Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word সকাণ্ড Bengali definition [সকান্‌ডো] (বিশেষণ) কাণ্ড বা শাখা যুক্ত; শর বা বাণসহ। {(তৎসম বা সংস্কৃত) স+কাণ্ড; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সকাতর Bengali definition [শকাতোর্‌] (বিশেষণ) বিনীত; ব্যগ্র; অতীব ব্যাকুল; অতিশয় দুঃখ বা কাতরতার সঙ্গে (চিত্ত চঞ্চল সকাতর-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) স+কাণ্ড; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সকাম Bengali definition [শকাম্‌] (বিশেষ্য) কামনাযুক্ত; ফলাকাঙ্ক্ষাযুক্ত (সকাম কর্ম)। □(বিশেষণ) কামনা চরিতার্থ হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) স+কাম; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সকারাত, ছক্রাৎ Bengali definition [সকারাত্‌, ছক্‌ক্রাত্‌] (বিশেষ্য) কফসমেত ঊর্ধ্বশ্বাসজনিত মৃত্যু-যন্ত্রণা (তন্দ্রা ছুটিয়া গিয়া মৃত্যু ছক্রাৎ শুরু হইবে-মাহবুব-উল-আলম)। {(আরবি) সকরাত}
  • Bengali Word সকারী Bengali definition [শকারি] (বিশেষণ) ক্রিয়াশীল; সক্রিয়; active। অকারী (বিপরীতার্থক শব্দ)। {(তৎসম বা সংস্কৃত) সকার+ইন্‌(ইনি)}
  • Bengali Word সকাল, সক্কাল Bengali definition [শকাল্‌, শক্‌কাল্‌] (বিশেষ্য) ভোরবেলা (সকালে উঠিয়া আমি মনে মনে বলি; সক্কাল বেলাই মারামারি করিতে ছুটিসনি-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। □(বিশেষণ) ত্বরা; শীঘ্র (আমার বচনে তুমি চলহে সকাল-গুণরাজ)। সকাল সকাল (ক্রিয়াবিশেষণ) শীঘ্র; তাড়াতাড়ি; অবিলম্বে; বেলা থাকতে থাকতে। {(তৎসম বা সংস্কৃত) উষঃ+কাল>; (তৎসম বা সংস্কৃত) সুকাল>}
  • Bengali Word সকাশ Bengali definition [শকাশ্‌] (বিশেষ্য) নিকট; সন্নিধান; সমীপ (আজ কি কহিব যাইয়া তাহার সকাশে-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) স+কাশ; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সকুণ্ডল Bengali definition [শকুন্‌ডল্‌] (বিশেষণ) কানের কুণ্ডল বা কর্ণাভরণসহ। {(তৎসম বা সংস্কৃত) স+কুণ্ডল; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সকুল্য Bengali definition [শকুল্‌লো] (বিশেষণ) সমকুলোদ্ভব; সগোত্র (সকুল্য ব্যক্তিদ্বয়)। {(তৎসম বা সংস্কৃত) সকুল+য(যৎ)}
  • Bengali Word সকৃৎ Bengali definition [শকৃত্‌] (অব্যয়) একবার মাত্র (মকৃৎগর্ভা গাভী)। ২ সর্বদা; নিরন্তর। সকুল্যফলা (বিশেষণ) একবার মাত্র ফল দেয় এমন গাছ (যথা কলাগাছ, ধানগাছ)। {(তৎসম বা সংস্কৃত) স+কৃৎ}
