Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word সন্তাপ Bengali definition [শন্‌তাপ্‌] (বিশেষ্য) ১ অন্তর্দাহ; মনস্তাপ; শোক-জ্বালা (রোদন করিয়া দোহা ভাবিয়া সন্তাপ-দৌলত উজির বাহরাম খান)। ২ উত্তাপ; জ্বরের উত্তাপ (তোমার শরীরের সন্তাপ উত্তরোত্তর প্রবল হইয়া উঠিয়াছে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ৩ অগ্নি ইত্যাদির তাপ। সন্তাপক্লিষ্ট (বিশেষণ) রোগ, শোক, বা তাপ দ্বারা ক্লিষ্ট। সন্তাপন (বিশেষ্য) ১ উত্তাপন; তাপদান। ২ তাপদায়ক। সন্তাপিত (বিশেষণ) উত্তপ্তকৃত; সন্তপ্ত; পরিতাপযুক্ত। সন্তাপী(-পিন্‌) (বিশেষণ) সন্তাপযুক্ত; শোকার্ত; সন্তপ্ত (পুত্রের মৃত্যুতে তিনি সন্তাপী)। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+তাপ}
  • Bengali Word সন্তালন, সন্তলন Bengali definition [শন্‌তালন্‌, শন্‌তোলন্‌] (বিশেষ্য) অল্প ভাজা; সাঁতলানো। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+(হিন্দি) √তল্‌+অন}
  • Bengali Word সন্তুষ্ট Bengali definition [শোন্‌তুশ্‌টো] (বিশেষণ) পরিতৃপ্ত; খুশি; আনন্দিত; সুপ্রসন্নচিত্ত। সন্তুষ্টা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)সন্তোষযুক্তা। সন্তুষ্টি (বিশেষ্য) অত্যন্ত তৃপ্তি; অতিশয় আহ্লাদ। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√তুষ+ত(ক্ত)}
  • Bengali Word সন্তোষ Bengali definition [শন্‌তোশ্‌] (বিশেষ্য) তৃপ্তি; আনন্দ; হর্ষ; তুষ্টি; খুশি (সন্তোষ সাধন)। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√তুষ্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word সন্ত্রস্ত Bengali definition [শন্‌ত্রোস্‌তো] (বিশেষণ) অতিশয় ভীত; ভয়-ব্যাকুল (মাছগুলিও হঠাৎ সন্ত্রস্ত হইয়া সরিয়া পড়িয়াছে-শামসুদ্দীন আবুল কালাম)। সন্ত্রস্তা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√ত্রস্‌+ত(ক্ত)}
  • Bengali Word সন্ত্রাস Bengali definition [শন্‌ত্রাশ্‌] (বিশেষ্য) কোনো উদ্দেশ্যে মানুষের মনে ভীতি সৃষ্টি করার প্রচেষ্টা; অতিশয় শঙ্কা বা ভীতি। সন্ত্রাসবাদ (বিশেষ্য) রাজনৈতিক ক্ষমতা লাভের জন্য হত্যা অত্যাচার ইত্যাদি কার্য অনুষ্ঠান-নীতি; terrorism। সন্ত্রাসবাদী, সন্ত্রাসিক (বিশেষণ) রাজনৈতিক ক্ষমতা লাভের জন্য হত্যাকাণ্ড সংঘটনের পক্ষপাতী; terrorist। সন্ত্রাসিত (বিশেষণ) শঙ্কিত; ভীত; সন্ত্রস্ত (মৃত্যুভয়ে সকলেই সন্ত্রাসিত)। সন্ত্রাসিত (স্ত্রীলিঙ্গ)। সন্ত্রাসী (-সিন্‌) (বিশেষ্য) (বিশেষণ) যে বা যারা কোনো উদ্দেশ্য সাধনের জন্য শঙ্কা বা ভীতির সৃষ্টি করে। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+ত্রাস}
