Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word সংবৎসর Bengali definition [শঙ্‌বত্‌শর্‌] (বিশেষ্য) পূর্ণ এক বৎসরকাল (সংবৎসর কালেই কার্যটি সম্পূর্ণ হবে)। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+বৎসর}
  • Bengali Word সংমূঢ় Bengali definition ⇒ সম্মূঢ়
  • Bengali Word সংযত Bengali definition [শঙ্‌জতো] (বিশেষণ) ১ পরিমিত; নিবৃত্ত। ২ বিনীত (সংযত আচরণ)। ৩ প্রশমিত (লোভ সংযত করা)। ৪ বশীভূত। সংযতচিত্ত (বিশেষণ) ১ শান্ত বা বশীভূত। সংযতচিত্ত (বিশেষ্য) ১ শান্ত বা বশীভূত (সংযত চিত্ত কখনো উচ্ছলতায় সায় দেয় না)। ২ মন বশীভূত হয়েছে এমন; শান্তমনা। সংযতবাক (বিশেষণ) অল্পভাষী; মিতভাষী (জ্ঞানী লোক সর্বদাই সংযতবাক্‌)। সংযতাত্মা (বিশেষণ) জিতেন্দ্রিয়। □ (বিশেষ্য) দমিত বা বশীভূত বা আত্মদমনে সফল যে আত্মা। সংযতেন্দ্রিয় (বিশেষণ) ইন্দ্রিয়-বিজয়ী; সংযমী (সংযতেন্দ্রিয় যোগী)। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√যম্‌+ত(ক্ত)}
  • Bengali Word সংযম Bengali definition [শঙ্‌জম্‌] (বিশেষ্য) ১ সংযতকরণ; নিয়ন্ত্রণ (বাক্‌সংযম; প্রাচীন ভাষাগুলির মধ্যে আরবি ভাষাই বোধ হয় সবচেয়ে বেশি সংযম ও প্রকাশশীলতা দাবী করতে পারে-আকবর আলী)। ২ দমন; আয়ত্তে আনয়ন (ইন্দ্রিয় সংযম)। ৩ রোধ; প্রতিহতকরণ (বেগ সংযম)। ৪ ব্রত; নিয়ম (একাদশী সংযম পালন)। সংযমন (বিশেষ্য) ১ নিয়ন্ত্রণ; বন্ধন (আত্ম-সংযমন; কেশ সংযমন)। ২ নিয়ম পালন। সংযমিত (বিশেষণ) সংযত বা নিয়ন্ত্রিত করা হয়েছে এমন (সংযমিত চিত্ত)। সংযমী(মিন্‌) (বিশেষণ) ১ নিয়মনিষ্ঠ (সংযমী সাধু)। ২ সঞ্চয়কারী; মিয়ব্যয়ী; অর্থব্যয়ে সংযম অবলম্বন করেছেন এমন (সংযমী মানুষই সংসারে উন্নতি করে)। সংযমিনী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√যম্‌+অ(অপ্‌)}
  • Bengali Word সংযাত Bengali definition [শঙ্‌জাতো] (বিশেষণ) মিলিতভাবে গত; অনুচর; সহযাত্রী। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√যা+ত(ক্ত)}
  • Bengali Word সংযাত্রা Bengali definition [শঙ্‌জাত্‌ত্রা] (বিশেষ্য) ১ শোভাযাত্রা। ২ সমুদ্র যাত্রা। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√যা+ত্র(ত্রন্‌)+আ(টাপ্‌)}
  • Bengali Word সংযান Bengali definition [শঙ্‌জান্‌] (বিশেষ্য) ১ বিশেষভাবে গমন। ২ সম্মিলন। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√যা+অন(ল্যুট্‌)}
  • Bengali Word সংযুক্ত Bengali definition [শঙ্‌জুক্‌তো] (বিশেষণ) ১ মিলিত; সংলগ্ন; যোগকৃত (হাতলসংযুক্ত)। ২ সংক্রান্ত (ব্যবসাসংযুক্ত হিসাব)। ৩ বিশিষ্ট। সংযুক্ত১ (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√যুজ্‌+ত(ক্ত)}
  • Bengali Word সংযুক্তা ২ Bengali definition [শঙ্‌জুক্‌তা] (বিশেষ্য) ১ সংযোগকৃতা। ২ নামবিশেষ (আপনি সংযুক্তা বটে; কিন্তু ইতিহাসের নন-আ. ন. ম. বজলুর রশীদ)। {(তৎসম বা সংস্কৃত) সংযুক্ত+আ(টাপ্‌)}
