Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word দণ্ডাঘাত Bengali definition [দন্‌ডাঘাত] (বিশেষ্য) লাঠির দ্বারা আঘাত; লাঠি দিয়ে প্রহার। {(তৎসম বা সংস্কৃত) দণ্ড+আঘাত; ৬(তৎপুরুষ সমাস)}
  • Bengali Word দণ্ডাদণ্ডি Bengali definition [দন্‌ডাদোন্‌ডি] (বিশেষ্য) লাঠালাঠি; পরস্পর যষ্টির সাহায্যে লড়াই। {(তৎসম বা সংস্কৃত) দণ্ড+দণ্ড+ই; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word দণ্ডার Bengali definition [দণ্ডার্‌] (বিশেষ্য) ১ বন্য হস্তী। ২ ক্ষেপা হাতি। ৩ কুম্ভকারের চাক। {(তৎসম বা সংস্কৃত) দণ্ডার}
  • Bengali Word দণ্ডার্হ Bengali definition ⇒ দণ্ডনীয়
  • Bengali Word দণ্ডায়মান Bengali definition [দন্‌ডায়োমান্‌] (বিশেষণ) দণ্ডের মতো খাড়া; দাঁড়িয়ে আছে এরূপ; খাড়া। {(তৎসম বা সংস্কৃত) √দণ্ডায়+মান(শানচ্‌)}
  • Bengali Word দণ্ডি Bengali definition [দোন্‌ডি] (বিশেষ্য) দণ্ড অর্থাৎ চারহস্ত পরিমিত গ্রন্থিবদ্ধ সুতা; যজ্ঞসূত্র; পৈতা; উপবীত। {(তৎসম বা সংস্কৃত) দণ্ড>+(বাংলা) ই}
  • Bengali Word দণ্ডিত Bengali definition [দোন্‌ডিতো] (বিশেষণ) সাজাপ্রাপ্ত; শাসিত। {(তৎসম বা সংস্কৃত) √দণ্ড্‌+ত(ক্ত)}
  • Bengali Word দণ্ডী (-ণ্ডিন্‌) Bengali definition [দোন্‌ডি] (বিশেষণ) দণ্ডধারী। □ (বিশেষ্য) ১ রাজা; শাসক। ২ দণ্ডধারী সন্ন্যাসী। ৩ যম। ৪ ‘দশকুমার চরিত’ নামের সংস্কৃত গ্রন্থের লেখক। {(তৎসম বা সংস্কৃত) দণ্ড+ইন্‌(ইনি)}
  • Bengali Word দণ্ডে দণ্ডে, দণ্ড্য Bengali definition ⇒ দণ্ড
  • Bengali Word দণ্ড্য Bengali definition [দোন্‌ডো] (বিশেষণ) দণ্ডার্হ; দণ্ডের যোগ্য; দণ্ডনীয়। {(তৎসম বা সংস্কৃত) √দণ্ড্‌+য(যৎ)}
  • Bengali Word দত্ত Bengali definition [দত্‌তো] (বিশেষণ) অর্পিত; দানকৃত; দেওয়া হয়েছে এমন; অন্যের দ্বারা প্রদত্ত। □ (বিশেষ্য) হিন্দু কায়স্থ জাতির উপাধিবিশেষ (দত্ত কুলোদ্ভব-মাইকেল মধুষূদন দত্ত)। দত্তক, দত্তকপুত্র (বিশেষ্য) পোষ্যপুত্র; হিন্দু সমাজে শাস্ত্রানুষ্ঠান দ্বারা গৃহীত পোষ্যপুত্র। দত্তহারী (-রিন্‌), (বিশেষণ) দানকৃত বস্তু পুনরায় ফেরত নেয় এমন; প্রদত্ত বস্তুর পুনগ্রহণকারী; জোর করে দানকৃত বস্তু কেড়ে নেয় এমন (এখন কি বুদ্ধি করি, দত্তাপহারী হতে হল-অবনীন্দ্রনাথ ঠাকুর)। দত্তা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। অর্পিতা। ২ যে কন্যাকে বিবাহের উদ্দেশ্যে সম্প্রদান করা হয়েছে (বাগ্‌দত্তা)। দত্তাত্রেয় (বিশেষ্য) হিন্দুপুরাণোক্ত মুনিবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) √দা+ত(ক্ত)}
  • Bengali Word দদ্রু, দদ্রূ Bengali definition [দোদ্‌রু] (বিশেষ্য) এক প্রকার চর্মরোগ; দাদ। দদ্রুঘ্ন (বিশেষণ) দাদ নামক চর্মরোগ নাশকারী (ঔষধ)। {(তৎসম বা সংস্কৃত) √দদ্‌+রু}
