Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word সমিদ্ধ Bengali definition [শোমিদ্‌ধো] (বিশেষণ) ১ প্রজ্বলিত। ২ উত্তেজিত; উত্তপ্ত। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√ইন্ধ্‌+ত(ক্ত)}
  • Bengali Word সমিধ, সমিৎ Bengali definition [শোমিধ্‌, শোমিত্‌] (বিশেষ্য) ১ যজ্ঞীয় কাষ্ঠ (ফল, কুসম, কুশ সমিধ আহরণের নিমিত্ত-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ ইন্ধন; জ্বালানি। ৩ আগুন (ভোগের সমিধ্‌ জ্বালিয়া আমরা পুড়িতেছি বারে বারে-জসীমউদ্‌দীন)। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√ইন্ধ্‌+ক্বিপ্‌}
  • Bengali Word সমিৎ Bengali definition ⇒ সমিধ
  • Bengali Word সমীকরণ Bengali definition [শোমিকরোন্‌] (বিশেষ্য) ১ তুল্য বা একজাতীয়করণ। ২ (গণিত.) জ্ঞাত রাশি থেকে অজ্ঞাত রাশি নিরূপণ; এক রাশি বা রাশিসমূহের সঙ্গে অন্য রাশি বা রাশিসমূহের সমতা বিধান; equation। ৩ (ব্যাকরণ) খাঁটি বাংলা ভাষায় দুটি শব্দ একত্র সংযুক্ত হলে দ্রুত উচ্চারণে পূর্ব পদের শেষ বর্ণ ও পর পদের প্রথম বর্ণ অনুরূপ হয়, একে সমীকরণ বলে। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+ঈ(চ্বি)+√কৃ+অন(ল্যুট্‌)}
  • Bengali Word সমীক্ষ Bengali definition [শোমক্‌খো] (বিশেষ্য) ১ সম্যক জ্ঞান। ২ সম্যক দৃষ্টি। ৩ অনুসন্ধান। ৪ বিবেচনা। ৫ সাংখ্যদর্শন। সমীক্ষণ (বিশেষ্য) বিশেষভাবে দর্শন; পর্যবেক্ষণ; অন্বেষণ; খোঁজ-খবর করা; আলোচনা। সমীক্ষা (বিশেষ্য) ১ জ্ঞান (এক বৎসর মনস্তত্ত্ব হাসপাতালে পর্যবেক্ষন সমীক্ষা-সৈয়দ মুজতবা আলী)। ২ অন্বেষন অনুসন্ধান। ৩ মীমাংসা-দর্শন (পূর্ব এবং উত্তর মীমাংসা)। ৪ বিবেচনা; বিচার। ৫ মীমাংসা; আপোস। ৬ সাংখ্যের বুদ্ধি আদি চতুর্বিংশতি তত্ত্ব। সমীক্ষিত (বিশেষণ) ১ সম্যক দৃষ্টি। ২ পর্যালোচনা। ৩ অন্বেষিত; পর্যবেক্ষিত। সমীক্ষ্য (বিশেষ্য) সাংখ্য-দর্শন। □ (বিশেষণ) বিচার করতে হবে এমন; বিচার্য। সমীক্ষ্যকারী(-রিন্‌) (বিশেষণ) পূর্বাপর পর্যালোচনা-পূর্বক কাজ করে এমন। সমীক্ষ্যকারিতা (বিশেষ্য) পরিণাম-দর্শিতা। সমীক্ষ্যাবাদী(-দিন্‌) (বিশেষ্য) (বিশেষণ) পূর্বাপর বিবেচনার পক্ষপাতী; যে পূর্বাপর পর্যালোচনাপূর্বক কথা বলে। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√ঈক্ষ্‌+অ(ঘঞ্‌)+আ(টাপ্‌)}
  • Bengali Word সমীচীন Bengali definition [শোমিচিন্‌] (বিশেষণ) ১ সঙ্গত। ২ যোগ্য; উপযুক্ত। ৩ উত্তম। ৪ যথার্থ; সত্য। ৫ উচিত। {(তৎসম বা সংস্কৃত) সম্যচ্‌+ঈন(খ)}