  • Bengali Word সংযোগ Bengali definition [শঙ্‌যোগ্‌] (বিশেষ্য) ১ সম্যক যোগ; মিলন; যোগাযোগ (অগ্নিসংযোগ)। ২ সম্পর্ক (তাদের মধ্যে কোন সংযোগ নেই)। ৩ বিবাহ (শুভ সংযোগ)। সংযোগধর্মী(-মিন্‌) (বিশেষণ) সংশ্লেষণী; নির্মাণকারী। বিয়োগধর্মী (বিপরীতার্থক শব্দ)। সংযোগযোগ্য (বিশেষণ) বিবাহযোগ্য (সম্পূর্ণ হইল যদি দ্বাদশ বৎসর হৈল সংযোগযোগ্য ভাবে নৃপবর-সৈয়দ আলাওল)। সংযোগসাধক (বিশেষণ) ১ একত্রকারী। ২ সংঘটক। সংযোগিত (বিশেষণ) সংযোগযুক্ত (সংযোগিত লৌহদণ্ড)। সংযোগী(-গিন্‌) (বিশেষণ) ১ সংযোগকারী। ২ উদ্যোগী (তিনি একাজের সংযোগী)। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√যুজ্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word সংযোজন, সংযোজনা Bengali definition [শঙ্‌জোজোন্‌, শঙ্‌জোজোনা] (বিশেষ্য) ১ সংঘটন; মিলন; যোগসাধন। ২ আয়োজন; সংগ্রহ (আনন্দিত সদাগর ভেটিল সিংহলেশ্বর ভেট দ্রব্য করে সংযোজন-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। সংযোজক, সংযোজিকা (বিশেষণ) সংযোগ ঘটায় এমন। সংযোজিত (বিশেষণ) একত্রকৃত; সম্মিলিত। সংযোজিতা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√যুজ্‌+অন, +আ(টাপ্‌)}
  • Bengali Word সংরক্ষণ, সংরক্ষা Bengali definition [শঙ্‌রোক্‌খোন্‌, শঙ্‌রোক্‌খা] (বিশেষ্য) ১ রক্ষণা-বেক্ষণ; কারও জন্য বিশেষভাবে রক্ষণ; বিশেষ উদ্দেশ্যে রক্ষণ; reservation; বিশেষভাবে রক্ষণ ও তত্ত্বাবধান। ২ পালন; তত্ত্বাবধান (প্রজা-সংরক্ষণ; অরণ্য সংরক্ষণ)। সংরক্ষক (বিশেষ্য) (বিশেষণ) পালক; তত্ত্বাবধায়ক (সংরক্ষক এ দুনিয়ার একমাত্র আল্লাহ)। সংরক্ষণনীতি (বিশেষ্য) দেশের শিল্পকে বৈদেশিক প্রতিযোগিতা থেকে বাঁচাবার জন্য নির্ধারিত নীতি বা ব্যবস্থা। সংরক্ষণীয় (বিশেষণ) সংরক্ষণের যোগ্য (অত্যন্ত গোপনে সংরক্ষণীয়-রবীন্দ্রনাথ ঠাকুর)। সংরক্ষিত (বিশেষণ) রক্ষণাবেক্ষণকৃত; রক্ষা করা হয়েছে এমন (সংরক্ষিত অরণ্য)। সংরক্ষী (-ক্ষিন্‌) (বিশেষ্য) (বিশেষণ) প্রহরী; রক্ষক (বাগানের সংরক্ষী)। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√রক্ষ্‌+ অন(ল্যুট্‌), আ(টাপ্‌)}
  • Bengali Word সংরব্ধ Bengali definition [শঙ্‌রব্‌ধো] (বিশেষণ) ১ রুষ্ট; রাগান্বিত; ক্রুদ্ধ। ২ আগ্রহান্বিত; আগ্রহযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√রভ্‌+ত(ক্ত)}
  • Bengali Word সংরুদ্ধ Bengali definition [শঙ্‌রুদ্‌ধো] (বিশেষণ) অবরুদ্ধ; নিরুদ্ধ; সম্যকভাবে রুদ্ধ; প্রতিবদ্ধ। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√রুধ্‌+ত(ক্ত)}
  • Bengali Word সংরোধ Bengali definition [শঙ্‌রোধ্‌] (বিশেষ্য) অবরোধ; নিরোধ; প্রতিরোধ। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√রুধ্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word সংলক্ষিত Bengali definition [শঙ্‌লোক্‌খিতো] (বিশেষণ) দৃষ্টিগোচর; বিশেষভাবে লক্ষণীয় (পূর্ববঙ্গীয় কোনরূপ কণ্ঠবিকৃতি সংলক্ষিত হইত না-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√লক্ষ্‌+ত(ক্ত)}