  • Bengali Word সন্দ Bengali definition [শন্‌দো] (বিশেষ্য) সন্দেহ; সংশয় (মনে মনে সন্দ-আহমদ শরীফরাফ সিদ্দিকী)। {(তৎসম বা সংস্কৃত) সন্দেহ>}
  • Bengali Word সন্দংশ, সন্দংশিকা, সন্দংশী Bengali definition [শন্‌দোঙ্‌শো, শন্‌দোঙ্‌শিকা, শন্‌দোঙ্‌শি] (বিশেষ্য) ১ সম্যকরূপে কামড়ে ধরে এমন; আঁকড়ে ধরে এমন সব যন্ত্রপাতি; forceps (সাঁড়াশি, কাটারি, চিমটা, জাঁতি ইত্যাদি)। সন্দষ্ট (বিশেষণ) সম্যকরূপে দষ্ট; কামড়ানো হয়েছে এমন। □ (বিশেষ্য) সংলগ্ন। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√দন্‌শ্+অ(ঘঞ্‌)}
  • Bengali Word সন্দর্ভ Bengali definition [শন্‌দর্‌ভো] (বিশেষ্য) ১ রচনা ইত্যাদির সংকলন (অভিসন্দর্ভ; রচনা-সন্দর্ভ)। ২ গূঢ়ার্থ; অন্তর্নিহিত ভাব। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√দৃভ্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word সন্দর্শন Bengali definition [শন্‌দর্‌শন্‌] (বিশেষ্য) ১ সম্যক দর্শন; অবলোকন; সাক্ষাৎকার (আপনার সন্দর্শন ও সম্ভাষণানুগ্রহ দ্বারা চরিতার্থ হইলাম-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ পরীক্ষা; নিরীক্ষা (তিনি এ বিষয় সন্দর্শন করিবেন)। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√দৃশ্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word সন্দল Bengali definition [শন্‌দল্‌] (বিশেষ্য) চন্দনবৃক্ষ; চন্দন (ঘন সন্দল কাষ্ঠ কাফুরের বনে ঘোরে দিলে বেহুঁশ-ফররুখ আহমদ)। {(আরবি) সন্‌দল্‌}
  • Bengali Word সন্দিগ্ধ Bengali definition [শোন্‌দিগ্‌ধো] (বিশেষণ) ১ সন্দেহযুক্ত; ভীত (সন্দিগ্ধ লোকদের উপরে সকলে হাড়ে হাড়ে চটিয়া গেল-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ অনিশ্চিত (সন্দিগ্দ ব্যাপার)। সন্দিগ্ধতা (বিশেষণ) সন্দেহের ভাব; সংশয়; ভয়। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√দিহ্‌+ত(ক্ত)}
  • Bengali Word সন্দিষ্ট Bengali definition [শোন্‌দিশ্‌টো] (বিশেষণ) আদেশ বা নির্দেশপ্রাপ্ত; আদিষ্ট। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√দিশ্‌+ত(ক্ত)}
  • Bengali Word সন্দিহান Bengali definition [শোন্‌দিহান্‌] (বিশেষণ) সন্দেহযুক্ত; সংশয়িত (বন্ধুর বন্ধুত্ব সম্বন্ধে সন্দিহান হওয়া)। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√দিহ্‌+আন(শানচ্‌)}
  • Bengali Word সন্দীপক Bengali definition [শোন্‌দিপক্‌] (বিশেষণ) উৎসাহক; প্রজ্বালক (সন্দীপক পদার্থ)। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√দীপি+অক(ণ্বুল্‌)}
