Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word সচ্ছল Bengali definition [শচ্‌ছল্‌] (বিশেষণ) ১ সঙ্গতিপন্ন; অভাবশূন্য; অর্থ-সম্পদশালী (সচ্ছল অবস্থা)। ২ অপ্রতিহত গতি (পরিপুষ্ট অন্ত্রতন্ত্র ঊরুপ্রান্তে গড়ায় সচ্ছল-বুদ্ধদেব বসু)। সচ্ছলতা (বিশেষ্য) সঙ্গতিসম্পন্ন অবস্থা; প্রাচুর্য। {(তৎসম বা সংস্কৃত) সৎ+চল}
  • Bengali Word সচ্ছিদ্র, সছিদ্র Bengali definition [শচ্‌ছিদ্‌দ্রো, শছিদ্‌দ্রো] (বিশেষণ) রন্ধ্রবিশিষ্ট; ছিদ্রযুক্ত; দোষযুক্ত। সচ্ছিদ্রা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) স(সহ)+ছিদ্র; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সজদা Bengali definition ⇒ সেজদা
  • Bengali Word সজন ১ Bengali definition [শজোন্‌] (বিশেষণ) জ্ঞাতি; স্বজন; আপনজন (আমিও আমার এই বিজনে সঞ্চিত প্রেম সজনে বিতরণ করিতে বাহির হইব-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ সাধু; ভদ্র। ৩ (পদ্যে ব্যবহৃত) প্রণয়ী। সজনী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) সজ্জন/স্বজন>}
  • Bengali Word সজন ২ Bengali definition [শজন] (বিশেষ্য) ১ জনপূর্ণ স্থান (সজন এ বেলাভূমি সে দিনের মত নহে-মোহিতলাল মজুমদার)। ২ জনসমাজ। সজনতা (বিশেষ্য) আত্মীয়তা; ভদ্রতা (সজনতার সাফাইটুকু রক্ষা করিয়া-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) স(সহ)+জন; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সজনী Bengali definition [শজোনি] (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)(পদ্যে ব্যবহৃত) সহচরী; সখী; প্রনয়াসক্তা; প্রণয়িনী (সচকিত সজনী শূন্য নিকুঞ্জিত অরণ্য-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) স্বজনী>}
  • Bengali Word সজল Bengali definition [শজল্‌] (বিশেষণ) ১ জলপূণ্য (সজল মেঘ)। ২ ভিজা; আর্দ্র; অশ্রুপূর্ণ (সজল চোখে চেয়ে থাকে)। সজলনেত্রে (ক্রিয়াবিশেষণ) জলপূর্ণ চোখে; অশ্রুপূর্ণ চোখে (সুতরাং সকলেই সজলনেত্রে এই লোমহর্ষক ব্যাপার প্রত্যক্ষ করিল-শেখ ফজলল করিম।) {(তৎসম বা সংস্কৃত) স(সহ)+জল; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সজাগ Bengali definition [শজাগ্‌] (বিশেষণ) ১ জাগ্রত; নিদ্রাহীন (ভেবেছিলাম পরাণপণে সজাগ রব সবে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ সতর্ক; অবধানযুক্ত; সচেতন (স্বার্থসজাগ ব্যক্তি)। সজাগ ঘুম (বিশেষণ) ঘুমন্ত অবস্থায়ও সতর্ক ও জাগ্রত; লঘু ঘুম। চোরকে বলে চুরি করতে, গেরস্তকে বলে সজাগ থাকতে-যে দুই পক্ষকেই হাতে রাখতে চায়; মুনাফিক; কপটতা যার স্বভাব। {(তৎসম বা সংস্কৃত) সজাগর>}
  • Bengali Word সজাতি Bengali definition [শজাতি] (বিশেষণ) একজাতীয়; সমশ্রেণিভুক্ত (সজাতি হইয়া থাকি সর্বলোক সনে-রবীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষ্য) ১ একজাতি। ২ একজাতীয় দম্পতির সন্তান। ৩ একই জাতির অন্তর্ভুক্ত লোক; এক গোষ্ঠী বা সম্প্রদায়ের লোক। সজাতীয় (বিশেষণ) একই জাতির অন্তর্ভূক্ত; সমশ্রেণির; একই ধরনের (সজাতীয় ঐতিহ্যবোধ)। সজাতীয়া (স্ত্রীলিঙ্গ)। সাজাত্য (বিশেষ্য) জাতীয়তাবোধ। {(তৎসম বা সংস্কৃত) স(সমান)+জাতি; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সজারু Bengali definition ⇒ শজারু
  • Bengali Word সজিনা, শজিনা, শজনে Bengali definition [শোশজিনা, শোশজিনা, শোজ্‌নে] (বিশেষ্য) গাছবিশেষ-যার ফুল ও ফল তরকারি রূপে খাওয়া হয় (সজিনা গাছ সব ফুলে ভর্তি-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) শোবাঞ্জন>}
  • Bengali Word সজীব Bengali definition [শোজিব্‌] (বিশেষণ) সতেজ; জীবন্ত; জীবিত; সচেতন (সজীব গাছ)। নির্জীব (বিপরীতার্থক শব্দ)। সজীবতা (বিশেষ্য) উদ্যমশীলতা; জীবন্ত অবস্থা; উৎফুল্লতা; প্রাণশক্তি। {(তৎসম বা সংস্কৃত) স(সহ)+জীব; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সজোর Bengali definition [শজোর্‌] (বিশেষণ) জোরযুক্ত; শক্তিমান; বেগবান। সজোরে (ক্রিয়াবিশেষণ) জোরের সঙ্গে; বেগের সঙ্গে (সজোরে টানা, সজোরে বাতাস বহা)। {(তৎসম বা সংস্কৃত) স(সহ)+(ফারসি) জোর}
  • Bengali Word সজ্জ ১ Bengali definition [শজ্‌জো] (বিশেষণ) সজ্জিত; প্রস্তুত। {(তৎসম বা সংস্কৃত) √সজ্জ্‌+অ(অচ্‌)}
  • Bengali Word সজ্জ ২ Bengali definition [শজ্‌জো] (বিশেষ্য) ফলমূল শাকসবজি ইত্যাদি (শাক বেগুন কচু মুলা এঁটে থোড় কাঁচকলা নানা সজ্জ-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(ফারসি) সব্‌জী}
  • Bengali Word সজ্জন ১ Bengali definition [শজ্‌জন্‌] (বিশেষ্য) সৎলোক; সাধু ব্যক্তি (অবকাশ মতে আত্মীয়সজ্জনের সহিত সদালাপ করিতেন-ভবানীচরণ বদ্যোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) সৎ+জন}
  • Bengali Word সজ্জন ২, সজ্জনা Bengali definition [শজ্‌জন্‌, শজ্‌জনা] (বিশেষ্য) সজ্জিতকরণ; আয়োজন; সেনা সংস্থাপন। {(তৎসম বা সংস্কৃত) √সজ্জ্‌+অন(ল্যুট্‌)+আ(টাপ্‌)}
  • Bengali Word সজ্জা Bengali definition [শজ্‌জা] (বিশেষ্য) ১ বেশভূষা; পোশাক-পরিচ্ছদ (নগ্নশির সজ্জা নাই লজ্জা না ধরে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ আয়োজন; উপকরণ (রণসজ্জা, গৃহসজ্জা)। সজ্জাগজ্জা (বিশেষ্য) সাজগোজ।সজ্জাগৃহ (বিশেষ্য) সাজঘর। সজ্জিত (বিশেষণ) সাজ-পোশাক পরিহিত। সজ্জিতা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √সজ্জ্‌+অ+আ(টাপ্‌)}
  • Bengali Word সজ্জীভূত Bengali definition [শোজ্‌জিভুতো] (বিশেষণ) ভূষিত; সজ্জিত করা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) সজ্জ+ঈ(চ্বি)+√ভূ+ত(ক্ত)}
  • Bengali Word সজ্ঞান Bengali definition [শগ্‌গ্যাঁন্‌] (বিশেষণ) সচেতন; জ্ঞানযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) স(সহ)+জ্ঞান; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সজ্ঞানে Bengali definition [শগ্‌গ্যাঁনে] (ক্রিয়াবিশেষণ) জ্ঞান বা চৈতন্য থাকতে; জ্ঞানত (সজ্ঞানে অন্যায় কেউ করে না)। {(তৎসম বা সংস্কৃত) সজ্ঞান+(বাংলা) এ}
  • Bengali Word সঞে (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [শএঁ] (ক্রিয়াবিশেষণ) সঙ্গে; সাথে; হতে; থেকে (যেদিন দেখিব আপন নয়নে তা সঞে কহিতে কথা-চণ্ডীদাস)। {সঙ্গে>}
