দ পৃষ্ঠা ২০
- Bengali Word দিবা Bengali definition [দিবা] (বিশেষ্য) দিনের বেলা; দিনমান; সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়। □ (অব্যয়) (ক্রিয়াবিশেষণ) দিনের বেলায়; দিনমানে। দিবাকর, দিবাবসু, দিনামণি (বিশেষ্য) সূর্য; রবি (সৃজিলেক দিবাকর শশী দিবারাতি-সৈয়দ আলাওল)। দিবানিদ্রা (বিশেষ্য) দিনের বেলায় ঘুম। দিবানিশি ((পদ্যে ব্যবহৃত)), দিবারাত্র (ক্রিয়াবিশেষণ) অহোরাত্র; দিনরাত; সর্বক্ষণ (দিবানিশি অন্নপুর্ণা জপ-ভারতচন্দ্র রায়গুণাকর)। দিবান্ধ (বিশেষ্য) (বিশেষণ) ১ দিনকানা; যে দিনের বেলা দেখতে পায় না। ২ পেচক। দিবাবিহার (বিশেষ্য) ১ মধ্যাহ্নকালীন বিশ্রাম। ২ দিনের বেলা যৌনমিল। দিবাভাগ (বিশেষ্য) দিনের বেলা; সারাদিন; দিনমান। দিবাস্বপ্ন (বিশেষ্য) দিবাভাগে নিদ্রায় দেখা স্বপ্ন; day-dream; reverie। ২ ((আলঙ্কারিক)) আকাশ-কুসুম কল্পনা; মিথ্যা বা অবাস্তব কল্পনা। {(তৎসম বা সংস্কৃত) √দিব্ ৩য়া (একবচন)}
- Bengali Word দিব্ব, দিব্বি Bengali definition ⇒ দিব্যি
- Bengali Word দিব্য Bengali definition [দিব্বো] (বিশেষণ) ১ অলৌকিক; ইহলোকের নয় এমন; স্বর্গীয়। ২ সুন্দর; মনোহর; মনোরম (ঈশ্বরী পাটনীকে দিব্য বস্ত্র আস্তরণে সন্তুষ্ট করিয়া-রাজীবলোচন মুখোপাধ্যায়)। □ (বিশেষ্য) শপথ (মাথার দিব্য দিল-রবীন্দ্রনাথ ঠাকুর)। দিব্যচক্ষু, দিব্যদৃষ্টি, দিব্যনেত্র (বিশেষ্য) অতীন্দ্রিয় বিষয় বা বস্তু দেখার বা উপলব্ধি করার মতো অলৌকিক দৃষ্টিশক্তি বা অন্তর্দৃষ্টি। দিব্যজ্ঞান (বিশেষ্য) অলৌকিক জ্ঞান; পরমজ্ঞান; অতীন্দ্রিয় বিষয় বা বস্তু সম্পর্কে জ্ঞান। দিব্যদর্শী (-র্শিন্) (বিশেষণ) অলৌকিক দৃষ্টিশক্তিসম্পন্ন। দিব্যযোনি (বিশেষ্য) দেবতা (নিভে যায়-জ্বলে উঠে, ছায়া, ছাই, দিব্যযোনি মনে হয় তাকে-জীবনানন্দ দাশ)। দিব্যরথ (বিশেষ্য) আকাশগামী রথ; ব্যোমযান। দিব্যলোক (বিশেষ্য) স্বর্গ। দিব্যাঙ্গনা (বিশেষ্য) অপ্সরা; স্বর্গের নারী; স্বর্গের নর্তকী। দিব্যাস্ত্র (বিশেষ্য) ১ দেবতাদের অস্ত্র। ২ অলৌকিক শক্তিসম্পন্ন অস্ত্র (তুমি শিকারে দিব্যাস্ত্রধারী-বড়ু চণ্ডীদাস)। দিব্যোদক (বিশেষ্য) ১ স্বর্গের জল। ২ বৃষ্টি। ৩ শিশির। {(তৎসম বা সংস্কৃত) দিব্+য(যৎ)}
- Bengali Word দিব্যি, দিব্বি, দিব্ব Bengali definition [দিব্বি, দিব্বি, দিব্বো] (বিশেষণ) উত্তম; চমৎকার; সুন্দর (দিব্যি চেহারা, দিব্যি মোটা, দিব্বি খুশী, কানে হীরের ফুল-রখা)। □ (ক্রিয়াবিশেষণ) বেশ ভালোভাবে; পরিষ্কার করে; স্পষ্টভাবে (ঠিক যে কোথায় হাসতে হবে একেক সময় দিব্যি বুঝে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ শপথ (দিব্যি করে বলছি)। {(তৎসম বা সংস্কৃত) দিব্য>}
- Bengali Word দিরহাম, দরহাম, দারহাম Bengali definition [দিরহাম্, দরহাম্, দারহাম্] (বিশেষ্য) মুদ্রাবিশেষ (লক্ষ দিরহাম তুমি দবে-ফররুখ আহমদ)। {(আরবি)দির্হাম}
