দ পৃষ্ঠা ২১
- Bengali Word দিয়ার, দিয়াড়া Bengali definition [দিয়ার্, দিয়াড়া] (বিশেষ্য) নদীর চড়া। {(তৎসম বা সংস্কৃত) দ্বীপ>}
- Bengali Word দিয়ালা, দিয়ালা করা Bengali definition ⇒ দেয়ালা
- Bengali Word দিয়ালি, দিয়ালী Bengali definition ⇒ দেওয়ালি
- Bengali Word দিয়াশলাই, দেশলাই Bengali definition [দিয়াশ্লাই, দেশ্লাই] (বিশেষ্য) মাথায় বারুদ দেওয়া আগুন জ্বালাবার কাঠি ও তার আধারবাক্স; matches (ট্যাক থেকে বিড়ি আর দেশলাই বার করলে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) দীপশলাকা>}
- Bengali Word দিয়ে Bengali definition ⇒ দিয়া
- Bengali Word দিয়ড়ি Bengali definition [দিয়ড়ি] (বিশেষ্য) ১ দীপাবলি; প্রদীপ (চৌদিগে দিয়ড়ি, বেগে-কবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) দীপাবলি> দীপালী> দিপলি>}
- Bengali Word দী, দীয়া, দীহি Bengali definition (বিশেষ্য) ১ গ্রাম। ২ দ্বীপ। {(ফারসি) ডিহ বা দীহ>(গ্রাম; দীঘি>}
- Bengali Word দীওয়ানা Bengali definition ⇒ দেওয়ানা
- Bengali Word দীক্ষক Bengali definition [দিক্খক্] (বিশেষ্য) ১ দীক্ষাদাতা; দীক্ষাগুরু। ২ শিক্ষক; ওস্তাদ। {(তৎসম বা সংস্কৃত) √দীক্ষ্+অক(ণ্বুল্)}
- Bengali Word দীক্ষণীয় Bengali definition [দিক্খোনিয়ো] (বিশেষণ) দীক্ষা দান করা চলে এমন; দীক্ষার যোগ্য। ২ দীক্ষা দানের পাত্র। {(তৎসম বা সংস্কৃত) √দীক্ষ্+অনয়ি (অনীয়র্)}
- Bengali Word দীক্ষা Bengali definition [দিক্খা] (বিশেষ্য) ১ ধর্মোপদেশ; মন্ত্রোপদেশ; তত্ত্বশিক্ষা; ধর্মাদর্শ। ২ তত্ত্বজ্ঞান লাভের জন্য মন্ত্রদান; বয়াত (বৈষ্ণব ধর্মে দীক্ষা)। ৩ কোনো বিশেষ সংকল্পসাধনে প্রেরণাদান বা নিযুক্তি (স্বাধীনতার মন্ত্রে দীক্ষা)। ৪ উপদেশ; শিক্ষা; সংস্কার। ৫ প্রবর্তনা; প্রবৃত্তি সংস্কার। দীক্ষাগুরু (বিশেষ্য) দীক্ষাদাতা; মন্ত্রদাতা; যাঁর নিকট থেকে মন্ত্রোপদেশ গ্রহণ করা হয়। দীক্ষার্থী (বিশেষ্য) যে ব্যক্তি দীক্ষা গ্রহণে ইচ্ছুক; মন্ত্রোপদেশ গ্রহণকারী (দীক্ষার্থী ষোলটি ভীষন শপথ গ্রহণ করে-রাজশেখর বসু (পরশু))। দীক্ষিত (বিশেষণ) ১ এক ধর্ম ত্যাগ করে ভিন্নধর্ম গ্রহণকারী (ইসলাম ধর্মে দীক্ষিত)। ২ দীক্ষা বা মন্ত্রোপদেশ পেয়েছে এমন; ব্রত যজ্ঞ বা কোনো বিষয়ে গুরুর উপদেশপ্রাপ্ত। {(তৎসম বা সংস্কৃত) √দীক্ষ্+অ+আ(টাপ্)}
- Bengali Word দীগর Bengali definition ⇒ দিগর
- Bengali Word দীঘ, দিঘ (-প্রাচীন বাংলা) Bengali definition [দিঘ] (বিশেষ্য) ১ দৈর্ঘ্য; লম্বা দিকের মাপ (আড়ে দীঘে)। □ (বিশেষণ) দীর্ঘ; লম্ব। {(তৎসম বা সংস্কৃত) দীর্ঘ>}
- Bengali Word দীঘল Bengali definition ⇒ দিঘল
- Bengali Word দীঘি Bengali definition ⇒ দিঘি
- Bengali Word দীঠ, দীঠে Bengali definition ⇒ দিঠি
- Bengali Word দীদিবি Bengali definition (বিশেষণ) দীপ্তিসম্পদ (দীদিবি রবি যে দ্বিতীয়-মাইকেল মধুষূদন দত্ত)।
- Bengali Word দীধিতি Bengali definition [দিধিতি] (বিশেষ্য) ১ আলোক; রশ্মি; কিরণ; দীপ্তি। ২ ন্যায়দর্শনবিষয়ক সংস্কৃত গ্রন্থ। {(তৎসম বা সংস্কৃত) √দীধী+তি(ক্তি)}
