স পৃষ্ঠা ২২
- Bengali Word সমান Bengali definition [শমান্] (বিশেষণ) ১ সমকক্ষ; সদৃশ (কেত নাহি হারে জিতে সমানে সমান-সৈয়দ হামজা)। ২ মতো; তুল্য (পাথরের দেয়ালে পা রাখা যায় না-কাঁচের সমান-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৩ সমমূল্যের। ৪ ভারসাম্যযুক্ত (পাথর দুটি সমান)। ৫ একঘেয়েমি; বরাবর (সমানে বসে বা শুয়ে থাকা)। ৬ সোজা (সারি সমান করা)। ৭ সমগুণসম্পন্ন (সমান বুদ্ধিমান)। ৮ নাভিস্থিত বায়ুবিশেষ। সমানাধিকরণ (বিশেষ্য) যে গুণ দিয়ে পদার্থের তুল্য অধিকার বোঝায়; একজাতীয় সাধারণ গুণ। □ (বিশেষণ) এক সময়ে বা একই স্থানে অবস্থান; সহবর্তী; (ব্যাকরণ) একই বিভক্তিবিশিষ্ট; বিশেষ্য বিশেষণ সম্বন্ধবিশিষ্ট। সমান সমান (বিশেষণ) সমকক্ষ; তুল্য; অধিকারী; সমান শক্তিবিশিষ্ট। সমানাধিকারী (বিশেষ্য) জাতিধর্ম নির্বিশেষে সমান ক্ষমতার অধিকারী। সমানাধিকারবাদ (বিশেষ্য) সাম্যবাদ। {(তৎসম বা সংস্কৃত) সম+আ+√অন্+অ(অচ্); (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সমানুপাত Bengali definition [শমানুপাত্] (বিশেষ্য) সদৃশ; অনুপাতের সমতা (যেমন ২ : ৪ : ৮ : ১৬); proportion। {(তৎসম বা সংস্কৃত) সম+অনুপাত}
- Bengali Word সমান্তর Bengali definition [শমান্তর্] (বিশেষণ) (গণিত.) সমান ব্যবধানযুক্ত। ২ (গণিত.) সমান রাশির পার্থক্যযুক্ত (২, ৪, ৬ ইত্যাদি)। {(তৎসম বা সংস্কৃত) সম+অন্তর; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সমান্তরাল Bengali definition [শমান্তোরাল্] (বিশেষণ) সর্বত্র এবং সর্বদা সমান দূরত্ববিশিষ্ট; parallel। {(তৎসম বা সংস্কৃত) সম+অন্তরাল}
- Bengali Word সমাপক Bengali definition [শমাপক্] (বিশেষণ) সমাধাকারী। সমাপিকা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)১ সম্পন্নকারিণী (গৃহকর্ম সমাপিকা)। ২ (ব্যাকরণ) বাক্য বা বাক্যের অর্থবোধ সম্পন্নকারিণী ক্রিয়া (সমাপিকা ক্রিয়া)। {(তৎসম বা সংস্কৃত) সম্+√আপি্+অক(ণ্বুল্)}
- Bengali Word সমাপন Bengali definition [শমাপোন্] (বিশেষ্য) ১ সম্পন্নকরণ; সমাপ্তি; শেষ (খননকার্য সমাপন)। ২ উদ্যাপন (পর্বাদি সমাপন)। ৩ শেষ (দিবা হল সমাপন-রবীন্দ্রনাথ ঠাকুর)। সমাপনীয় (বিশেষণ) সমাপনযোগ্য। সমাপ্য (বিশেষণ) সমাপনযোগ্য; সমাপনীয়। সমাপিত (বিশেষণ) নিষ্পাদিত (সমাপিত কর্ম)। ২ সম্পাদিত (সংকলনের কাজ সমাপিত)। সমাপিত করা (ক্রিয়া) সম্পাদিত বা নিষ্পাদিত করা। {(তৎসম বা সংস্কৃত) সম্+√আপি+অন(ল্যুট্)}