- Bengali Word দিল ১, দেল Bengali definition [দিল্, দেল্] (বিশেষ্য) ১ হৃদয়; মন; আত্মা (করেছ তার দিল দখল-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ মহাপ্রাণতা; উদার হৃদয়। (লোকটার দিল আছে)। দিল-আবুল ফজলরোজ (বিশেষ্য) যা হৃদয়কে উজ্জ্বল করে (দিল চাহে সদা দিল-আবুল ফজলরোজ-কাজী নজরুল ইসলাম)। দিলওয়ার, দিলাবার, দেলোয়ার (বিশেষণ) ১ সাহসী (দিলওয়ার তুমি জোর তলওয়ার হানো আর নেস্ত-ও-নাবুদ কর-কাজী নজরুল ইসলাম; লহ বিদায়ের সালাম আজিকে দিলাবার মুসলিম-শাহাদাত হোসেন)। □ (বিশেষ্য) (বিশেষণ) হৃদয়বান (আল্লাহ মত দিলাওয়ার যেই-মোহিতলাল মজুমদার)। দিল-কোঠা (বিশেষ্য) হৃদয় প্রকোষ্ঠ; হৃদয়-কোণ (বাঁধব তায় আল্লাহ নামের রজ্জুতে দিল্-কোঠায়-কাজী নজরুল ইসলাম)। দিলখোলসা, দিল-খোলা (বিশেষ্য) অকপট; মনখোলা; মনের মধ্যে কিছুই গোপন রাখে না এমন (দরাজ এ যে দিল-খোলা-সত্যেন্দ্রনাথ দত্ত)। দিল-খোলা মানুষ (বিশেষ্য) ১ অকপট ও উদারচেতা লোক। ২ মন সঙ্কীর্ণ নয় এমন লোক। দিলখোশ, দিলখুশ, দিলখোস (বিশেষণ) ১ আনন্দিত-হৃদয়; প্রফুল্লচিত্ত (যাতে দেল খোস হয়, যাতে আরাম বোধ হয়-মীর মশাররফ হোসেন)। ২ চিত্তাকর্ষক; মনোরম। দিলগির, দেলগীর (বিশেষণ) বিষণ্ন; ম্রিয়মাণ (মুনি জাহাঙ্গীর বড় দিলগির হয়ে-ভারতচন্দ্র রায়গুণাকর; দেলগীর হইল বিবী-সৈয়দ হামজা)। দিল-জাগানো (বিশেষণ) মন-মাতানো (ফুল-জাগানো দখিন হাওয়া দিল-জাগানো দক্ষিণতা-সত্যেন্দ্রনাথ দত্ত)। দিল-দরাজি (বিশেষ্য) বদান্যতা; সদাশয়তা (নওয়াবের দিল-দরাজির অন্ত নেই-জগলুল)। দিল দরিয়া (বিশেষণ) ব্যয়ে বা দানে মুক্তহস্ত; বদান্য; যার মন সমুদ্রের মতো উদার (সত্যই কি প্যারিস-সুন্দরীরা বড্ডই দিল দরিয়া?-সৈয়দ মুজতবা আলী)। দিল-দাগা (বিশেষণ) হৃদয়ে আঘাত করে এমন (চিবুকের সেই তিলটি যে তার দিল-দাগা-মোহিতলাল মজুমদার)। দিলদার (বিশেষণ) ১ উদারহৃদয়; মহৎ; মহানুভব (তুমি ভারি দরাজ, দিলদার-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। ২ প্রিয় বা প্রিয়া (দিল গিয়েছে দিলদারেতে প্রাণ মিশেছে প্রাণে-মীর মশাররফ হোসেন)। দিল-পিয়ারা (বিশেষ্য) অন্তরঙ্গ বন্ধু (দুশ্মন তবু দিল-পিয়ারা হামেশা তার রবে না-ড. মুহম্মদ শহীদুল্লাহ)। দিলবন্দ, দেলবন্দ (বিশেষণ) প্রিয়; স্নেহাস্পদ (হানিফা আলীর বেটা, মরতবা নাহি ছোটা, দেলবন্দ নাতি সে আমার-সৈয়দ হামজা)। দিল-মাতানো (বিশেষণ) ১ প্রাণ-মাতানো; মনোমুগ্ধকর (ঝরা শেফালীবকুলের দিলমাতানো খোশবু-কাজী নজরুল ইসলাম)। দিল-মোজাম্মেল হকর (বিশেষ্য) হৃদয়ের মোহর অঙ্কন; হৃদয়ের ছাপ। ২ ((আলঙ্কারিক)) চুম্বন (সাহস-ভরে অধর পরে দিলাম চুপে দিল্-মোজাম্মেল হকর-মোহিতলাল মজুমদার)। দিলরুবা (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) দয়িতা (হেথা কোলে নিয়ে দিল্রুবা শারাবী গজল গাহে যুবা-কাজী নজরুল ইসলাম)। {(ফারসি) দিল্}