- Bengali Word দীন ১ Bengali definition [দিন্/দিনো] (বিশেষণ) ১ দরিদ্র; গরিব; অভাবগ্রস্ত; নিঃসম্বল। ২ করুণ; কাতর (অমন দীন নয়নে তুমি চেয়ো না-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ হীন; নীচ; অনুদার (দীনাত্মা)। ৪ ভীরু (দূর হতে কি শুনিস মৃত্যুর গর্জন; ওরে দীন; ওরে উদাসীন-রবীন্দ্রনাথ ঠাকুর)। দীনা (স্ত্রীলিঙ্গ)। দীনতা, দৈন্য (বিশেষ্য) ১ দারিদ্র্য; নির্ধনতা; দীনের ভাব; হীনতা। ২ অভাব (বৃদ্ধির দীনতা বা দৈন্য)। দীন বিণ। দীননাথ, দীনবন্ধু, দীনশরণ (বিশেষণ) দরিদ্রের আশ্রয়দাতা। □ (বিশেষ্য) আল্লাহ; পরমেশ্বর। দীনভাবাপন্ন (বিশেষণ) অতিশয় কাতর; দুঃখিতচিত্ত (লক্ষ্মণ নিতান্ত দীনভাবাপন্ন মনে অযোধ্যায় প্রবেশ করিলেন-বিদ্যাপতি)। দীনহীন (বিশেষণ) অত্যন্ত গরিব বা দুঃখী; অতিশয় নিঃস্ব। {(তৎসম বা সংস্কৃত) √দী+ত(ক্ত)}
- Bengali Word দীন ২, দীন আখেরী, দীনদার, দীনদুনিয়া, দীনদুনিয়ার মালিক, দীন-পানা Bengali definition ⇒ দিন২
- Bengali Word দীনার Bengali definition ⇒ দিনার
- Bengali Word দীনি, দীনি-ইলম, দীনী Bengali definition ⇒ দিন২
- Bengali Word দীনেশ Bengali definition [দিনেশ্] (বিশেষ্য) দীনের অর্থাৎ দরিদ্রের আশ্রয় যিনি; ঈশ্বর। {(তৎসম বা সংস্কৃত) দীন+ঈশ;(তৎপুরুষ সমাস)}
- Bengali Word দীপ Bengali definition [দিপ্] (বিশেষ্য) প্রদীপ; বাতি; আলোকধার। দীপদান (বিশেষ্য) দীপাধার; পিলসুজ। দীপ-নেভা (বিশেষণ) শোভাহীন; দীপ্তিহীন; ম্লান-গৌরব (অভিভত ধরণীর দীপ-নেভা তোরণ দুয়ারে-রবীন্দ্রনাথ ঠাকুর)। দীপপুঞ্জ, দীপমালা (বিশেষ্য) দীপাবলি; প্রদীপসমূহ; প্রদীপের শ্রেণি। দীপবর্তিকা (বিশেষ্য) সলিতা; সলতে; দীপের বাতি। দীপশলাকা (বিশেষ্য) দিয়াশলাই; দিয়াশলাইয়ের কাঠি। দীপশিখা (বিশেষ্য) দীপের শিষ; প্রদীপের জ্বলন্ত অগ্রভাগ; flame। {(তৎসম বা সংস্কৃত) √দীপ্+অ(ক)}
- Bengali Word দীপক Bengali definition [দিপক্] (বিশেষণ) ১ ঔজ্জ্বল্যকারক; দীপ্তিদায়ক। ২ প্রজ্বালক; দাহক (দীপক যে তাকে জ্বালাবেই-কাজী নজরুল ইসলাম)। ৩ উত্তেজক; উত্তেজনাকারী; বিবর্ধক; উদ্দীপক। ৪ যে বা যা প্রকাশ করে; প্রকাশক। □ (বিশেষ্য) ১ প্রদীপ (কুলদীপক)। ২ সঙ্গীতের একটি রাগ (দুপুরে সে ধরেছিল দীপক তান-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) √দীপ্+ণিচ্+অক(ণ্বুল্)}
- Bengali Word দীপতি Bengali definition [দিপোতি] ((পদ্যে ব্যবহৃত)) (বিশেষ্য) দীপ্তি (দেহ দীপতি গেল-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) দীপ্তি>}
- Bengali Word দীপন Bengali definition [দিপোন্] (বিশেষ্য) ১ আলোকিত করণ; দীপ্তিসাধন। ২ প্রজ্বলন। ৩ উত্তেজন; উদ্দীপন। ৪ প্রকাশন। ৫ শোভন; শোভাকরণ। □ (বিশেষণ) দীপক; প্রজ্বালক; উত্তেজক; প্রকাশক (রক্তদীপন প্রাণের আভায় রঙিন করা-রবীন্দ্রনাথ ঠাকুর)। দীপনীয় (বিশেষণ) ১ দীপনযোগ্য। ২ (বিশেষণ) যা উজ্জ্বল বা দীপ্ত করতে হইবে। {(তৎসম বা সংস্কৃত) √দীপ্+অন(ল্যুট্)}
- Bengali Word দীপনা Bengali definition [দিপনা] (বিশেষ্য) উদ্দীপনা ও উত্তেজনা (শুনিয়া জাগুক সুপ্তপ্রাণ চির নিদ্রিত দীপনা-ইসমাইল হোসেন শিরাজী)। {(তৎসম বা সংস্কৃত) দীপন>}
- Bengali Word দীপা Bengali definition [দিপা] (ক্রিয়া) জ্বালানো। দীপিছে (ক্রিয়া) জ্বলছে (দীপিছে প্রদীপ-মাইকেল মধুষূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) √দীপ্+আ (নামধাতু)}
- Bengali Word দীপাগার Bengali definition [দিপাগার্] (বিশেষ্য) আলোকগৃহ; যে উচ্চ গৃহ থেকে জাহাজ প্রভৃতিকে আলোক প্রদর্শিত হয়; light house। {(তৎসম বা সংস্কৃত) দীপ+আগার; ৬(তৎপুরুষ সমাস)}