Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word উপচ্ছায়া Bengali definition [উপোচ্‌ছায়া] (বিশেষ্য) ১ অপচ্ছায়া; অমঙ্গলজনক ছায়া; অশুভ ছায়া। ২ ছায়াময় কায়া; অশরীরী দেহ। ৩ (পদার্থ) প্রচ্ছায়া বা নিবিড় ছায়ার প্রান্তস্থ লঘু ছায়া; penumbra। {(তৎসম বা সংস্কৃত) উপ+ছায়া; (অব্যয়ীভাব সমাস)}
  • Bengali Word উপচয় Bengali definition [উপোচয়্] (বিশেষ্য) ১ সমূহ; নিচয়; সংগ্রহ। ২ শ্রীবৃদ্ধি; উন্নতি; পুষ্টি। ৩ আধিক্য। ৪ সম্পত্তির মূল্যবৃদ্ধি; appreciation। ৫ (জ্যোবি) রাশিচক্রে লগ্ন থেকে তৃতীয় ষষ্ঠ দশম ও একাদশ স্থান। {(তৎসম বা সংস্কৃত) উপ+ √চি+অ(অচ্)}
  • Bengali Word উপজনন Bengali definition [উপোজনন্‌] (বিশেষ্য) ১ জন্ম; উৎপত্তি; উদ্ভব। ২ উৎপাদন। {(তৎসম বা সংস্কৃত) উপ+ √জন্‌+অন(ল্যুট্)}
  • Bengali Word উপজাত Bengali definition [উপোজাতো] (বিশেষ্য) প্রধান বস্তুর উৎপাদনকালে জাত অপর কোনো বস্তু; by product। {উপ √জন্+ত(ক্ত)}
  • Bengali Word উপজাতি Bengali definition [উপোজাতি] (বিশেষ্য) ১ প্রধান জাতির অন্তর্ভুক্ত ক্ষুদ্র জাতি। ২ আদিবাসী সম্প্রদায়। ৩ সংস্কৃত কবিতার ছন্দবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) উপ+ √জন্‌+তি(ক্তি)}
  • Bengali Word উপজিহ্বা Bengali definition [উপোজিওভা] (বিশেষ্য) আলজিভ। {(তৎসম বা সংস্কৃত) উপ+জিহ্বা; (অব্যয়ীভাব সমাস)}
  • Bengali Word উপজীবিকা Bengali definition [উপোজিবিকা] (বিশেষ্য) ১ জীবনযাত্রা নির্বাহের উপায় বা বৃত্তি; পেশা; জীবিকা। ২ অপ্রধান জীবিকা (এমনিতে তার প্রধান জীবিকা কৃষিকাজ, মাছ ধরা তার উপজীবিকা-আবু ইসহাক)। উপজীবী(-বিন্) (বিশেষণ) ১ পেশা বা বৃত্তি অবলম্বন করেছে এমন। ২ পরাশ্রিত। উপজীব্য (বিশেষণ) (বিশেষ্য) জীবিকার বা প্রয়োজনের জন্য গ্রহণযোগ্য। □ (বিশেষ্য) আশ্রয়; অবলম্বন (গণ প্রতিষ্ঠানের বিবর্তনই হবে ইতিহাসের উপজীব্য-আ.ন.ম. বজলুর রশীদ)। {উপ+জীবিকা; (অব্যয়ীভাব সমাস)}
  • Bengali Word উপজ্ঞা Bengali definition [উপোগ্‌গাঁ] (বিশেষ্য) সহজাত জ্ঞান; জন্মগত বোধ instinct। {(তৎসম বা সংস্কৃত) উপ+ √জ্ঞা+অ(অচ্)+আ}
  • Bengali Word উপজয়, উপজএ (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [উপোজয়্, উপোজয়ে] (ক্রিয়া) উপস্থিত হয়; জন্মায় (বিঘিনি বিথারিত উপজয়ে শঙ্কা-বিদ্যাপতি)। উপজিল (পদ্যেব্যবহৃত) (ক্রিয়া) জন্মালো; উৎপন্ন হলো। {(তৎসম বা সংস্কৃত) উপদ্যতে>উপজ্জএ>উপজএ; (তৎসম বা সংস্কৃত) উপ+জন্‌>(প্রাকৃত) উপজ্জই>}
  • Bengali Word উপঢৌকন Bengali definition [উপোঢোউকন্‌] (বিশেষ্য) ১ উপহার; ভেট; সওগাত; ডালি। ২ ঘুষ। {(তৎসম বা সংস্কৃত) উপ+ √ঢৌক্‌+অন(ল্যুট্)}