  • Bengali Word সকৌতুক Bengali definition [শকোউতুক্‌] (বিশেষণ) কৌতুকযুক্ত (সকৌতুকে চেয়ে আছে)। {(তৎসম বা সংস্কৃত) স+কৌতুক; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সক্কর Bengali definition [শক্‌কর্‌] (বিশেষ্য) মিষ্টি; চিনি; শর্করা (যেন মিষ্ট ফল ইক্ষু সক্কর চাবায়-সৈয়দ আলাওল)। {(আরবি) সুকর}
  • Bengali Word সক্কা Bengali definition [সক্‌কা] (বিশেষণ) ভিস্তি; পানি বহন করে এমন (সক্কা হৈল বরুষ-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(আরবি) সকা}
  • Bengali Word সক্কাল Bengali definition ⇒ সকাল
  • Bengali Word সক্ত Bengali definition [শক্‌তো] (বিশেষণ) আসক্ত; অনুরক্ত; সংলগ্ন। সক্তি (বিশেষ্য) আসক্তি; কামনা। {(তৎসম বা সংস্কৃত) √সন্‌জ্‌+ত(ক্ত)}
  • Bengali Word সক্তু Bengali definition [শোক্‌তু] (বিশেষ্য) যবচূর্ণ; ছাতু (চৈত্র বায়ু তাড়িত সক্তু-কাণ্ড)। {(তৎসম বা সংস্কৃত) √সচ্‌+তু(তুন্‌)}
  • Bengali Word সক্রিয় Bengali definition [শোক্‌ক্রিয়ো] (বিশেষণ) ১ ক্রিয়াশীল (সক্রিয় থাকা)। ২ কার্যকর; কাজের সঙ্গে বিদ্যমান (সক্রিয় ব্যবস্থা)। সক্রিয়তা (বিশেষ্য) কার্যকারিতা; কর্মশীলতা (এই কাজে তার সক্রিয়তা প্রশংসাহ)। {(তৎসম বা সংস্কৃত) স+ক্রিয়া; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সক্ষত Bengali definition [শক্‌খতো] (বিশেষণ) ক্ষতযুক্ত; দোষ আছে এমন। {(তৎসম বা সংস্কৃত) স+ক্ষত; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সক্ষম Bengali definition [শক্‌খম্‌] (বিশেষণ) সবল; সমর্থ; শক্তিময়। অক্ষম (বিপরীতার্থক শব্দ) (তুমি সক্ষম আমি অক্ষম)। সক্ষমতা (বিশেষণ) সবল অবস্থা; শক্তিযুক্ত অবস্থা; নিপুণতা; ক্ষমতা সামর্থ্য। {(তৎসম বা সংস্কৃত) স+ক্ষম}
  • Bengali Word সক্ষোভ Bengali definition [শক্‌খোভ্‌] (বিশেষ্য) ক্ষোভযুক্ত অবস্থা; উদ্বেগে চঞ্চল। সক্ষোভে (ক্রিয়াবিশেষণ) অত্যন্ত উদ্বেগের সঙ্গে। {(তৎসম বা সংস্কৃত) স+ক্ষোভ}
  • Bengali Word সকড়ি, সঁকড়ী Bengali definition [শোক্‌ড়ি, শোঁকড়ী] (বিশেষ্য) ১ এঁটো; উচ্ছিষ্ট (দেখছিস সকড়ী হাত-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। ২ অন্নব্যঞ্জনাদির স্পর্শদুষ্টতা। {(তৎসম বা সংস্কৃত) সঙ্কর>}
  • Bengali Word সখ (প্রাচীন প্রয়োগ), সক (প্রাচীন প্রয়োগ), শখ Bengali definition [শখ্‌, শক্‌, শখ্‌] (বিশেষ্য) ১ অভিরুচি; আগ্রহ। ২ উচ্চাশা; যশ (যে হয় সে হয় আজ সংগ্রামে একক পরান হারাই কিম্বা রেখে যাই সক-ঘনরাম চক্রবর্তী)। ৩ ঝোঁক। ৪ আমোদ। ৫ বিলাস। {(আরবি) শৱক}
