Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word সভে Bengali definition [শভে্‌] (কথ্য) (অব্যয়) ১ সকলে; সকলকে (তোমা সবে কহি-সৈয়দ হামজা)। ২ মোটে; সবশুদ্ধ। {(তৎসম বা সংস্কৃত) সর্ব>+(বাংলা) এ}
  • Bengali Word সভ্য Bengali definition [শোভ্‌ভো] (বিশেষ্য) সভা-সমিতির সদস্য। □(বিশেষণ) ভদ্র; শিষ্ট; সাধুজন; মার্জিত রুচি। সভ্যা (স্ত্রীলিঙ্গ)। সভ্যতা (বিশেষ্য) ১ আদব; লেহাজ; চালচলনের উৎকর্ষ; তমাদ্দুন। ২ সভ্য জাতির জীবনযাত্রা নির্বাহের পদ্ধতি; সাহিত্য শিল্প বিজ্ঞান দর্শন ধর্ম ও বিবিধ বিদ্যার অনুশীলনহেতু মন মগজের উৎকর্ষ এবং তদনুযায়ী জীবনযাত্রা; তহজিব; civilization। সভ্যতাভিমানী(নিন্‌) (বিশেষণ) ভদ্রতা; সভ্যতা; শিষ্টতার অধিকারী বলে অহঙ্কারী (এযুগে অনেক সভ্যতাভিমানী ব্যক্তির সাক্ষাৎ মেলে)। সভ্যতাভিমানিনী (স্ত্রীলিঙ্গ)। সভ্যনামিক (বিশেষ্য) (ব্যঙ্গার্থ) নামে মাত্র সভ্য বা ভদ্র; ডাকাত (সভ্যনামিক পাতালে যেথায় নেমেছে লুটের ধন-রবীন্দ্রনাথ ঠাকুর)। সভ্যভব্য (বিশেষণ) চালচলনে সুসংযত; শান্তশিষ্ট (সভ্যভব্য লোক)। সভ্যসমাজ (বিশেষণ) শিক্ষাদীক্ষায় ও আচারব্যবহারে অপেক্ষাকৃত উন্নত সমাজ। {(তৎসম বা সংস্কৃত) সভা+য}
  • Bengali Word সভয় Bengali definition [শভয়্‌] (বিশেষণ) ভয়ার্ত; সন্ত্রস্ত; ভয়যুক্ত; ভীত (সভয় হইল আজি ভয়শূন্য হিয়া-মাইকেল মধুসূদন দত্ত)। সভয়ে (ক্রিয়াবিশেষণ) ভীত অবস্থায়; ত্রাসের সঙ্গে (সভয়ে বলা)। {(তৎসম বা সংস্কৃত) স+ভয়; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সম ১, সং ২ Bengali definition [শম্‌, শঙ্‌] (অব্যয়) সমান সম্যক সংযোগ সম্পর্ক সংগত অভিমুখ ইত্যাদি জ্ঞাপক উপসর্গ (সমাদর, সমুচিত, সংবাদ)। {(তৎসম বা সংস্কৃত) উপসর্গ ‘সম্‌’}
  • Bengali Word সম ২ Bengali definition [শমো] (বিশেষণ) ১ যোগ্য; তুল্য; সমান (সমপাত্র মানি তোমা, পরম আদরে অর্পিবেন-মাইকেল মধুসূদন দত্ত)। ২ অবন্ধুর (সমতল)। ৩ সমস্ত; সমগ্র। ৪ (সনৃ) তালের মাত্রাবিশেষ (সমতাল, অসমতাল)। ৫ যুগ্ম; একত্র (সমরাশি সমবাহু)। ৬ অভিন্ন (সমকক্ষ)। সমা (স্ত্রীলিঙ্গ)। সমতা (বিশেষ্য) সাম্য; তুল্যতা (উভয়ের মধ্যে সমতা দেখা যায়)। {(তৎসম বা সংস্কৃত) √সম্‌+অ(অচ্‌)}
  • Bengali Word সমকক্ষ Bengali definition [শমোকক্‌খো] (বিশেষণ) সমান প্রতিযোগী; তুল্য বলশালী। সমকক্ষা (স্ত্রীলিঙ্গ)। সমকক্ষতা (বিশেষ্য) তুল্য প্রতিযোগিতা; সমান শক্তিশালী। {(তৎসম বা সংস্কৃত) সম+কক্ষ; (কর্মধারয় সমাস)}
  • Bengali Word সমকাল Bengali definition [শমোকাল্‌] (বিশেষ্য) একই সময়। সমকালিক, সমকালীন (বিশেষণ) ১ একই কালের। ২ সমসাময়িক। {(তৎসম বা সংস্কৃত) সম+কাল; (কর্মধারয় সমাস)}
  • Bengali Word সমকেন্দ্রিক Bengali definition [শমোকেন্‌দ্রিক] (বিশেষণ) একই কেন্দ্রবিশিষ্ট; concentric। {(তৎসম বা সংস্কৃত) সম+কেন্দ্রিক}
