দ পৃষ্ঠা ২২
- Bengali Word দীপাধার Bengali definition [দিপাধার্] (বিশেষ্য) প্রদীপধারক; পিলসুজ; দেরকো। {(তৎসম বা সংস্কৃত) দীপ+আধার; ৬(তৎপুরুষ সমাস)}
- Bengali Word দীপান্বিতা Bengali definition [দিপান্নিতা] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ দেওয়ালি; দীপালি। ২ দেওয়ালির রাত্রি; কার্তিকী অমাবস্যার রাত্রি। ৩ □ (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) প্রদীপবিশিষ্টা; দীপালোকে শোভিতা। {(তৎসম বা সংস্কৃত) দীপ+অন্বিতা}
- Bengali Word দীপালি, দীপালী, দীপাবলি Bengali definition [দিপালি, দিপালি, দীপাবোলি] (বিশেষ্য) ১ দেওয়ালি; কালীপূজা বা শ্যামাপূজা উপলক্ষে হিন্দুদের আলোক-উৎসব। ২ দীপমালা; প্রদীপশ্রেণি; প্রদীপসমূহ। {(তৎসম বা সংস্কৃত) √দী্প্+আলি, আবলি}
- Bengali Word দীপিকা Bengali definition [দিপিকা] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ প্রদীপ। ২ জ্যোৎস্না। ৩ একটি রাগিণীর নাম। □ (বিশেষ্য) গ্রন্থ প্রভৃতির টীকা; ব্যাখ্যা পুস্তক। □ (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) প্রকাশ করে এমন; প্রকাশিকা। {(তৎসম বা সংস্কৃত) দীপ+ইক+আ(টাপ্)}
- Bengali Word দীপিত Bengali definition [দিপিতো] (বিশেষণ) ১ প্রজ্বালিত; উজ্জ্বলীকৃত। ২ উদ্ভাসিত; আলোকিত। ৩ উত্তেজিত; উদ্দীপিতা। ৪ প্রকাশ পেয়েছে এমন; প্রকাশিত। {(তৎসম বা সংস্কৃত) √দীপি+ত(ক্ত)}
- Bengali Word দীপ্ত Bengali definition [দিপ্তো] (বিশেষণ) ১ প্রজ্বলিত; জ্বলছে এমন। ২ উজ্জ্বল; আলোকিত; আলোকময়; ভাস্বর (একটি দীপ্ত তারা সুদূর পল্লীর প্রদীপের মতো-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ তেজোময়; তেজস্বী। ৪ প্রকাশ পেয়েছে এমন; প্রকাশিত। দীপ্ত-কীর্তি (বিশেষণ) প্রথিতযশা; যার কীর্তি সর্বত্র প্রকাশিত; প্রসিদ্ধ; বিখ্যাত। দীপ্তাক্ষ (বিশেষ্য) ১ বিড়ালজাতীয় প্রাণী আঁধারে যাদের চোখ জ্বলে। ২ দীপ্তচক্ষু। ৩ ক্রোধে রক্তচক্ষু। দীপ্তোজ্জ্বল (বিশেষণ) জ্যোতির্ময়; অতিশয় উজ্জ্বল; দ্যুতিময়। {(তৎসম বা সংস্কৃত) √দীপ্+ত(ক্ত)}