  • Bengali Word দধি, দই, দহি, দৈ Bengali definition [দোধি, দোই, দোহি, দোই] (বিশেষ্য) টক দিয়ে জমানো দুধ; দুধের বিকারবিশেষ (দন্ত-হীরা-পাতি কিবা দধি সুতাসুত-সৈয়দ আলাওল; এখন একেবারে চিঁড়ে দই-দ্বিজেন্দ্রলাল রায়)। দধিকর্ম (বিশেষ্য) হিন্দুদের দধি-সংস্কারঘটিত শাস্ত্রীয় ক্রিয়া। দধিছাতু (বিশেষ্য) জমিদারি আমলে প্রজাদের উপর আমলাদের ধার্যকৃত এক ধরনের আবওয়াব বা বিধিবহির্ভূত কর। দধিবামন (বিশেষ্য) দুইচক্র চিহ্নিত শালগ্রাম-শিলা। দধিমঙ্গল (বিশেষ্য) হিন্দুদের বিবাহাদি উৎসবে মঙ্গলাচার বিশেষ। দধিমন্থন (বিশেষ্য) দই ঘেঁটে ননি বের করে ঘোল উৎপাদন। দধিমাঙ্গলিক (বিশেষণ) দধি মেশানো এবং হলুদ জল গোলা পঙ্ক দিয়ে হিন্দু সমাজের লৌকিক অনুষ্ঠান বিশেষ। দধিমুখ (বিশেষ্য) রামায়ণোক্ত শ্বেতমুখ বানরবিশেষ। দধিসার (বিশেষ্য) মাখন; ননি। {(তৎসম বা সংস্কৃত) √দধ্‌+ই(ইন্‌)>(প্রাকৃত) দহি>দই, দৈ}
  • Bengali Word দধীচ, দধীচি Bengali definition [দোধিচ্‌, দোধিচি] (বিশেষ্য) ১ পুরাণোক্ত মুনিবিশেষ যাঁর অস্থি দ্বারা বজ্র নির্মাণ করা হয়েছিল। ২ ((আলঙ্কারিক)) বিশ্বের কল্যাণে দেহদানকারী মহাপুরুষ। {(তৎসম বা সংস্কৃত) √দধ্‌+ইচি; ঋগ্বেদ, দধ্যচ্‌}
  • Bengali Word দধ্যম্ল Bengali definition [দোধ্‌ধম্‌ম্লো] (বিশেষ্য) দম্বল; দই প্রস্তুত করার জন্য অম্লরস বা সাঁজা। {(তৎসম বা সংস্কৃত) দধি+অম্ল; (কর্মধারয় সমাস)}
  • Bengali Word দন Bengali definition [দন্‌] (বিশেষ্য) যুদ্ধ; দ্বন্দ্ব; রণ (সেই না কারণে সদা তাইর কেবল দন-ময়মনসিংহ গীতিকা)। {(তৎসম বা সংস্কৃত) দ্বন্দ্ব>}
  • Bengali Word দনা, দোনা Bengali definition [দোনা] (বিশেষ্য) সুগন্ধি ফুলবিশেষ; দ্রোণ পুষ্প; দণ্ডকলস ফুল (সুগন্ধি মল্লিকা দনা কিনয়ে সকল জনা-কবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তী)। দনার ছাট (বিশেষ্য) দমনক বা দনা গাছের ছড়ি (দনার ছাট খুঞাবাস রাখ বাস ঘরে-কবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) দমনক>}
  • Bengali Word দনু Bengali definition [দোনু] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) হিন্দু পুরাণে বর্ণিত দক্ষ প্রজাপতির কন্যা; কশ্যপের স্ত্রী ও দানবগণের জননী (দনু দিতি অদিতির আপন মার পেটের বোন আমি-সত্যেন্দ্রনাথ দত্ত); একটি দৈত্যের নাম। দনুজ (বিশেষ্য) দানব; দৈত্য; অসুর (দনুজ দলে দ’লতে দাদা এমনি দামাল কামাল চাই-কাজী নজরুল ইসলাম)। দনুজা (স্ত্রীলিঙ্গ)। দনুজদলনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) হিন্দু বিশ্বাস অনুসারে অসুর বধকারিণী দুর্গাদেবী। {(তৎসম বা সংস্কৃত) দনু}
  • Bengali Word দন্ত Bengali definition [দন্‌তো] (বিশেষ্য) দাঁত; দশন। দন্তকাষ্ঠ (বিশেষ্য) দাঁতন। দন্তচ্ছদ (বিশেষ্য) ওষ্ঠাধর; ঠোঁট। দন্তধাবন, দন্তমঞ্জন (বিশেষ্য) ১ দাঁত ধৌতকরণ; দাঁতের মাজন; দাঁতন। ২ দাঁত মাজা; দাঁত পরিষ্কারকরণ। দন্তপঙ্‌ক্তি, দন্তপংক্তি (বিশেষণ) দাঁতের পাঁতি; দন্তশ্রেণি। দন্তপুষ্প (বিশেষ্য) কুন্দ; কুঁদফুল। দন্তবিকাশ (বিশেষ্য) ১ দাঁত দেখানো; দন্ত প্রদর্শন। ২ দাঁত খিঁচুনি। ৩ ((ব্যঙ্গার্থ)) হাসাহাসি। দন্তবেষ্ট, দন্তমাংস (বিশেষ্য) দাঁতের মাঢ়ি; যাতে দাঁত উদ্‌গত হয়। দন্তমূল (বিশেষ্য) দাঁতের গোড়া। দন্তমূলীয় (বিশেষণ) ১ দন্তমূল সম্পর্কীয়। ২ দাঁতের গোড়া থেকে উচ্চারিত বর্ণ, ত-বর্গ ল ও স। দন্তরুচি (বিশেষ্য) দন্তপঙ্‌ক্তির সৌন্দর্য বা শুভ্রতা। দন্তরুচিকৌমুদী (বিশেষ্য) বিকশিত দাঁতের শুভ্রতা; হাসার সময়ে সুন্দর সাদা দাঁতের শোভা। দন্তশর্করা (বিশেষ্য) দন্তমূলজাত বেলে পাথরের মতো বস্তু, যা তুলে ফেলা সম্ভব; দাঁতের পাথরি। দন্তশূল (বিশেষ্য) দাঁতের বেদনা; দাঁত কনকনানি। দন্তস্ফুট (বিশেষ্য) ১ দাঁত বসানো; কামড়। ২ ((আলঙ্কারিক)) কঠিন বিষয় উপলব্ধি; বোঝা; দুরূহ বিষয়ে প্রবেশ লাভ (ঝুনোর বেলায় বড় কঠিন। দন্তস্ফুট করে কার সাধ্য-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) √দম্‌+ত(তন্‌)}
  • Bengali Word দন্তক Bengali definition [দন্‌তক্‌] (বিশেষ্য) ১ কোনো বস্তু তুলে রাখার জন্য দেয়ালের গায়ে পোঁতা গোঁজ। ২ নাগদন্ত। {(তৎসম বা সংস্কৃত) দন্ত+ক(কন্‌)}
  • Bengali Word দন্তাদন্তি Bengali definition [দন্‌তাদোন্‌তি] (বিশেষ্য) কামড়াকামড়ি; দন্তে দন্তে দংশন দ্বারা যে যুদ্ধ। {(তৎসম বা সংস্কৃত) দন্ত+দন্ত+ই(ইচ্‌); (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word দন্তাবল Bengali definition [দন্‌তাবল্‌] (বিশেষ্য) হাতি। {(তৎসম বা সংস্কৃত) দন্ত+বল(বলচ্‌)}
  • Bengali Word দন্তাল, দন্তিল Bengali definition [দন্‌তাল্‌, দোন্‌তিল্‌] (বিশেষণ) দাঁতাল (দণ্ডিত হাসি হাসতে-সুধীন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) দন্ত+(বাংলা) আল/ইল}
  • Bengali Word দন্তালিকা Bengali definition [দন্‌তালিকা] (বিশেষ্য) লাগাম; অশ্ব ইত্যাদির মুখরজ্জু; বল্‌গা। {(তৎসম বা সংস্কৃত) দন্তপালী>?}
  • Bengali Word দন্তিল Bengali definition ⇒ দন্তাল
  • Bengali Word দন্তী (-ন্তিন্‌) Bengali definition [দোন্‌তি] (বিশেষণ) দাঁত আছে এমন; দন্তবিশিষ্ট। □ (বিশেষ্য) হাতি (চলে দন্তী আস্ফালিয়া শুঁড়-মাইকেল মধুষূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) দন্ত+ইন(ইনি)}
  • Bengali Word দন্তুর Bengali definition [দোন্‌তুর্‌] (বিশেষণ) ১ দাঁতাল; বৃহৎ বা উঁচু দাঁতবিশিষ্ট (দন্তুর হাসির ছটা বিম্বাধরে যথা-বিষ্ণু দে)। ২ কুটিল (কালো কবন্ধ দন্তুর ভালোবাসা-বিষ্ণু দে)। {(তৎসম বা সংস্কৃত) দন্ত+উর(উরচ্‌)}
  • Bengali Word দন্তোদ্‌গম, দন্তোদ্‌ভেদ Bengali definition [দন্‌তোদ্‌গম্‌, দন্‌তোদ্‌ভেদ্‌] (বিশেষ্য) মাঢ়ি ভেদ করে নতুন দাঁত ওঠা। {(তৎসম বা সংস্কৃত) দন্ত+উদ্‌গম, উদ্ভেদ; ৬(তৎপুরুষ সমাস)}
  • Bengali Word দন্তোন্মীলন Bengali definition [দন্‌তোন্‌মিলন্‌] (বিশেষ্য) দন্তবিকাশ (সুতরাং সুরুচিকে তাহারা দন্তোন্মীলন করিয়া দেশ ত্যাগ করিল-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) দন্ত+ উন্মীলন; ৬(তৎপুরুষ সমাস)}
  • Bengali Word দন্ত্য Bengali definition [দন্‌তো] (বিশেষণ) ১ দাঁতের সাহায্যে উচ্চারিত। ২ দাঁতসম্বন্ধীয়। দন্ত্যবর্ণ (বিশেষ্য) দাঁতের সাহায্যে উচ্চারিত বর্ণ অর্থাৎ ত-বর্গ; লও স। {(তৎসম বা সংস্কৃত) দন্ত+য(যৎ)}