Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word সঞ্চয় Bengali definition [শন্‌চয়্‌] (বিশেষ্য) ১ সংগ্রহ; চয়ন; আহরণ। ২ জমানো; পুঁজিকরণ। ৩ অবস্থান (খিড়কি উত্তর ভাগে....তার আগে প্রতি বাড়ী কূপের সঞ্চয়-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। সঞ্চয়ন (বিশেষ্য) সংগ্রহ করার কাজ; নির্বাচিত সংগ্রহ (কাব্য-সঞ্চয়ন)। সঞ্চয়নী (বিশেষ্য) বিবিধ প্রবন্ধ সংবলিত সাময়িক পত্র-পত্রিকা। সঞ্চিতা, সঞ্চয়িতা (বিশেষ্য) কবিতা বা গল্প ইত্যাদির সংগ্রহ। সঞ্চয়ী (-য়িন্‌) (বিশেষণ) আহরণকারী; সঞ্চয়কারী; জমাকারী। সঞ্চিত (বিশেষণ) রাশীকৃত; আহত; জমা করা হয়েছে এমন (সঞ্চিত অর্থ)। সঞ্চীয়মান (বিশেষণ) উপচীয়মান; সঞ্চয় হচ্চে এমন (সঞ্চীয়মান সম্পদের মধ্যে সে সবলে বিরাজ করিত-রবীন্দ্রনাথ ঠাকুর)। সঞ্চেয় (বিশেষণ) সঞ্চয় করার উপযুক্ত; আহরণযোগ্য (সঞ্চেয় বস্তু)। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√চি+অ(অচ্‌)}
  • Bengali Word সঞ্জনন, সঞ্জননা Bengali definition [শন্‌জনোন্‌, শন্‌জনোনা] (বিশেষ্য) উৎপাদন; উৎপাদনশক্তি। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√জন্‌+অন(ল্যুট্‌), +আ(টাপ্)}
  • Bengali Word সঞ্জাত Bengali definition [শন্‌জাতো] (বিশেষণ) উদ্ভূত; উৎপন্ন (কর নবজীবন সঞ্জাত-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+জন্‌+ত(ক্ত)}
  • Bengali Word সঞ্জাব Bengali definition [শন্‌জাব্‌] (বিশেষ্য) ১ জামা কাপড়ে লাগনো পাড়। ২ আস্তর; lining। {(ফারসি) সন্‌জাফ্‌}
  • Bengali Word সঞ্জীব, সঞ্জীবন ১ Bengali definition [শোন্‌জিব্‌, শোন্‌জিবন্‌] (বিশেষ্য) প্রাণধারণ। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√জীবি+অ(অচ্‌), অন(ল্যুট্‌)}
  • Bengali Word সঞ্জীবন ২ Bengali definition [শোন্‌জিবন্‌] (বিশেষ্য) ১ প্রাণ ধারণ; উত্তমরূপে জীবন ধারণ। ২ জীবন সঞ্চার। ৩ প্রান রক্ষাকারী; জীবন সঞ্চারকারী। সঞ্জীবনী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)প্রাণরক্ষাকারী বা জীবনদানকারী ঔষধবিশেষ (উশনা কুশ পানে চিন্তি সঞ্জীবনী-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। □(বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)জীবন সঞ্চারকারিণী। সঞ্জীবিত (বিশেষণ) পুনজীবিত; পুনরুজ্জীবিত (বিজ্ঞান এবং দর্শনকে তাঁরাই সঞ্জীবিত করেন-এস. ওয়াজেদ আলী)। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√জীব্‌+ণিচ্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word সট ১ Bengali definition [শট্‌] (অব্যয়) ক্ষিপ্রতাবাচক; অতি দ্রুততাসূচক (সট করে সরে যাওয়া)। (তুলনীয়) ঝট। সট সট (অব্যয়) ঝটপট বা দ্রুত পলায়নপর অনেক লোকের অবসৃয়মাণ অবস্থাজ্ঞাপক। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word সট ২ Bengali definition [সট্‌] (বিশেষ্য) নিক্ষেপ; ফুটবল খেলার সময় পা দিয়ে বল মারা (ফুটবলী ভাষায় একটা তীব্র সট-এর....ফলে গোলটি হলো-সৈয়দ মুজতবা আলী)। {(ইংরেজি) shot}