- Bengali Word দীপ্তি Bengali definition [দিপ্তি] (বিশেষ্য) ১ আলোক; জ্যোতি; প্রভা; দ্যুতি (সূর্যের দীপ্তি আছে-বর)। ২ তেজ। ৩ কান্তি; শোভা। □ (বিশেষণ) আলোকিত (গ্রন্থ পড়ি সকলের দীপ্তি হয় মন-সৈয়দ আলাওল)। দীপ্তিমান (বিশেষণ) ১ দীপ্তিযুক্ত; উজ্জ্বল। ২ শোভান্বিত; শোভমান। দীপ্তিমতী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √দীপ্+তি(ক্তিন্)}
- Bengali Word দীপ্য Bengali definition [দিপ্পো] (বিশেষণ) ১ প্রজ্বলনযোগ্য। ২ প্রকাশযোগ্য। দীপ্যমান (বিশেষণ) ১ জ্বলন্ত (সেই দীপ্যমান দাহ-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ উজ্জ্বল; দীপ্তিমান; ভাস্বর। ৩ শোভমান। ৪ প্রকাশিত হচ্ছে এমন; প্রকাশমান। {(তৎসম বা সংস্কৃত) √দীপ্+য(যৎ)}
- Bengali Word দীপ্র Bengali definition [দিপ্প্রো] (বিশেষণ) ১ জ্বলন্ত; উজ্জ্বল; দীপ্যমান; দীপ্তিশালী (দীপ্র রাত দুর্মোচ্য অন্ধকার-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। ২ তীক্ষ্ণ; শাণিত; তীব্র (দীপ্র তব নয়নের বাণী-সুধীন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) √দীপ্+র}
- Bengali Word দীর্ঘ Bengali definition [দির্ঘো] (বিশেষণ) ১ লম্বা (দীর্ঘদেহ)। ২ অধিক; বেশি (দীর্ঘকাল)। ৩ বিস্তৃত; দূর প্রসারিত (কেন পান্থ ক্ষান্ত হও হেরে দীর্ঘপথ-কৃষ্ণচন্দ্র মজুমদার)। ৪ বহুবর্ষব্যাপী; দীর্ঘকাল বিস্তৃত (দীর্ঘায়ু)। ৫ গভীর (দীর্ঘশ্বাস)। ৬ আয়ত; প্রশস্ত (দীর্ঘ নয়ন)। ৭ (ছন্দ.) দ্বিমাত্রাযুক্ত; বিলম্বিত ধ্বনিযুক্ত (দীর্ঘস্বর)। দীর্ঘা (স্ত্রীলিঙ্গ)। দীর্ঘতা, দৈর্ঘ্য বি। দীর্ঘকণ্ঠ (বিশেষণ) ১ লম্বা কণ্ঠযুক্ত। ২ বক। দীর্ঘকন্দ (বিশেষ্য) মূল্য। দীর্ঘগ্রীব (বিশেষ্য) ১ লম্বা কণ্ঠবিশিষ্ট। ২ উট; জিরাফ; বক। দীর্ঘ চৌপদী (বিশেষ্য) চারটি আট মাত্রার পর্বে গঠিত ছন্দ। দীর্ঘজীবী (-বিন্) (বিশেষণ) দীর্ঘায়ু; বহুকাল বাঁচে এমন (দোয়া করি তুমি দীর্ঘজীবী হও)। দীর্ঘজীবিনী (স্ত্রীলিঙ্গ)। দীর্ঘতনু (বিশেষণ) দীর্ঘাকৃতি; লম্ব দেহের অধিকারী এমন। দীর্ঘতপা; দীর্ঘতপাঃ (বিশেষণ) বহুকাল ধরে তপস্যা করেছে এমন। দীর্ঘত্রিপদী (বিশেষ্য) তিনটি আটমাত্রার পর্বে গঠিত ছন্দ। দীর্ঘদর্শী(-র্শিন্) (বিশেষণ) দূরদর্শী; পরিণামদর্শী। দীর্ঘদর্শিনী (স্ত্রীলিঙ্গ)। দীর্ঘনাস (বিশেষণ) নাক