  • Bengali Word সংলগ্ন Bengali definition [শঙ্‌লগ্‌নো] (বিশেষণ) ১ সংযুক্ত; নিকটবর্তী (বস্তু সংলগ্ন)। ২ প্রাসঙ্গিক। ৩ তীরস্থ হওয়া; কূলে লাগা (নৌকা অল্প সময়েই ভাগীরথীর অপর পারে সংলগ্ন হইল-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√লগ্‌+ত(ক্ত)}
  • Bengali Word সংলাপ Bengali definition [শঙ্‌লাপ্] (বিশেষ্য) ১ আলাপ; কথোপকথন (ভাষা আছে তাই সংলাপ গেঁথে-হাসান হাফিজুর রহমান)। ২ নাটকের চরিত্রসমূহের সঙ্গে কথাবার্তা; dialogue। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√লপ্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word সংলিপ্ত Bengali definition [শঙ্‌লিপ্‌তো] (বিশেষণ) ১ নিযুক্ত; লিপ্ত (বাণিজ্যাদি ব্যাপারে সংলিপ্ত করিল-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ২ অন্তর্ভুক্ত; জড়িত (ইহাতে কোনরূপ ভোগের ভাব সংলিপ্ত নহে-প্রমথ চৌধুরী)। সংলিপ্ততা, সংলেপ (বিশেষ্য) তন্ময়তা; জড়িত অবস্থা (সংলিপ্ততা কর্মের কাঠিন্য দূর করে)। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√লিপ্‌+ত(ক্ত)}
  • Bengali Word সংশপ্তক Bengali definition [শঙ্‌শপ্‌তক্‌] (বিশেষ্য) (বিশেষণ) ১ নির্ভীক; জয়লাভে দৃঢ়প্রতিজ্ঞ; মৃত্যুপণ করে লড়াই করেন রাজা সুশর্মার যে সৈন্যদল। ২ মহাভারতে বর্ণিত সেনাদল যারা মরণপণ লড়াই করে; কৃষ্ণের বাহিনী; নারায়ণী সেনা। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+শপ্ত+ক(কপ্‌); (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সংশিত Bengali definition [শঙ্‌শিতো] (বিশেষণ) ১ সুনিশ্চিত; নির্ধারিত। ২ সম্পন্ন; সম্পাদিত (সংশিত কর্ম)। ৩ নিষ্ঠাবান (সংশিত আত্মার অধিকারী)। সংশিতব্রত (বিশেষ্য) অবলম্বিত ব্রত। □ (বিশেষণ) যথা নিয়মে ব্রতপালনকারী; দৃঢ়প্রতিজ্ঞ। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√শো+ত(ক্ত)}
  • Bengali Word সংশুদ্ধি Bengali definition [শঙ্‌শুদ্‌ধি] (বিশেষ্য) ১ পরিশোধন; উত্তমরূপে পরিষ্করণ (ওষুধের শিশির সংশুদ্ধি প্রয়োজন)। পাপমুক্ত বা সুপবিত্রীকরণ (চিত্তের সংশুদ্ধিই মুক্তির উপায়)। সংশোধক (বিশেষণ) ১ পরিষ্কারক; বিশোধক (সাবানাদি সংশোধক দ্রব্য)। ২ সংস্কারক; নির্ভুলকারক (চরিত্র-সংশোধক)। ৩ ভুলভ্রান্তি দূরীকরণ (লেখা সংশোধন)। সংশোধিত (বিশেষণ) ১ বিশুদ্ধিকৃত। ২ নির্ভুলীকৃত; সংশোধন করা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√শুধ্‌+তি(ক্তি)}
  • Bengali Word সংশ্রব, সংস্রব Bengali definition [সংস্রোব্‌] (বিশেষ্য) ১ সংযোগ। ২ সম্পর্ক; সম্বন্ধ। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√শ্রু/স্রু+অ(অপ্)}
  • Bengali Word সংশ্রুত Bengali definition [শঙ্‌স্রুতো] (বিশেষণ) শ্রুত হয়েছে এমন; জ্ঞাত। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√শ্রু+ত(ক্ত)}
