Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word সমশ্রেণি, সমশ্রেণী Bengali definition [শমোস্‌স্রেণি] (বিশেষ্য) ১ একদল; একসার; একজাতি। □ (বিশেষণ) একই জাতি বা পর্যায়ভুক্ত। {(তৎসম বা সংস্কৃত) সম+শ্রেণি, শ্রেণী}
  • Bengali Word সমষ্টি Bengali definition [শমোশ্‌টি] (বিশেষ্য) ১ সাকুল্য; মোট। ২ যোগফল (সংখ্যার সমষ্টি)। ৩ দলের সকলে। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√অশ্‌+তি(ক্তি)}
  • Bengali Word সমসময় Bengali definition [শমোশময়্‌] (বিশেষ্য) একই সময় বা কাল। {(তৎসম বা সংস্কৃত) সম+সময়}
  • Bengali Word সমসর Bengali definition [শমোশর্‌] (বিশেষ্য) সমান; সমকক্ষ; তুল্য (জিজ্ঞাসিলে ভক্তিভাবে দিব সদুত্তর নহেত থাকিব কালা বোবা সমসর-সৈয়দ আলাওল)। (তুলনীয়) দোসর, সোসর (বিশেষ্য) সমবয়স্ক সহচর; দোসর; সাথি; সঙ্গী। একসর (বিশেষ্য) একাকী; নিঃসঙ্গ। {(ফারসি) সমসর}
  • Bengali Word সমসাময়িক, সামসময়িক Bengali definition [শমোশামোয়িক্‌, শামোশশমোয়িক] (বিশেষণ) একই সময়ের; কালের বা যুগের contemporary। সমসাময়িকতা, সামসময়িকতা (বিশেষ্য) একই সময়ে বিদ্যমানতা। {(তৎসম বা সংস্কৃত) সম/সাম+সাময়িক, সমসময়+ইক(ঠক্‌)}
  • Bengali Word সমসূত্র Bengali definition [শমোশুত্‌ত্রো] (বিশেষ্য) ১ একই উপায় বা পদ্ধতি। ২ একই সুতা বা গ্রন্থিতে বাঁধন। ৩ একই সরলরেখায় অবস্থিত। ৪ (জ্যামিতি) দিকচক্রবালের পূর্ব ও পশ্চিম বিন্দুদ্বয় ভেদকারী কাল্পনিক বৃত্ত। {(তৎসম বা সংস্কৃত) সম+সূত্র}
  • Bengali Word সমস্ত Bengali definition [শমোস্‌তো] (বিশেষণ) ১ যাবতীয়; সকল (সমস্ত লোক)। ২ সম্পূর্ণ। ৩ একত্রীকৃত; সমাহৃত (সমস্ত শস্য)। ৪ (ব্যাকরণ) সমাসবদ্ধ (সমস্তপদ)। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√অস্‌+ত(ক্ত)}
  • Bengali Word সমস্থলী Bengali definition [শমোস্‌থোলি] (বিশেষ্য) গঙ্গা ও যমুনার মধ্যবর্তী ভূভাগ; দোয়াব। {(তৎসম বা সংস্কৃত) সম+স্থলী; (কর্মধারয় সমাস)}
  • Bengali Word সমস্বামিত্ব Bengali definition [শমোশামিত্‌তো] (বিশেষ্য) সমান প্রভুত্ব; সমান স্বত্বাধিকারিত্ব। {(তৎসম বা সংস্কৃত) সম+স্বামিত্ব; (কর্মধারয় সমাস)}
  • Bengali Word সমস্যমান Bengali definition [শমোশ্‌শোমান্‌] (বিশেষণ) (ব্যাকরণ) যে পদগুলি সমাসবদ্ধ করা হয়েছে (‘দিবালোক’ সমাসবদ্ধ পদের ‘দিবা’ ও ‘আলোক’ সমস্যমানপদ)। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√অস্‌+য(ক্যপ্‌)+মান(শানচ্‌)}
  • Bengali Word সমস্যা Bengali definition [শমোশ্‌শা] (বিশেষ্য) ১ জটিল ও সংকটময় বিষয়; যার সমাধান করা কষ্টকর (সমস্যার সমাধান)। ২ কঠিন প্রশ্ন। ৩ সমাধানার্থ অসমাপ্ত শ্লোক। ৪ সংকট অবস্থা; অসুবিধা (বর্তমানে আমি সমস্যার মধ্যে আছি) ৫ সংগ্রাম (জীবন-মরণ সমস্যা)। সমস্যাপূরণ (বিশেষ্য) অসুবিধা বা জটিলতার নিরসনকরণ বা সমাধান (সকল সমস্যা পূরণ করা যায় না)। সমস্যাসংকুল (বিশেষণ) সমস্যাবহুল (সমস্যাসংকুল পথ)। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√অস্+য(ক্যপ্‌)+আ(টাপ্‌)}