  • Bengali Word উপত্যকা Bengali definition [উপোত্‌তকা] (বিশেষ্য) ১ দুই পর্বতের মধ্যবর্তী সমতল বা নিম্নভূমি। ২ পর্বতপার্শ্বস্থ ভূমি। {(তৎসম বা সংস্কৃত)উপ+ত্যক(ত্যকন্‌)+আ}
  • Bengali Word উপদংশ Bengali definition [উপোদঙ্‌শো] (বিশেষ্য) ১ সংক্রামক যৌন-রোগবিশেষ; গরমি বা ফেরঙ্গ রোগ; syphilis। ২ সুরাপানকালীন আনুষঙ্গিক ভক্ষ্য; চাট। {(তৎসম বা সংস্কৃত) উপ+ √দন্‌শ্‌+অ(ঘঞ্)}
  • Bengali Word উপদশা (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [উপোদশা] (বিশেষণ) উপবাসী; অভুক্ত (কখন খায় ঘৃতরন্ন কখন উপদশা-গোপীচন্দ্রের গান)। {(তৎসম বা সংস্কৃত) উপ+দশা}
  • Bengali Word উপদান Bengali definition [উপোদান্‌] (মধ্যযুগীয় বাংলা) (বিশেষ্য) দান খয়রাত (ধন্য সেহি মোছলমান যে করিল উপদান, খাইল আর খিলাইয়া দিল-হেয়াত মাহমুদ) {(তৎসম বা সংস্কৃত) উপ+ √দা+অন}
  • Bengali Word উপদিশ্যমান Bengali definition [উপোদিশ্‌শোমান্] (বিশেষণ) ১ উপদেশ পাচ্ছে এমন। ২ উপদেশ দেওয়া হচ্ছে এমন। {(তৎসম বা সংস্কৃত) উপ+ √দিশ্+মান(শানচ্)}
  • Bengali Word উপদিষ্ট Bengali definition [উপদিশ্‌টো] (বিশেষণ) ১ উপদেশ দেওয়া হয়েছে এমন। ২ আদেশপ্রাপ্ত; আদিষ্ট। ৩ কথিত। ৪ উপদেশ লাভ করেছে এমন; উপদেশপ্রাপ্ত। {(তৎসম বা সংস্কৃত) উপ+ √দিশ্‌+ত(ক্ত)}
  • Bengali Word উপদেবতা, উপদেব Bengali definition [উপোদেবোতা, উপোদেব্] (বিশেষ্য) ১ হীন শ্রেণীর দেবযোনি; ভূতপ্রেত। ২ অকুলীন দেবতা; অপ্রধান দেবতা। উপদেবী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) উপ+দেবতা, দেব}
  • Bengali Word উপদেশ Bengali definition [উপোদেশ্] (বিশেষ্য) ১ করণীয় সম্পর্কে নির্দেশ। ২ মন্ত্রণা; পরামর্শ। ৩ শিক্ষা। ৪ অনুশাসন। উপদিষ্ট (বিশেষণ) উপদেশ দেওয়া হয়েছে এমন। উপদেশক (বিশেষ্য), (বিশেষণ) ১ যিনি উপদেশ দান করেন; উপদেষ্টা; উপদেশদাতা। ২ শিক্ষক; অধ্যাপক। উপদেশমূলক, উপেদশাত্মক (বিশেষণ) উপদেশপূর্ণ; উপদেশ রয়েছে এমন। উপদেশনীয়, উপদেশ্য, উপদেষ্টব্য (বিশেষণ) উপদেশ দেওয়ার উপযুক্ত; উপদেশ দেওয়ার যোগ্য। উপদেষ্টা(-ষ্ট্‌) (বিশেষ্য), (বিশেষণ) উপদেশ দান করেন যিনি; পরামর্শ বা মন্ত্রণাদাতা। □ (বিশেষ্য) ১ গুরু; শিক্ষক। ২ মন্ত্রী। {(তৎসম বা সংস্কৃত) উপ+√দিশ্+অ(ঘঞ্)}
  • Bengali Word উপদ্বীপ Bengali definition [উপোদ্‌দিপ্] (বিশেষ্য) ১ প্রায় চতুর্দিকে জল দ্বারা বেষ্টিত ভূভাগ; সমুদ্র বেষ্টিত প্রধান ভূভাগের অংশবিশেষ; peninsula। {(তৎসম বা সংস্কৃত) উপ+দ্বীপ; (অব্যয়ীভাব সমাস)}
  • Bengali Word উপদ্রব Bengali definition [উপোদ্‌দ্রোব্] (বিশেষ্য) ১ উৎপাত; দৌরাত্ম্য; অত্যাচার। ২ অমঙ্গলজনক ঘটনা; বিপদ। উপদ্রুত (বিশেষণ) অত্যাচারিত। {(তৎসম বা সংস্কৃত) উপ+√দ্রু+অ(ঘঞ্)}
