Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word সদ্‌গুরু Bengali definition [সদ্‌গুরু] (বিশেষ্য) ১ উৎকৃষ্ট বা আদর্শ শিক্ষক। ২ তত্ত্বজ্ঞানী গুরু। {(তৎসম বা সংস্কৃত) সৎ+গুরু; (কর্মধারয় সমাস)}
  • Bengali Word সদয় Bengali definition [শদয়্‌] (বিশেষণ) দয়াপরবশ; দয়ালু; কৃপাযুক্ত; সুপ্রসন্ন; অনুকূল (সদয় ব্যবহার, সদয় আচরণ)। {(তৎসম বা সংস্কৃত) স(সহ)+দয়া; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সধবা Bengali definition [শধোবা] (বিশেষ্য) যার স্বামী বর্তমান; এয়োস্ত্রী। বিধবা/অধবা (বিপরীতার্থক শব্দ)। {(তৎসম বা সংস্কৃত) সহ+ধব+আ(টাপ্‌); (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সধর্মা, সধর্মী(-র্মিন্‌) Bengali definition [শধর্‌মা, শধোর্‌মি] (বিশেষণ) ১ একই ধর্মাবলম্বী (অনেক পদার্থই সধর্মী)। ২ একরূপ গুণবিশিষ্ট। সধর্মিণী (স্ত্রীলিঙ্গ)। সধর্মিণী, সধর্মচারিণী (বিশেষণ) সহধর্মিণী; পত্নী; স্ত্রী। {(তৎসম বা সংস্কৃত) সমান+ধর্মণ, ইন্‌(ইনি)}
  • Bengali Word সন Bengali definition [শন্‌] (বিশেষ্য) বৎসর; সাল; অব্দ (সাধারণত বাংলা বা হিজরি বর্ষগণনায় প্রযুক্ত বৎসরসংখ্যায় ‘সন’ এবং খ্রিস্টীয় বৎসরসংখ্যায় ‘সাল’ ব্যবহৃত হয়ে থাকে-যেমন, বাংলা ১৪০০ সন, খ্রিস্টীয় ২০০০ সাল)। সন-তারিখ (বিশেষ্য) ঘটনার বৎসর ও তারিখ। সন সন (ক্রিয়াবিশেষণ) প্রতি সন; প্রতি বৎসর; ফিসন। সনহাল (বিশেষ্য) চলতি বৎসর; বর্তমান বর্ষ। ফিসন (বিশেষ্য) প্রতিবছর। বাংলা সন (বিশেষ্য) বাংলা সৌর বৎসর; বঙ্গাব্দ। হিজরি সন (বিশেষ্য) হজরত মুহম্মদের (সা.) মক্কা থেকে মদিনায় গমনের সময় থেকে নির্ধারিত চান্দ্র বৎসর। সনা, সনী সনবী (বিশেষণ) বৎসর সম্বন্ধীয়; বৎসরে বৎসরে; বার্ষিক (তিন সনি বন্দোবস্ত)। {(আরবি) সনহ}
  • Bengali Word সন সন Bengali definition ⇒ সন
  • Bengali Word সনদ, সনন্দ (বিরল) Bengali definition [শনোদ্‌, শনোন্‌দো] (বিশেষ্য) ১ বাদশাহি হুকুম; দলিল; প্রমাণপত্র (তাহারা সনন্দ পান নাই, ইহা নিশ্চিত-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ২ উপাধিপত্র। ৩ বিশেষ পাঠ সমাপনান্তে প্রাপ্ত উপাধি বা প্রশংসাপত্র; সার্টিফিকেট। {(আরবি) সনদ}
  • Bengali Word সনসন Bengali definition ⇒ শনশন
  • Bengali Word সনহাল, সনা Bengali definition ⇒ সন
  • Bengali Word সনা ২ (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [শনা] (বিশেষ্য) সোনা (দপ্পন রূপা সনা কজ্জল গোরচনা দুব্বা ধান তত পরে-রামাই পণ্ডিত [শূন্য পুরাণ])। {(তৎসম বা সংস্কৃত) স্বর্ণ>}
  • Bengali Word সনাক্ত Bengali definition ⇒ শনাক্ত
