Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word দি ২, দিই Bengali definition [দি, দিই] (ক্রিয়া) দান করি; দেই। {(তৎসম বা সংস্কৃত) √দা>}
  • Bengali Word দিআর (-প্রাচীন বাংলা) Bengali definition [দিয়ার্‌] (ক্রিয়া) দাও। {(তৎসম বা সংস্কৃত) √দা>}
  • Bengali Word দিওয়ালী Bengali definition ⇒ দেওয়ালী
  • Bengali Word দিওয়ালী ২ Bengali definition ⇒ দেওয়ালী
  • Bengali Word দিক ১ Bengali definition [দিক্‌] (বিশেষ্য) ১ পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, বায়ু, অগ্নি, নৈর্ঋত, ঊর্ধ্ব, অর্ধ-এই দশ দিক। ২ অভিমুখ (বাড়ির দিকে যাওয়া)। ৩ পার্শ্ব; সীমা (বাঁ দিক, জমিটার দু’দিকেই খাল আছে)। ৪ অংশ; পক্ষ; তরফ; দল (কোন দিকে; কার দিকে)। ৫ প্রদেশ; অঞ্চল; স্থান (দক্ষিন দিকের লোক)। দিক চক্র (বিশেষ্য) দিগ্‌বলয়; মণ্ডলাকার; চক্রবাল। দিকপতি, দিকপাল (বিশেষ্য) ১ হিন্দুমতে দশ দিকের দেবতা; ইন্দ্র, অগ্নি, যম ইত্যাদি দেবতা (গন্ধর্ব ভুজঙ্গ নরসিন্ধু সাধ্য বিদ্যাধর নবগ্রহ দিকপাল দশ-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ প্রবল প্রতাপান্বিত বা মহাপ্রভাবশালী ব্যক্তি। দিকশূল (বিশেষ্য) হিন্দুমতে গ্রহনক্ষত্রাদির অশুভ অবস্থানের জন্য বিশেষ দিকে বা দিনে যাত্রা নিষিদ্ধ হওয়া। {(তৎসম বা সংস্কৃত) √দিশ্‌+ক্বিন্‌}
  • Bengali Word দিক ২, দেক Bengali definition [দিক্‌, দেক] (বিশেষ্য) বিরক্ত; উত্ত্যক্ত ও জ্বালাতন। দিক করা (ক্রিয়া) বিরক্ত করা; জ্বালাতন করা (করুক নাক বিশ্ববাসী যতই আমায় দিক কেন-ড. মুহম্মদ শহীদুল্লাহ)। দিকদারি, দিগদারি, দেকসেক (বিশেষ্য) বিরক্তি; অসন্তোষ; জ্বালাতন (দুত্তোর বড় দেক্‌সেক্‌ লাগে-রজনীকান্ত সেন; শালার দিকেদারী যে দুনিয়ায় কত রকম-শওকত ওসমান)। {(আরবি)দিক্ক}
  • Bengali Word দিকদারি, দেকসেক Bengali definition ⇒ দিক২
  • Bengali Word দিকাদিক Bengali definition [দিকাদিক্‌] (বিশেষ্য) দিগ্বিদিক (দিকাদিক ভেদ নাই টলমল (সর্বনাম) ঠাঁই-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) দিগ্বিদিক>}
  • Bengali Word দিগক্ষরা Bengali definition [দিগোক্‌খরা] (বিশেষ্য) একটি সংস্কৃত ছন্দের নাম। {(তৎসম বা সংস্কৃত) দিক্‌+অক্ষরা; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word দিগঙ্গনা, দিগ্‌বধূ, দিগ্বধূ Bengali definition [দিগঙ্‌গনা, দিগ্‌বোধু, দিগ্‌বোধু] (বিশেষ্য) আকাশের নানাদিকে অবস্থিত এক শ্রেণির কাল্পনিক নারী; আটদিকের দিব্যাঙ্গনাগণ (পশ্চিম দিগ্বধূ দেখে সোনার স্বপন-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) দিক্‌+অঙ্গনা, বধূ; (কর্মধারয় সমাস)}
  • Bengali Word দিগঞ্চল Bengali definition [দিগন্‌চল্‌] (বিশেষ্য) চারিদিক (ধূলিরাশি চঞ্চল হইয়া দিগঞ্চল আবৃত করিল-ইসমাইল হোসেন শিরাজী)। {(তৎসম বা সংস্কৃত) দিক্‌+অঞ্চল; (কর্মধারয় সমাস)}