  • Bengali Word উপধর্ম Bengali definition [উপোধর্‌মো] (বিশেষ্য) ১ অপকৃষ্ট লৌকিক ধর্ম (তবে আমার উপাসনা দুষ্ট, অলীক, উপধর্ম্ম মাত্র-বঙ্কিচন্দ্র চট্টোপাধ্যায়) ২ লৌকিক ধর্ম। ৩ কুসংস্কার। {(তৎসম বা সংস্কৃত) উপ+ √ধৃ+মন্‌; (অব্যয়ীভাব সমাস)}
  • Bengali Word উপধা Bengali definition [উপোধা] (বিশেষ্য) ১ (ব্যাকরণ) অন্ত্যবর্ণের পূর্ববর্ণকে ‘উপধা’ বলে। ২ ছল। ৩ উপায়। ৪ অমাত্যদের সাধুতার পরীক্ষা। {(তৎসম বা সংস্কৃত) উপ+ √ধা+অ(অঙ্‌)+ আ}
  • Bengali Word উপধাতু Bengali definition [উপোধাতু] (বিশেষ্য) ১ (আয়ু.) স্বর্ণ ইত্যাদি প্রধান ধাতুর ন্যায় ধাতু বা ধাতুঘটিত বিবিধ দ্রব্য-মাক্ষিক, তুত্থক, অভ্র ইত্যাদি। ২ দেহ থেকে উদ্ভূত পদার্থ-স্তন্য রজঃ স্বেদ ইত্যাদি। {(তৎসম বা সংস্কৃত) উপ+ধাতু; (অব্যয়ীভাব সমাস)}
  • Bengali Word উপধান, উপাধান Bengali definition [উপোধান্, উপাধান্] (বিশেষ্য) ১ উপাধান; বালিশ। ২ ধারণ। ৩ প্রণয়। ৪ ব্রতবিশেষ। উপধানীয় (বিশেষ্য) বালিশ; উপাধান। {(তৎসম বা সংস্কৃত) উপ+ √ধা+অন(ল্যুট্)}
  • Bengali Word উপধায়ক, উপধায়ী(-য়িন্‌) Bengali definition [উপোধায়োক, উপোধায়ি] (বিশেষ্য), (বিশেষণ) উৎপাদন করে বা জন্ম দেয় এমন; উৎপাদক; জনক। {(তৎসম বা সংস্কৃত) উপ+ √ধা+অক(ণ্বুল্), ইন্‌(ণিনি)}
  • Bengali Word উপনগর Bengali definition [উপোনগোর্] (বিশেষ্য) ১ ক্ষুদ্র নগর। ২ নগরের উপকণ্ঠস্থ ক্ষুদ্র নগর; শহরতলি। {(তৎসম বা সংস্কৃত) উপ+নগর; (অব্যয়ীভাব সমাস)}
  • Bengali Word উপনদ, উপনদি Bengali definition [উপোনদ্‌, উপোনোদি] (বিশেষ্য) যে নদী স্বতন্ত্রভাবে উৎপন্ন হয়ে বৃহত্তর নদীতে পতিত হয়। {(তৎসম বা সংস্কৃত) উপ+নদ, নদী; (অব্যয়ীভাব সমাস)}
  • Bengali Word উপনাম Bengali definition [উপোনাম্] (বিশেষ্য) ১ প্রকৃত নামের পরিবর্তে ব্যবহৃত অন্য নাম; surname। ২ উপাধি; আখ্যা। {(তৎসম বা সংস্কৃত) উপ+নাম; (অব্যয়ীভাব সমাস)}
  • Bengali Word উপনায়ক Bengali definition [উপোনায়োক্] (বিশেষ্য) ১ নাটকে বা উপন্যাসের মূল চরিত্র বিকাশে সাহায্যকারী চরিত্র; অপ্রধান নায়ক। ২ সহকারী; সহচর (উপনায়ক চরিত্র প্রায়ই মসীলিপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) উপ+নায়ক; (অব্যয়ীভাব সমাস)}
  • Bengali Word উপনিপাত Bengali definition [উপোনিপাত্] (বিশেষ্য) ১ উপকণ্ঠে আগমন; সমীপে উপস্থিত। ২ উৎপাত; উপদ্রব (সেই উপনিপাতসমূহ যদিও ইংলণ্ডে সাংঘাতিক আকার ধরেনি-সুধূন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) উপ+নি+ √পত্‌+অ(ঘঞ্)}