Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word সমুত্থিত Bengali definition [শোমুত্‌থিতো] (বিশেষণ) ১ উত্তেজিত হয়েছে এমন। ২ উদ্‌গত। সমুত্থিতা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+উত্থিত}
  • Bengali Word সমুদ, সমূদ Bengali definition [শোমুদ্‌] (বিশেষ্য) আরবদেশের প্রাচীন সম্প্রদায়বিশেষ (মাথা চাড়া দিয়ে কাঁটাবনে জাগে নতুন আদ-সমুদ-অদ্ভুতাচার্য (১৬শ শতক))। {(আরবি) ছমূদ}
  • Bengali Word সমুদার Bengali definition [শোমুদার্‌] (বিশেষণ) সম্যক উদার; শান্ত (সমুদ্রেরি মত সমুদার-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+উদ্‌+আ+√রা+অ(ক)}
  • Bengali Word সমুদিত Bengali definition [শোমুদিতো] (বিশেষণ) ১ সম্যকরূপে উদিত (সমুদিত সূর্যের আলো)। ২ উৎপন্ন (মৃত্তিকাসমুদিত খাদ্য)। ৩ আবির্ভূত। ৪ সম্যক কথিত। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+উদ্‌+√ই+ত(ক্ত)}
  • Bengali Word সমুদ্দুর Bengali definition ⇒ সমুদ্র২
  • Bengali Word সমুদ্ধত Bengali definition [শোমুদ্‌ধতো] (বিশেষণ) ১ উদ্ধত। ২ গর্বিত। ৩ দুর্বিনীত। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+উদ্‌+√হন্‌+ত(ক্ত)}
  • Bengali Word সমুদ্ধরণ, সমুদ্ধৃতি Bengali definition [শোমুদ্‌ধরোন্‌, শোমুদ্‌ধৃতি] (বিশেষ্য) উঠানো; উত্তোলন; অপরের রচনার উদ্ধৃতি বা সংগ্রহ; বমন। সমুদ্ধৃত (বিশেষণ) উত্তোলিত; অপরের রচনা থেকে উদ্ধৃত; বমিত। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+উদ্‌+√হৃ+অন(ল্যুট্‌), তি(ক্তি)}
  • Bengali Word সমুদ্ধর্তা Bengali definition [সমুদ্‌ধর্‌তা] (বিশেষণ) ১ উদ্ধারকর্তা। ২ মুক্তিদাতা। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+উদ্‌+√হৃ+তৃ(তৃচ্‌)}
  • Bengali Word সমুদ্ভব Bengali definition [শোমুদ্‌ভব্‌] (বিশেষ্য) ১ আর্বিভাব; প্রকাশ (নূতন সন্ন্যাসীর সমুদ্ভব)। ২ জন্ম; উৎপত্তি (গান সে অসপত্ন তব-অমৃত সমুদ্ভব-সত্যেন্দ্রনাথ দত্ত)। ৩ সম্ভাবনা। সমুদ্ভূত (বিশেষণ) উৎপন্ন; জাত। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+উদ্‌+√ভূ+অ(অচ্‌)}
  • Bengali Word সমুদ্ভাসন Bengali definition ⇒ সমুদ্ভাসিত
  • Bengali Word সমুদ্ভাসিত Bengali definition [শোমুদ্‌ভাশিতো] (বিশেষণ) ১ সুশোভিত। ২ আলোকিত; উজ্জ্বলীকৃত (সুগন্ধি দীপমালায় প্রতি কক্ষ সমুদ্ভাসিত-শেখ ফজলল করিম)। ৩ সুপ্রকাশিত। সমুদ্ভাসন বিদীপ্তি। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+উদ্‌+√ভাসি+ত(ক্ত)}
  • Bengali Word সমুদ্যত Bengali definition [শোমুদ্‌দতো] (বিশেষণ) ১ সম্যক উদ্যত। ২ উত্তোলিত; উত্থিত। সমুদ্যতা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+উদ্‌+√যম্‌+ত(ক্ত)}