  • Bengali Word সমকোণ Bengali definition [শমোকোন্‌] (বিশেষ্য) (জ্যামিতি) একটি সরলরেখার উপর লম্ব অঙ্কন করলে যে ৯০° পরিমাণের কোণ উৎপন্ন হয়; right angle। সমকৌণিক ত্রিভুজ)। {(তৎসম বা সংস্কৃত) সম+কোণ}
  • Bengali Word সমক্ষ Bengali definition [শমোক্‌খো] (বিশেষণ) চোখের সম্মুখে; সামনে (তিনি জগৎ সমক্ষে লজ্জিত-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+অক্ষি+অ(অচ্‌)}
  • Bengali Word সমগ্র Bengali definition [শমোগ্‌গ্রো] (বিশেষণ) সমস্ত; সম্পূর্ণ; আগাগোড়া। সমগ্রতা (বিশেষ্য) সম্পূর্ণতা; অখণ্ডতা। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+অগ্র; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সমঘন Bengali definition [শমোঘনো] (বিশেষ্য) (জ্যামিতি) সমান গুণযুক্ত বা আকৃতি-বিশিষ্ট (ঘন সমঘন কাষ্ঠগুঁড়ি)। {(তৎসম বা সংস্কৃত) সম+ঘন; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সমচতুর্ভুজ Bengali definition [শমোচোতুর্‌ভুজ্‌] (বিশেষ্য) (জ্যামিতি) বর্গক্ষেত্র; যে চতুষ্কোণ ক্ষেত্রের বাহু চারটি সমান এবং কোণ চারটির প্রত্যেকটি সমকোণ। {(তৎসম বা সংস্কৃত) সম+চতুর্ভুজ}
  • Bengali Word সমজ, সমজদারি, সমজানো Bengali definition ⇒ সমঝ
  • Bengali Word সমজাতি Bengali definition [শমোজাতি] (বিশেষ্য) অভিন্ন বা অনুরূপ জাতি। □(বিশেষণ) এক জাতিভুক্ত। সমজাতিতা, সমজাতিত্ব (বিশেষ্য) একই জাতির পর্যায়ভুক্ত অনুভূতি (তাহাদের মধ্যে সমজাতিত্ব ভাব বিদ্যমান)। সমজাতীয় (বিশেষণ) একই জাতি বা শ্রেণির (সমজাতীয় জীবজন্তু)। সমজাতীয়া (স্ত্রীলিঙ্গ)। সমজাতীয়তা, সমজাতীয়ত্ব (বিশেষ্য) সমান জাতীয় বোধ। {(তৎসম বা সংস্কৃত) সম+জাতি; (কর্মধারয় সমাস)}
  • Bengali Word সমঝ, সমজ, সমুজ Bengali definition [শমোঝ্‌, শমোজ্‌, শমুজ্‌] (বিশেষ্য) বুদ্ধি; বোধ; উপলব্ধি; বিবেচনা (মজ্জাগত গোলাম সমঝ-শেষ করে দে, শেষ করে দে-সত্যেন্দ্রনাথ দত্ত)। সমঝদার (বিশেষণ) রসজ্ঞ; উপলব্ধিকারী; বিবেচক (সাহিত্যের সার্থকতা তখনই হয় যখন সমঝদার পাঠকের সংখ্যা হয় অসংখ্য-মুহম্মদ মনসুরউদ্দীন)। সমঝদারি (বিশেষ্য) রসজ্ঞতা; উপলব্ধি; বিবেচনা (সমজদারি মানে মূল্যবোধ-মোতাহের হোসেন চৌধুরী)। সমঝানো, সমজানো (ক্রিয়া) বুঝানো; সতর্ক করা (সে বিশেষ করিয়া সমজাইয়া মতিকে বলিয়া গেল-এখানেই বসে থাকিস-কাজী আবদুল ওদুদ)। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√বুধ্‌>(প্রাকৃত) বুঝ>(হিন্দি) সমঝ}
  • Bengali Word সমঞ্জস Bengali definition [শমোন্‌জশ্‌] (বিশেষণ) ১ সমুচিত; যোগ্য। ২ সমীচীন; যুক্তিযুক্ত। ৩ সদৃশ; তুল্য। ৪ সামান্য; ঠিক; একরূপে। □ (বিশেষ্য) ১ মিটমাট; মীমাংসা (কন্দল ভাঙ্গিল সমঞ্জসে-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ২ মিলন (কেননা করিলে সমঞ্জস-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√অঞ্জ্‌+অস্‌(অসুন্‌)+অ(অচ্‌)}