  • Bengali Word সন্দীপন Bengali definition [শোন্‌দিপন্‌] (বিশেষ্য) ১ প্রজ্বলন; দগ্ধকরণ; উদ্দীপন। ২ উৎসাহিতকরণ; সাহসদান। ৩ প্রজ্বালক (কাষ্ঠ-সন্দীপন)।□(বিশেষণ) প্রেরণাদানকারী; উৎসাহক। সন্দীপনী (বিশেষণ) সঞ্জীবনী; উৎসাহদানকারী (ফিরোজা বেগমের সন্দীপনী বাণী শ্রবণে বামাবৃন্দ সকলেই শ্রেণীবদ্ধ হইয়া দীর্ঘ বল্লম প্রহারে শত্রু নিপাত করিতে লাগিলেন-ইসমাইল হোসেন শিরাজী)। সন্দীপিত, সন্দীপ্ত (বিশেষণ) ১ প্রজ্বলিত (সন্দীপিত অঙ্গার)। ২ উৎসাহিত। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+দীপন}
  • Bengali Word সন্দুক Bengali definition ⇒ সিন্দুক
  • Bengali Word সন্দে (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [শন্‌দে] (বিশেষ্য) সন্দেহ; সংশয় (সন্দে গুচ্যা গেল ভাইরে-ময়মনসিংহ গীতিকা)। {(তৎসম বা সংস্কৃত) সন্দেহ>}
  • Bengali Word সন্দেশ Bengali definition [শন্‌দেশ্‌] (বিশেষ্য) ১ সংবাদ; খবর; আদেশ (তাহার নিকট নিজ প্রভুর সন্দেশ জানাইল-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ ছানাজাত মিষ্টিবিশেষ। সন্দেশবহ, সন্দেশহর (বিশেষণ) সংবাদ বহন করে এমন; দূত (তবে কেন, হে সন্দেশবহ, মলিন বদন তব-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√দিশ্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word সন্দেহ Bengali definition [শন্‌দেহো] (বিশেষ্য) ১ সংশয়; ভয়; আশঙ্কা। ২ কাব্যের অর্থালঙ্কারবিশেষ। সন্দেহজনক (বিশেষণ) সংশয় উদ্রেককারী (সন্দেহজনক কাজ করা)। সন্দেহভঞ্জন (বিশেষ্য) সংশয়ের নিরসন (তোমার কথায় এ ব্যাপারে আমার সন্দেহভঞ্জন হইল)। সন্দেহাকুল (বিশেষণ) সংশয়ব্যাকুল (সন্দেহাকুল চিত্ত)। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√দিহ্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word সন্ধান Bengali definition [শন্‌ধান্‌] (বিশেষ্য) ১ খোঁজখবর; তল্লাশ; অনুসন্ধান; অন্বেষণ (খুনির সন্ধান)। ২ ঠিকানা; হদিস; পাত্তা (ভবঘুরের আবার সন্ধান)। ৩ গোপন পথ; প্রবেশদ্বার (কোথা দিয়া সেথা প্রবেশিতে নাই সন্ধান লব ‍বুঝিয়া-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৪ রহস্য; তত্ত্ব (প্রকৃতির সন্ধান)। ৫ যোজনা (শর-সন্ধান)। ৬ সাজসজ্জা (দেখিয়া সন্ধান করি অনুমান আইসে কলিঙ্গ নৃপবর-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ৭ মদ তৈরিকরণ; গাঁজানো (মদ্য-সন্ধান); fermentation। ৮ মিলন; মিশ্রণ; সংযোজন (সেয়ানে সেয়ানে সন্ধান)। সন্ধান পুস্তক (বিশেষ্য) অভিধান বা কোষাদি শ্রেণির গ্রন্থ; reference book। সন্ধানসুলুক, সুলুকসন্ধান (বিশেষ্য) ১ খোঁজখবর। ২ কলাকৌশল। সন্ধানিত (বিশেষণ) সংযোজনীয়; সন্ধান করা হয়েছে এমন। সন্ধানী(-নিন্‌), সন্ধায়ী(-য়িন্‌) (বিশেষণ) খোঁজ-খবর বা সন্ধান করতে উৎসুক এমন; অনুসন্ধানকারী (সন্ধানী লোক বা মন)। ঘরসন্ধানী বিভীষণ (বিশেষ্য) যে লোক আপন ঘরের সন্ধান শত্রুর কাছে বলে অনিষ্ট ঘটায়। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√ধা+অন(ল্যুট্‌)}
  • Bengali Word সন্ধাভাষা Bengali definition ⇒ সন্ধ্যাভাষা
  • Bengali Word সন্ধি Bengali definition [শোন্‌ধি] (বিশেষ্য) ১ দেহের অঙ্গপ্রত্যঙ্গের গ্রন্থি বা মিলনস্থল; দেহগ্রন্থি (ঊরুসন্ধি)। ২ বিবদমান পক্ষদ্বয়ের রাজনৈতিক চুক্তি সম্পাদন (হুদায়বিয়ার সন্ধি)। ৩ মিলনকাল (যুগসন্ধি)। ৪ সন্ধান; রহস্য (নারীর মায়ার সন্ধি পুরুষে কি জানে-কৃত্তিবাস ওঝা)। ৫ কৌশল; তত্ত্ব (কহিয়া দিব যত আছে সন্ধি-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ৬ (ব্যাকরণ) দুই বর্ণের মিলন (স্বরসন্ধি, ব্যঞ্জনসন্ধি)। ৭ সুড়ঙ্গপথ (সন্ধিপথে গমনাগমন)। ৮ সমাবেশ। সন্ধিক্ষণ (বিশেষ্য) এক সময়ের অবসান অন্য সময়ের আরম্ভ (যুগসন্ধিক্ষণ; সন্ধ্যা হচ্ছে দিনরাত্রির সন্ধিক্ষণ)। সন্ধিচোর (বিশেষ্য) সিঁধেল চোর। সন্ধিপূজা (বিশেষ্য) মহাষ্টমী ও মহানবমীর সন্ধিকালে দুর্গাপূজা। সন্ধিবদ্ধ (বিশেষণ) ১ রাজনৈতিক বা পারস্পরিক চুক্তিতে আবদ্ধ। ২ মিলন। সন্ধিবন্ধ (বিশেষ্য) অঙ্গ-প্রত্যঙ্গের সংযোগ; শিরা (কাননে কাননে ভ্রমণ করিয়া সন্ধিবন্ধ সাল শিথিল হইয়া গিয়াছে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। সন্ধিবাত (বিশেষ্য) শরীর সংযোগস্থানে উৎপন্ন বাত রোগ (সন্ধিবাতগ্রস্ত রোগী)। সন্ধিবিগ্রহ (বিশেষ্য) চুক্তিবদ্ধ হওয়া এবং পরে চুক্তিভঙ্গ করা; বন্ধুত্ব ও বিবাদ। সন্ধিভঙ্গ (বিশেষ্য) ১ চুক্তিভঙ্গ করা (কুরাইশ সম্প্রদায় সর্বপ্রথম সন্ধি ভঙ্গ করে)। ২ গ্রন্থিচ্যুতি; dislocation। সন্ধিমুক্ত (বিশেষণ) সংযোগ ছিন্ন হওয়া; গ্রন্থি বা অস্থিচ্যুত। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√ধা+ই(কি)}
  • Bengali Word সন্ধিত Bengali definition [শোন্‌ধিতো] (বিশেষণ) ১ মিলিত; সন্ধিবদ্ধ (সন্ধিত জাতিদ্বয়)। ২ গাঁজানো; মদ্যে রূপান্তরিত; fermented (আঙুর সন্ধিত মদ)। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√ধা+ই(ণিচ্‌)+ত(ক্ত)}
  • Bengali Word সন্ধিস্থল Bengali definition [শোন্‌ধিস্‌থল্‌] (বিশেষ্য) সংযোগস্থল; জোড়ার স্থান (তাঁর আঙ্গুলগুলি তাঁর হাঁটুর সন্ধিস্থলকে ছাড়িয়ে যাবে-মুঃ আবদুর রাজ্জাক)। {(তৎসম বা সংস্কৃত) সন্ধি+স্থল}
