Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word সপাসপ Bengali definition [শপাশপ্‌] (ক্রিয়াবিশেষণ) বারবার সপ্‌ শব্দসূচক, রসযুক্ত পদার্থ দ্রুতভোজনের শব্দ। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word সপিণ্ড Bengali definition [শপিন্‌ডো] (বিশেষ্য) একই বংশ জাত; জ্ঞাতি; সপ্ত পুরুষান্তর্গত জ্ঞাতি; পিণ্ডদানে অধিকারী। সপিণ্ডতা (বিশেষ্য) পিণ্ডদানের অধিকার। {(তৎসম বা সংস্কৃত) স+পিণ্ড; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সপিণ্ডন Bengali definition [শপিন্‌ডন্‌] (বিশেষ্য) হিন্দু শাস্ত্রমতে প্রেতত্ব মোচনার্থে করণীয় শ্রাদ্ধ বা বিশেষ ধর্মীয় অনুষ্ঠান (ক্রমে সপিণ্ডের দিন সংক্ষেপ হয়ে আসতে লাগল-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। সপিণ্ডীকরণ (বিশেষ্য) ১ হিন্দুমতে এক বৎসর অন্তে মৃত আত্মার মুক্তির জন্য যে শ্রাদ্ধ করা হয় (রামপ্রসাদ বাবুর মার সপিণ্ডীকরণের বড় ধুম-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। ২ হিন্দুমতে পিতৃপিণ্ডের সঙ্গে প্রেতপিণ্ডের মিশ্রণ। {(তৎসম বা সংস্কৃত) স+পিণ্ড+ই(ণিচ্‌)+অন(ল্যুট্‌)}
  • Bengali Word সপিনা, সফিনা Bengali definition [শপিনা, শফিনা] (বিশেষ্য) সমন; তলবনামা; আদালতের পরওয়ানা (আদালত হইতে এক সাক্ষীর সপিনা পাইলেন-রবীন্দ্রনাথ ঠাকুর)। সপিনা দেওয়া বা ধরানো (বিশেষ্য) আদালতের হুকুমনামা জারি করা (এখন আবার সাক্ষ্যের সপিনা ধরাইয়াও কি মুস্কিল-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(ইংরেজি) subpoena}
  • Bengali Word সপুত্র, সপুত্রক Bengali definition [সপুত্‌ত্রো, সপুত্‌ত্রক] (ক্রিয়াবিশেষণ) পুত্রের সঙ্গে (পিতা সপুত্র উপস্থিত)। {(তৎসম বা সংস্কৃত) স+পুত্র, পুত্রক; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সপ্ত(-প্তন্‌) Bengali definition [শপ্‌তো] (বিশেষণ) সাত সংখ্যক; সাত। সপ্তক (বিশেষণ) সাতটির সমষ্টি; সপ্ত সংখ্যক। □ (বিশেষ্য) সঙ্গীতে সুরের সংখ্যা; সা রে গা মা পা ধা নি-এই সাতটি সুর (পিয়ানোর সব চাইতে উঁচু সপ্তকের উপর কে যেন অতি হালকাভাবে আঙুল বুলিয়ে গেল-প্রমথ চৌধুরী)। সপ্তচত্বারিংশ, সপ্তচত্বারিংশত্তম (বিশেষণ) সাতচল্লিশ সংখ্যার পূরক বা স্থানীয়; সাতচল্লিশ সংখ্যক। সপ্তচ্ছদ, সপ্তপর্ণ (বিশেষ্য) ছাতিম গাছ। সপ্ততন্ত্র (বিশেষণ) সাত তারবিশিষ্ট বাদ্যযন্ত্র। সপ্ততল (বিশেষণ) সাততলা। সপ্ততাল (বিশেষ্য) সাতটি তাল গাছ। □(বিশেষণ) উচ্চতায় বা গভীরতায় সাত তাল পরিমিত। সপ্ততি, সপ্ততিতম (বিশেষণ) ৭০ সংখ্যা বা সংখ্যক; ৭০ সংখ্যার স্থানীয়। সপ্তত্রিংশৎ, সপ্তত্রিংশ, সপ্তত্রিংশত্তম (বিশেষণ) সাঁইত্রিশ সংখ্যা বা সংখ্যক। সপ্তদশ(-দশন্‌) (বিশেষণ) ১ সতেরো সংখ্যা বা সংখ্যক; ১৭। ২ সতের সংখ্যার পূরক বা স্থানীয়। সপ্তদশী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)সতেরো বৎসর বয়স্কা; সতেরো স্থানীয়া। সপ্তদ্বীপ (বিশেষ্য) হিন্দু পুরাণ মতে জম্বু, কুশ, প্লক্ষ, শাল্মলী, ক্রৌঞ্চ, শাক ও পুষ্কর-পৃথিবীর এই সাতটি প্রাচীন বিভাগ। সপ্তদ্বীপা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)সপ্তদ্বীপযুক্তা। □ (বিশেষ্য) পৃথিবী; ধরা; ধরণী। সপ্তধা (অব্যয়) (ক্রিয়াবিশেষণ) ১ সাতভাগে (এই ক্ষেতখানা সপ্তধা বিভক্ত)। ২ সাত প্রকারে। ৩ সাতবার। সপ্তধাতু (বিশেষ্য) রস রক্ত মাংস মেদ অস্থি মজ্জা শুক্র-শরীরের এই সাত ধাতু। সপ্তনবতি (বিশেষণ) সাতানব্বই। সপ্তনবতিতম (বিশেষণ) সাতানব্বই সংখ্যক। সপ্তনবতিতমী (স্ত্রীলিঙ্গ)। সপ্তপঞ্চাশত্তম (বিশেষণ) সাতান্ন সংখ্যক। সপ্তপঞ্চাশত্তমী (স্ত্রীলিঙ্গ)। সপ্তপদী (বিশেষণ) সাতটি পা আছে এমন। □ (বিশেষ্য) হিন্দু বিবাহে বরবধূর একত্রে সাত পা চলা। সপ্তপর্ণ (বিশেষ্য) ছাতিম গাছ। সপ্তপাতাল (বিশেষ্য) হিন্দু পুরাণের সাতটি পাতাল বা অধোভুবন যথা-তল, অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল। সপ্তবিংশতি (বিশেষ্য) (বিশেষণ) সাতাশ। সপ্তবিংশতিতম (বিশেষণ) সাতাশেরটি, সাতাশ সংখ্যক। (স্ত্রীলিঙ্গ)সপ্তবিংশতিতমী। সপ্তম (বিশেষণ) সাতের পূরক (সপ্তম শ্রেণি)। (স্ত্রীলিঙ্গ)সপ্তমী (সপ্তমী তিথি)। সপ্তমধুকর (বিশেষ্য) বাণিজ্যের সাতটি জাহাজ (সাত সাগরে ভাসবে আমার সপ্তমধুকর-কাজী নজরুল ইসলাম)। সপ্তম সুর, সপ্তম স্বর (বিশেষ্য) ১ (সন্‌) সর্বোচ্চ গ্রামের সুর ‘নি’। ২ উচ্চ স্বর (ঝুঁটি বাঁধা উড়ে সপ্তম সুরে পাড়িতে লাগিল গালি-রবীন্দ্রনাথ ঠাকুর)। সপ্তমে চড়া (ক্রিয়া) অতিশয় উগ্র হওয়া (মেজাজ সপ্তমে চড়া)। সপ্তরক্ত (বিশেষ্য) করতল, পদতল, অপাঙ্গ, জিহ্বা, তালু, ওষ্ঠ, নখ-শরীরের এই সপ্ত রক্তবর্ণ অংশ। সপ্তরথী (বিশেষ্য) মহাভারতোক্ত বালক অভিমন্যুকে বধকারী সপ্তবীর, যথা-দ্রোণ, কর্ণ, কৃপ, অশ্বত্থামা, শকুনি, দুর্যোধন, ও দুঃশাসন। সপ্তর্ষি (বিশেষ্য) হিন্দু পুরাণের মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত্য, পুলহ, ক্রতু, বশিষ্ট-এই সাতজন ঋষির নামে খ্যাত নক্ষত্রসমূহ; সাতটি নক্ষত্রের সমষ্টি; the great bear। সপ্তর্ষিমণ্ডল (বিশেষ্য) আকাশে সপ্তর্ষির অবস্থান; সপ্তর্ষি নামক নক্ষত্রপুঞ্জের সমবায়। সপ্তলোক, সপ্তসবর্গ (বিশেষ্য) পুরাণোক্ত ভূঃ; ভুবঃ; স্বঃ; জন; মহঃ; তপঃ; সত্য-এই সপ্ত ভুবন। সপ্তশতী (বিশেষ্য) হিন্দু ধর্মগ্রন্থ চণ্ডী যাতে সাতশত শ্লোক আছে। সপ্তষষ্টি (বিশেষণ) সাতষট্টি; ৬৭। সপ্তষষ্টিতম (বিশেষণ) সাতষট্টি সংখ্যক। সপ্তষষ্টিতমী (স্ত্রীলিঙ্গ)। সপ্তসাগর চুম্বিত চরণা (বিশেষণ) সাতটি সমুদ্র যার চরণ চুম্বন করে এমন (সপ্তসাগর চুম্বিত চরণা হইলেও আরব ভূমিকে অনুর্বর করিয়া রাখাই যেন বিধাতার ইচ্ছা-মাওলানা মুহম্মদ আকরম খাঁ)। সপ্তসিন্ধু, সপ্তসমুদ্র (বিশেষ্য) হিন্দু পুরাণোক্ত লবণ, ঈক্ষুরস, সুরা, ঘৃত, দধি, দুগ্ধ, জল-এই সাত সাগর। সপ্তসুর, সপ্তস্বর (বিশেষ্য) (সন্‌) ষড়জ, ঋষভ, গান্ধার, মধ্যম, পঞ্চম, ধৈবত, ও নিষাদ-এই সাত সুর (সা রে গা মা পা ধা নি)। সপ্তস্বরা (বিশেষ্য) জলতরঙ্গ নামক বাদ্য। {(তৎসম বা সংস্কৃত) √সপ্‌+অন(কনিন্)}
  • Bengali Word সপ্তা Bengali definition ⇒ সপ্তাহ
  • Bengali Word সপ্তাংশু Bengali definition [শপ্‌তাঙ্‌শু] (বিশেষ্য) অগ্নি। {(তৎসম বা সংস্কৃত) সপ্ত+অংশু; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সপ্তাঙ্গ Bengali definition [শপ্‌তাঙ্‌গো] (বিশেষ্য) সাতটি অঙ্গ বা অংশ; রাজ্যের সাতটি অঙ্গ যথা-স্বামী, অমাত্য, সুহৃদ, কোষ, রাষ্ট্র, দুর্গ, ও বল। {(তৎসম বা সংস্কৃত) সপ্ত+অঙ্গ; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সপ্তাশীতি Bengali definition [শপ্‌তাশিতি] (বিশেষ্য) (বিশেষণ) সাতাশি; ৮৭। সপ্তাশীতিতম সাতাশি সংখ্যক। সপ্তাশীতিতমী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) সপ্ত+অশীতি}
  • Bengali Word সপ্তাশ্ব Bengali definition [শপ্‌তাশ্‌শো] (বিশেষ্য) ১ সাতটি ঘোড়া। ২ সপ্ত অশ্বরূপে সাত দিনের উপর আরূঢ় সূর্য। ৩ সাতটি ঘোড়া দ্বারা বাহিত রথে আরূঢ় সূর্য। {(তৎসম বা সংস্কৃত) সপ্ত+অশ্ব; (কর্মধারয় সমাস)}
  • Bengali Word সপ্তাহ, সপ্তা, হপ্তা Bengali definition [শপ্‌তাহো, শপ্‌তা, হপ্‌তা] (বিশেষ্য) সাতদিন (এই রূপে মজুমদার সপ্তাহ যাবত যোগাইলা যত দ্রব্য কি কত তাবত-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) সপ্ত+অহ; (তুলনীয়) (ফারসি) হফ্‌তাহ্‌}
  • Bengali Word সপ্রতিভ Bengali definition [শপ্‌প্রোতিভো] (বিশেষণ) ১ প্রতিভান্বিত। ২ অসংকুচিত; ঘাবড়ায় না এমন। ৩ চটপটে; খুব বুদ্ধিমান; smart। {(তৎসম বা সংস্কৃত) স+প্রতিভা; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সপ্রমাণ Bengali definition [শপ্‌প্রোমাণ্‌] (বিশেষণ) প্রমাণ সহিত; প্রমাণিত (কোনো দলিল-অনুসারে সপ্রমাণ করিতে পারে না-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) স+প্রমাণ; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সফর ১ Bengali definition [সফোর] (বিশেষ্য) ১ ভ্রমণ; দেশ পর্যটন (সফরে যখনি চলি স্বয়ং ফটাফট ফোটে পটকা