  • Bengali Word সমতট Bengali definition [শমোতট্‌] (বিশেষ্য) পূর্ববঙ্গের কুমিল্লা নোয়াখালী প্রভৃতি প্রাচীন বাংলার ভৌগোলিক অঞ্চলবিশেষ (সমতটে পর্তুগিজদের দৌরাত্ম্য ছিল)। {(তৎসম বা সংস্কৃত) সম+তট}
  • Bengali Word সমতল Bengali definition [শমোতল্‌] (বিশেষণ) বন্ধুর বা উঁচু নিচু নয় এমন ভূমি; যার পিঠ সমান। {(তৎসম বা সংস্কৃত) সম+তল; (কর্মধারয় সমাস)}
  • Bengali Word সমতা Bengali definition ⇒ সম
  • Bengali Word সমতীত Bengali definition [শমোতিত্‌] (বিশেষণ) সম্পূর্ণ অতীত; যে কাল গত হয়েছে; বিগত। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+অতীত}
  • Bengali Word সমতুল Bengali definition [শমোতুল্‌] (বিশেষণ) ১ একই রকম ওজনবিশিষ্ট (পাথর দুটি সমতুল)। ২ সমকক্ষ; সমান। {(তৎসম বা সংস্কৃত) সম+তুল}
  • Bengali Word সমতুল্য Bengali definition [শমোতুল্‌লো] (বিশেষণ) ১ সমান; একই; তুল্যরূপ; সমকক্ষ (বংশমর্যদায় সমতুল্য)। ২ ওজনে সমান। সমতুল্যা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) সম+তুল্য}
  • Bengali Word সমত্ত Bengali definition ⇒ সোমত্ত
  • Bengali Word সমদর্শন Bengali definition [শমোদর্‌শন্‌] (বিশেষ্য) ১ ভেদজ্ঞানশূন্য বা নিরপেক্ষ বিচার বা দর্শন। ২ অপক্ষপাতিত্ব। ৩ তত্ত্বজ্ঞান। সমদর্শী (-র্শিন্‌) (বিশেষণ) ভেদজ্ঞানহীন; তত্ত্বজ্ঞানবিশিষ্ট। {(তৎসম বা সংস্কৃত) সম+দর্শন, (কর্মধারয় সমাস)}
  • Bengali Word সমদূরবর্তী (-র্তিন্‌) Bengali definition [শমোদুরোবোর্‌তি] (বিশেষণ) সমান দূরে অবস্থিত। সমদূরবর্তিনী (স্ত্রীলিঙ্গ)। সমদূরবর্তিতা (বিশেষ্য) সমান দূরত্ব। {(তৎসম বা সংস্কৃত) সম+দূরবর্তিনী}
  • Bengali Word সমদৃষ্টি Bengali definition [শমোদৃশ্‌টি] (বিশেষ্য) ১ সমদর্শন; অপক্ষপাত আচরণ (সন্তানদের প্রতি সমদৃষ্টি রাখা)। ২ সমান দর্শনের ক্ষমতা (দুটি চক্ষুই সমদৃষ্টিসম্পন্ন)। {(তৎসম বা সংস্কৃত) সম+দৃষ্টি}
  • Bengali Word সমধিক Bengali definition [শমোধিক্‌] (বিশেষণ) অতিশয়; অধিক; অনেক বেশি (সমধিক পরিচর্যা)। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+অধিক}
  • Bengali Word সমন Bengali definition [শমোন্‌] (বিশেষ্য) আদালতে হাজির হওয়ার আদেশনামা (সদাশিবের নামে সমন নিয়ে এসেছে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। ২ মৃত্যুর আহ্বান। {(ইংরেজি) summons}
  • Bengali Word সমনস্ক Bengali definition [শমনোশ্‌কো] (বিশেষণ) মানসসম্ভূত; মনের সঙ্গে মিল আছে এমন; মনোযোগ আনয়ন করে এমন (আনমনা সাহিত্য তখন লোকালয়ের মাঝখানে এসে পড়ে সমনস্ক হয়ে উঠে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) স+মসস্ক; (বহুব্রীহি সমাস)}