  • Bengali Word সটকা ১ Bengali definition [শট্‌কা] (বিশেষ্য) ১ নলবিশিষ্ট আলবোলা (এত বিপদেও তিনি সারারাত বাঁধানো চালাতে বসিয়া ধীরভাবে কাঠের নল বসানো সটকাতে তামাক টানিতেছেন-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। ২ মাছি ধরার কাঠিকল। {(হিন্দি) সটক>}
  • Bengali Word সটকা ২ Bengali definition [সট্‌কা] (ক্রিয়া) পলায়ন করা। সটকানো (বিশেষ্য) পলায়ন; ভেগে যাওয়া; অগোচরে সরে পড়া (নিজে সটকান দেওয়া-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। সটকান দেওয়া (ক্রিয়া) পলায়ন করা (ধমক খেয়ে পাড়ার মেয়েরা সটকান দিলে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(হিন্দি) সটকা}
  • Bengali Word সটান Bengali definition [শটান্‌] (ক্রিয়াবিশেষণ) ১ একটানা; সোজাসুজি (কাকেও কিছু না বলে সটান গোসা-ঘরে ঢুকে খিল এঁটে দিল-হাবীবুর রহমান)। ২ লম্বভাবে; টান টান অবস্থায় (রেখা ঘুমিয়ে আছে সটান অঘোরে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) স(সহ)+(বাংলা) টান}
  • Bengali Word সটীক Bengali definition [শটিক্‌] (বিশেষণ) টীকা সম্বলিত; টীকাসহ; ব্যাখ্যাযুক্ত (সটীক অনুবাদ)। {(তৎসম বা সংস্কৃত) স+টীকা; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সট্টক Bengali definition [সট্‌টক্‌] (বিশেষ্য) প্রাকৃত ভাষায় রচিত নাটক। {(তৎসম বা সংস্কৃত) সট্টক>}
  • Bengali Word সঠিক Bengali definition [শঠিক্‌] (বিশেষণ) যথার্থ; সত্য সত্য; নির্ভুল; ঠিক (সঠিক ঘটনা বল)। □(ক্রিয়াবিশেষণ) ঠিকমতো। বেঠিক (বিপরীতার্থক শব্দ)। {(হিন্দি) ঠিকসা>; সুঠিক>}
  • Bengali Word সডাক Bengali definition [শডাক্‌] (বিশেষণ) ডাকমাশুলসমেত; with postage (মূল্য সডাক পাঁচটাকা)। {(তৎসম বা সংস্কৃত) স(সহ)+(বাংলা) ডাক}
  • Bengali Word সতত Bengali definition [শতোতো] (ক্রিয়াবিশেষণ) সদা; সর্বদা; নিরন্তর; অনবরত। {(তৎসম বা সংস্কৃত) সতত+(অ)অচ; সম্‌+√তন্‌+ত(ক্ত)}
  • Bengali Word সততা Bengali definition [শতোতা] (বিশেষ্য) ন্যায়পরায়ণতা; সাধুতা (সতত ব্যক্তি-চরিত্রের মহৎ গুণ)। {(তৎসম বা সংস্কৃত) সত্তা>}
  • Bengali Word সতন্তর (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [শতন্‌তর্‌] (বিশেষণ) স্বাধীন; স্বেচ্ছাচারী (স্বামী দুরুবার মোর নহোঁ সতন্তর-বড়ু চণ্ডীদাস)। (স্ত্রীলিঙ্গ)সতন্তরা, সতন্তরী। {(তৎসম বা সংস্কৃত) স্বতন্ত্র>}
  • Bengali Word সতবর্গ Bengali definition [শত্‌বর্‌গো] (বিশেষ্য) ফুল গাছবিশেষ (লবঙ্গ গোলাপ চাম্পা সতবর্গ যূথী-সৈয়দ আলাওল)। {অজ্ঞাতমূল}
  • Bengali Word সতর ১ Bengali definition [সতর্‌] (বিশেষ্য) ১ লজ্জাস্থান আচ্ছাদন। ২ ইসলামি শাস্ত্র মতে পুরুষ ও নারীর দেহের নির্দিষ্ট স্থান পর্যন্ত ঢেকে রাখার নাম (পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত এবং স্ত্রীলোকের মুখমণ্ডল, হাত ও পায়ের পাতা ব্যতীত সর্বাঙ্গ সতর বা আচ্ছাদনযোগ্য)। {(আরবি) সতর্‌}