  • Bengali Word সমীপ Bengali definition [শোমিপো] (বিশেষণ) সন্নিধান; নিকট। □ (বিশেষ্য) (ব্যাকরণ) সন্নিধি। সমীপপাতিত (বিশেষণ) নিকটে স্থাপিত (সমীপপাতিত আসনের দিকে অঙ্গুলি প্রয়োগ করিয়া কহিলেন, “এই আসনে উপবেশন কর”-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। সমীচীনবর্তী(-তিন্‌), সমীপস্থ (বিশেষ্য) নিকটবর্তী (সমীপবতী বকুল বৃক্ষের স্কন্ধে অশ্ববন্ধন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। সমীপবর্তিনী, সমীপস্থা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+অপ্‌; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সমীর, সমীরণ Bengali definition [শোমির্‌, শোমিরন্‌] (বিশেষ্য) বায়ু; বাতাস। সমীরিত (বিশেষণ) বায়ু প্রবাহিত (এখনও সেখানে উষ্ণ নিঃশ্বাস সমীরিত-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√ঈর্‌+অ(অচ্‌), অন(ল্যুট্‌)}
  • Bengali Word সমীহ Bengali definition [শোমিহো] (বিশেষ্য) সম্মান প্রদর্শন। ২ সমাদর; খাতির। ৩ শ্রদ্ধাযুক্ত; সংকোচভাব; সমীহা; শ্রদ্ধা। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√ঈহ্‌+অ}
  • Bengali Word সমীহা Bengali definition [শোমিহা] (বিশেষ্য) ১ চেষ্টা। ২ আকাঙ্ক্ষা; ইচ্ছা। ৩ সন্ধান। {(তৎসম বা সংস্কৃত) সমীহ+আ(টাপ্‌)}
  • Bengali Word সমুখ, সমুক Bengali definition [শোমুখ্‌, শোমুক্‌] (বিশেষ্য) অভিমুখ; সমক্ষ; সম্মুখ। □ (বিশেষণ) ১ মুখোমুখি; সমানে (সমুখে দেখেন চক চাঁদনী সুন্দর-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ নিকট (আমার দ্বারের সমুখ দিয়া সে জন করে আসা যাওয়া-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+মুখ=সম্মুখ>}
  • Bengali Word সমুচা ১ Bengali definition ⇒ সমসা
  • Bengali Word সমুচা ২, সমুচয় Bengali definition [শোমুচা, শোমুচয়্‌] (বিশেষণ) ১ সমুদয়; সমস্ত। ২ আস্ত; অবিভক্ত; গোটা (ইয়া দাঁড়িগোঁফ সমেত আরেকটি সমুচা রবি ঠাকুর বেহেশত থেকে টুকুস করে ঢস্‌কে পড়বেন-সৈয়দ মুজতবা আলী)। {(হিন্দি) সমুচা, সমুচয়}
  • Bengali Word সমুচিত Bengali definition [শোমুচিত্‌] (বিশেষণ) ১ যথাবিহিত; যোগ্য (সমুচিত সম্মান প্রদর্শন)। ২ ন্যায়সংগত (সমুচিত বিচার)। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√উচ্‌+ত(ক্ত)}
  • Bengali Word সমুচ্চ Bengali definition [শোমুচ্‌চো] (বিশেষণ) ১ সমান উচ্চ; উচ্চতায় সমতাযুক্ত (সংসারের সোনার খাঁচায় সংহিতার সমুচ্চ মাচায় মসৃণ তৃপ্তিতে-বিষ্ণু দে)। ২ আড়ম্বরপূর্ণ (ভুলাইতে ছদ্মবেশী সমুচ্চ তুচ্ছতা আপনার-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+উচ্চ}
  • Bengali Word সমুচ্চার Bengali definition [শোমুচ্‌চার] (বিশেষ্য) শব্দের উচ্চারণ। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+উদ্‌+√চারি+অ}
  • Bengali Word সমুচ্চারণ Bengali definition [শোমুচ্‌চারোন্‌] (বিশেষ্য) মিলিত উচ্চারণ। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+উদ্‌+√চারি+অন(ল্যুট্‌)}
  • Bengali Word সমুচ্চার্য Bengali definition [শোমুচ্‌চার্‌‌জো] (বিশেষণ) সম্যকভাবে উচ্চারণযোগ্য। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+উদ্‌+√চারি+ য(যৎ)}
