Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word সঙ্ক্রান্তি Bengali definition ⇒ সংক্রান্তি
  • Bengali Word সঙ্ক্রামক, সঙ্ক্রামী Bengali definition ⇒ সংক্রামক
  • Bengali Word সঙ্ক্রুদ্ধ Bengali definition ⇒ সংক্রুদ্ধ
  • Bengali Word সঙ্গ Bengali definition [শঙ্‌গো] (বিশেষ্য) ১ মিলন; সংসর্গ (সাধুসঙ্গ)। ২ বন্ধুত্ব। ৩ সম্বন্ধ; সংস্রব। ৪ সংগম। সঙ্গচ্যুত (বিশেষ্য) সঙ্গ হইতে বিছিন্ন। সঙ্গদাতা (বিশেষণ) বান্ধব; যে সঙ্গ দেয় (জাহাজের সহযাত্রী, সঙ্গদাতা, পথের বান্ধব-বুদ্ধদেব বসু)। সঙ্গদোষ (বিশেষ্য) মন্দ সংসর্গের দোষ। সঙ্গপ্রিয় (বিশেষণ) সাহর্যপ্রিয় (স্বভাবটা সঙ্গপ্রিয়-রবীন্দ্রনাথ ঠাকুর)। সঙ্গী (-ঙ্গিন্‌) (বিশেষণ) সহচর; বন্ধু; সাথি। সঙ্গিনী স্ত্রী। সঙ্গীলেজুড় (বিশেষণ) সহচর; বন্ধু (একা একা বেড়ায় তেমন সঙ্গী-লেজুড় নেই-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। সঙ্গে (অব্যয়) শক্তি ধরা আছে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। সঙ্গে সঙ্গে (অব্যয়) (ক্রিয়াবিশেষণ) ১ সর্বদা একসাথে। ২ তৎক্ষণাৎ; নেই মুহূর্তে (সঙ্গে সঙ্গে উত্তর)। {(তৎসম বা সংস্কৃত) √সন্‌জ্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word সঙ্গত Bengali definition ⇒ সংগত
  • Bengali Word সঙ্গতি Bengali definition ⇒ সংগতি
  • Bengali Word সঙ্গদিল Bengali definition ⇒ সংদিল
  • Bengali Word সঙ্গম Bengali definition ⇒ সংগম
  • Bengali Word সঙ্গিন, সংগিন, সঙিন Bengali definition [শোঙ্‌গিন্‌, শোঙ্‌গিন্‌, শোঙিন] ১ বন্দুকের অগ্রভাগে ফলা বা কিরিচ; bayonet (হাতে নিয়ে সঙ্গীন আলো সেনারা হানা দেয় প্রতিদিন-মোঃ মাহফুজউল্লাহ)। □(বিশেষণ) ১ শক্ত; কঠিন; জটিল (ব্যাপারটা কেমন যেন সঙ্গিন হয়ে উঠেছে-মোঃ ওয়ালিউল্লাহ)। ২ ভয়ানক; গুরুতর (সঙ্গিন অবস্থা)। ৩ ভারী। {(ফারসি) সঙ্গীন}
  • Bengali Word সঙ্গোপন, সঙ্গোপিত Bengali definition ⇒ সংগোপন
  • Bengali Word সঙ্ঘ, সংঘ Bengali definition [শঙ্‌ঘো] (বিশেষ্য) ১ দল; সমূহ (সঙ্ঘবদ্ধ)। ২ সমিতি; প্রতিষ্ঠান। ৩ বৌদ্ধ ভিক্ষু সমাজ। সঙ্ঘচারী (বিশেষ্য) (বিশেষণ) দলবদ্ধভাবে বিচরণকারী। সঙ্ঘজীবী (বিশেষণ) শ্রমিক; মজদুর। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√হন্‌+অ(অপ্‌)}
  • Bengali Word সঙ্ঘটক Bengali definition ⇒ সংঘটক
  • Bengali Word সঙ্ঘারাম Bengali definition ⇒ সংঘারাম
  • Bengali Word সঙ্‌গঠক Bengali definition [শঙ্‌গঠোক্‌] (বিশেষ্য) গঠনকার; যে গঠনের কাজ করে; যে গঠন করে; organizer (তিনি ছিলেন বড়দরের সমাজ-সংগঠক)। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√ঘট্‌+অন(ণ্যুট্‌)}
  • Bengali Word সচ (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [শচ্‌] (বিশেষণ) ১ সত্য। ২ সত্যবাদী; খাঁটি (দোকান পাতিল কর্মী কর্মে বড় সচ্‌-ঘনরাম চক্রবর্তী)। {(হিন্দি) সাচ্‌>}
  • Bengali Word সচকিত Bengali definition [সচোকিতো] (বিশেষণ) ভয়চঞ্চল; ত্রস্ত (সচকিত চাহনি)। সচকিতা (স্ত্রীলিঙ্গ)। সচকিতে (ক্রিয়াবিশেষণ) ত্রস্তভাবে; আচমকা। {(তৎসম বা সংস্কৃত) স(সহ)+চকিত(ভয়); (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সচঞ্চল Bengali definition [শচন্‌চল্‌] (বিশেষণ) অস্থির। {(তৎসম বা সংস্কৃত) স+চঞ্চল; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সচন্দন Bengali definition [শচন্‌দন্‌] (বিশেষণ) চন্দনযুক্ত; চন্দনমাখা। {(তৎসম বা সংস্কৃত) স(সহ)+চন্দন}
