Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word সন্ধ্যাভাষা, সন্ধাভাষা Bengali definition [শোন্‌ধাভাশা] (বিশেষ্য) ১ দুর্বোধ্য ভাষা; যে ভাষার কিছু বোঝা যায় না আর কিছু বোঝা যায় (চর্যাপদের সন্ধ্যাভাষা)। ২ প্রাচীন আর্যাবর্ত ও প্রাচীন বঙ্গদেশের মধ্যবর্তী সন্ধ্যাদেশের ভাষা। ৩ দুই অঞ্চলের সংযোগস্থলে প্রচলিত ভাষা। ৪ ইঙ্গিতময় বা সংকেতময় ভাষা (চর্যাপদ সন্ধ্যাভাষায় রচিত)। ৫ আলো-আঁধারি ভাষা। {(তৎসম বা সংস্কৃত) সন্দেহ>সন্ধ্যা+(তৎসম বা সংস্কৃত) ভাষা}
  • Bengali Word সন্নত Bengali definition [শন্‌নতো] (বিশেষণ) ১ অবনত; নত (সহজ শিশির সন্নত ভোরে-আহসান হাবীব)। ২ প্রণত (সন্নত দেহে বারম্বার সেলাম করিতে করিতে-রবীন্দ্রনাথ ঠাকুর)। সন্নতি (বিশেষ্য) ১ বিনয়; নম্র ও ভদ্রভাব। ২ প্রণাম; মিনতি। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√নম্‌+ত(ক্ত)}
  • Bengali Word সন্নদ্ধ Bengali definition [শন্‌নদ্‌ধো] (বিশেষণ) ১ সংবদ্ধ (ঘন সন্নদ্ধ আম্রকানন)। ২ অস্ত্রাদি যুদ্ধসাজে সজ্জিত (সন্নদ্ধ সৈনিক)। ৩ শ্রেণিবদ্ধ। ৪ সাজোয়া পরা। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√নহ্‌+ত(ক্ত)। সন্না [শন্‌না] (বিশেষ্য) কাঁটাদি তোলার ছোট চিমটা; লোম তোলার জন্যে ব্যবহৃত নাপিতের চিমটাবিশেষ (সন্না দ্বারা ডাক্তার কাঁটা তুললেন)। {(তৎসম বা সংস্কৃত) সন্দংশ>}
  • Bengali Word সন্নাহ ১ Bengali definition [শন্‌নাহো] (বিশেষ্য) ১ সাঁজোয়া। ২ কবজ। সন্নাহ্য (বিশেষ্য) ১ সাঁজোয়ায় সজ্জিত; পোশাক; পরিচ্ছদ। ২ রণহস্তী। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√নহ্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word সন্নিকট Bengali definition [শোন্‌নিকট্‌] (বিশেষ্য) ১ সন্নিধি; খুব নিকটে অবস্থিত। □(ক্রিয়াবিশেষণ) অত্যন্ত কাছাকাছি (সন্নিকট যাওয়া)। সন্নিকটে (ক্রিয়াবিশেষণ) খুব নিকটে। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+নিকট}
  • Bengali Word সন্নিকর্ষ Bengali definition [শোন্‌নিকর্‌শো] (বিশেষ্য) নৈকট্য; আকর্ষণ; নিকট অবস্থান (ফরাসী বিপ্লবের সন্নিকর্ষে যেমন যর্কএর হিতবুদ্ধি তাঁর সংস্কার চেষ্টাকে দাবিয়েছিল-সুধীন্দ্রনাথ দত্ত)। সন্নিকর্ষণ (বিশেষ্য) সন্নিকটে বা নিকটে অবস্থান; সান্নিধ্য। সন্নিকৃষ্ট (বিশেষণ) অতিশয় নিকটবর্তী; সমীপস্থ। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+নি+√কৃষ্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word সন্নিধান, সন্নিধি Bengali definition [শোন্‌নিধান্‌, শোন্‌নিধি] (বিশেষ্য) ১ নৈকট্য; নিকটে অবস্থান (বনবাসে পরস্পর সন্নিধানবশতঃ সুখে কাল যাপন হইয়াছিল-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ আবির্ভাব; আগমন। ৩ আশ্রয়। সন্নিধাতা (বিশেষণ) গচ্ছিত রাখে এমন; চোরাই মাল জমা করা হয় এমন। □ (বিশেষ্য) (প্রাচীন বাংলা) খাজনার হিসাব রেখে যিনি তা সরকারি তহবিলে জমা দিতেন। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+নি+√ধা+অন(ল্যুট্‌), ই(কি)}
