Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word সংহূতি Bengali definition [শোঙ্‌হুতি] (বিশেষ্য) বহু লোকের সমবেত আহ্বান। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√হেব+তি(ক্তি)}
  • Bengali Word সংহৃত Bengali definition [শোঙ্‌হৃতো] (বিশেষণ) ১ সঞ্চিত; সংগৃহীত (সংহৃত সম্পদ)। ২ বিনষ্ট; অপহৃত। ৩ সংক্ষিপ্ত; সংকুচিত। সংহৃতি (বিশেষ্য) ১ সংগ্রহ (কবিতার সংহৃতি)। ২ সংহার; ধ্বংস (প্রাকৃতিক সংহৃতির কোনো প্রতিকার নেই)। ৩ প্রত্যাকর্ষণ; সংকোচন (অণুপরমাণুর সংহৃতি)। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√তৃ+ত(ক্ত)}
  • Bengali Word সঅ (প্রাচীন বাংলা) Bengali definition [সঅ] (বিশেষ্য) ১ স্ব (সঅ সম্বঅণ সরুঅ-চর্যা)। ২ সহ (সঅ মণ্ডল সএল ভাজই-চর্যা)। {(তৎসম বা সংস্কৃত) স্ব>}
  • Bengali Word সঅল (প্রাচীন বাংলা) Bengali definition [সঅল] (বিশেষণ) সকল (বিফারিয়া পুণু সংহারিঅ-চর্যা)। {(তৎসম বা সংস্কৃত) সকল>}
  • Bengali Word সই ১ Bengali definition [শোই] (বিশেষ্য) সখী (শরমে সরমা সই মরিলা-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) সখী>}
  • Bengali Word সই ২ Bengali definition [শোই] (বিশেষ্য) দস্তখত; স্বাক্ষর (নামসই)। {(আরবি) সহীহ =ঠিক, নির্ভুল}
  • Bengali Word সই ৩ Bengali definition [শোই] (বিশেষণ) শায়িত; মধ্যে নিক্ষিপ্ত (ভূতল-সই)। {(তৎসম বা সংস্কৃত) শায়ী>}
  • Bengali Word সই ৪ Bengali definition [শোই] (বিশেষণ) ১ পর্যন্ত; সমান (হাতসই পানি)। ২ যোগ্য; অনুরূপ (পছন্দসই, টেকসই)। {(আরবি) শৱা}
  • Bengali Word সই ৫ Bengali definition [শোই] (ক্রিয়া) সহ্য করি (এ জ্বালা সই কী করে)। {(তৎসম বা সংস্কৃত) √সহ্‌>}
  • Bengali Word সইব, সইবো, সবো Bengali definition [শোইবো, সইবো, শবো] (ক্রিয়া) সহ্য করবো (অন্যায় সইব কেন?)। {(তৎসম বা সংস্কৃত) √সহ্‌>}
  • Bengali Word সইলান Bengali definition ⇒ সয়লানো
  • Bengali Word সইস Bengali definition [শোইশ্‌] ⇒ সহিস। নওকর (বিশেষ্য) অশ্বপালক ও চাকর-বাকর (সইস-নওকর সবই জাগিল-এস. ওয়াজেদ আলী)। {(আরবি) সাইস}
  • Bengali Word সওগাত, শওগাত, সওগাদ Bengali definition [শওগাত্‌, শওগাত্‌, শওগাদ্‌] (বিশেষ্য) উপঢৌকন; উপহার; ভেট (চিনি হলো প্রাচ্য থেকে খৃষ্ট জগতে এক অপূর্ব সওগাত-আবদুল মওদুদ; সমস্তই সওগাত দিয়া হর্ষমনে বের হইলেন-রাজশেকর বসু (পরশু))। সওগাতি (বিশেষণ) উপহার বিষয়ক (ঢাকিও বন্ধু তব সওগাতী রেকাবী তাহাই দিয়ে-কাজী নজরুল ইসলাম)। {(তুর্কি) সৱগাত}
  • Bengali Word সওদা, সওদাপত্র, সওদাপাট Bengali definition [শওদা, সওদাপত্‌ত্রো, সওদাপাট্‌] (বিশেষ্য) ক্রয়; কেনা; খরিদ; পণ্য বেচাকেনা; বেসাতি (দোকানে দোকানে সওদা করিয়া বেড়াইতেছে-মাহবুব-উল-আলম)। {(ফারসি) সৱদা}
  • Bengali Word সওদাগর, সওদাপাট Bengali definition ⇒ সওদা
  • Bengali Word সওদাগর, সদাগর Bengali definition [শওদাগর্‌, শদাগর্‌] (বিশেষ্য) বড় ব্যবসায়ী; বণিক (ইসলামের ঐ সওদা লয়ে এল নবীন সওদাগর-কাজী নজরুল ইসলাম)। সওদাগরি, সওদাগরী (বিশেষ্য) ব্যবসা-বাণিজ্য। □ (বিশেষণ) ব্যবসায় সংক্রান্ত (সওদাগরি জাহাজ)। {(ফারসি) সৱদাগর}