- Bengali Word সমাপ্ত Bengali definition [শমাপ্তো] (বিশেষণ) সম্যক শেষ; সম্পূর্ণ। ২ বিগত; অতীত। সমাপ্তি (বিশেষ্য) সম্পন্ন; সমাধান। ২ অবসান; খতম; শেষ (যুগ-সমাপ্তি)। {(তৎসম বা সংস্কৃত) সম্+√আপ্+ত(ক্ত)}
- Bengali Word সমাবর্তন Bengali definition [শমাবর্তোন্] (বিশেষ্য) ১ পুনরায় আগমন; ফিরে আসা; প্রত্যাবর্তন। ২ হিন্দু শাস্ত্রোক্ত চতুরাশ্রম ব্যবস্থায় শিক্ষা সমাপন ও ব্রহ্মচর্যের পর গুরুগৃহ থেকে প্রত্যাবর্তন। ৩ বিশ্ববিদ্যালয়ের উপাধি গ্রহণ ও বিতরণের সভা; convocation। সমাবর্তন উৎসব (বিশেষ্য) বিশ্ববিদ্যালয়ে উপাধি প্রদানের উৎসব; convocation (বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবে লর্ড কার্জন যে অভিভাষণ দিয়েছিলেন-আনিসুজ্জামান)। সমাবৃত্ত (বিশেষণ) প্রত্যাগত; পুনরায় আবর্তিত; ব্রহ্মচর্য পালনের পর গুরুগৃহ থেকে প্রত্যাবর্তন করে গৃহধর্মে প্রবিষ্ট। {(তৎসম বা সংস্কৃত) সম্+আ+√বৃৎ+অন(ল্যুট্)}
- Bengali Word সমাবিষ্ট Bengali definition [শমাবিশ্টো] (বিশেষণ) ১ আক্রান্ত; প্রভাবান্বিত (মোহ সমাবিষ্ট)। ২ সন্নিবিষ্ট; একাগ্রচিত্ত। ৩ সমবেত (কক্ষে সমাবিষ্ট সুধীবৃন্দ)। সমাবিষ্টা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) সম্+আ√বিশ্+ত(ক্ত)}
- Bengali Word সমাবৃত Bengali definition [শমাব্বৃতো] (বিশেষণ) সম্পূর্ণ আবৃত; আচ্ছাদিত; আচ্ছন্ন (মনে হয় সমাবৃত হয়ে আছি কোন এক অন্ধকার ঘরে-জীবনানন্দ দাশ)। ২ বেষ্টিত; ঘেরাও (প্রহরী-সমাবৃত)। {(তৎসম বা সংস্কৃত) সম্+আ+√বৃ+ত(ক্ত)}
- Bengali Word সমাবেশ Bengali definition [শমাবেশ্] (বিশেষ্য) ১ মিলন; অবস্থান (লোকসমাবেশ)। ২ সংকুলান। ৩ মনঃসংযোগ; অভিনিবেশ (পাঠে মন সমাবেশ)। ৪ সংগ্রহ (অনেক কবিতার সমাবেশ)। ৫ বিন্যাস; সুশৃঙ্খল প্রতিষ্ঠা (সৈন্য সমাবেশ)। ৬ প্রবেশ। সমাবেশিত (বিশেষণ) সমাবেশকৃত; সংস্থাপিত; অভিনিবিষ্ট; বিন্যস্ত। {(তৎসম বা সংস্কৃত) সম্+আ+√বিশ্+অ(ঘঞ্)}
- Bengali Word সমারম্ভ Bengali definition [শমারম্ভো] (বিশেষ্য) ১ সাড়ম্বরে শুরু (যাত্রা সমারম্ভ)। ২ জাঁকজমক; আড়ম্বর। ৩ সমারোহ; আরম্ভ; ঘটা (বসন্তের সমারম্ভ)। ৪ পর্ব বা অনুষ্ঠান করা। {(তৎসম বা সংস্কৃত) সম্+আ+√রভ্+অ(ঘঞ্)}
- Bengali Word সমারূঢ় Bengali definition [শমারুঢ়ো] (বিশেষণ) সম্যক উপরে উপবিষ্ট; বিশেষভাবে অধিষ্ঠিত (সামাজিক বৃক্ষে সমাজিক বানর সমারূঢ় দেখিলেই অমনি তুলি ধরিয়া তাহার লেজশুদ্ধ আঁকিয়া লইতেন-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। সমারূঢ়া (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) সম্+আ+√রুহ্+ত(ক্ত)}