  • Bengali Word সন্নিপাত Bengali definition [শোন্‌নিপাত্‌] (বিশেষ্য) ১ সম্যক নাশ; পতন। ২ বাত, কফ, পিত্তের দোষযুক্ত বিকার রোগ; টাইফয়েড। ৩ একত্র মিলন; সমষ্টি। সন্নিপাতিক জ্বর (বিশেষ্য) টাইফয়েড। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+নি+√পাত্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word সন্নিবদ্ধ Bengali definition [শোন্‌নিবদ্‌ধো] (বিশেষণ) ১ দৃঢ়ভাবে গ্রথিত; উত্তমরূপে আবদ্ধ (কাণ্ড দুটি সন্নিবদ্ধ করা হয়েছে)। ২ নিবিষ্ট; সম্যকভাবে অভিভূত (পাঠে সন্বিদ্ধ চিত্ত)। সন্নিবিষ্ট (বিশেষণ) ১ সন্নিকটস্থ (সন্নিবিষ্ট গৃহ)। ২ সংস্থিত; অন্তঃপ্রবিষ্ট। ৩ উপবিষ্ট। ৪ বিন্যস্ত (যুদ্ধে সন্নিবিষ্ট করা)। ৫ সংস্থাপিত। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+নি+বদ্ধ}
  • Bengali Word সন্নিবন্ধ, সন্নিবন্ধন Bengali definition [শোন্‌নিবন্‌ধো, শোন্‌নিবন্‌ধন্‌] (বিশেষ্য) একত্র; সংকলন; গ্রন্থন; শক্তবন্ধন (সন্নিবদ্ধ গল্প)। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+নি+√বন্ধ্‌+অ(ঘঞ্‌) অন(ল্যুট্‌)}
  • Bengali Word সন্নিবৃত্ত Bengali definition [শোন্‌নিবৃততো] (বিশেষণ) ১ সম্যক নিবৃত্ত; বিরত। ২ প্রত্যাবর্তিত; প্রত্যাগত। সন্নিবৃত্তি (বিশেষ্য) ১ সম্যক বিরতি (সংগ্রামের সন্নিবৃত্তি)। ২ প্রত্যাবর্তন। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+নি+√বৃৎ+ত(ক্ত)}
  • Bengali Word সন্নিবেশ Bengali definition [শোন্‌নিবেশ্‌] (বিশেষ্য) ১ সংস্থাপন। ২ স্থিতি। ৩ সংযোগ (পাঠে মন সন্নিবেশ করা)। ৪ বিন্যাস (সৈন্য সন্নিবেশ করা)। ৫ আশ্রম (সাধু সন্নিবেশ)। সন্নিবেশিত (বিশেষণ) সন্নিবিষ্ট করা হয়েছে এমন (সন্নিবেশিত নবগ্রাম)। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+নি+√বিশ্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word সন্নিভ Bengali definition [শোন্‌নিভো] (বিশেষণ) অনুরূপ; সৃদশ। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+নি+√ভা+অ(ক)}
  • Bengali Word সন্নিহিত Bengali definition [শোন্‌নিহিতো] (বিশেষণ) ১ নিকটবর্তী (বিদ্যালয়-সন্নিহিত বটবৃক্ষ)। ২ সংস্থাপিত (সন্নিহিত অট্টালিকা)। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+নি+√ধা+ত(ক্ত)}
  • Bengali Word সন্নিয়োগ Bengali definition [শোন্‌নিয়োগ্‌] (বিশেষণ) স্থায়ীভাবে নিয়োগ; বহালকরণ; confirmation। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+নিয়োগ}
  • Bengali Word সন্নেসী Bengali definition ⇒ সন্ন্যাসী
  • Bengali Word সন্ন্যস্ত Bengali definition [শোন্‌নস্‌তো] (বিশেষণ) ১ সমর্পিত (সন্ন্যস্ত গুরুদায়িত্ব)। ২ নিক্ষিপ্ত। ৩ সংরক্ষিত। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+নি+√অস্‌+ত(ক্ত)}