  • Bengali Word সতর ২, সতের, সতেরো Bengali definition [শতরো, শতেরো, শতেরো] (বিশেষ্য) (বিশেষণ) সপ্তদশ; ১৭ সংখ্যা বা সংখ্যক। {(তৎসম বা সংস্কৃত) সপ্তদশ>}
  • Bengali Word সতা (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [শতা] (বিশেষ্য) সতিন (গঙ্গা নামে সতা তার তরঙ্গ এমনি-ভারতচন্দ্র রায়গুণাকর)। সতাই (বিশেষ্য) বিমাতা (পদ্মা বলে সতাই তুমি জগতের মাতা-বিজয় গুপ্ত)। সতাতো, সতাত, সতালো (বিশেষণ) বৈমাত্রেয় (সতাতো ভাই)। সতা-সতিন (বিশেষণ) সতিন সম্পর্ক (দুইয়ের যেন সতাসতীন সম্পর্ক-প্রেমেন্দ্র মিত্র)। {(তৎসম বা সংস্কৃত) সপত্নী>}
  • Bengali Word সতালি Bengali definition [শাতালি] (বিশেষণ) সপ্ত আকাশ স্পর্শকারী; সুউচ্চ (নিদমহলের সাতালি পাহাড় প্রাচীরেতে ঘেরা-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) সপ্ততল>+ই}
  • Bengali Word সতী Bengali definition [শোতি] (বিশেষণ) সাধ্বী; পতিব্রতা; স্বামী ভিন্ন অন্য পুরুষে আসক্ত নয় এমন (সতী নারীর পতি যেন পর্বতের চূড়া-মানিক রাজার গান)। (বিশেষ্য) ১ হিন্দু পুরাণের দক্ষ কন্যা; শিবানী (লুকাইল দশ মূর্তি সতী হইলা সতী-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ স্বামীর মৃত্যুতে সহগামিনী স্ত্রী (সতীদাহ)। সতীচ্ছদ (বিশেষ্য) কুমারী-ঝিল্লি; যোনিমুখের পাতলা পর্দা। সতীত্ব (বিশেষ্য) যৌন পবিত্রতা; পাতিব্রতা; সতী স্ত্রীর ধর্ম। সতীদাহ (বিশেষ্য) হিন্দু মতে মৃত স্বামীর চিতায় স্ত্রীর অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ। সতীধর্ম (বিশেষ্য) স্বামীর প্রতি নারীর একনিষ্ঠতা বা যৌন পবিত্রতা। সতীপনা, সতীগিরি (বিশেষ্য) (ব্যঙ্গার্থ) সতীত্বের ভুয়া গর্ব বা মিথ্যা ভড়ং। সতীলক্ষ্মী (বিশেষ্য) সতীসাধ্বী ও ধরের লক্ষ্মীস্বরূপা (রাবেয়ার মতো সতীলক্ষ্মী মেয়ে সংসারে বিরল)। সতীসাধ্বী (বিশেষ্য) পতিব্রতা ও অত্যন্ত পতিগতপ্রাণা। সতীসাবিত্রী (বিশেষ্য) হিন্দু মতে সাবিত্রীর মতো সতী। {(তৎসম বা সংস্কৃত) সৎ+ঈ(ঙীপ্‌)}
  • Bengali Word সতীন Bengali definition ⇒ সতিন
  • Bengali Word সতীপনা Bengali definition ⇒ সতী
  • Bengali Word সতীর্থ, সতীর্থ্য Bengali definition [শতির্‌থো] (বিশেষ্য) সহপাঠী; একই সময়ে এক গুরুর কাছে শিক্ষাপ্রাপ্ত। {(তৎসম বা সংস্কৃত) স(সমান)+তীর্থ (গুরুঘাট); সতীর্থ+য; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সতীলক্ষ্মী, সতীসাধ্বী, সতীসাবিত্রী Bengali definition ⇒ সতী
  • Bengali Word সতুন Bengali definition [শোতুন্‌] (বিশেষ্য) স্তম্ভ; থাম (কর্পূর নতুন ঘর সবর্ণ ইটাল হিরামণি রতন জড়িত অতি ভাল-সৈয়দ আলাওল)। {(ফারসি) সুতূন}
  • Bengali Word সতুষ Bengali definition [শতুশ্‌] (বিশেষণ) তুষের সঙ্গে বিদ্যমান; খোসাযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) স+তুষ; (বহুব্রীহি সমাস)}