  • Bengali Word সমুচ্চয়, সমুচয় Bengali definition [শোমুচ্‌চয়্‌, শোমুচয়্‌] (বিশেষ্য) ১ মিলন; সমাহার। ২ সমূহ; সকল। ৩ চিহ্ন; দাগ। ৪ পরিমাণ। ৫ কাব্যের অলঙ্কারবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+উদ্‌+√চি+অ(অচ্‌)}
  • Bengali Word সমুচ্ছল Bengali definition [শোমুচ্‌ছল্‌] (বিশেষণ) উচ্ছ্বলিত; অতিশয় উচ্ছলিত; উথলিত (তার সমুচ্ছল কলকথা-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+উচ্ছল}
  • Bengali Word সমুচ্ছিন্ন Bengali definition [শোমুচ্‌ছিন্‌নো] (বিশেষণ) সম্পূর্ণরূপে উম্মূলিত বা বিনাশিত। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+উদ্‌+√ছিদ্‌+ত(ক্ত)}
  • Bengali Word সমুচ্ছেদ Bengali definition [শোমুচ্‌ছেদ্‌] (বিশেষ্য) সম্যক উচ্ছেদ; মূলোৎপাটন। সমুচ্ছেদন (বিশেষ্য) সমূলে বিনাশ; উন্মূলন। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+উদ্‌+√ছিদ্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word সমুচ্ছ্বাস Bengali definition [শোমুচ্‌ছাশ্‌] (বিশেষ্য) ১ প্রবল শ্বাস-প্রশ্বাস। ২ প্রবল উচ্ছ্বাস। ৩ স্ফীতি। সমুচ্ছ্বসিত (বিশেষণ)। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+উদ্‌+√শ্বস্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word সমুচ্ছ্রয়, সমুচ্ছ্রায় Bengali definition [শোমুচ্ছ্রয়্‌, শোমুছ্রায়্‌] (বিশেষ্য) সম্যক স্ফীতি; অতিশয় উন্নতি; অতি বৃদ্ধি। সমুচ্ছ্রিত (বিশেষণ) অতিশয় স্ফীত বা বৃদ্ধিপ্রাপ্ত; অত্যুন্নত। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+উদ্‌+√শ্রি+ অ(অচ্‌), অ(ঘঞ্‌)}
  • Bengali Word সমুচয় Bengali definition ⇒ সমুচ্চয়
  • Bengali Word সমুজ Bengali definition ⇒ সমঝ
  • Bengali Word সমুজ্জ্বল Bengali definition [শোমুজ্‌জল্‌] (বিশেষণ) বিশেষভাবে উজ্জ্বল; প্রভা ও দীপ্তিযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+উদ্‌+√জ্বল্‌+অ(অচ্‌)}
  • Bengali Word সমুজ্‌ঝিত Bengali definition [সমুজ্‌ঝিতো] (বিশেষণ) সম্পূর্ণরূপে পরিত্যাগ করা হয়েছে এমন; পরিত্যক্ত। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√উজ্‌ঝ্‌+ত(ক্ত)}
  • Bengali Word সমুঝা (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [সমুঝা] (ক্রিয়া) বোঝা। সমুঝনু (ক্রিয়া) বুঝালাম (সমুঝনু তব হাস-বিদ্যাপতি)। সমুঝব (ক্রিয়া) বুঝবে (কো ইব সমুঝব-বিদ্যাপতি)। সমুঝাই (ক্রিয়া) ১ বোঝাও (মোহে সমুঝাই-বিদ্যাপতি)। ২ বুঝিয়ে। সমুঝাল (ক্রিয়া) বোঝাল। {⇒ সমঝ}
  • Bengali Word সমুত্থান Bengali definition [শোমুত্‌থান্‌] (বিশেষ্য) ১ অভ্যুদয়; সম্যক উত্থান। ২ উদয়। ৩ রোগমুক্তি। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+উত্থান}