  • Bengali Word সচরাচর ১ Bengali definition [শচরাচর্‌] (বিশেষণ) চরাচরের সঙ্গে বিদ্যমান; জগৎ। {(তৎসম বা সংস্কৃত) স+চর+আচর; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সচরাচর ২ Bengali definition [শচরাচর্‌] (ক্রিয়াবিশেষণ) সাধারণত; প্রায়শ; প্রায়ই (এমন করিয়া সচরাচর মাও ছেলেকে ভালবাসিতে পারে না-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) স(সহ)+চরাচর; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সচল Bengali definition [শচল্‌] (বিশেষণ) ১ চলতে সক্ষম; গতিশীল (বৃদ্ধ হলেও সচল)। ২ প্রচলিত; চালু (সচল পদ্ধতি)। অচল (বিপরীতার্থক শব্দ)। {(তৎসম বা সংস্কৃত) স(সহ)+চল; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সচি Bengali definition ⇒ শচী
  • Bengali Word সচিত্র Bengali definition [শচিত্‌ত্রো] (বিশেষণ) ছবি আছে এমন; চিত্রযুক্ত; চিত্রময় (সচিত্র পত্রিকা)। {(তৎসম বা সংস্কৃত) স(সহ)+চিত্র; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সচিব Bengali definition [শোচিব্‌] (বিশেষ্য) ১ সরকারের সর্বোচ্চ পদের অফিসার। মন্ত্রণালয়ের প্রধান আমলা; মন্ত্রী (যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সচিব); অমাত্য; মন্ত্রী; উজির; সহায়; পরামর্শদাতা (সচিব শ্রেষ্ঠ সারণ-মাইকেল মধুসূদন দত্ত)। ২ কর্মসম্পাদক; secretary (কর্মসচিব)। {(তৎসম বা সংস্কৃত) সচ্‌+ইব}
  • Bengali Word সচেতক Bengali definition [শচেতক্‌] (বিশেষ্য) হুইপ (whip); আইন সভায় দলের শৃঙ্খলা বজায় রাখার ভারপ্রাপ্ত ব্যক্তি; চেতনাদানকারী। {(তৎসম বা সংস্কৃত) স+চেতক; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সচেতন Bengali definition [শচেতোন্‌] (বিশেষণ) ১ চেতনাবিশিষ্ট; জীবন্ত; প্রাণবান। ২ সতর্ক; সজাগ; সজ্ঞান (তিনি পুত্রের দোষগুণ সম্বন্ধে সচেতন; সচেতন দৃষ্টি)। অচেতন (বিপরীতার্থক শব্দ)। {(তৎসম বা সংস্কৃত) সহ+চেতনা; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সচেষ্ট Bengali definition [শচেশ্‌টো] (বিশেষণ) উদ্যোগী; যত্নবান; চেষ্টিত; চেষ্টান্বিত (সর্বদা সচেষ্ট)। {(তৎসম বা সংস্কৃত) স(সহ)+চেষ্টা; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সচ্চরিত Bengali definition [শচ্‌চোরিত্‌] (বিশেষণ) ১ চরিত্র সৎ এমন; সুচরিত্র; সচ্চরিত্র। ২ সদাচরণ; সৎ কাজ। {(তৎসম বা সংস্কৃত) সৎ+চরিত; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সচ্চরিত্র Bengali definition [শচ্‌চোরিত্‌ত্রো] (বিশেষণ) কলুষতামুক্ত চরিত্রের; সৎ স্বভাব; সদাচারী। সচ্চরিত্রা (স্ত্রীলিঙ্গ)। সচ্চরিত্রতা (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত) সৎ+চরিত্র; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সচ্চিদানন্দ Bengali definition [শোচ্‌চিদানন্‌দো] (বিশেষ্য) ১ হিন্দুমতে নিত্য জ্ঞানময় ও সুখস্বরূপ ব্রহ্ম; যিনি নিত্যজ্ঞানসুখময়। □(বিশেষণ) সর্বদা আনন্দ এমন; সর্বসুখী ও জ্ঞানী (পূর্বের মত সচ্চিদানন্দ হইয়া শুইয়া সিগারেট ফুঁকতে লাগিল-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) সৎ+চিৎ+ আনন্দ=সত্তা, চেতনা, আনন্দ; (কর্মধারয় সমাস)}