  • Bengali Word সওয়া ১ Bengali definition [শওয়া] (ক্রিয়া) ১ সহ্য করা। ২ ক্ষমা করা। ৩ সংগ্রহ করা (চল সজনি সইতে যাবি জল-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। সওয়ানো (ক্রিয়া) সহ্য করানো। {(তৎসম বা সংস্কৃত) √সহ্‌+(বাংলা) ওয়া}
  • Bengali Word সওয়া ২, সোয়া Bengali definition [শওয়া, শোয়া] (বিশেষ্য) ১ এক ও এক চতুর্থাংশ; (সওয়া সের)। ২ সোয়াইয়া; সওয়াইয়া; সওয়া-গুণবিষয়ক নামতা। সওয়াইয়া (বিশেষ্য) ‘সওয়া’ বিষয়ক নামতা। {(তৎসম বা সংস্কৃত) সপাদ>}
  • Bengali Word সওয়ানো Bengali definition ⇒ সওয়া১
  • Bengali Word সওয়াব Bengali definition ⇒ সোয়াব
  • Bengali Word সওয়াব, সওয়ারি, সওয়ারী Bengali definition [সওয়ার্‌, সওয়ারি, সওয়ারি] (বিশেষ্য) অশ্বারোহী; আরোহী; চড়নদার। □ (বিশেষণ) চড়া। সওয়ারি, সোয়ারি (বিশেষ্য) (বিশেষণ) আরোহী; যানবাহনের যাত্রী; পালকি নৌকা ইত্যাদি। {(ফারসি) সৱার}
  • Bengali Word সওয়াল, সুওয়াল, সোয়াল Bengali definition [শওয়াল্‌, শুওয়াল, শোয়াল্‌] (বিশেষ্য) ১ প্রশ্ন (বিবি বলে কহি মেরা দোছরা সওয়াল-সৈয়দ হামজা)। ২ জেরা (মেজিষ্ট্রেট অনেক সওয়াল করিলেন কিন্তু ঠক চাচা হেলবার দুলবার পাত্র নয়-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। ৩ প্রার্থনা। ৪ ভিক্ষা-বৃত্তি। সওয়াল-জবাব (বিশেষ্য) প্রশ্ন ও উত্তর; মকদ্দমায় উকিলের বাদ-প্রতিবাদ (সওয়াল জবাবে নাকাল করিয়া শেষে দিলে পিঠটান-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(আরবি) সাৱাল্‌}
  • Bengali Word সক Bengali definition ⇒ সখ
  • Bengali Word সক সক Bengali definition [শক্ শক্‌] (বিশেষ্য) লোভাতুর লোকের জিভ থেকে উত্থিত শব্দ (জিহ্বা সক সক করা)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word সকণ্টক Bengali definition [শকন্‌টক্‌] (বিশেষণ) ১ কাঁটাযুক্ত। ২ বাধাবিপত্তি পরিপূর্ণ (জীবনের সকণ্টক চলার পথে সাহসই একমাত্র বল)। ৩ রোমাঞ্চিত; শিহরিত (ভয়ে তার শরীর সকণ্টক-প্রায়)। {(তৎসম বা সংস্কৃত) স+কন্টক; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সকরকন্দ, সকরকন্দ Bengali definition [শকোরকন্‌দো] (বিশেষ্য) মিষ্টি আলু। {(ফারসি) শকরকন্দ}
  • Bengali Word সকরুন Bengali definition [শকোরুন্‌] (বিশেষণ) ১ সদয়; করুণাপূর্ণ; দয়ার্দ্র (সকরুণ প্রার্থনা)। ২ অতিশয় দুঃখপূর্ন বা বেদনাযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) স+করুণ; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সকর্দম Bengali definition [শকর্‌দম্‌] (বিশেষণ) কাদামাখা (কাদামাখা শরীর)। {(তৎসম বা সংস্কৃত) স+কর্দম; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সকর্মক Bengali definition [শকর্‌মক্‌] (বিশেষণ) কর্মের সঙ্গে বিদ্যমান; (ব্যাকরণ) যে ক্রিয়ার কর্ম আছে; transitive। {(তৎসম বা সংস্কৃত) স+কর্মন্‌+ক(কপ্‌)}
  • Bengali Word সকল Bengali definition [শকোল্‌] (বিশেষণ) ১ সমস্ত; সব; সমুদয় (সকল গর্ব দূর করি দিব তোমার গর্ব ছাড়িব না-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ কলার সঙ্গে বর্তমান। □ (বিশেষ্য) সমস্ত লোক (সকলের তরে সকলে-কামিনী)। সকল দিক দিয়া/দিয়ে (ক্রিয়াবিশেষণ) সর্বতোভাবে। সাকল্য (বিশেষ্য) সকলের সমীপে (সাকল্যে পেশ করা)। {(তৎসম বা সংস্কৃত) স+কলা; (বহুব্রীহি সমাস)}