চম্‌চম-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ যাত্রা (নতুন পানিতে সফর এবার, হে মাঝি সিন্দাবাদ-ফররুখ আহমদ)। (সফর করে যে-মোসাফির, মুসাফির)। ৩ শহর; নগর (শিবাভট্ট মহানট্ট হস্তিনা নগরী আর যত সফর কহিতে কত পারি-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। সফরি, সবরি, সফরিয়া (বিশেষণ) ১ বিদেশে ভ্রমণকারী অর্থাৎ বণিক; সফর সম্পর্কিত (দিনেমার এলেমান করে গোলন্দাজী সফরিয়া নানা দ্রব্য আনয়ে জাহাজী-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ বিদেশ থেকে আনীত দ্রব্য (সবরি আম, সবরি কলা)। ৩ সমুদ্র গমন; সমুদ্র যাত্রা; বাণিজ্য সম্পর্কিত। সফরিয়ানামা (বিশেষ্য) ভ্রমণবৃত্তান্ত। {(আরবি) সফর}
  • Bengali Word সফর ২ Bengali definition [সফোর্‌] (বিশেষ্য) আরবি মাসবিশেষ; চন্দ্র বৎসরের দ্বিতীয় মাস। {(আরবি) সফর}
  • Bengali Word সফরী Bengali definition [শফোরি] (বিশেষ্য) পুঁটিমাছ (সেই চোখ দুটি নহে সফরীর, পদ্ম পাতারো নয়-জসীমউদ্‌দীন)। সফরীনৃত্য (বিশেষ্য) ১ চপল পায়ে নৃত্যপরিবেশন করিল)। ২ চাঞ্চল্য (এই সফরী নৃত্যের মাঝে তার একটুও অবসর নাই)। গণ্ডূষ জলে সফরীর ফরফরানি (বিশেষ্য) ১ অতি অল্প পানিতে পুঁটিমাছের ফরফর করে ঘোরা। ২ (আলঙ্কারিক) অল্প বিদ্যা অর্জনকারীর বিদ্যা জাহির করার চেষ্টা প্রবল (‘গণ্ডূষ জলমাত্রেণ সফরী ফরফরায়তে’)। {(তৎসম বা সংস্কৃত) সফরী}
  • Bengali Word সফল Bengali definition [শফোল্‌] (বিশেষণ) ১ ফলযুক্ত; ফলবান। ২ সার্থক; সুপরিণতিযুক্ত; সিদ্ধ (পরীক্ষায় সফল)। সফলা (স্ত্রীলিঙ্গ)। সফলকাম (বিশেষণ) কৃতকার্য (সফলকাম হওয়া)। সফলতা (বিশেষ্য) সার্থকতা (ব্যবসাতে সফলতা)। সফলীকৃত (বিশেষণ) সফল করা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) স+ফল; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সফিন Bengali definition [শোফিন্‌] (বিশেষ্য) তলবনামা (দলপতির প্রোক্লেমেশন জুরির শাসন ও সফিন হতেও ভয়ানক হয়ে পড়লো-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর)) {(ইংরেজি) subpoena}
  • Bengali Word সফিনা, সপিনা Bengali definition ⇒ সপিনা
  • Bengali Word সফিনামা Bengali definition [শোফিনামা] (বিশেষ্য) মোকদ্দমায় আপসে দুপক্ষের চুক্তিরূপে লিখিত অঙ্গীকারপত্র যা আদালতে পেশ করা হয়। {(আরবি) শফী+(ফারসি) নামাহ্‌}
  • Bengali Word সফেদ Bengali definition [শফেদ্‌/সফেদ্‌] (বিশেষ্য) সাদা; শ্বেতবর্ণ (লাল নীল সিয়া সফেদ চার ফুল দুনিয়ার মাঝারে-মুহম্মদ মনসুরউদ্দীন)। সফেদি (বিশেষ্য) শুভ্রতা; ডিমের সাদা অংশ (সুরকীব লালী; চুনের সফেদি; মাকড়সার জাল-মীর মশাররফ হোসেন)। {(ফারসি) সফেদ}