  • Bengali Word সমা Bengali definition [শমা] (বিশেষণ) তুল্য; অনুরূপ; সমান (কেবা আছে সমা কি দিব উপমা-ভারতচন্দ্র রায়গুণাকর)। □ (বিশেষ্য) বৎসর। {(তৎসম বা সংস্কৃত) √সম্‌+অ(অচ্‌)+আ(টাপ্‌)}
  • Bengali Word সমাংশ Bengali definition [শমাঙ্‌শো] (বিশেষ্য) সমান অংশ; সমান ভাগ। সমাংশিত (বিশেষণ) সমানভাগে বিভক্ত। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+অংশ}
  • Bengali Word সমাকর্ষণ Bengali definition [শমাকর্‌শোন্‌] (বিশেষ্য) ১ সম্যক সংগৃহীত (সার সমাকর্ষণপূর্বক সঙ্কলিত-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ সমানভাবে বা সম্যক আকর্ষণ বা প্রকর্ষণ। {(তৎসম বা সংস্কৃত) সম+আকর্ষণ; (কর্মধারয় সমাস)}
  • Bengali Word সমাকর্ষী(-র্ষিন্‌) Bengali definition [শামাকোর্‌শি] (বিশেষণ) ১ সম্যক আকর্ষণকারী (পৃথিবীর সমাকর্ষী চন্দ্র-সূর্য)। □ (বিশেষ্য) সুদূরগামী গন্ধ। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+আকর্ষী}
  • Bengali Word সমাকীর্ণ Bengali definition [শমাকির্‌নো] (বিশেষণ) ১ পরিব্যাপ্ত; সুদূরপ্রসারিত (সমাকীর্ণ তেপান্তরের মাঠ)। ২ আচ্ছাদিত (কন্টক-সমাকীর্ণ পথ)। ৩ সংকুল; পরিপূর্ণ। ৪ উৎকণ্ঠাযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+আকীর্ণ}
  • Bengali Word সমাকুল Bengali definition [শমাকুল্‌] (বিশেষণ) ১ পরিপূর্ণ; পরিপ্লুত (রসেরূপে আর সৌরভে যার চরাচর সমাকূল-মোহিতলাল মজুমদার)। ২ অতিশয় আকুল; ব্যাকুল (বিয়োগব্যথা সমাকুল হৃদয়)। ৩ সন্দেহযুক্ত (সমাকুল হৃদয় প্রবৃত্তি)। ৪ হতবুদ্ধি। সমাকুলতা (বিশেষ্য) ১ আকুলতা; ব্যাকুলতা। ২ পরিপূর্ণতা। ৩ ভীতি। ৪ প্রসার। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+আকুল, আকুলতা}
  • Bengali Word সমাক্রান্ত Bengali definition [শমাক্‌ক্রান্‌তো] (বিশেষণ) ১ আক্রান্ত (রোগ-সমাক্রান্ত হওয়া)। ২ প্রসারিত; ব্যাপ্ত। ৩ খপ্পরে পড়া। ৪ গৃহীত। সমাক্রান্তা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+আক্রান্ত}।
  • Bengali Word সমাক্ষ Bengali definition [শমাক্‌খো] (বিশেষণ) অক্ষ সমান এমন; একাক্ষিক; coaxial। সমাক্ষরেখা (বিশেষ্য) (ভূগোল) সমান অক্ষবিশিষ্ট; নিরক্ষরেখার সমান্তরাল কাল্পনিক রেখা; parallel of latitude। {(তৎসম বা সংস্কৃত) সম+অক্ষ}
  • Bengali Word সমাক্ষর Bengali definition [শমাক্‌খর্‌] (বিশেষণ) সমান বা সমসংখ্যক অক্ষরবিশিষ্ট। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+অক্ষর}
  • Bengali Word সমাগত Bengali definition [শমাগতো] (বিশেষ্য) ১ সম্যক উপস্থিত; এসেছে এমন (রাত্রি সমাগত)। ২ মিলিত; সংযোজিত (সমাগত জনতা)। সমাগতা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)সম্যক এসেছে বা উপস্থিত যে নারী; সমুপস্থিতা (বনতোষিণী সহকারের সহিত সমাগতা হইয়াছে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+আগত}