- Bengali Word সমারোহ Bengali definition [শমারোহো] (বিশেষ্য) ১ আড়ম্বর; জাঁকজমক; শানশওকত; ঘটা (তার সমারোহ ভাব কিছু নেই-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ সম্যক আরোহণ। ৩ অত্যন্ত উন্নতি (ভাগ্যের সমারোহ)। সমারোহণ (বিশেষণ) সম্যকভাবে আরোহণ; বিশেষভাবে অধিষ্ঠান। {(তৎসম বা সংস্কৃত) সম্+আ+√রুহ্+ই(ণিচ্)+অ(ঘঞ্)}
- Bengali Word সমার্থ, সমার্থক Bengali definition [শমার্থো, শমার্থক্] (বিশেষণ) সমান বা সদৃশ অর্থযুক্ত; একই মানে বা অর্থবিশিষ্ট। {(তৎসম বা সংস্কৃত) সম্+অর্থ, অর্থক}
- Bengali Word সমালুম Bengali definition [শমালুম্] (বিশেষণ) সম্যক জ্ঞাত হয়েছে এমন; ভালোভাবে জানা (সংস্কৃত কথা বাংলা ভাষার মধ্যে যত সহজে বেমালুম খাপ খায়, গ্রীক ও জার্মান কথা ততই সহজে সমালুম বেখাপ্পা হয়-প্রমথ চৌধুরী)। {(তৎসম বা সংস্কৃত) স+(আরবি) মা’লুম}
- Bengali Word সমালোচক Bengali definition [শমালোচোক্] (বিশেষ্য) (বিশেষণ) দোষগুণ সম্যক আলোচনাকারী (সাহিত্য সমালোচক)। সমালোচিকা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) সম্+আলোচক}
- Bengali Word সমালোচন, সমালোচনা Bengali definition [শমালোচোন্, শমালোচোনা] (বিশেষ্য) ত্রুটি-চিত্যুতি প্রদর্শনপূর্বক আলোচনা (বিশ্বযুদ্ধ যতেক ক্রুদ্ধ সমালোচন-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ সাহিত্য বা শিল্পের দোষগুণের রসজ্ঞ আলোচনা; criticism। সমালোচক (বিশেষ্য) (বিশেষণ) সমালোচনা করে যে; সমালোচনাকারী; দোষ বা ত্রুটি প্রদর্শক। সমালোচিকা (বিশেষ্য) (বিশেষণ) স্ত্রী। সমালোচনীয় (বিশেষণ) সমালোচনার যোগ্য বা উপযুক্ত। সমালোচিত (বিশেষণ) দোষগুণ সম্বন্ধে সম্যক আলোচনা করা হয়েছে এমন। সমালোচ্য (বিশেষণ) সমালোচনার উপযুক্ত; আলোচনার অন্তর্ভুক্ত (সমালোচ্য প্রবন্ধ)। {(তৎসম বা সংস্কৃত) সম্+আলোচন, আলোচনা}
- Bengali Word সমাস Bengali definition [শমাশ্] (বিশেষ্য) ১ (ব্যাকরণ) একাধিক পদের একপদে সংকোচন। ২ সংক্ষেপ। ৩ মিলন। ৪ সংগ্রহ। {(তৎসম বা সংস্কৃত) সম্+√অস্+অ(ঘঞ্)}
- Bengali Word সমাসক্ত Bengali definition [শমাশোক্তো] (বিশেষণ) ১ সম্যক বা অত্যন্ত আসক্ত। ২ সংলগ্ন; সংযুক্ত। ৩ বিশেষভাবে নিবিষ্ট; অভিনিবিষ্ট। সমাসক্তি (বিশেষ্য) ১ গভীর আসক্তি। ২ নিবিড় সংযোগ। {(তৎসম বা সংস্কৃত) সম্+আ+√সন্জ্+ত(ক্ত)}
- Bengali Word সমাসঙ্গ Bengali definition [শমাশোঙ্গো] (বিশেষ্য) ১ অত্যধিক আসক্তি; আকর্ষণ। ২ সম্মিলন; সংযোগ। ৩ মনঃসংযোগ; মনোনিবেশ; অভিনিবেশ। {(তৎসম বা সংস্কৃত) সম্+আ+√সন্জ+অ(ঘঞ্)}
