দ পৃষ্ঠা ২৩
- Bengali Word দুগ্ধ Bengali definition [দুগ্ধো] (বিশেষ্য) ১ দুধ; মাতৃদুগ্ধ; স্তন্য; পয়ঃ; ক্ষীর। দুগ্ধধবল (বিশেষ্য) দুধের মতো সাদা। দুগ্ধপোষ্য (বিশেষণ) স্তন্যপায়ী; যাকে কেবল দুধ খাইয়ে পালন করতে হয় (দুগ্ধপোষ্য শিশু)। দুগ্ধফেননিভ (বিশেষণ) দুধের ফেনার মতো সাদা ও কোমল (হৃদিশয্যাতল শুভ্র দুগ্ধফেননিভ-রবীন্দ্রনাথ ঠাকুর)। দুগ্ধবতী (বিশেষণ) দুধাল; পয়স্বিনী; দুগ্ধ দান করে এমন। দুগ্ধ-মুখ (বিশেষ্য) কচি; অতিশয় কোমল (দুগ্ধ-মুখ শিশুগণ ধরে হস্তে গলে-কালীপ্রসন্ন সিংহ)। {(তৎসম বা সংস্কৃত) √দুহ্+ত(ক্ত)}
- Bengali Word দুণ্ডুক Bengali definition [দুন্ডুক] (বিশেষণ) ১ দুষ্ট; দুর্জন। ২ খল; কুটিল। ৩ ষড়যন্ত্রকারী; কুচক্রী। {(তৎসম বা সংস্কৃত) দুণ্ডুক}
- Bengali Word দুণ্ডুক ২ Bengali definition [দুন্ডুভ্] (বিশেষ্য) ডুণ্ডুভ; নির্বিষ ঢোঁড়াসাপ। {(তৎসম বা সংস্কৃত) দুণ্ডুক}
- Bengali Word দুতর (-প্রাচীন বাংলা) Bengali definition [দুতর্] (বিশেষণ) দুস্তর; পার (বা উত্তীর্ণ) হওয়া কঠিন। {(তৎসম বা সংস্কৃত) স্তর>}
- Bengali Word দুত্তরি, দুত্তরি Bengali definition [দুত্তোরি] (অব্যয়) ধ্যাৎ; দূর হোক (ঐ গহন বনের পথটি ঘুরে আসছে দূরে কচিপাতা দুত্তরি-কাজী নজরুল ইসলাম)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word দুত্তোর Bengali definition ⇒ ধুত্তোর
- Bengali Word দুদ্দাড় Bengali definition ⇒ দুড় দুড়
- Bengali Word দুধ Bengali definition [দুধ] (বিশেষ্য) ১ দুগ্ধ; স্তনক্ষীর (কনক কলস পর দুধক ধার-বিদ্যাপতি)। ২ দুধের মতো তরল পদার্থ; সাদা রস বা নির্যাস (নারকেলের দুধ)। দুধ কলা দিয়ে সাপ বা কালসাপ পোষা (ক্রিয়া) যে মারাত্মক ক্ষতি সাধন করবে অজ্ঞতাবশত সেই শত্রুকেই সযত্নে পালন করা। দুধ কুসুম্ভ (বিশেষ্য) দুধে গোলা রস বা নির্যাস (দুধকুসুম্ভায় আজি হয়েছে বাসনা-ভারতচন্দ্র রায়গুণাকর)। দুধ-ঘির শ্রাদ্ধ করা (বিশেষ্য) ১ প্রচুর দুধ ঘি খাওয়া। ২ প্রচুর দুধ ঘি নষ্ট করা। দুধ ছেঁড়া, দুধ কাটা, দুধ ছানা হওয়া (ক্রিয়া) অম্লাদির যোগে বা আবহাওয়ার জন্য দুধ বিকৃত হওয়া। দুধ তোলা (ক্রিয়া) দুধ পানের পরেই শিশুর দুগ্ধ বমন করা। দুধদাঁত, দুধে-দাঁত (বিশেষ্য) দুগ্ধপোষ্য শিশুর প্রথম ওঠা দাঁত, যা ছয় সাত বৎসর বয়সে পড়ে গিয়ে অন্য দাঁত ওঠে। দুধ নামা, দুধ ভর করা (ক্রিয়া) স্তনে দুধের সঞ্চার হওয়া। দুধবিয়ানি (বিশেষণ) দুগ্ধবতী (ঘরে আছে দুধ বিয়ানী দশ গোট গাই-ময়মনসিংহ গীতিকা)। দুধভাই একই মাতার স্তন্যপানজনিত যে ভাই সম্পর্ক (অপর স্তনটি তাঁহার দুধ ভাই হালিমার আপন শিশুপুত্রের জন্য-গোলাম মোস্তফা)। দুধ ভাতে থাকা, দুধে ভাতে থাকা ((আলঙ্কারিক)) (ক্রিয়া) সচ্ছল অবস্থায় বা প্রাচুর্যের মধ্যে জীবন যাপন করা (আমার সন্তান যেন থাকে দুধে ভাতে-ভারতচন্দ্র রায়গুণাকর)। দুধ মেরে ক্ষীর (বিশেষ্য) সার অংশ। দুধে আলতা রং (বিশেষ্য) দুধ এবং আলতার মিশ্রণে যে রক্তাভ গৌর বর্ণের উৎপত্তি হয় (দুধে আলতা রং যেন সোনার অঙ্গ ছেয়ে-কাজী নজরুল ইসলাম)। দুধে গোরুর চোনা-সামান্য ত্রুটি বা নিকৃষ্ট বস্তুর জন্য মূল্যবান বস্তু নষ্ট হওয়া। দুধে জলে মেশা ১ বেমালুম মিশে যাওয়া। ২ অভিন্ন ভাব। দুধের ছেলে (বিশেষ্য) কচি ছেলে; দুদ্ধপোষ্য শিশু। দুধের স্বাদ ঘোলে মেটানো (ক্রিয়া) উৎকৃষ্ট জিনিসের অভাবে নিকৃষ্ট জিনিসে সন্তুষ্ট থাকা। দুধেল, দুধাল, দুধালী, দুধুলি, দুধুল (বিশেষণ) দুগ্ধবতী; বেশি দুধ হয় এমন (ইহাদের ঘরে বালি নাই ওদের গোয়ালে দুধাল গাই-কাজী নজরুল ইসলাম; হেমন্তের দুধাল ময়দান-আর; দুধুলি গাই বিকিয়ে গেছে-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) দুগ্ধ>}
- Bengali Word দুধারি, দোধারী Bengali definition [দুধারি, দোধারি] (বিশেষণ) দুই দিকে ধারযুক্ত; দুই পার্শ্বস্থ। {(তৎসম বা সংস্কৃত) দ্বি+(বাংলা) ধার+ই, ঈ (-প্রাচীন বাংলা)}
- Bengali Word দুধি আকন Bengali definition [দুধি আকন্] (বিশেষ্য) শ্বেত আকন্দ গাছ। {(তৎসম বা সংস্কৃত) দুধ+বা, ই; (তৎসম বা সংস্কৃত) অর্কমন্দার>আকন্দ>}
- Bengali Word দুন, দুনা Bengali definition ⇒ দু
- Bengali Word দুনি, দুনী Bengali definition [দুনি] (বিশেষ্য) ডোঙ্গা; ক্ষেতে জল সেচনের পাত্রবিশেষ। ২ পুকুর বা নদী থেকে জল তোলার যন্ত্র। {(তৎসম বা সংস্কৃত) দ্রোণী>}
- Bengali Word দুনিয়া Bengali definition [দুনিয়া] (বিশেষ্য) ধরা; ধরিত্রী; পৃথিবী; জগৎ; বিশ্ব। দুনিয়াদার বিন ১ সংসারী; সাংসারিক; বিষয়বুদ্ধিসম্পন্ন। ২ স্বার্থপরায়ণ; নিজের লাভ-ক্ষতির ব্যাপারে বিশেষ সচেতন (শোনার মালিক দুনিয়াদার-সুকান্ত ভট্টাচার্য)। দুনিয়াদারি, দুনিয়াদারী (বিশেষ্য) ১ সংসার বিষয়ক অভিজ্ঞতা; সাংসারিক জ্ঞান। ২ সংসারধর্ম; পরিবার প্রতিপালন (দুনিয়ার কারবার দেখে আর দুনিয়াদারী কর্তে ইচ্ছা হয় না-মীর মশাররফ হোসেন)। ৩ বিষয়বুদ্ধি; স্বার্থপরতা। দুনিয়াবি (বিশেষণ) সাংসারিক; পার্থিব (আমি গরীব কথায় দুনিয়াবী গোরবৎ বুঝাই নাই-আবুল মনসুর আহমদ)। {(ফারসি) দুনিয়া}
- Bengali Word দুনু Bengali definition ⇒ দু
- Bengali Word দুনু-মনু, দোনোমনা Bengali definition [দুনুমোনু, দোনোমনা] (বিশেষ্য) ইতস্তত; দ্বিধা সংকোচ (দুনুমনু করে তুফানি .....-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {দোমনা>}