  • Bengali Word সন্ন্যাস Bengali definition [শোন্‌ন্যাশ্‌] (বিশেষ্য) ১ সর্বত্যাগ। ২ সংসারত্যাগপূর্বক ঈশ্বরের চিন্তায় নিমগ্ন থাকার অবস্থা। ৩ হিন্দুধর্মের চতুর্থ আশ্রম-যাতে সংসারত্যাগ বিহিত; ভিক্ষুধর্ম। ৪ সংজ্ঞালোপকারী রোগবিশেষ; apoplexy। ৫ সমর্পণ; সংস্থাপন। সন্ন্যাসী(-সিন্‌), সন্নেসী (বিশেষ্য) (বিশেষণ) গৃহত্যাগী; ভিক্ষুধর্ম অবলম্বনকারী; বিরাগী (কেন বিয়ে করে তুই কি সন্ন্যাসী হবি নাকি-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। অনেক সন্ন্যাসীতে গাজন নষ্ট-(আলঙ্কারিক) বহুজনের কর্তৃত্বের ফলে বিশৃঙ্খল অবস্থা। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+নি+√অস্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word সন্মার্গ Bengali definition [শোন্‌মারগো] (বিশেষ্য) সৎপথ; উপায়; তপস্যাদির বিশিষ্ট ধারা। সন্মার্গী(-গিন্‌) (বিশেষণ) সৎপথের সন্ধান পেয়েছেন এমন; সচ্চরিত্র {(তৎসম বা সংস্কৃত) স+মার্গ}
  • Bengali Word সপ Bengali definition [শপ্‌] (বিশেষ্য) বড় মাদুর; পাতলা পাটি (ঘরের মেঝেতে সপটি বিছায়ে-জসীমউদ্‌দীন)। {(আরবি) সফ্‌}
  • Bengali Word সপক্ষ Bengali definition [শপোক্‌খো] (বিশেষণ) ১ নিজের পক্ষ সমর্থনকারী; পক্ষাবলম্বী (তিনি সবসময়ে তার সপক্ষে)। ২ ডানাওয়ালা (সপক্ষ পাখি)। বিপক্ষ (বিপরীতার্থক শব্দ)। সপক্ষতা (বিশেষ্য) ১ পক্ষপাতিত্ব; পক্ষাবলম্বন। ২ পাখার সঙ্গে বিদ্যমানতা। {(তৎসম বা সংস্কৃত) স+পক্ষ; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সপত্ন Bengali definition [শপত্‌নো] (বিশেষ্য) শত্রু; অরাতি; বিপক্ষ। {(তৎসম বা সংস্কৃত) সপত্নী+অ(অৎ)}
  • Bengali Word সপত্নী Bengali definition [শপোত্‌নি] (বিশেষ্য) সতিন; এক স্বামীর দুই স্ত্রী পরস্পর সপত্নী। {(তৎসম বা সংস্কৃত) স(সমান)+পতি, ‘ন’ আদেশ; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সপত্নীক Bengali definition [শপোত্‌নিক্‌] (বিশেষণ) (ক্রিয়াবিশেষণ) স্ত্রীর সঙ্গে; সস্ত্রীক। {(তৎসম বা সংস্কৃত) স+পত্নী+ক(কপ্‌); (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সপরিবার Bengali definition [শপোরিবার্‌] (বিশেষণ) স্ত্রী-পুত্রকন্যাদির সঙ্গে। সপরিবারে (ক্রিয়াবিশেষণ) স্ত্রী-পুত্রকন্যা সমভিব্যহারে। {(তৎসম বা সংস্কৃত) স(সহ)+পরিবার; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সপর্যা Bengali definition [শপোর্‌জা] (বিশেষ্য) ১ অর্চনা। ২ সম্মান। ৩ সমাদর। {(তৎসম বা সংস্কৃত) √সপর+অ(অচ্‌)+আ(টাপ্‌)}
  • Bengali Word সপসপ Bengali definition [শপ্‌শপ্‌] (অব্যয়) ১ বাতাস বা সর্পাদি চলার শব্দ। ২ তরল খাদ্য খাওয়ার শব্দ। ৩ আর্দ্রতার ভাবপ্রকাশক। সপসপে আর্দ্রকৃত (সপসপে মেঝে)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word সপা Bengali definition ⇒ সঁপা
  • Bengali Word সপাং, সপাৎ Bengali definition [শপাঙ্‌, শপাত্‌] (অব্যয়) জোরে বেত বা চাবুক মারার শব্দ। সপাং সপাং (অব্যয়) বার বার বেত্রাদি মারার ফলে বহুবার সপাং বা সপাৎ শব্দ; ক্রমাগত সপাং বা সপাৎ ধ্বনি। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word সপাদ Bengali definition [শপাদ্‌] (বিশেষণ) ১ পা সংযুক্ত। ২ সিকি ভাগের সঙ্গে; এক এবং এক-চতুর্থাংশ; ১; সওয়া। {(তৎসম বা সংস্কৃত) স+পাদ; (বহুব্রীহি সমাস)}