  • Bengali Word দিগদারী Bengali definition ⇒ দিক২
  • Bengali Word দিগদড়া, দিগদড়ি Bengali definition [দিগ্‌দড়া, দিগদোড়ি] (বিশেষ্য) গৃহপালিত পশু অর্থাৎ গরু ছাগল ইত্যাদিকে যে লম্বা দড়ি দিয়ে একটা খুঁটায় বেঁধে সীমাবদ্ধ স্থানে চরতে দেওয়া হয়; খুঁটিলগ্ন রশি (বাবা এখন দিগদড়ি দিয়ে ছেড়ে দিয়েছে। যাবে কোথা?-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) দিক+(বাংলা) দড়া, দড়ি; (মধ্যপদলোপী কর্মধারয় সমাস)}
  • Bengali Word দিগধাউড়ি Bengali definition [দিগ্‌ধাউড়ি] (বিশেষণ) বিভিন্ন দিকে ধাবমান; চারদিকে বিস্তৃত হয় এমন। {(তৎসম বা সংস্কৃত) দিক+(বাংলা) ধাবড়িয়া> ধাবড়ে}
  • Bengali Word দিগধেড়েঙ্গা Bengali definition [দিগ্‌ধেড়েঙ্‌গা] (বিশেষণ) বেমানান লম্বা। {(তৎসম বা সংস্কৃত) দীর্ঘ>দিগ+ধেড়ে+অঙ্গ+আ}
  • Bengali Word দিগন্ত Bengali definition [দিগন্‌তো] (বিশেষ্য) দিকের শেষ সীমা বা প্রান্ত (দিগন্তবিস্তৃত মাঠ)। দিগন্তপ্রসারী, দিগন্তব্যাপী (বিশেষণ) ১ দিকচক্রবাল বা বহুদূর পর্যন্ত বিস্তৃত। {(তৎসম বা সংস্কৃত) দিক্‌+অন্ত; ৬(তৎপুরুষ সমাস)}
  • Bengali Word দিগন্তর Bengali definition [দিগন্‌তর্‌] (বিশেষ্য) দিকের দূরত্ব; বহুদূর (চলয় দিগন্তর-দৌখা)। ২ অন্যদিকে। {(তৎসম বা সংস্কৃত) দিক+অন্তর; (নিত্য সমাস)}
  • Bengali Word দিগম্বর Bengali definition [দিগ্‌ম্‌বর্‌] (বিশেষণ) ১ উলঙ্গ; বিবস্ত্র (বিয়ার বেলা এয়ার মাঝে হৈল দিগম্বর লো-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ হিন্দুমতে শিব; দশ দিক যার আবরণস্বরূপ (বিরূপাক্ষ দিগম্বর ত্র্যম্বক গিরিশ হর রুদ্র পুরহর স্মরহর-ভারতচন্দ্র রায়গুণাকর)। ৩ জৈন সম্প্রদায়বিশেষ। দিগম্বরী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) উলঙ্গিনী; বিবস্ত্রা; বিবসনা। □বি (স্ত্রীলিঙ্গ) হিন্দুমতে কালী (এ কার রমণী নাচে রণমাঝে মুক্তকেশী দিগম্বরী-বাংলা গান)। {(তৎসম বা সংস্কৃত) দিক্‌+অম্বর; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word দিগর, দীগর Bengali definition [দিগর্‌] (বিশেষ্য) ১ আদালতের ভাষায় গণ, অন্যান্য, প্রভৃতি। ২ অঞ্চল; তল্লাট। ৩ দ্বিতীয় সত্তা (যিগর-ছেঁড়া দিগর তোমার আজ কি এল ঘর ফিরে?-কাজী নজরুল ইসলাম)। {(ফারসি) দীগর}
  • Bengali Word দিগারী ((মধ্যযুগীয় বাংলা)) Bengali definition [দিগারি] (বিশেষ্য) চুরি ডাকাতি ইত্যাদির জন্য ক্ষতিপূরণের দায়িত্ব গ্রহণ হেতু প্রাপ্য অর্থ (মোর শিরে দায় যদি হয় ডাকা চুরি। পঞ্চাশ কাহন চাহি আমার দিগারী-কবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তীচ)। {(অজ্ঞাতমূল)}
  • Bengali Word দিগ্ধ Bengali definition [দিগ্‌ধো] (বিশেষণ) গোপন করা হয়েছে এমন; লিপ্ত; মিশ্রিত। দিগ্ধা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √দিহ্‌+ত(ক্ত)}