লম্বা বা বড় এমন। দীর্ঘ নিঃশ্বাস, দীর্ঘনিশ্বাস, দীর্ঘশ্বাস (বিশেষ্য) শোক-দুঃখাদিসূচক গভীর ও প্রবল শ্বাসত্যাগ। দীর্ঘনিদ্রা (বিশেষ্য) ১ মহান্দ্রিা; মৃত্যু। ২ দীর্ঘকাল স্থায়ী নিন্দ্রা। দীর্ঘপাদ বিন ১ লম্বা পা বিশিষ্ট। ২ উট বক কঙ্ক ইত্যাদি পশু ও পাখি। দীর্ঘ মেয়াদি/মেয়াদী (বিশেষণ) বহুদিনব্যাপী। দীর্ঘরি (বিশেষণ) সুদীর্ঘ (ঘোরতর রজনী দীর্ঘরি ভয়ঙ্কর-দৌখা)। দীর্ঘরোমা (বিশেষণ) ১ দীর্ঘলোমযুক্ত; অর্তিশয় রোমশ। ২ ভল্লুক। দীর্ঘল (বিশেষণ) দৈর্ঘ্যযুক্ত; লম্বা (অত্যন্ত দীর্ঘল নহে নহে অতি খর্ব-ঘরা)। দীর্ঘসূত্র, দীর্ঘসূত্রী (-ত্রিন্) (বিশেষণ) ১ কাজ করতে খুব দেরি হয় এমন; অত্যন্ত বিলম্বে কাজ করতে অভ্যস্ত। ২ যে কাজ ফেলে রাখে। দীর্ঘসূত্রতা বি। দীর্ঘাকার, দীর্ঘাকৃতি (বিশেষণ) লম্বা দেহবিশিষ্ট। দীর্ঘাগ্র (বিশেষণ) আগা ক্রমশ সরু হয়ে গিয়েছে এমন। দীর্ঘায়ত (বিশেষণ) লম্বা ও চওড়ায় বড় এমন (ওরদেহ দীর্ঘায়ত করে দাঁড়িয়ে পড়ল-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। দীর্ঘায়ু, দীর্ঘায়ুঃ (বিশেষণ) বহুকাল বাঁচে এমন; দীর্ঘজীবী। {(তৎসম বা সংস্কৃত) √দৃ…+ঘ(ঘক)}
- Bengali Word দীর্ঘিকা Bengali definition [দির্ঘিকা] (বিশেষ্য) দিঘি; বড় পুকুর (দির্ঘিকায় ভাসিলাম তোমাদের তরঙ্গের মাঝে-বিষ্ণু দে)। {(তৎসম বা সংস্কৃত) দীর্ঘ+ক(কন্)+আ(টাপ্)}
- Bengali Word দীর্ণ Bengali definition [দির্নো] (বিশেষণ) ১ ভগ্ন; ফাটা; বিদারিত। ২ শঙ্কান্বিত। {(তৎসম বা সংস্কৃত) √দৃ+ত(ক্ত)}
- Bengali Word দীয়মান Bengali definition [দিয়োমান্] (বিশেষণ) দান বা বিতরণ করা হচ্ছে এমন। {(তৎসম বা সংস্কৃত) √দা+মান(শানচ্)}
- Bengali Word দীয়া Bengali definition [দিয়া] (বিশেষ্য) দীপ; প্রদীপ। {(তৎসম বা সংস্কৃত) দীপ>}
- Bengali Word দু Bengali definition [দু] (বিশেষণ) দুই; দো। দুঅজ (-প্রাচীন বাংলা), দুয়াজ (-প্রাচীন বাংলা), দুয়াজি (-প্রাচীন বাংলা) (বিশেষণ) ১ দ্বিতীয় (দুয়জ প্রহরে মোঁ চিন্তিলো একসরী-বড়ু চণ্ডীদাস; দোয়জ মাসের বেলা লোকে কানাকানি-কবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তী; খোছরে চরিত কথা দোয়জি কেতার-সৈয়দ আলাওল; দোয়াজবনিতা তার হবে সুলক্ষণা-কবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তী)। □ (বিশেষ্য) দ্বিগুণ (তাহার দুঅজ আর গজমতী হার-বড়ু চণ্ডীদাস)। দু আধারী ((মধ্যযুগীয় বাংলা)) (বিশেষণ) দুই পার্শ্বস্থিত (দুর্বলা হাটেরে যায় দুআধারী লোক চায়-কবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তী)। দুয়ানি, দুয়নি (বিশেষ্য) পূর্বে প্রচলিত দুই আনা বা আট পয়সা মূল্যের মুদ্রাবিশেষ; বর্তমানে প্রচলিত বারো বা তেরো পয়সা মূল্যের সমান মুদ্রা। দুয়াব ⇒ দোয়াব। দুআভুআ ((মধ্যযুগীয় বাংলা)) (বিশেষ্য) দ্বিধা; সন্দেহ (দুই এক মাসে রঞ্জা করে দুআভুআ-মানিক রাজার গান)। দু-এক (বিশেষণ) সামান্য; অল্প কিছু (দু-এক কথা বলে বিদায় করো)। দু কথা (বিশেষণ) ১ সামান্য কথা অল্প ও সাধারণ কথা। ২ কড়া কথা; তিরস্কার (দু কথা শুনিয়ে দিলে)। দু কথা শোনানো (ক্রিয়া) কড়া কথা বলা; শক্ত শক্ত কথা বলা। দু কথা হওয়া (ক্রিয়া) ১ কথা কাটাকাটি বা বচসা হওয়া। ২ মতভেদ হওয়া। দুকলম লেখা (ক্রিয়া) অল্প লেখা। দুকাঠি বাজানো (বিশেষ্য) ঝগড়া বাধানো। দুকান কাটা (বিশেষণ) নির্লজ্জ। দুকুল (বিশেষ্য) ১ পিতার বংশ ও মায়ের বংশ। ২ পিতার বংশ ও শ্বশুরের বংশ (শেষে দুকুলই হারাতে বসেছি)। দুকূল (বিশেষ্য) ১ দুই তীর (নদীর একূল ওকূল দুকূল)। ২ ((আলঙ্কারিক)) ইহকাল ও পরকাল। ৩ ((আলঙ্কারিক)) পরস্পরবিরোধী; উভয়সঙ্কট; বিকল্প পন্থা। ৪ পতিগৃহ ও পিতৃগৃহ। ৫ সকল আশ্রয় (আমার একূল ওকুল দুকূল গেল-রামপ্রসাদ সেন [বিদ্যাসুন্দর])। দুখানা, দুখানি, দুখান (বিশেষ্য) ১ দুই খণ্ড; দুইটি জিনিস। □ (বিশেষণ) দুই খণ্ডে বিভক্ত। ২ অল্প কয়েকটা। দুঘড়ি (বিশেষ্য) ১ দ্বিপ্রহর; মধ্যাহ্ন। ২ মধ্যরাত্রি। ৩ দুই ঘণ্টা (দুঘড়ি বসার জো নেই)। দুচারিণী (বিশেষণ) দ্বিচারিণী; কূলটা (দুচারিণী যার মা তার হেন গতী-বড়ু চণ্ডীদাস)। দুচালা ⇒ দো। দু-চুচকো (বিশেষণ) দুমুখো; যে দুই পক্ষকেই খুশি করে কথা বলে (তোমরা সব দু-চুচকোর দল-শৈমু)। দুচোখ (বিশেষ্য) ১ উভয় চক্ষু; নয়নদ্বয়। ২ দৃষ্টি। দুচোখের দেখা (বিশেষ্য) কিছুক্ষণের দেখা। দুচোখের বিষ (বিশেষণ) অত্যন্ত অপ্রিয়; চক্ষুশূল; বিদ্বেষের পাত্র; শত্রু। দুটা, দুটি, দুটো (বিশেষণ), (সর্বনাম) ১ দুই সংখ্যক (দুটা বই, দুটি লোক)। ২ সামান্য কয়েকটা (দুটো পয়সার মুখও দেখছি না)। ৩ সামান্য কিছু (দুটো ভাত)। দুটানা, দুতরফা, দুতলা, দুতারা, দুতালা ⇒ দো। দুধারি, দুধারী ⇒ দোধারি। দুন১ (বিশেষ্য) (সঙীত ও নৃত্যকলা) বাদ্যের দ্রুত তালবিশেষ; দুই মাত্রার বোল একমাত্রায় বাদন। দুন২ ⇒ দুনো। দুনলা, দুনালা ⇒ দোনলা। দুনা, দুনু, দুন৩ (বিশেষ্য) দুই গুণ; দ্বিগুণ ডবল (দর করে একমূলে জুখে লয় দুনা-ভারতচন্দ্র রায়গুণাকর; না শুনে কাহার বোল দুন হয় ক্রোধ-কালীপ্রসন্ন সিংহ; উনো ভাতে দুনো বল-প্রবাদ; মহিলা সঙ্গে থাকলে সমরে দুন বল হয়-দীসে)। দুনৌকায় পা দেওয়া (ক্রিয়া) পরস্পরবিরোধী দুই পক্ষের সঙ্গেই সম্পর্ক বজায় রাখতে গিয়ে নিজের সর্বনাশ ডেকে আনা। দু-পহর (বিশেষ্য) দ্বিপ্রহর; মধ্যাহ্ন বা মধ্যরাত্রি (ভরা শ্রাবণের নিশি দু-পহরে-রবীন্দ্রনাথ ঠাকুর)। দুপাক, দোপাক (বিশেষণ) ১ দুবার পাক দেওয়া হয়েছে এমন (দুপাক দড়ি)। ২ দুই চক্কর; দুবার বা অল্প কয়েক বার পরিবেষ্টন। ৩ কিছুক্ষণের জন্য ভ্রমণ (দু পাক ঘুরে আসি)। দুপেয়ে, দুফলা ⇒ দো। দুফাল, দুফালি ⇒ দোফাল। দুমনা, দোমনা (বিশেষ্য) ১ দ্বিধাগ্রস্ত; সন্দিগ্ধ বা দোলায়িত চিত্ত। □ (বিশেষণ) ১ অস্থিরচিত্ত। ২ যার মন দুটি ভিন্ন বিষয়ে আকৃষ্ট। দুমুখো, দোমুখো (বিশেষণ) ১ দুই মুখ আছে এমন; দুই মুখযুক্ত (দুমুখো সাপ)। ২ দুই দিকে যাওয়া যায় এমন (দুমুখো পথ)। ৩ মুখ দিয়ে দুই রকম কথা বের হয় এমন; সম্মুখে একভাবে এবং আড়ালে অন্যভাবে কথা বলে এমন (দুমুখো লোক)। দুমুঠা, দুমুঠো (বিশেষণ) ১ দুই মুষ্টি পরিমান (দুমুঠো চাল)। ২ কিঞ্চিৎ; সামান্য; অল্প পরিমাণ (দুমুঠো ভাত)। দুমেটে, দোমেটে (বিশেষণ) ১ দুবার মাটির প্রলেপ দেওয়া হয়েছে এমন (দোমেটে প্রতিমা)। ২ ((আলঙ্কারিক)) দ্বিতীয়বার সংস্কার করা হয়েছে এমন। দু-য়ানি ⇒ দুআনি। দুয়ের বা’র (বিশেষণ) অযোগ্য; কোনো কাজের উপযুক্ত নয় এমন। দুসন্ধ্যা ক্রিবিন দুবেলা; দিনে ও রাত্রে। দুসুতি, দুসুতী (বিশেষণ) ডবল সুতায় বোনা হয়েছে এমন (দুসুতি চাদর)। □ (বিশেষ্য) ডবল সুতায় বোনা কাপড় (তা দিয়ে তাঁরা ...... দোসুতিও বুনতে পারেন)। দুহাত এক করা (ক্রিয়া) ১ অঞ্জলি করা। ২ বিবাহ দেওয়া। দুহাত এক হওয়া (ক্রিয়া) বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। দুহাতিয়া, দোহাতিয়া, দুহাথিয়া দুহাত্তা (বিশেষণ) ১ দুই হাতওয়ালা। ২ দুই হাত দিয়া দেওয়া (দোহাতিয়া বাড়ি মারে হনুমানের বুকে-কৃত্তিবাস ওঝা; দোহাথিয়া ঠেঙ্গা পড়ে গৃহের উপরে-বৃদ)। {(তৎসম বা সংস্কৃত) দ্বি>}
- Bengali Word দু-পহর Bengali definition ⇒ দু
- Bengali Word দুঁদিয়া Bengali definition ⇒ দুদে
- Bengali Word দুঁদে, দুঁদিয়া Bengali definition [দুঁদে, দুঁদিয়া] (বিশেষণ) দুর্দান্ত; দুরন্ত; অসীম প্রতাপশালী (কোন দুঁদে জমিদার প্রজার নাশ করে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষ্য) ঝগড়াটে; কলহপ্রিয়; দুর্দান্ত। {(তৎসম বা সংস্কৃত) দুর্দম>}
- Bengali Word দুঁহ, দুঁহা, দুঁহুঁ, দুঁহু, দুহু, দোঁহা ((ব্রজবুলি)) Bengali definition [অনুরূপ] (সর্বনাম) উভয়; দুইজন; দুই (চার দুঁহু দোহা পানে-রবীন্দ্রনাথ ঠাকুর; সখী সুখে মুখে মুখে দুহু নিঃসঙ্গী-সত্যেন্দ্রনাথ দত্ত; শৈশব যৌবন দুঁহু মিলি গেল-বিদ্যাপতি)। দুঁহাকার ⇒ দোঁহা২। {(তৎসম বা সংস্কৃত) দ্বয়, দ্বৌ>}
- Bengali Word দুঃ Bengali definition [দুহ্, সন্ধির ক্ষেত্রে পরপদের প্রথম বর্ণের দ্বিত্ব উচ্চারণ, যথা-দুঃশাসন (দুশ্শাশোন] (অব্যয়) দুঃখ, অভাব, দুষ্ট, মন্দ, নিষেধ ইত্যাদিসূচক উপসর্গ। দুঃশাসন (বিশেষ্য) ১ কুশাসন। ২ পীড়নপূর্ণ শাসন। ⇒ (বিশেষণ) ১ শাসন করা কঠিন এমন; দুর্গম। ২ মহাভারতের দুর্যোধনের মধ্যম ভ্রাতা। দুঃশীল (বিশেষণ) দুশ্চরিত্র; কুস্বভাবযুক্ত; মন্দ স্বভাববিশিষ্ট। দুঃশ্রব (বিশেষণ) ১ অশ্রাব্য। ২ শুনলে দুঃখ হয় বা কষ্ট পেতে হয় এমন। ৩ ক্ষীণ আওয়াজ হেতু শুনতে পাওয়া কষ্টকর এমন। দুঃসময় (বিশেষ্য) ১ দুর্দিন; খারাপ সময়; দুঃখের সময়। □ (বিশেষণ) অসময়; অশুভ ক্ষণ। দুঃসহ (বিশেষণ) ১ অসহ্য; যা সহ্য করা কষ্টকর (গীতস্বরে দুঃসহ বিরহ-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ দুর্বিষহ। দুঃসাধ্য (বিশেষণ) ১ অত্যন্ত কষ্টে সম্ভব হতে পারে এমন; অসাধ্য (দুঃসাধ্য সংকল্প)। ২ কষ্টসাধ্য (তাহারই ভার সামলানো