  • Bengali Word সখা Bengali definition [শখা] বন্ধু; সঙ্গী; সহচর; বয়স্য; সুহৃৎ; মিত্র (মোর সখা হইবা তুমি বেহেস্তে নিশ্চয়-সৈয়দ সুলতান)। সখাবর (বিশেষণ) শ্রেষ্ঠ সখা (মহম্মদ আল্লাহর রসুল সখাবর-দৌলত উজির বাহরাম খান)। সখিতা (বিশেষ্য) সখীভাব; বন্ধুত্ব। সখী, সখি (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)বান্ধবী; বন্ধুত্ব। সখী, সখি (বিশেষ্য) বান্ধবী; সহচরী (সখিরে বন অতি রমিত হইল ফুল ফুটনে-মাইকেল মধুসূদন দত্ত)। সখীভাব (বিশেষ্য) ১ সখীর ন্যায় আচরণ। ২ বৈষ্ণব সাধন প্রণালিবিশেষ। সখীসংবাদ (বিশেষ্য) মথুরায় শ্রীকৃষ্ণের নিকট বৃন্দা দূতীর বিরহিণী রাধিকার মানসিক অবস্থার বর্ণনা বা ওই বিষয়ক গান; কবিগানের অংশবিশেষ। সখ্য, সখিত্ব (বিশেষ্য) বন্ধুত্ব। সখ্যতা (অশুদ্ধ)। {(তৎসম বা সংস্কৃত) সহ+√খিদ্‌+ই=সখি; ১ম (একবচন) ‘সখা’}
  • Bengali Word সখাওত, সাখাওত Bengali definition [শখায়োত, শাখায়োত] (বিশেষ্য) দানশীলতা; উদারতা। □(বিশেষণ) দানশীলতার গুণে গুণান্বিত; দাতা উদার (বড় সখাওত লাড়কা হইবে জাহানে-সৈয়দ হামজা; বড়া ছখাওত মর্দ ইউসুফ জামাল-ফকির গরীবুল্লাহ)। সখাওতি, সাখাওতি (বিশেষ্য) দান দাক্ষিণ্য (হাতেম পাইয়া দান করে সাখাওতি কাম-সৈয়দ হামজা)। সখী (বিশেষণ) দাতা; উদার; দানশীল; মুক্তহস্ত। {(আরবি) সখাৱত}
  • Bengali Word সখি, সখিত্ব Bengali definition ⇒ সখা
  • Bengali Word সখিল Bengali definition [শোখিল্‌] (আরবি সখী শব্দের বিকৃত রূপ) (বিশেষণ) উদার; দয়ালু; সহৃদয় (সখিল বলিয়া আমারে সবাই জানাইলো সম্মান-সৈয়দ আলী আহসান)। সখিলি (বিশেষ্য) উদারতা; দয়া (যদি যাও কভু বসবার দেশে জেনে নিও তুমি সখিলি কাহারে বলে-আহসান হাবীব)। {(আরবি) সখী}
  • Bengali Word সখী, সখীবর Bengali definition ⇒ সখা
  • Bengali Word সখেদ Bengali definition [শখেদ্‌] (বিশেষণ) খেদযুক্ত। সখেদে (ক্রিয়াবিশেষণ) দুঃখের সঙ্গে। {(তৎসম বা সংস্কৃত) সহ+খেদ}
  • Bengali Word সগর Bengali definition [শগর্‌] (বিশেষণ) বিষযুক্ত। □ (বিশেষ্য) হিন্দুপুরাণ মতে সূর্যবংশীয় রাজাবিশেষ (সগরখাত সাগর-জলে বাঁধিল সেতু তোমার সন্তানেরা-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) স+গর; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সগর্ভ Bengali definition [শগর্‌ভো] (বিশেষণ) গর্ভযুক্ত। □ (বিশেষ্য) সহোদর। সগর্ভা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)অন্তঃসত্ত্বা; সমান গর্ভসদ্ভূতা। □ (বিশেষ্য) গর্ভিণী; সহোদরা। {(তৎসম বা সংস্কৃত) স(সহ)+গর্ভ; (বহুব্রীহি সমাস)}