  • Bengali Word সংশ্রয় Bengali definition [শঙ্‌স্রয়্‌] (বিশেষ্য) আশ্রয়; অবলম্বন; সহায়; শত্রু-নিপীড়িত রাজার অন্য প্রবলতর রাজার আশ্রয় বা সহায়তা গ্রহণ। সংশ্রিত (বিশেষণ) আশ্রিত; আশ্রয় গ্রহণ করেছে এমন। সংশ্রয়ী (বিশেষণ) আশ্রয় অবলম্বনকারী। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√শ্রি+অ(অচ্‌)}
  • Bengali Word সংশ্লিষ্ট Bengali definition [শঙ্‌শ্লিশ্‌টো] (বিশেষণ) ১ সম্পর্কিত; সংক্রান্ত (মকদ্দমা সংশ্লিষ্ট)। ২ জাড়িত; মিলিত (ব্যবসায়ে সংশ্লিষ্ট হওয়া)। ৩ অন্তর্ভুক্ত; শাখারূপে গৃহীত (সংশ্লিষ্ট বিভাগ)। সংশ্লেষ (বিশেষ্য) সংযোগ; মিলন; বিভিন্ন বস্তুর সংযোগে নতুন বস্তু তৈরি; synthesis। সংশ্লেষণ (বিশেষ্য) সংযোগ; এক পর্যায়ভুক্তকরণ; যৌগিক পদার্থ তৈরির জন্য বিভিন্ন বস্তুর সংমিশ্রণ। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√শ্লিষ্‌+ত(ক্ত)}
  • Bengali Word সংশয় Bengali definition [শঙ্‌শয়্‌] (বিশেষ্য) ১ সন্দেহ; দ্বিধা; দ্বৈধবোধ (সংশয় চিত্তের দুর্বলতা প্রকাশক)। ২ ভবিষ্যতের ব্যাপারে ভয় (জীবন সংশয়)। ৩ অনিশ্চয়তাবোধ (ভিতরে একটা শব্দ শুনিয়া কেমন যেন সংশয় হইল-শামসুর রাহমান)। সংশয়াকুল (বিশেষণ) ভয়াকুল; সন্দেহবিশিষ্ট (সংশয়াকুল ব্যক্তির উন্নতি সুদূরপরাহত)। সংশয়িত (বিশেষণ) সন্দেহযুক্ত; সন্দিগ্ধ; সংশয়ের বিষয় (সংশয়িত সৈন্যদল রণে ভঙ্গ দিল)। সংশয়িতা (স্ত্রীলিঙ্গ)। সংশয়ান (বিশেষণ) সন্দিগ্ধ চিত্ত; সন্দেহযুক্ত (তদীয় আকারগত অন্যান্য বৈলক্ষণ্য দর্শনে সংশয়ান হয়ে তিনি সংবিশেষ অভিনিবেশ পূর্বক পর্যবেক্ষণ আরম্ভ করিলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। সংশয়াত্মক (বিশেষণ) সন্দেহপূর্ণ (অর্বাচীনের বাক্য প্রায়ই সংশয়াত্মক)। সংশয়ান্বিত (বিশেষণ) সন্দিগ্ধ; দ্বিধাযুক্ত (সংশয়ান্বিত মন)। সংশয়ী(-য়িন্‌) (বিশেষণ) দ্বিধাযুক্ত চিত্ত; সংশয়কারী (তাড়না খাইয়া সংশয়ীর দল থামিয়া গেল-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√শী+অ(অচ্‌)}
  • Bengali Word সংসক্ত Bengali definition [শঙ্‌শক্‌তো] (বিশেষণ) দৃঢ়ভাবে সংযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√সন্‌জ্‌+ত(ক্ত)}
  • Bengali Word সংসক্তি Bengali definition [শঙ্‌শোক্‌তি] (বিশেষ্য) ১ দৃঢ় সংযোগ। আসক্তি; অনুপরমাণুসমূহ পরস্পর সংশ্লিষ্ট থাকার জন্য যে আকর্ষণ-শক্তির প্রয়োজন হয়; cohesion। {(তৎসম বা সংস্কৃত) সম+√সন্‌জ্‌+তি(ক্তি)}
  • Bengali Word সংসদ, সংসৎ Bengali definition [শঙ্‌শদ্‌, শঙ্‌শত্‌] (বিশেষ্য) ১ দল; সমিতি; সঙ্ঘ (ছাত্রসংসদ, পল্লিসংসদ)। ২ পরিষদ; রাষ্ট্রের কেন্দ্রীয় বিধান সভা বা পার্লামেন্ট (বাংলাদেশ জাতীয় সংসদ)। সংসদ-সত্যেন্দ্রনাথ দত্তস্য, সাংসদ (বিশেষ্য) পার্লামেন্ট বা আইন পরিষদের সদস্য। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√সদ্‌+ক্বিপ্‌}