  • Bengali Word সমাগম Bengali definition [শমাগম্‌] (বিশেষ্য) ১ সম্মেলন; একত্রীভূতকরণ (এজন্মে যে গৃহিণী ও জ্যেষ্ঠপুত্রের সহিত সমাগম হইবে তাহার আর প্রত্যাশা নাই-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ উপস্থিত (বন্ধু-সমাগম)। ৩ সঞ্চার (ফুলে ফুলে মধু সমাগম)। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+আগম}
  • Bengali Word সমাঘ্রাত Bengali definition [শমাগ্‌ঘ্রাতো] (বিশেষণ) উত্তমরূপে ঘ্রাণ নেওয়া হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+আঘ্রাত}
  • Bengali Word সমাচার Bengali definition [শমাচার্‌] (বিশেষ্য) ১ খবর; বার্তা; সংবাদ (সালাম দেহ কহ গিয়া এই সমাচার-সৈয়দ হামজা)। ২ উত্তম আচার-ব্যবহার; শিষ্টাচার। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+আচার}
  • Bengali Word সমাচ্ছন্ন Bengali definition [শমচ্‌ছোন্‌নো] (বিশেষণ) ১ সম্পূর্ণ অভিভূত (আনন্দে মন সমাচ্ছন্ন-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ ঢাকা; আবৃত (মেঘে সমাচ্ছন্ন আকাশ)। সমাচ্ছন্না (স্ত্রীলিঙ্গ)। সমাচ্ছন্নতা (বিশেষ্য) ১ অভিভূতাবস্থা (মোহ-সমাচ্ছন্নতা)। ২ আচ্ছন্নতা; আবৃত অবস্থা। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+আচ্ছন্ন}
  • Bengali Word সমাজ Bengali definition [শমাজ্‌] (বিশেষ্য) ১ পরস্পর সহযোগিতা ও সহানুভূতির সঙ্গে বসবাসকারী মনুষ্যগোষ্ঠী। ২ সম্প্রদায় (পণ্ডিত-সমাজ)। ৩ একজাতীয় প্রাণীর দল বা সমাবেশ (পশু-সমাজ)। ৪ সভাসমিতি; পরিষদ (প্রহেলিকা কহে শুক রাজার সমাজে-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ৫ বৈষ্ণবদের সমাধিস্থল। সমাজকর্ম (বিশেষ্য) সমাজের সেবামূলক উদ্যোগ, আদর্শ ও তত্ত্ব এবং তৎসংক্রান্ত শাস্ত্র; social work। সমাজকল্যাণ (বিশেষ্য) সমাজের কল্যাণমূলক চিন্তা, আদর্শ, তত্ত্ব ও প্রয়োগ এবং তৎসংক্রান্ত শাস্ত্র; social welfare। সমাজচ্যুত (বিশেষণ) গোত্র বা সঙ্ঘ থেকে বহিষ্কৃত; একঘরে। সমাজজ্ঞতা (বিশেষ্য) সমাজ সম্বন্ধে চেতনা; সামাজিকতা (দীনবন্ধুর এই অলৌকিক সমাজজ্ঞতা-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। সমাজতত্ত্ব (বিশেষ্য) মানবসমাজের উৎপত্তি, গঠন, উৎকর্ষ বিধান সম্পর্কীয় নিয়ম কানুন বা প্রণালি যে শাস্ত্রের বিষয়বস্তু; sociology। সমাজতন্ত্র (বিশেষ্য) ব্যক্তি ও শ্রেণির মালিকানা বিলোপ করে সকলের হিতার্থে উৎপাদনের সহায়ক সকল বস্তু রাষ্ট্রের হাতে ন্যস্ত হওয়া প্রয়োজন-এই মতবাদমূলক শাসনব্যবস্থা বা দর্শন; socialism। সমাজতন্ত্রী(-ন্ত্রিন্‌) (বিশেষণ) সমাজতন্ত্রমূলক শাসনব্যবস্থায় বিশ্বাসী; socialist। সমাজতাত্ত্বিক (বিশেষণ) সমাজতত্ত্ব সম্বন্ধে জ্ঞানী ব্যক্তি; সমাজবিজ্ঞানী। সমাজতান্ত্রিক (বিশেষণ) সমাজতন্ত্র সম্বন্ধে