃদযন্ত্রের চিকিৎসা-পদ্ধতিবিশেষ। electro cardio-graph [ইলেক্‌ট্রোকা:ডিওগ্রা:ফ্ America(n) ইলেক্‌ট্রোকা:ডিওগ্র্যাফ্] (noun) বৈদ্যুতিক কার্ডিওগ্রাফ; হৃদযন্ত্রের পেশিতে বিদ্যুৎক্রিয়া পরিমাপক যন্ত্র। electro chemistry (noun) বিদ্যুৎরসায়ন। electromagnet (noun) বিদ্যুৎ-চুম্বক; লোহার পাতে জড়ানো তারে বিদ্যুৎপ্রবাহের মাধ্যমে যখন পাতটিকে চুম্বকায়িত করা হয়। electro magnetic (adjective) বিদ্যুৎ-চুম্বকগুণসম্পন্ন। electroplate (verb transitive) বৈদ্যুতিক পদ্ধতিতে রুপার প্রলেপ লাগানো। □ [noun] [Uncountable noun] রুপার প্রলেপযুক্ত পদার্থ।
  • English Word electrocute Bengali definition [ইলেক্‌ট্রাকইউট্] (verb transitive) বিদ্যুৎস্পৃষ্ট করে মারাelectrocution [ইলেকট্রাকিউশ্‌ন্‌] (noun) বিদ্যুৎস্পৃষ্টকরণ।
  • English Word electrode Bengali definition [ইলেক্‌ট্রোড্‌] (noun) বিদ্যুদ্বাহ। দ্রষ্টব্য anode, cathode.
  • English Word electrolysis Bengali definition [ইলেকট্রলাসিস্‌] [noun] [Uncountable noun] তড়িৎবিশ্লেষ; বিদ্যুৎপ্রবাহ দ্বারা কোনো পদার্থকে বিভিন্ন রাসায়নিক অংশে বিভক্তিকরণ
  • English Word electron Bengali definition [ইলেক্‌ট্রন্‌] [noun] [Countable noun] (পদার্থবিদ্যা) ইলেকট্রন; ঋণাত্মক বিদ্যুৎশক্তিসম্পন্ন পদার্থের পরমাণুকণাelectron microscope ইলেকট্রন-অণুবীক্ষণ যন্ত্র- এ যন্ত্রে দৃশ্যমান আলোর বদলে ইলেকট্রন ব্যবহৃত হয়। electronic [ইলেক্‌ট্রনিক্] (adjective) ইলেকট্রনসংক্রান্ত; ইলেকট্রনচালিত। electronic music ইলেকট্রনিক সংগীত; ইলেকট্রনিক যন্ত্রপাতির সহায়তায় প্রাকৃতিক অথবা কৃত্রিমধ্বনির নিপুণ ব্যবহার। electronic data processing ইলেকট্রনিক তথ্যবিন্যাস প্রক্রিয়া। electronics (noun) (with, singular verb) ইলেকট্রনবিদ্যা।
  • English Word electronics Bengali definition [ইলেকট্রনিকস] (noun) ইলেকট্রনিক্স হচ্ছে তড়িৎপ্রকৌশলের এমন একটি শাখা যেখানে ভ্যাকিউম টিউব, গ্যাস অথবা অর্ধপরিবাহী যন্ত্রাংশের মধ্য দিয়ে ইলেকট্রনের প্রবাহ, সীমাবদ্ধতা, ব্যবহারিক আচরণ ও প্রক্রিয়া আলোচিত হয়electronic gadgets যে বৈদ্যুতিক যন্ত্রে কাজ সম্পাদনের জন্য ইলেকট্রনিক বর্তনী থাকে।
  • English Word eleemosynary Bengali definition [এলীমসিনারি America(n) এলীমসিনেরি] (adjective) (আনুষ্ঠানিক) ভিক্ষাসংক্রান্ত; ভিক্ষাজীবী; দাতব্য
  • English Word elegant Bengali definition [এলিগান্ট্‌] (adjective) রুচিশীল; অভিজাত; রুচি; দক্ষতাসহ ও যত্নকৃত: elegant man. elegantly (adverb) elegance [এলিগানস] [noun] [Uncountable noun] মার্জিতভাব; পোশাকের চমৎকারিত্ব।
  • English Word elegiac Bengali definition [এলিজাইআক্] (adjective) (১) (ছন্দের ক্ষেত্রে) শোকগাথা রচনার উপযুক্ত: elegiac couplets. (২) শোকাবহ। □(noun) (plural) elegiac verses.