- Bengali Word দুনো Bengali definition ⇒ দু
- Bengali Word দুন্দুভি Bengali definition [দুন্দুভি] (বিশেষ্য) ঢাক; নাকারা; দামামা জাতীয় প্রাচীন রণবাদ্য (আর কি মাতে না হিয়া দুন্দুভির রবে!-কায়কোবাদ)। {(তৎসম বা সংস্কৃত) দুন্দু+√উভ্+ই(কি))}
- Bengali Word দুন্ধুমার, দুন্দুমার Bengali definition [দুন্ধুমার, দুন্দুমার] (বিশেষ্য) বাড়ির ধোঁয়া; গৃহধুম। □ (বিশেষণ) ধুন্ধুমার; বিশৃঙ্খলা ও গোলযোগপূর্ণ; ভয়ঙ্কর; বিষম। {(তৎসম বা সংস্কৃত) ধূমান্ধ>}
- Bengali Word দুপ Bengali definition [দুপ্] (অব্যয়) কোনো কিছু পতনের শব্দ; পদশব্দ; ধূপ এইরূপ শব্দ। দুপদাপ (অব্যয়) ১ ক্রমাগত দুপ শব্দ। ২ ভারী পদশব্দ। দুপদুপ (অব্যয়) অপেক্ষাকৃত দ্রুত কিন্তু লঘু পদশব্দ। {ধ্বন্যাত্মক}
- Bengali Word দুপর Bengali definition ⇒ দুপুর
- Bengali Word দুপাক Bengali definition ⇒ দু
- Bengali Word দুপাখা Bengali definition [দুপাখা] (বিশেষণ) দুই চুলাযুক্ত উনুন; রান্নার সুবিধার জন্য যে উনুনে কাষ্ঠ প্রবেশের পথ একটি কিন্তু তাপ বহির্গমনের পথ দুটি। {(তৎসম বা সংস্কৃত) দ্বি+পক্ষ>}
- Bengali Word দুপাটা, দুপাটা Bengali definition ⇒ দো
- Bengali Word দুপাটি, দোপাটি Bengali definition [দুপাটি, দোপাটি] (বিশেষ্য) ফুলের গাছ। {(তৎসম বা সংস্কৃত) দ্বি+পট্ট>}
- Bengali Word দুপুর Bengali definition [দুপুর] (বিশেষ্য) ১ দ্বি-প্রহর; মধ্যাহ্ন; বেলা বারোটার পর দুইটা পর্যন্ত সময়। ২ মধ্যরাত্র; গভীর রাত্রি; রাত্রি বারোটা থেকে দুইটা পর্যন্ত সময় (গড়ান দুপুর বেলা তৃষ্ণায় শুকাল গলা-কবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) দ্বিপ্রহর>}
- Bengali Word দুপেয়ে, দুফলা, দুফাল Bengali definition ⇒ দো
- Bengali Word দুপ্ Bengali definition ⇒ দুপ
- Bengali Word দুবরি, দুবরী, দুবর ((ব্রজবুলি)) Bengali definition [দুবোরি, দুবরি, দুবর্] (বিশেষ্য) দুর্বলা। □ (বিশেষণ) ক্ষীণা; কৃশা (জরে গা দুবর ব্যারাম-দীনবন্ধু মিত্র; তুয়া গুণে সুন্দরী অতি ভেল দুবরি-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) দুর্বল>}
- Bengali Word দুবলা ১ (-প্রাচীন বাংলা) Bengali definition [দুব্লা] (বিশেষ্য) দূর্বাঘাস (সরিষাতে সরু দুবলাতে হীন-মাণিকরাজার গান। {(তৎসম বা সংস্কৃত) দূর্বা>}
- Bengali Word দুবলা ২ Bengali definition [দুব্লা] (বিশেষণ) ১ দুর্বল। ২ কৃশ; পাতলা। {(তৎসম বা সংস্কৃত) দুর্বল+আ(টাপ্)}