  • Bengali Word সফেদা Bengali definition [শফেদা] (বিশেষ্য) চাউলের গুঁড়া; গুঁড়া চাল। ২ সাদা রং। ৩ ফলবিশেষ (সফেদা ফল)। ৪ সিসাবিশেষ; white lead; সিসা থেকে তৈরি সাদা রং। {(ফারসি) সফেদী}
  • Bengali Word সফেদি Bengali definition [শফেদি/সফেদা] (বিশেষ্য) শ্বেতত্ব; ডিমের সাদা অংশ; অণ্ডলালা। {(ফারসি) সফেদী}
  • Bengali Word সফেন Bengali definition [শফেন্‌] (বিশেষণ) ১ ফেনাযুক্ত; ফেনিল (সফেন তরঙ্গরাশি-কায়কোবাদ)। ২ মাড়যুক্ত (সফেন ভাত)। {(তৎসম বা সংস্কৃত) স+ফেন; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সব ১ Bengali definition [শব্‌] (বিশেষণ) ১ সকল; সমস্ত; তামাম (ফেলিয়া দিয়াছি আমি যত অলঙ্কার রতন মুকতা হীরা সব আভরণ-মাইকেল মধুসূদন দত্ত)। ২ সর্ব; সবলোক; সমস্ত বিষয় (জানি সবই)। ৩ সর্বস্ব; সমস্ত সম্পদ (সব হারিয়ে কাঙাল)। সফেনচিন, সফেনচিনা (বিশেষণ) সবার পরিচিত (সবচিন খেলোয়াড়)। সফেনজান্তা (বিশেষণ) ১ সর্বজ্ঞ। ২ (ব্যঙ্গার্থ) কিছু জানে না তবু জানার ভান করে এমন (আরে গবরমেন্ট কি সবজান্তা-রাজশেকর বসু (পরশু))। সবটা, সবটুকু (বিশেষণ) সবকিছু; পুরাপুরি; কিছুই বাদ না দিয়ে (সবটা দিয়ে দেওয়া হয়েছে)। সবশুদ্ধ, সবসুদ্ধ (বিশেষণ) (ক্রিয়াবিশেষণ) সর্বসমেত; সবকিছু মিলিয়ে; মোট (সবশুদ্ধ তিনশত হবে)। সবাই, সব্বাই (সর্বনাম) করলেই; প্রত্যেকেই (সবাই একত্রে গিয়েছিলাম)। সবার, সবাকার (বিশেষণ) প্রত্যেকের; সকলের (এতে সবার সমান অধিকার)। সবারই, সবারি, সবারী বিন সকলের (পূজারী পসারি সবারী যে তুমি একাধারে চারি বেদ গীতা ও-সত্যেন্দ্রনাথ দত্ত)। সব শেয়ালের এক রা-(আলঙ্কারিক) এক পথের অনুসারী; সকলের একই কথা। সব হাটের হেটো (বিশেষ্য) সবজান্তা ধরনের লোক যে সব হাটের খবর রাখে। {(তৎসম বা সংস্কৃত) সর্ব>}
  • Bengali Word সব ২ Bengali definition ⇒ সাব২
  • Bengali Word সবংশ Bengali definition [শবঙ্‌শো] (বিশেষণ) বংশের সঙ্গে; গোষ্ঠীসুদ্ধ; খান্দানের সকলের সঙ্গে। সবংশে (ক্রিয়াবিশেষণ) ১ নিজের খান্দানের (সবংশে তিনি অভিজাত)। ২ বংশের সমস্ত ব্যক্তির সঙ্গে (সবংশে নিধন)। {(তৎসম বা সংস্কৃত) স+বংশ; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সবক, ছবক Bengali definition [সবক্‌, চবক্‌] (বিশেষ্য) পাঠ; দৈনিক পড়া; শিক্ষা (আট দশটি ছেলে সুরে বেসুরে সবক ইয়াদ করিতে লাগিয়া গিয়াছে-কাজী ইমদাদুল হক; এই ছবক হইতে তিনি তাহা উপলব্ধি করিলেন-মোহাম্মদ বরকতুল্লাহ)। {(আরবি) সবক}
  • Bengali Word সবজা Bengali definition [শব্‌জা] (বিশেষ্য) সবুজ তৃণ বা গাছপালার রং (সামনে ময়দান সবজা দেখিবারে পায়-সৈয়দ হামজা)। {(ফারসি) সব্‌জহ্‌}