  • Bengali Word সমুদ্যম Bengali definition [শোমুদ্‌দম্‌] (বিশেষ্য) ১ সম্যক উদ্যম; চেষ্টা। ২ শুরু; আরম্ভ। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+উদ্‌+ √যম্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word সমুদ্র, সমুদ্দুর, সুমুদ্দুর, সমুন্দর Bengali definition [শোমুদ্‌দ্রো, শোমুদ্‌দুর, শুমুদ্‌দুর, শমুন্‌দর্‌] (বিশেষ্য) যে বিশাল জলরাশি ভূমণ্ডল পরিবেষ্টিত করে আছে; সাগর; বারীশ; সিন্ধু; বারিধি; উদধি; অর্ণব; জলধি; রত্নাকর (সমুদ্রসৈকত-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। সমুদ্রকান্তা (বিশেষ্য) নদী। সমুদ্রগর্ভ (বিশেষ্য) সাগরের তলদেশ বা অভ্যন্তরভাগ। সমুদ্রনেমি, সমুদ্ররসনা, সমুদ্রমেখলা (বিশেষ্য) পৃথিবী। সামুদ্রবহ্নি (বিশেষ্য) সাগরের জলে যে অগ্নি জ্বলে। সমুদ্রমন্থন (বিশেষ্য) ১ হিন্দুপুরাণে কথিত দেবাসুরের লক্ষ্মীদেবীকে লাভের জন্য সমুদ্রমন্থন। ২ জটিল পরিণতিযুক্ত ব্যাপার। সমুদ্রযাত্রা (বিশেষ্য) সমুদ্রপথে বিদেশগমন। সমুদ্র-যান (বিশেষ্য) সামুদ্রিক জাহাজ; অর্ণবপোত। সমুদ্র-সঙ্গম (বিশেষ্য) নদী ও সমুদ্রের মিলনস্থল (নানা প্রভাব সমুদ্র-সঙ্গমের মতো এক কাব্যে এসে আত্মপ্রকাশ করেছে-মুহম্মদ এনামুল হক)। সমুদ্রসৈকত (বিশেষ্য) সমুদ্রের বালুকাবিস্তৃত তীরভূমি। সমু্দ্রে ঝাঁপ দেওয়া (ক্রিয়া) (আলঙ্কারিক) ভয়ানক বিপদে পড়া। সমুদ্রে বিন্দুপাত, সমুদ্রে বারিবিন্দু-১ বিশাল সমু্দ্রে এক ফোঁটা পানি পড়লে তা গণনার মধ্যেই আসে না। ২ (আলঙ্কারিক) প্রয়োজন যেখানে বিপুল পরিমাণের সেখানে অতি অল্প সরবরাহ মূল্যহীন। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+ √উন্দ্‌+ র(রক্‌)}
  • Bengali Word সমুদ্‌গত Bengali definition [শোমুদ্‌গতো] (বিশেষণ) ১ উৎপন্ন। ২ মাটি ভেদ করে উৎপন্ন। সমুদ্‌গম (বিশেষ্য) ১ উৎপত্তি। ২ উদয়। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+উদ্‌+√গম+ত(ক্ত)}
  • Bengali Word সমুদ্‌গীর্ণ Bengali definition [শোমুদ্‌গির্‌নো] (বিশেষণ) উচ্চারিত; উক্ত। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+উদ+√গৃ …+ত(ক্ত)}
  • Bengali Word সমুদ্‌ভ্রান্ত Bengali definition [শোমুদ্‌ভ্রান্‌তো] (বিশেষণ) ব্যস্তসমস্ত; সম্যক উদ্‌ভ্রান্ত (নহি আর সমুদ্‌ভ্রান্ত ক্ষুধিত নয়ানে-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+উদ্‌+√ভ্রম্‌+ত(ক্ত)}
  • Bengali Word সমুদয়, সমুদায় Bengali definition [শোমুদয়্‌, শোমুদায়্‌] (বিশেষ্য) সম্যক উদয়; উত্থান; সমষ্টি।। □ (বিশেষণ) সমস্ত; সকল। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+উদ্‌+√ই+অ(অচ্‌), অ(ঘঞ্‌)}
  • Bengali Word সমুন্দ Bengali definition [শোমুন্‌দো] (বিশেষ্য) ১ অতি উৎকৃষ্ট ঘোড়া। ২ যে ঘোড়ার রং হরিদ্রা বর্ণ ও লেজ কালো (সমুন্দের পৃষ্ঠে বীর চলিল লাফিয়ে-হেয়াত মাহমুদ)। {(ফারসি) সমুন্দ}