দুঃসাধ্য-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ দুরারোগ্য; অচিকিৎসা; অপ্রতিবিধেয় (দুঃসাধ্য ব্যাধি)। দুঃসাহস (বিশেষ্য) অত্যধিক সাহস; অনুচিত সাহস; অন্যায় সাহস। দুঃসাহসিক বিন ১ অধ্যধিক সাহসের প্রয়োজন এমন (দুঃসাহসিক কর্ম)। ২ দুঃসাহসের অধিকারী (দুসাহসিক নাবিক)। দুঃসাহসী (-সিন্) (বিশেষণ) ১ অত্যধিক বা অসম সাহস আছে এমন। □ (বিশেষ্য) অত্যধিক বা অসম সাহসের অধিকারী (পাল গিয়েছে ছিঁড়ে ওরে দুঃসাহসী-রবীন্দ্রনাথ ঠাকুর)। দুঃস্থ, দুস্থ, দুঃস্থিত, (বিশেষণ) ১ দুর্দশাগ্রস্ত; দুঃখ-কষ্টে কালাতিপাত করে এমন। ২ দুঃখার্ত; দুঃখ-পীড়িত। দুঃস্থিতি, দুস্থিতি বি। দুঃস্পর্শ, দুস্পর্শ (বিশেষ্য) যা স্পর্শ করা কঠিন বা কষ্টকর। দুস্মৃতি (বিশেষ্য) দুঃখময় স্মৃতি; বেদনাদায়ক স্মৃতি (একাকী সেই দুঃস্মৃতি জাগাইয়া রাখিয়াছে-রবীন্দ্রনাথ ঠাকুর)। দুঃস্বপ্ন (বিশেষ্য) ১ খারাপ স্বপ্ন; অমঙ্গলসূচক স্বপ্ন। ২ দুরাকাঙ্ক্ষা। {(তৎসম বা সংস্কৃত) দুস্>(পরপদের প্রথম বর্ণ শ, ষ, স হলে ‘স’ বিসর্গে পরিণত হয়, ক বা প হলে ‘স্’ ‘ষ্’-তে রূপান্তরিত হয়, এবং পরপদের প্রথম বর্ণটি স্বরবর্ণ, বর্গের তৃতীয় বা পঞ্চম বর্ণ বা য, র, ল, ব, হ হলে ‘স’ ‘র্’-তে রূপান্তরিত হয়, যথা-দুঃশীল, দুষ্কর, দুর্গম)}
- Bengali Word দুঃখ, দুখ, দুক্ষু Bengali definition [দুক্খো, দুখ্, দুক্খু] (বিশেষ্য) ১ কষ্ট; মনস্তাপ; মর্মপীড়া (দুঃখ-পাওয়া; আমাদের এমন দুক্ষু হয়েছিল রে লালু-কাজী আবদুল ওদুদ)। ২ খেদ; ক্ষোভ (দুঃখ করা)। ৩ বিপদ; দুর্দশা; সংকট (দুঃখে পড়া)। দুঃখকর, দুঃখজনক, দুঃখদ, দুঃখদায়ক, দুঃখদারী (-রিন্), দুঃপ্রদ (বিশেষণ) ক্লেশজনক; যন্ত্রণাদক; কষ্টকর। দুঃখদায়িনী (স্ত্রীলিঙ্গ)। দুঃধান্ধা (বিশেষ্য) কায়-ক্লেশ; কষ্টে জীবিকা অর্জন। দুঃখবাদ (বিশেষ্য) নৈরাশ্যবাদ; মানব-জীবন ও জগৎ দুঃখপূর্ণ-এই মতবাদ। দুঃখময় (বিশেষণ) দুঃখপূর্ণ; কষ্টে পূর্ণ। দুঃখহর, দুঃখহারী (-রিন্) (বিশেষণ) ১ কষ্ট দূরকারক; দুঃখ দূরকারী। ২ ঈশ্বর; আল্লাহ। দুঃখহরা, দুঃখহারিণী (স্ত্রীলিঙ্গ)। দুঃখান্ত (বিশেষ্য) দুঃখের শেষ; সংকট বা বিপদের অবসান (এতদিন পরে আবার দুঃখান্ত হইবে-বড়ু চণ্ডীদাস)। দুঃখার্ত (বিশেষণ) দুঃখে কাতর; দুঃখপীড়িত। দুঃখিত (বিশেষণ) ১ দুঃখপ্রাপ্ত। ২ ক্ষুণ্ন। ৩ বিষণ্ন; নিরানন্দ। দুঃখিতা (স্ত্রীলিঙ্গ)। দুঃখী (-খিন্), দুখী (বিশেষণ) ১ দুঃখ ভোগ করে এমন; দুঃখে পতিত। ২ দারিদ্র্য দশায় পতিত; গরিব; দুঃস্থ (এ গ্রামে কে বড় দুঃখী দেখহ ভাবিয়া-ভারতচন্দ্র রায়গুণাকর)। দুঃখিনী, দুখিনী (স্ত্রীলিঙ্গ)। দুঃখের দুঃখী (বিশেষণ) সমবেদনশীল; সমদুঃখী; সমব্যথী। দুঃখের সাগর (বিশেষ্য) অসীম দুঃখ; অশেষ দুঃখ-কষ্ট। {(তৎসম বা সংস্কৃত) দুস্+√খন্+অ(ড)}
- Bengali Word দুঅজ Bengali definition ⇒ দু
- Bengali Word দুই, দো, দু Bengali definition [দুই, দো, দু] (বিশেষ্য) ২ সংখ্যা। □ (বিশেষণ) ১ উভয় ব্যক্তি বা বস্তু (দুই কুলে কেউ নেই)। ২ ২ সংখ্যক। দুই-এক, দুয়েক (বিশেষণ) অল্প কয়েকটি; সামান্য। দুই-এর বার, দুয়ের বার-এটা ও ওটার বাইরে অর্থাৎ অযোগ্য; কোনো কাজের উপযুক্ত নয়। দুই/দু পায়ে দণ্ডবৎ ((ব্যঙ্গার্থ)) ক্ষমা প্রার্থনা; ঠাট্টা। {(তৎসম বা সংস্কৃত) দ্বি>}
- Bengali Word দুও Bengali definition ⇒ দুয়ো২
- Bengali Word দুকুরে Bengali definition [দুকুরে] (বিশেষ্য) ১ উভয় সংকটে পতিত ব্যভিচারী; যে ব্যভিচার করতে ইচ্ছুক অথচ লোকলজ্জাও আছে (ক্রমে দুরবস্থা দুকুরে লোচ্চার মত মুখে কাপড় দিয়ে লুকুলেন-কালীপ্রসন্ন সিংহ)। {(তৎসম বা সংস্কৃত) দু-কুলে>}
- Bengali Word দুকুল Bengali definition [দুকুল্] (বিশেষ্য) ১ রেশমের তৈরি বস্ত্র; রেশমি কাপড় (তাঁহার পরিহিত দুকূল ধরে আকর্ষণ করিয়া-প্রথম চৌধুরী )। ২ ক্ষৌমবস্ত্র; শণবস্ত্র; linen। ৩ ক্ষূক্ষ্মবস্ত্র; মিহি কাপড় (হলদে বিচিত্র লাল জনপদ-বধূর দুকুল-সুধীন্দ্রনাথ দত্ত)। ৪ শুভ্রবস্ত্র; সাদা কাপড় (বাহিরিলা দোঁহে দুকূল বসনা-মাইকেল মধুষূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) √দু+(ক্আগম)ঊল (ঊলচ্)}
- Bengali Word দুকূল ২ Bengali definition ⇒ দু
- Bengali Word দুক্ষু Bengali definition ⇒ দুঃখ
- Bengali Word দুখ, দুখী, দুখিনী Bengali definition ⇒ দুঃখ
- Bengali Word দুগুণ Bengali definition [দুগুন্] (বিশেষ্য) দ্বিখণ্ড (ভুবন দুগুণ করি তাহাতে তপন পুরি-সৈয়দ আলাওল)। ২ দ্বিগুণ; ডবল। {(তৎসম বা সংস্কৃত) দ্বি+গুণ>}