  • Bengali Word সনাতন Bengali definition [শনাতোন্‌] (বিশেষণ) ১ নিত্য; চিরস্থায়ী; চিরন্তন (বঙ্গদেশের সনাতন পবিত্র প্রথার মধ্যে নাই-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ চির; বর্তমান; শাশ্বত (নিত্য নিরঞ্জন সত্য সনাতন-ভারতচন্দ্র রায়গুণাকর)। □ (বিশেষ্য) ১ প্রভু। ২ হিন্দুদেবতা ব্রহ্মা; বিষ্ণু, শিব। সনাতন ধর্ম (বিশেষ্য) প্রাচীন, অপরিবর্তনীয় ও চিরস্থায়ী ধর্ম; হিন্দুধর্ম। সনাতনী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)হিন্দুদেবী দুর্গা; লক্ষ্মী; সরস্বতী। □(বিশেষ্যের বিশেষণ) প্রাচীনপন্থি; হিন্দু; হিন্দু ধর্মাচারে আস্থাবান। {(তৎসম বা সংস্কৃত) সনা+তন(ট্যু, তুট্‌)}
  • Bengali Word সনাথ Bengali definition [শনাথ্‌] (বিশেষণ) ১ পতির সাথে। ২ প্রভুযুক্ত; অভিভাবক/রক্ষণাবেক্ষণকারী আছে এমন (সনাথ বালক, সনাথ ভৃত্য)। সনাথা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) স্বামী বা প্রভু আছে এমন; সধবা। অনাথ (বিপরীতার্থক শব্দ)। {(তৎসম বা সংস্কৃত) স(সহ)+নাথ; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সনাল Bengali definition [শনাল্‌] (বিশেষণ) (পদ্মের) মৃণালযুক্ত (সনাল কমল-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) স+নাল; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সনি Bengali definition [সোনি] (মধ্যযুগীয় বাংলা) (বিশেষণ) সম; সদৃশ (কনকলতা সনি সুন্দরি সজনিগো-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) সন প্রত্যয়>}
  • Bengali Word সনির্বন্ধ Bengali definition [শনির্‌বন্‌ধো] (বিশেষণ) আগ্রহাতিশয়যুক্ত; সবিনয়; মিনতিযুক্ত (সনির্বন্ধ আবেদন)। {(তৎসম বা সংস্কৃত) সহ+নির্বন্ধ}
  • Bengali Word সনী Bengali definition ⇒ সন
  • Bengali Word সনীড় Bengali definition [শনিড়্‌] (বিশেষণ) ১ পাখির বাসা যুক্ত; নীড়যুক্ত। ২ নিকট। {(তৎসম বা সংস্কৃত) স+নীড়; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সনে Bengali definition [শনে] (ক্রিয়াবিশেষণ) (পদ্যে ব্যবহৃত) সাথে; সহিত; সঙ্গে (বসাইত ফুলাসনে এ গাসীরে তব সনে-মাইকেল মধুসূদন দত্ত)। {(তুলনীয়) (ব্রজবুলি) সঙ্গে}
  • Bengali Word সনেট Bengali definition [সনেট্‌] (বিশেষ্য) চোদ্দ অক্ষরবিশিষ্ট চোদ্দ ছত্রের এক প্রকার কবিতা (বন্দী হয়ে সনেটের ক্ষুদ্র কারাগারে-দেবেন্দ্রনাথ সেন)। {(ইংরেজি) sonet}
  • Bengali Word সনেহ (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [সনেহো] (বিশেষ্য) স্নেহ; প্রেম; পিরিত (বড় অনুচিত কৈল প্রথম সনেহে-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) স্নেহ>}
  • Bengali Word সন্ত Bengali definition [শন্‌তো] (বিশেষ্য) সাধু; সন্ন্যাসী। {(তৎসম বা সংস্কৃত) সন্তঃ=সৎ, ১মা বহুব>; (তুলনীয়) (হিন্দি) সংত}
  • Bengali Word সন্তত Bengali definition [শন্‌তোতো] (বিশেষণ) ১ অতি বিস্তৃত। ২ নিরন্তর। ৩ নিয়ত; সতত। ৪ বহুল্ {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√তন্‌+ত(ক্ত)}
