Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word দড়া Bengali definition [দড়া] (বিশেষ্য) কাছির মতো মোটা দড়ি; রজ্জু (তাঁতি পাকিয়ে দিলে দড়া-অবনীন্দ্রনাথ ঠাকুর)। দড়াদড়ি (বিশেষ্য) নানা আকারের ও প্রকারের দড়ি; মোটা সরু ও শক্ত রজ্জুসমূহ (বাঁধিছে জিনিসপত্র দড়াদড়ি লয়ে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) দোর>}
  • Bengali Word দড়ানো ২, দড়ান ২ Bengali definition (ক্রিয়া) দৃঢ় করা (রাম দেখি সীতা দেবী দড়াইল মন-অআ)। {দড়+আনো}
  • Bengali Word দড়ানো, দড়ান ১ Bengali definition [দড়ানো] (ক্রিয়া) ১ দড়ি দিয়ে বাঁধা বা জড়ানো। ২ শক্ত হওয়া (এখনো হাড় দড়ায়নি-এত দম্‌কা খাটলে শরীরে কুলোবে কেন-কাজী আবদুল ওদুদ)। {(তৎসম বা সংস্কৃত) দৃঢ়>+ (বাংলা) আনো}
  • Bengali Word দড়াম Bengali definition [দড়াম্‌] (অব্যয়) ১ ভারী ও শক্ত জিনিস পতনের শব্দ; আছাড় খাওয়ার শব্দ। ২ বন্দুকের গুলি নিক্ষেপের শব্দ। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word দড়ি, দড়ী Bengali definition [দোড়ি] (বিরল) (বিশেষ্য) রজ্জু; রশি। দড়ি-কলসি (বিশেষ্য) পানিতে ডুবে মারার দ্রব্যসমূহ; আত্নহত্যার উপকরণ। দড়ি কাটা, দড়ি পাকানো (ক্রিয়া) সুতা বা পাট দ্বারা দড়ি তৈরি করা। দড়িছেঁড়া (বিশেষণ) ১ দড়ি ছিঁড়েছে এমন। ২ বন্ধনমুক্ত (দড়িছেঁড়া গরু)। ৩ ((আলঙ্কারিক)) হাতের বা শাসনের বাইরে গিয়েছে এমন; শাসন বহির্ভূত। গলায়দড়ি (বিশেষ্য) অপমান লজ্জা বা সঙ্কট থেকে রেহাই পাওয়ার উদ্দেশ্যে আত্নহত্যা। ছাঁদনদড়ি (বিশেষ্য) ১ দুধ দোহন করার সময়ে গাই যাতে পা ছুঁড়তে না পারে তজ্জন্য যে দড়ি দিয়ে গাইয়ের পা বাঁধা হয়। ২ দৃঢ় আলিঙ্গন; বাহুবেষ্টন (ছাঁদন দড়ী বাহুলতা-হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) দোরক> অপভ্র. দোরি> দোড়ী>}
  • Bengali Word দঢ়, দড় Bengali definition [দঢ়্‌, দড়্‌] (বিশেষণ) ১ দৃঢ়; শক্ত (সেই হেতু চিত্তে ক্ষমা মন কইরাছি দড়-মগী)। ২ অভিজ্ঞ; পারদর্শী; পণ্ডিত (সেই প্রভু বেদে ভাগবতে দড়-কবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) দৃঢ়>}
  • Bengali Word দঢ়ান Bengali definition [দঢ়ান্‌] (বিশেষ্য) দৃঢ়তা (তোরে আমি বলি সাধু করিয়া দঢ়ান-কবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) দৃঢ়>দৃঢ়+আন}
  • Bengali Word দঢ়ানো Bengali definition [দঢ়ানো] (ক্রিয়া) দৃঢ় সঙ্কল্প করা। {দঢ়+আনো}
  • Bengali Word দয় ((পদ্যে ব্যবহৃত)) Bengali definition [দয়্‌] (ক্রিয়া) দগ্ধ করে বা হয় (যে ঘরে সতিনী রয় হিংসানলে প্রাণ দয় যেমন লাগয়ে বিষজ্বালা-কবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) √দহ্‌>}
  • Bengali Word দয়া Bengali definition [দয়া] (বিশেষ্য) ১ পরের দুঃখ দূরীকরণ; প্রবৃত্তি; কৃপা; অনুগ্রহ। ২ করুণা; অনুকম্পা। ৩ সমবেদনা; পরদুঃখকাতরতা। ৪ দানশীলতা; বদান্যতা। দয়াদাক্ষিণ্য (বিশেষ্য) কৃপা ও দানশীলতা; পরদুঃখ মোচনার্থ অনুগ্রহের সঙ্গে দানের প্রবৃত্তি। দয়াধর্ম (বিশেষ্য) দয়া ও পুণ্যকর্ম; অনুগ্রহের সঙ্গে ধর্মেকর্মে প্রবৃত্তি। দয়া পরতন্ত্র, দয়াপরবশ (বিশেষণ) দয়ার্দ্র; দয়ার বশীভূত; করুণার অধীন (তখন দয়াপরতন্ত্র হইয়া ঘরে ঢুকিয়া বলিল-রবীন্দ্রনাথ ঠাকুর)। দয়াবান, দয়াময়, দয়াল, দয়ালু, দয়াশীল (বিশেষণ) সদয়; অনুগ্রহকারী; করুণাময়; দয়াগুণসম্পন্ন; কৃপাময়। দয়াবতী, দয়াময়ী, দয়াশীলা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। দয়ামায়া (বিশেষ্য) দয়া ও মায়া; দয়ার সঙ্গে স্নেহমমতার সংযোগ। দয়ার্দ্র (বিশেষণ) দয়াপরবশ; করুণায় বিগলিত। দয়াহীন (বিশেষণ) নির্দয়; করুণাবর্জিত। {(তৎসম বা সংস্কৃত) √দয়্‌+অ(অঙ্‌)+আ(টাপ্‌)}
  • Bengali Word দয়িত Bengali definition [দোয়িতো] (বিশেষ্য) প্রণয়ী; হৃদয়বল্লভ; পতি; স্বামী (হায় হাবা মেয়ে, সব ভুলে দয়িতের কাছে এসে-কাজী নজরুল ইসলাম)। □ (বিশেষণ) প্রিয়; ভালোবাসা বা স্নেহের পাত্র (প্রভু বলে তুমি সব কৃষ্ণের দয়িত-বৃন্দাবন দাস)। দয়িতা (বিশেষ্য) স্ত্রী ১ প্রণয়িনী; পত্নী; জায়া (হে সৌভাগ্যদায়িনি দয়িতা-রবীন্দ্রনাথ ঠাকুর; স্নেহ পাত্র তার যত পিতা, মাতা ভ্রাতা, দয়িতা-মাইকেল মধুষূদন দত্ত)। ২ পাণ্ডা (বলিষ্ঠ দয়িতাগণ যেন মত্ত হাতী-কৃষ্ণদাস কবিরাজ)। □ (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ভালোবাসা বা স্নেহের পাত্রী; প্রিয়া। {(তৎসম বা সংস্কৃত) √দয়্‌+ত(ক্ত)}
  • Bengali Word দয়েল Bengali definition ⇒ দোয়েল