  • Bengali Word দিগ্‌গজ Bengali definition [দিগ্‌গজ্‌] (বিশেষ্য) ১ দিগ্‌হস্তী; হিন্দুমতে অষ্টদিকের রক্ষক বলে কল্পিত ঐরাবত প্রভৃতি অষ্ট হস্তী (দিগ্‌গজ তোমার কিঙ্কর স্নানে-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ মহাপণ্ডিত। □ (বিশেষ্য) (বিশেষণ) ((ব্যঙ্গার্থ)) মহামূর্খ; হস্তিমূর্খ (ইংরেজী জানিলে কি হইবে-এ সব বিষয়ে একেবারে দিগ্‌গজ-এস. এন. কিউ জুলফিকার আলী (নছরু))। {(তৎসম বা সংস্কৃত) দিক্‌+গজ; (মধ্যপদলোপী কর্মধারয় সমাস)}
  • Bengali Word দিগ্‌জ্ঞান Bengali definition [দিগ্‌গ্যাঁন্‌] (বিশেষ্য) ১ দিকসমূহের অবস্থান সম্পর্কে জ্ঞান। ২ ((আলঙ্কারিক)) সামান্যতম জ্ঞান বা বুদ্ধি (দিগ্‌জ্ঞান নাই, দিগ্‌জ্ঞানশূন্য)। {(তৎসম বা সংস্কৃত) দিক্‌+জ্ঞান; ৬(তৎপুরুষ সমাস)}
  • Bengali Word দিগ্‌দর্শন Bengali definition [দিগ্‌দরশোন্‌] (বিশেষ্য) ১ দিক নির্ণয় বা দেখানো। ২ কোনো বিষয় সম্পর্কে ইঙ্গিত বা সংকেত প্রদান। ৩ জ্ঞান; অভিজ্ঞতা; বহুদর্শন। দিগ্‌জ্ঞান যন্ত্র (বিশেষ্য) দিক নির্ণয়ের যন্ত্র; কম্পাস; compass। দিগ্‌দর্শী, দিকদর্শী (-র্শিন্‌) (বিশেষণ) ১ দিক প্রদর্শন বা নির্ণয় করে এমন। ২ কোনো বিষয়ের ইঙ্গিত দান করে এমন। {(তৎসম বা সংস্কৃত) দিক্‌+দর্শন; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word দিগ্‌দিগন্ত Bengali definition [দিগ্‌দিগন্‌তো] (বিশেষ্য) সর্বদিক; দিকসীমা পর্যন্ত বিস্তার। দিগ্‌দিগন্তর (বিশেষ্য) নানা দিক; বহু দিক দেশ। {(তৎসম বা সংস্কৃত) দিক্‌+দিগন্ত; (দ্বন্দ্ব সমাস)}
  • Bengali Word দিগ্‌বধূ Bengali definition ⇒ দিগঙ্গনা
  • Bengali Word দিগ্‌বলয়, দিগ্বলয় Bengali definition [দিগ্‌বলয়্‌] (বিশেষ্য) দিকচক্রবাল; দিগন্ত; যেখানে আকাশ পৃথিবীর সঙ্গে মিলেছে বলে মনে হয় (তার গভীর অপলক দৃষ্টি মেঘ পেরিয়ে কোনো অনন্তের দিগ্বলয়ে পৌঁছেছিল সেই জানে-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) দিক্‌+বলয়; (কর্মধারয় সমাস)}
  • Bengali Word দিগ্‌বসন, দিগ্বসন Bengali definition [দিগ্‌বশোন্‌] (বিশেষণ) দিক বসন এমন; উলঙ্গ; দিগম্বর (তারিক তাহার রসিক নাম বজায় রাখিবার জন্য দিগ্‌বসন পর্যন্ত হইতে রাজী-কাজী নজরুল ইসলাম)। □ (বিশেষ্য) হিন্দু দেবতা শিব। {(তৎসম বা সংস্কৃত) দিক্‌+বসন; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word দিগ্‌বারণ Bengali definition [দিগ্‌বারোন্‌] (বিশেষ্য) দিগ্‌গজ; দিকহস্তী (দিগ্‌বারণেরা বেদনা-অধীর বিদারিছে নভ দন্তে-মোহিতলাল মজুমদার)। {(তৎসম বা সংস্কৃত) দিক্‌+বারণ; (মধ্যপদলোপী কর্মধারয় সমাস)}
  • Bengali Word দিগ্‌বালা, দিগ্‌বালিকা, দিগ্বালিকা Bengali definition [দিগ্‌বালা, দিগ্‌বালিকা, দিগ্‌বালিকা] (বিশেষ্য) দিগঙ্গনা; দিকরূপ বালিকা; আকাশ সুন্দরী; দিকসমূহের অধিষ্ঠাত্রী দিব্য নারীগণ (দিগ্ববালারা আজ জাগল না-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) দিক্‌+বালা; (কর্মধারয় সমাস)}