  • Bengali Word সন্ধিৎসা Bengali definition [শোন্‌ধিত্‌শা] (বিশেষ্য) সন্ধান করার ইচ্ছা; জানার ইচ্ছা। সন্ধিৎসু (বিশেষ্য) অন্বেষণ করতে ইচ্ছুক (অনুসন্ধিৎসু বিজ্ঞানী)। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√ধা+স(সন্‌)+অ+আ(টাপ্)}
  • Bengali Word সন্ধুক্ষণ Bengali definition [শোন্‌ধুক্‌খন্‌] (বিশেষ্য) ১ উদ্দীপন; প্রজ্বলন। ২ উত্তেজন; উত্তেজিতকরণ (বেরসন্ধুক্ষণ)। সন্ধুক্ষিত (বিশেষণ) প্রজ্বলিত। □ (বিশেষ্য) উত্তেজিত। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√ধুক্ষ্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word সন্ধে Bengali definition ⇒ সন্ধ্যা
  • Bengali Word সন্ধেয় Bengali definition [শন্‌ধেয়ো] (বিশেষণ) সন্ধি করার উপযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√ধা+য(যৎ)}
  • Bengali Word সন্ধ্যা, সন্ধ্যে, সন্ধে, সাঁঝ (কথ্য) Bengali definition [শোন্‌ধা, শোন্‌ধে, শোনধে, শাঁঝ্‌] (বিশেষ্য) ১ বেলা; সময়; ওয়াক্ত (যে হোসেনের এক সন্ধ্যা আহারের সংস্থান নাই-মীর মশাররফ হোসেন)। ২ দিন ও রাতের মিলনকাল; রাত্রির আরম্ভ; সন্ধ্যাবেলা (বাইরের দিকে তাকিয়ে দেখি যে সন্ধ্যে হয়েছে-প্রমথ চৌধুরী; এমন ভরা সাঁঝ-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ যুগসন্ধি; যুগের অবসান (কলির সন্ধ্যা)। ৪ জীবনের শেষ মুহূর্ত (জীবন-সন্ধ্যা)। ৫ উপাসনা। ৬ পুরা এক দিন-রাত্রি (তিন সন্ধ্যাব্যাপী শয্যায় আছি)। সন্ধ্যা-আহ্নিক, সন্ধ্যাহ্নিক (বিশেষ্য) হিন্দু ধর্মমতে সায়ংকালীন ঈশ্বর-বন্দনা; ত্রিসন্ধ্যা উপাসনা (এক বৎসর প্রিয়তম পুত্রকে সন্ধ্যা-আহ্নিক শিখাইলেন-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। সন্ধ্যা করা (ক্রিয়া) হিন্দুদের সায়ংকালীন উপাসনা করা। সন্ধ্যাতারা (বিশেষ্য) সাঁঝের বেলা সর্বাগ্রে উদিত তারা। সন্ধ্যাত্রয়, ত্রিসন্ধ্যা, তিনসন্ধ্যা (বিশেষ্য) প্রাতঃকাল, সধ্যাহ্ন এবং সায়ংকাল। সন্ধ্যাদীপ (বিশেষ্য) সাঁঝের বাতি; সেঁজুতি; সন্ধ্যাবেলায় জ্বালিত দীপ (ঘরে তার সন্ধ্যাদীপ জ্বালা হয় না)। সন্ধ্যারাগ (বিশেষ্য) সূর্য অস্তমিত হওয়ার পর রক্তিম আলোকছটা। সন্ধ্যালোক (বিশেষ্য) অস্তগামী সূর্যের শেষ ম্লান আলোকচ্ছটা; twilight (সন্ধ্যালোক তখনও সব আবছা আবছা দেখা যাচ্ছিল)। সন্ধ্যাসব (বিশেষ্য) সান্ধ্যাকলীন যে মদ পান করা হয় (চেয়ে দেখি সর্দারজীর চোখ সন্ধ্যাসব স্পর্শ না করেই সন্ধ্যাকাশের মত লাল হয়ে উঠেছে-সৈয়দ মুজতবা আলী)। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√ধৈ+অ(অঙ্‌)+আ(টাপ্‌)}