  • Bengali Word সন্ততি Bengali definition [শন্‌তোতি] (বিশেষ্য) ১ সন্তান; পুত্রাদি (তার সন্ততি মোট পাঁচটি)। ২ বংশ; গোত্র (আদম সন্ততি মানুষ)। ৩ পঙ্‌ক্তি; শ্রেণি (দীপসন্ততি)। ৫ পারম্পর্য; বিচ্ছেদহীন (ভাবসন্ততি)। ৬ বিস্তার (রোগসন্ততি)। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√তন্‌+তি(ক্তি)}
  • Bengali Word সন্তপ্ত Bengali definition [শন্‌তোপ্‌তো] (বিশেষণ) ১ উত্তপ্ত; তপ্তকৃত (রৌদ্রসন্তপ্ত মাঠ)। ২ শোকার্ত; মনস্তাপযুক্ত। ৩ জ্বরাদি হেতু উত্তাপযুক্ত। ৪ পথশ্রান্ত। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√তপ্‌+ত(ক্ত)}
  • Bengali Word সন্তরণ Bengali definition [শন্‌তরন্‌] (বিশেষ্য) সাঁতার (সন্তরণে উত্তরণ)। সন্তরণ দক্ষ (বিশেষণ) সাঁতারে অভিজ্ঞ। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√তৃ…+অন(ল্যুট্‌)}
  • Bengali Word সন্তর্পণ Bengali definition [শন্‌তোর্‌পন্‌] (বিশেষ্য) সম্যক তৃপ্তিদান; সন্তুষ্টকরণ। □(বিশেষণ) তুষ্টিপ্রদ; তৃপ্তিদায়ক। সন্তর্পণে (ক্রিয়াবিশেষণ) অতি সাবধানে; অতি যত্নে (কেহ কেহ অতি সন্তর্পণে রওয়ানার উদ্যোগ করিল-আবুল মনসুর আহমদ)। সন্তর্পিয়া (বিশেষণ) (পদ্যে ব্যবহৃত) অতিশয় তুষ্ট করে; শাস্ত্রসম্মতভাবে মৃতের তর্পণ করে (সন্তর্পিয়া সিন্ধু জলে-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+তর্পণ}
  • Bengali Word সন্তলন Bengali definition ⇒ সন্তোলন
  • Bengali Word সন্তাগার Bengali definition [শন্‌তাগার্‌] (বিশেষ্য) ১ আশ্রম; সাধু সন্ন্যাসীদের আবাস (আজি এস ভাবের জ্ঞানের সন্তাগারে-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ আশ্রম; আখড়া; খানকা; হুজুরা। {সন্ত+(তৎসম বা সংস্কৃত) আগার}
  • Bengali Word সন্তান Bengali definition [শন্‌তান্‌] (বিশেষ্য) ১ অপত্য; পুত্র; কন্যা। ২ বংশধর (আদম সন্তান)। ৩ ধারা; প্রবাহ। ৪ বিস্তার; ব্যাপ্তি। সন্তানক (বিশেষণ) ব্যাপক। □ (বিশেষ্য) ফল; বৃক্ষ (সন্তানকের শ্যামল বিতান হাসে-সত্যেন্দ্রনাথ দত্ত)। সন্তানবতী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)সন্তানযুক্তা। সন্তান বাৎসল্য (বিশেষ্য) সন্তানের প্রতি স্নেহ-মায়ামমতা। সন্তানবান (বিশেষণ) পুত্রকন্যার জন্মদাতা; সন্তান আছে এমন। সন্তানবতী (স্ত্রীলিঙ্গ)। সন্তান সন্ততি (বিশেষ্য) বংশপরম্পরা; পুত্রকন্যা ও পরবর্তী বংশধরগণ। সন্তান সম্ভাবনা (বিশেষ্য) অচিরেই সন্তানের জন্ম হবে এমন; অন্তঃসত্ত্বা অবস্থা। সন্তানহীন (বিশেষণ) আঁটকুড়ে; সন্তান হয়নি এমন; সন্তান ছিল অথচ এখন নেই এমন; নিঃসন্তান। সন্তানহীনা (স্ত্রীলিঙ্গ)। সন্তানোচিত (বিশেষণ) সন্তানের উপযুক্ত কর্ম (সন্তানোচিত কর্মের দ্বারাই পিতৃস্নেহ লাভ করা যায়)। সন্তানোৎপাদন (বিশেষ্য) বংশধরের জন্মদান। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√তন্‌+অ(ঘঞ্‌)}