  • English Word elegy Bengali definition [এলাজি] (noun) (plural elegies) শোকগাথা
  • English Word element Bengali definition [এলিমন্ট] (noun) (১) উপাদান(২) (বিজ্ঞানে) সাধারণ রাসায়নিক পদ্ধতিতে বিশ্লিষ্ট করা যায় না এমন পদার্থ(৩) (প্রাচীন দার্শনিকের মতে) ভূমণ্ডল-সংগঠনের (চারটি) উপাদান (মাটি, বায়ু, আগুন ও পানি)। in/out of one’s element সন্তোষজনক/অসন্তোষজনক পরিবেশের মধ্যে: He is out of his element. (৪) (plural) the elements প্রকৃতির শক্তিসমূহ যেমন বায়ু, ঝড় ইত্যাদি(৫) (plural) কোনো বিষয়ের প্রারম্ভিক অংশ অথবা রূপরেখা; সর্বাগ্রে শিক্ষণীয় অংশ: The elements of mathematics. (৬) আবশ্যিক বা বৈশিষ্ট্যসূচক উপাদান(৭) ইঙ্গিত(৮) হিটারজাতীয় বৈদ্যুতিক যন্ত্রে প্রতিরোধক তার
  • English Word elementary Bengali definition [এলিমেন্টরি] (adjective) প্রাথমিক: elementary geography. elementarily [এলিমেন্টারালি America(n) এলিমানটেরালি] (adverb) প্রাথমিকভাবে।
  • English Word elephant Bengali definition [এলিফান্ট্‌] (noun) হাতি; হস্তীwhite elephant (লাক্ষণিক) শ্বেতহস্তী; কাজে আসে না অথচ দামি ও অসুবিধাজনক। elephantiasis [এলিফানটাই-আসিস] [noun] [Uncountable noun] গোদ; পাফোলা রোগ। elephantine [এলিফ্যান্টাইন] (adjective) হস্তীসদৃশ; ভারী।
  • English Word elevate Bengali definition [এলিভেইট] (verb transitive) elevate (to) (আনুষ্ঠানিক) উত্তোলন করা; উন্নীত করা; (লাক্ষণিক) মানসিক উন্নতিসাধন করা।
  • English Word elevation Bengali definition [এলিভেইশন্‌] (noun) (১) মানোন্নয়ন(২) সমুন্নতি: elevation of style. (৩) [Countable noun] উচ্চতা (বিশেষ করে সমুদ্রপৃষ্ঠ থেকে); পাহাড় অথবা উঁচু জায়গা: an elevation of 300 metres. (৪) [Countable noun] দালানের একাংশের পরিকল্পনা
  • English Word elevator Bengali definition [এলিভেইা(র্)] (noun) (১) শস্য তোলার যন্ত্র(২) গুদামঘর(৩) বিমানের উড্ডয়ন-অবতরণযন্ত্র(৪) লিফ্‌ট।
  • English Word eleven Bengali definition [ইলেভ্‌ন্‌] (adjective), (noun) এগারোeleventh [ইলেভ্‌নথ] (adjective), (noun) একাদশ। at the eleventh hour অন্তিম মুহূর্তে। elevenses [ইলেভন্‌জিজ্‌] (noun), (plural) (British/Britain) ভোর এবং দুপুরের মাঝামাঝি সময়কার (প্রায় সকাল এগারোটায়) হালকা নাশতা, যেমন- এক কাপ চা বা কফিসহ বিস্কুট।
  • English Word elf Bengali definition [এল্‌ফ] (noun) (plural elves) বেঁটে মানুষের আকৃতিসম্পন্ন ভূত, যা সাধারণত রূপকথায় পাওয়া যায়; ক্ষুদ্র প্রাণী; দুষ্ট লোকelfin [এলফি্ন] (adjective) উক্ত ভূতসংক্রান্ত বা ভূতজাতীয়। elfish [এলফি্‌শ্‌] (adjective) দৃষ্ট; ক্ষতিকর; ডাইনিসদৃশ।
  • English Word elicit Bengali definition [ইলিসিট্‌] (verb transitive) elicit something (from somebody) কোনো কিছু টেনে বের করা অথবা কাউকে কোনো কিছু প্রকাশে বাধ্য করা: to elicit the fact. elicitation [ইলিসিটেইশন] (noun)
  • English Word elide Bengali definition [ইলাইড্] (verb transitive) ধ্বনি অথবা অক্ষর লোপ করা। দ্রষ্টব্য elision.
  • English Word eligible Bengali definition [এলিজাব্‌ল্‌] (adjective) eligible (for) উপযুক্ত; যোগ্য; যোগ্যতাসম্পন্ন: eligible for the post. eligibility [এলিজাবিলাটি] [noun] [Uncountable noun] যোগ্যতা।
  • English Word eliminate Bengali definition [ইলিমিনেইট] (verb transitive) eliminate (from) বর্জন করা; উচ্ছেদ করা; নিষ্কাশন করা: elimination [ইলিমিনেইশ্‌ন্] (noun) বর্জন; নিষ্কাশন।
  • English Word elision Bengali definition [ইলিজ্‌ন্] (noun) ধ্বনিলোপ, অক্ষরলোপ যেমন- haven’t –এ।
  • English Word élite Bengali definition [এইলীট] (noun) অভিজাত; ক্ষমতা; প্রতিভা অথবা সুযোগ-সুবিধার কারণে সমাজের উৎকৃষ্ট বলে বিবেচিত শ্রেণি: an industrial élite. দ্রষ্টব্য egalitarian. elitism [এইলীটিজাম] (noun) অভিজাততন্ত্র। elitist [এইলীটিস্‌ট্] (noun)
  • English Word elixir Bengali definition [ইলিকসা(র্)] [Countable noun] (১) (মধ্যযুগের বিজ্ঞানীদের বিশ্বাস অনুসারে) পরশমণি; অমরত্বসুধা(২) মহৌষধ
  • English Word Elizabethan Bengali definition [ইলিজাবীথ্‌ন্‌] (adjective) এলিজাবেথীয়; এলিজাবেথের যুগের: the Elizabethan age. □(noun) এলিজাবেথের যুগে বসবাসকারী ব্যক্তি ( যেমন শেক্সপিয়র)।
  • English Word elk Bengali definition [এল্‌ক্‌] (noun) বৃহদাকৃতির হরিণবিশেষ