- Bengali Word সমাসন্ন Bengali definition [শমাশোন্নো] (বিশেষণ) ১ অতি আসন্ন; অত্যন্ত নিকটবর্তী। ২ সমাপ্ত। {(তৎসম বা সংস্কৃত) সম্+আ+√সদ্+ত(ক্ত)}
- Bengali Word সমাসাদিত Bengali definition [শমাশাদিতো] (বিশেষণ) সম্প্রাপ্ত; সমাহৃত। {(তৎসম বা সংস্কৃত) সম্+আসাদিত}
- Bengali Word সমাসীন Bengali definition [শমাশিন্] (বিশেষণ) ১ উপবিষ্ট; আরূঢ় (সিংহাসনে সমাসীন)। {(তৎসম বা সংস্কৃত) সম্+√আস্+ঈন(শানচ্)}
- Bengali Word সমাসোক্তি Bengali definition [শমাশোক্তি] (বিশেষ্য) ১ (আলঙ্কারিক) কাব্যের অর্থালংঙ্কারবিশেষ; personification। ২ কাব্যের যে অলঙ্কারে প্রাসঙ্গিক বিষয়ে অপ্রাসঙ্গিক বিষয়ের গুণ বা ধর্ম আরোপ করা হয়। {(তৎসম বা সংস্কৃত) সমাস+উক্তি; সুপ্সুপা}
- Bengali Word সমাহরণ Bengali definition [শমাহরোন্] (বিশেষ্য) জমানো; সঞ্চয়ন; একত্রীকরণ (একটি বৃক্ষ পাইয়া তাহা হইতে প্রয়োজনীয় কাষ্ঠ সমাহরণ করিলেন-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। সমাহর্তা (বিশেষ্য) (বিশেষণ) ১ সংগ্রহকারী। ২ সরকারি রাজস্ব আদায়কারী; কর্মচারী; collector। সমাহর্ত্রী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) সম্+আ+√হৃ+অন(ল্যুট্)}
- Bengali Word সমাহার Bengali definition [শমাহার্] (বিশেষ্য) ১ একত্রীকরণ; মিলন (বিদ্যার পুঞ্জ করিলেন সমাহার-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ সংগ্রহ। ৩ সমূহ; সকল। ৪ (ব্যাকরণ) দ্বিগু ও দ্বন্দ্ব সমাসবিশেষ। সমাহারী(-রিন্) (বিশেষণ) সংগ্রহকারী; আহরণকারী (অমরাবতীর সমাহারী নারী হেলেনের বালালোল-বিষ্ণু দে)। {(তৎসম বা সংস্কৃত) সম্+আ+√হৃ+অ(ঘঞ্)}
- Bengali Word সমাহিত Bengali definition [শমাহিতো] (বিশেষণ) ১ চিন্তায় নিমগ্ন; নিবিষ্টচিত্ত; ধ্যানমগ্ন (ভাবমগ্ন আইউব নিশ্চল স্থির সমাহিত-শেখ ফজলল করিম)। ২ মীমাংসিত। ৩ নিষ্পাদিত। ৪ কবরে স্থাপিত; সমাধিস্থ। ৫ অবহিত। ৬ অবিচলিত; দৃঢ়। ৭ সংযত। সমাহিতা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) সম্+আ+√ধা+ত(ক্ত)}
- Bengali Word সমাহৃত Bengali definition [শমাহৃতো] (বিশেষণ) ১ একত্রীকৃত; সংগৃহীতা। ২ মিলিত। ৩ হ্রস্বীকৃত। ৪ আনয়ন করা হয়েছে এমন। ৫ আয়োজনকৃত। ৬ সম্যকপ্রাপ্ত। সমাহৃতি (বিশেষ্য) ১ আহরণ। ২ হ্রস্বীকরণ। ৩ আনয়ন। ৪ সম্মেলন। ৫ প্রাপ্তি। ৬ আয়োজন। {(তৎসম বা সংস্কৃত) সম্+আ+√হৃ+ত(ক্ত)}
- Bengali Word সমিতি Bengali definition [শোমিতি] (বিশেষ্য) ১ সঙ্ঘ (ছাত্র সমিতি)। ২ সভা; পরিষদ। {(তৎসম বা সংস্কৃত) সম্+√ই+তি(ক্তি)}