Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word সগুণ Bengali definition [শগুণ্‌] (বিশেষণ) ১ গুণযুক্ত; সুফল; গুণবান (সগুণ লোক)। ২ ছিলাযুক্ত (সগুণ ধনুক)। ৩ সত্ত্ব রাজঃ তমঃ-এই তিন গুণযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) স(সহ)+গুণ; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সগুণী (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [শগুনি] (বিশেষ্য) শকুন অর্থাৎ পাখি সম্পর্কে অভিজ্ঞ; ব্যাধ (মোঁ দেখিলো সগুণী-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) শকুন (শাকুনিক)>সগুণ}
  • Bengali Word সগোত্র Bengali definition [শগোত্‌ত্রো] (বিশেষ্য) (বিশেষণ) একবংশজাত; জ্ঞাতি; আত্মীয়। □ (বিশেষ্য) এক মনোধর্মবিশিষ্ট। সগোত্রা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) স(সমান)+গোত্র}
  • Bengali Word সগ্‌গ Bengali definition [শগ্‌গো] (বিশেষ্য) স্বর্গ। {(তৎসম বা সংস্কৃত) স্বর্গ>}
  • Bengali Word সগ্‌গল Bengali definition [শগ্‌গল] (বিশেষণ) সকল। {(তৎসম বা সংস্কৃত) সকল>}
  • Bengali Word সগড়ি Bengali definition [শগোড়ি] (বিশেষ্য) সকড়ি; এঁটো; স্পৃষ্ট (এমন পোড়া কপাল করেছিলাম ঘর দোর সব সগড়ি হয়ে গেল-দীনবন্ধু মিত্র)। {⇒ সকড়ি}
  • Bengali Word সঘন ১ Bengali definition [শঘনো] (বিশেষণ) (ক্রিয়াবিশেষণ) ঘন ঘন; খুব নিকট; বারবার; নিরন্তর (সঘন সারি দিয়ে দাঁড়ায় ঘেঁষে-রবীন্দ্রনাথ ঠাকুর; বরিষার মেঘে যেন বরিষে সঘন-সরদার জয়েনউদ্দীন)। সঘনে (ক্রিয়াবিশেষণ) (কাব্যে) বারেবারে; মুহুর্মুহু (দাদুরী ডাকিছে সঘনে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(বাংলা) স+(তৎসম বা সংস্কৃত) ঘন}
  • Bengali Word সঘন ২ Bengali definition [শঘনো] (বিশেষণ) মেঘযুক্ত; মেঘাবৃত (সঘন গগন-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) সহ+ঘন}
  • Bengali Word সঘনে Bengali definition ⇒ সঘন১
  • Bengali Word সঘর Bengali definition [শঘর্‌] (বিশেষ্য) সমতুল্য ঘর; কুলীন; বৈবাহিক সম্বন্ধ স্থাপনের পক্ষে উপযুক্ত বংশ। অঘর (বিপরীতার্থক শব্দ)। {(বাংলা) স+ঘর}
  • Bengali Word সঙ Bengali definition ⇒ সং
  • Bengali Word সঙরন (ব্রজবুলি) Bengali definition [সঙোরন্‌] (বিশেষ্য) স্মরণ। সঙরা (ক্রিয়া) স্মরণ করা; মনে হওয়া। সঙরি (ব্রজবুলি) (অসমাপিকা ক্রিয়া) স্মরণ করে। □(ক্রিয়া) স্মরণ করি। {(তৎসম বা সংস্কৃত) স্মরণ>}
  • Bengali Word সঙিন Bengali definition ⇒ সঙ্গিন
  • Bengali Word সঙ্কট Bengali definition ⇒ সংকট১ ও সংকট২
  • Bengali Word সঙ্কটসঙ্কুল Bengali definition ⇒ সংকট১
  • Bengali Word সঙ্কর Bengali definition ⇒ সংকর
  • Bengali Word সঙ্কর্ষণ Bengali definition ⇒ সংকর্ষণ
  • Bengali Word সঙ্কলক, সঙ্কলিত Bengali definition ⇒ সংকলন
  • Bengali Word সঙ্কল্প Bengali definition ⇒ সংকল্প
  • Bengali Word সঙ্কাশ Bengali definition ⇒ সংকাশ
  • Bengali Word সঙ্কীর্ণ Bengali definition ⇒ সংকীর্ণ
  • Bengali Word সঙ্কীর্তন Bengali definition ⇒ সংকীর্তন
  • Bengali Word সঙ্কুচিত Bengali definition ⇒ সংকুচিত
  • Bengali Word সঙ্কুল Bengali definition ⇒ সংকুল
  • Bengali Word সঙ্কুলান Bengali definition ⇒ সংকুলান
  • Bengali Word সঙ্কেত Bengali definition ⇒ সংকেত
  • Bengali Word সঙ্কোচ, সঙ্কোচন Bengali definition ⇒ সংকোচ
  • Bengali Word সঙ্ক্রম, সঙ্ক্রমণ, সঙ্ক্রাম Bengali definition ⇒ সংক্রম
  • Bengali Word সঙ্ক্রমিত, সঙ্ক্রামিত Bengali definition ⇒ সংক্রমিত
  • Bengali Word সঙ্ক্রান্ত Bengali definition ⇒ সংক্রান্ত