জ্ঞানী ব্যক্তি। সমাজপতি (বিশেষ্য) সমাজের নেতা বা সংরক্ষক; ব্রাহ্মণের পদবিবিশেষ। সমাজবদ্ধ (বিশেষণ) সমাজে বসবাসকারী। সমাজবিজ্ঞান (বিশেষ্য) সমাজের সাংগঠনিক রীতিনীতি, তত্ত্ব-আদর্শ, সেবা-কল্যাণ প্রভৃতি সংক্রান্ত শাস্ত্র; sociology। সমাজবিধি (বিশেষ্য) সমাজসংরক্ষণের নিয়মাবলি। সমাজবিরুদ্ধ, সমাজবিরোধী(-ধিন্‌) (বিশেষণ) সমাজের পক্ষে অনিষ্টকর; সমাজের রীতিনীতির বিরুদ্ধাচরণকারী (সমাজবিরোধী কার্যকলাপ)। সমাজ-সংস্কার (বিশেষ্য) সমাজের অসঙ্গতি দূর করে সমাজকে ত্রুটিমুক্তকরণ। সমাজ-সংস্কারক (বিশেষণ) সমাজকে সুশোভন ও সুশৃঙ্খল-ভাবে সংগঠনকারী। সমাজ-হিতৈষী(-ষিন্‌) (বিশেষণ) সমাজবদ্ধ মানুষের মঙ্গল কামনা করেন এমন। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√অজ্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word সমাদর Bengali definition [শমাদর্‌] (বিশেষণ) ১ অত্যন্ত যত্ন; অত্যধিক আদর; অতিশয় স্নেহ। □ (বিশেষ্য) ১ সম্মান করা; আদৃত করা (সাধু-সজ্জনের সমাদর করা)। ২ সম্মানার্থে সংবর্ধনা জ্ঞাপন। সমাদৃত (বিশেষণ) ১ যত্ন-আদর-স্নেহকৃত। ২ সম্মানিত (সমাদৃত নেতা)। ৩ সেবাপ্রাপ্ত; আদৃত। সমাদৃতা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+আদর}
  • Bengali Word সমাধা, সমাধান Bengali definition [শমাধা, শমাধান্‌] (বিশেষ্য) ১ সম্পন্নকরণ (কার্য সমাধা করা)। ২ মীমাংসা; নিষ্পত্তি (বিচার সমাধা হল যবে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ প্রতিকার। ৪ সমাপ্তি; শেষ। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+আ+√ধা+অ(অঙ্‌)+আ(টাপ্‌), অন(ল্যুট্‌)}
  • Bengali Word সমাধি Bengali definition [শমাধি] (বিশেষ্য) ১ কবর; গোর; মাজার (সমাধিশায়িত)। ২ ধ্যান; গভীর মনোনিবেশ; প্রগাঢ় তন্ময়তা (কোন রঙ্গে ভঙ্গ করি তাহার সমাধি-মাইকেল মধুসূদন দত্ত)। ৩ সমাধান; সমাপন (ভোজন সমাধি সবে কৈল আচমন-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ৪ পরমাত্মার সঙ্গে জীবাত্মার মিলন বা ঐক্যভাব। ৫ বিবাদ ভঙ্গকরণ। ৬ নীরবতা অবলম্বন; বাক্‌সংযম। ৭ কাব্যের অলঙ্কার বিশেষ। সমাধিক্ষেত্র, সমাধিস্থল, সমাধিস্থান (বিশেষ্য) কবরস্থান; গোরস্থান; পূর্ণভাবে সমাহিত হওয়ার স্থান। সমাধিপ্রস্তর, সমাধিফলক (বিশেষ্য) কবরের উপর সংস্থাপিত স্মারকচিহ্ন বা প্রস্তর। সমাধিভঙ্গ (বিশেষ্য) ধ্যানভঙ্গ; সংযমভঙ্গ। সমাধিমগ্ন, সমাধিস্থ (বিশেষণ) ১ ধ্যানে বা তপস্যায় নিমগ্ন; ধ্যানস্থ। ২ কবরস্থ; সমাহিত। সমাধিমন্দির (বিশেষ্য) কবরের উপর নির্মিত স্মৃতিমন্দির বা ভবন; সমাহিত করার স্থানে নির্মিত স্মৃতিসৌধ। সমাধিস্তম্ভ (বিশেষ্য) কবরের উপরে স্মৃতিস্তম্ভ। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+আ+√ধা+ই(কি)}
  • Bengali Word সমাধ্যায়ী (-য়িন্‌) Bengali definition [শমাদ্‌ধ্যায়ি] (বিশেষ্য) একসঙ্গে অধ্যয়নকারী; সহপাঠী; সতীর্থ। {(তৎসম বা সংস্কৃত) সম+অধ্যায়ী}