  • Bengali Word সঞ্চরণ Bengali definition [শন্‌চরন্] (বিশেষ্য) ১ বিচরণ; কম্পন। ২ গমন। ৩ পথ; সেতু। সঞ্চরণমাণ (বিশেষণ) সঞ্চরণ করছে এমন; বিচরণশীল (কটা সঞ্চরমাণ মেয়ে মঙ্গলার উপর মুখিয়ে উঠেছে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। সঞ্চরিত (বিশেষণ) সঞ্চরণকৃত; সঞ্চরণ করছে এমন। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√চর্‌+অন্(ল্যুট্‌)}
  • Bengali Word সঞ্চলন Bengali definition [শন্‌চলন্‌] (বিশেষ্য) ১ বিচরণ; নড়নচড়ন; আন্দোলন; দোলন (অত্যন্ত মন্দগতিতে সঞ্চলন করিতে থাকে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ প্রচলন। সঞ্চলিত (বিশেষণ) আন্দোলিত; প্রচলিত। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√চল্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word সঞ্চান (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [শন্‌চান্‌] শ্যেন; বাজপাখি (আদি দেব ধর্ম্মরায় হইয়া সঞ্চান-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(প্রাকৃত) সেচান>}
  • Bengali Word সঞ্চার, সঞ্চারণ Bengali definition [শন্‌চার্‌, শন্‌চারোন্‌] (বিশেষ্য) ১ সংক্রমণ; গতি; গমনাগমন (সর্ব্বতঃ শীতল সুগন্ধ গন্ধবহের মন্দ মন্দ সঞ্চার হইতেছে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ এক স্থান থেকে অন্য স্থানে গমন; গ্রহাদির ভিন্ন রাশিতে গমন। ৩ প্রসার; ব্যাপ্তি (দিকে দিকে ব্যাকুলতা করিছে সঞ্চার-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৪ আবির্ভাব; উদ্রেক; বিস্তার; স্থাপন (শক্তি সঞ্চার; প্রাণ সঞ্চার; বল সঞ্চার)। ৫ প্রচার (হইবেক পূজার সঞ্চার-ভারতচন্দ্র রায়গুণাকর)। ৬ সঞ্চালন (প্রাণ বা রক্ত সঞ্চার)। সঞ্চরক (বিশেষ্য) (বিশেষণ) সঞ্চার করে যে; পরিচালক। □(বিশেষণ) প্রসারক; প্রচারক। সঞ্চারিকা (বিশেষ্য) (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)দূতী; যে নারীর ইতস্তত গতিবিধি আছে। সঞ্চারিত (বিশেষণ) সঞ্চার হয়েছে বা করেছে এমন (বায়ু সঞ্চারিত হওয়া)। সঞ্চারী(-রিন্‌) (বিশেষণ) ১ সঞ্চরণশীল; বিচরণকারী। ২ ছোঁয়াচে (সঞ্চারী ব্যাধি)। ৩ উদ্রেক করে বা সঞ্চার করে এমন (প্রাণ সঞ্চারী)। ৪ গানের অন্তরা; কলির পরবর্তী কলি। ৫ ব্যভিচারী ভাব; আবেগ। সঞ্চারিণী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√চর্‌+অ(ঘঞ্‌), অন(ল্যুট্‌)}
  • Bengali Word সঞ্চালক Bengali definition [শন্‌চালোক্‌] (বিশেষ্য) (বিশেষণ) পরিচালক; প্রবর্তক। সঞ্চালিকা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√চল্‌+ই(ণিচ্)+অক(ণ্বুল্‌)}
  • Bengali Word সঞ্চালন Bengali definition [শনচালোন্‌] (বিশেষ্য) ১ পরিচালন (কার্যসঞ্চালন)। ২ আন্দোলন; নড়াচড়া; চলাচল (রক্ত সঞ্চালন)। ৩ সংক্রামণ। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√চালি+অন(ল্যুট্‌)}
  • Bengali Word সঞ্চালিত Bengali definition [শন্‌চালিতো] (বিশেষণ) ১ আন্দোলিত; পরিচালিত। ২ সংক্রামিত। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√চালি+ত(ক্ত)}
  • Bengali Word সঞ্চিত, সঞ্চিতা, সঞ্চীয়মান, সঞ্চেয় Bengali definition ⇒ সঞ্চয়