  • Bengali Word সমুন্দর Bengali definition ⇒ সমুদ্র
  • Bengali Word সমুন্নত Bengali definition [শোমুন্‌নতো] (বিশেষণ) ১ অতিশয় উচ্চ (সমুন্নত পর্বতশৃঙ্গ)। ২ সমৃদ্ধশালী (সমুন্নত শহর)। ৩ উচ্চপদস্থ (সমুন্নত কর্মচারী)। ৪ উচ্চপদস্থ; মহৎ বা বিশাল (সমুন্নত হৃদয়)। ৫ মর্যাদাবিশিষ্ট। সমুন্নতি (বিশেষ্য) ১ মহত্ত্ব; গৌবর। ২ বৃদ্ধি; প্রসার (সমুন্নত এলাকা)। ৩ উন্নতি (সমুন্নতি হওয়া)। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+উদ্‌+√নম্‌+ত(ক্ত)}
  • Bengali Word সমুন্নয়, সমুন্নয়ন Bengali definition [শোমুন্‌নয়্‌, শোমুন্‌নয়োন্‌] (বিশেষ্য) ১ উন্নতি সাধন। ২ উত্তোলন; উচ্চকরণ; ঊর্ধ্বে নয়ন উৎক্ষেপণ; উদ্ভাবন। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+উদ্‌+√নী+অ(অচ্‌), অন(ল্যুট্‌)}
  • Bengali Word সমুপচিত Bengali definition [শমুপোচিতো] (বিশেষণ) বৃদ্ধিপ্রাপ্ত। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+উপ+√চি+ত(ক্ত)}
  • Bengali Word সমুপেত Bengali definition [শমুপেতো] (বিশেষণ) সমাগত; সমুপস্থিত। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+উপ+√ই+ত(ক্ত)}
  • Bengali Word সমুল্লসিত Bengali definition [শমুল্‌লোশিতো] (বিশেষণ) অত্যন্ত উল্লাসযুক্ত; অতিশয় উৎফুল্ল। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+উদ্‌+√লস্‌+ত(ক্ত)}
  • Bengali Word সমুসা, সমুচা Bengali definition [শোমুসা, শোমুচা] (বিশেষ্য) মাংসের বা গোশ্‌তের পুর দেওয়া পিঠাবিশেষ। {(ফারসি) সমূসহ্‌}
  • Bengali Word সমুস্থিত Bengali definition [শোমুপোস্‌থিত্‌] (বিশেষণ) নিকটবর্তী; সমীপে উপস্থিত এমন (দেখ হে আমার বিদায়লগ্ন সমুপস্থিত-ওবায়েদুল হক)। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+উপ+√স্থা+ত(ক্ত)}
  • Bengali Word সমুৎকর্ণ Bengali definition [শোমুত্‌কর্‌নো] (বিশেষণ) সম্যক উৎকর্ণ; শোনার জন্য অতিশয় ব্যগ্র (সমুৎকর্ণ অরণ্যানী ঊর্ধ্বগ্রীব পর্বতের মালা-বিষ্ণু দে)। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+উৎকর্ণ; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সমুৎকীর্ণ Bengali definition [শোমুত্‌কির্‌নো] (বিশেষণ) ভালোভাবে খোদিত। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+উৎকীর্ণ}
  • Bengali Word সমুৎপাটন, সমুৎসাদন Bengali definition [শোমুত্‌পাটোন্‌, শোমুত্‌শাদোন্‌] (বিশেষ্য) মূলোৎপাটন; সম্পূর্ণ ধ্বংস। সমুৎপাটিত, সমুৎপাদিত (বিশেষণ) মূলোৎপাটন করে সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+উদ্‌+√পট্‌+ই(ণিচ্‌)+অন(ল্যুট্‌), √সাদি+অন(ল্যুট্‌)}