- Bengali Word দিল ২, দিলো Bengali definition [দিলো] (ক্রিয়া) দান করল। {(তৎসম বা সংস্কৃত) √দা>(বাংলা) √দে>}
- Bengali Word দিলাবার Bengali definition [দিলাবার্] (বিশেষণ) সাহসী (সেই বিদায়ের সালাম আজিকে দিলাবার মুসলীম-শাহাদাত হোসেন)। {(ফারসি) দিলআরর}
- Bengali Word দিলাসা, দেলাসা Bengali definition [দিলাশা, দেলাসা] সান্ত্বনা; ভরসা (ঘন ঘন ডাকি গিধি করিয়া দেলাসা-ফকির গরীবুল্লাহ)। দিলাসা করা (ক্রিয়া) সান্ত্বনা দেওয়া; ভরসা দেওয়া (গৌড় হইতে রাজমহলে উত্তরিয়া মাসুম খাঁকে বড়ই একটা দেলাসা করিল-রামরাম বসুব)। {(ফারসি) দিলাআসা}
- Bengali Word দিলির, দিলীর Bengali definition [দিলির্] (বিশেষণ) সাহসী; নির্ভীক; অসমসাহসী (নাহি নাচে কিরে তোর মরদের ওরে দিলীরের গোর্দায়?-কাজী নজরুল ইসলাম; দিলীরের খুন ঢেলেছে এখানে আরব বীর-কাজী নজরুল ইসলাম)। {(ফারসি) দিলীর}
- Bengali Word দিল্লগি, দিল্লাগি Bengali definition [দিল্লোগি, দিল্লাগি] (বিশেষ্য) হাসি-তামাশা; মস্করা; ঠাট্টা (দিলে আজ খুনসুড়ি করে দিল্লগী-কাজী নজরুল ইসলাম)। {(ফারসি) দিল>}
- Bengali Word দিল্লি, দিল্লী Bengali definition [দিল্লি] (বিশেষ্য) ভারতের রাজধানী নগরী; প্রাচীন হস্তিনাপুরী। ইল্লি-দিল্লি, হিল্লি-দিল্লি (বিশেষ্য) বহু দূরবর্তী অজানা দেশ (বহু হিল্লি-দিল্লী ঘুরে এসেছে)। {(তৎসম বা সংস্কৃত) দিলীপ>}
- Bengali Word দিল্লিকা লাড্ডু Bengali definition [দিল্লিকা লাড্ডু] (বিশেষ্য) ১ দিল্লিতে প্রস্তুত এক ধরনের মিষ্টান্ন। ২ ((আলঙ্কারিক)) অসার বস্তু; যে আকাঙ্ক্ষিত বস্তু মানুষ না পেলে হতাশ হয় কিন্তু পেলেও হতাশ হয়। {হিন্দি}
- Bengali Word দিশ ((ব্রজবুলি)) Bengali definition [দিশ্] (বিশেষ্য) দিক (চকিত নয়নে ঘন দশদিশ চাই-কশে; অরুণ পূরব দিশ-বিণ)। দিশপাশ (বিশেষ্য) ইয়ত্তা; কূলকিনারা; সীমা (কাজের দিশপাশ নেই)। {(তৎসম বা সংস্কৃত) দিশ্}
- Bengali Word দিশা, দিশে Bengali definition [দিশা, দিশে] (বিশেষ্য) ১ দিক। ২ সন্ধান; খোঁজ; হদিস; উপায় (তিনি দিশা দেন সহজ পথের তিনিই সর্বজ্ঞাতা-কাজী নজরুল ইসলাম)। ৩ রীতি; পদ্ধতি; ধরন (দিশা দেখাইয়া প্রভু হাতে তালি দিয়া-বৃন্দাবন দাস)। ৪ দিগ্ভ্রম; বাঁধা (পথে লাগে দিশা-কবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তী)। দিশাবিশা, দিশামিশা (বিশেষ্য) দিক-বিদিক; কর্তব্য ও অকর্তব্য নির্ধারণ। দিশারি, দিশারী (বিশেষ্য) পথপ্রদর্শক; দিকদর্শনকারী; দিগ্দর্শক (সকলেই তাকে সৌন্দর্য কল্যাণের দিশারী বলে গ্রহণ করত-মোতাহের হোসেন চৌধুরী)। দিশাহারা, দিশেহারা (বিশেষ্য) দিকভ্রান্ত; যার দিকবোধ নেই। □ (বিশেষণ) ((আলঙ্কারিক)) কিংকর্তব্যবিমূঢ়; হতভম্ব। {(তৎসম বা সংস্কৃত) √দিশ্>}
- Bengali Word দিশি ১ ((পদ্যে ব্যবহৃত)) Bengali definition [দিশি] (বিশেষ্য) ১ দিকে (পেল নাকো খুঁজে সকল দিশির দিশারী যার-কাজী নজরুল ইসলাম)। ২ চারদিক; দিগ্দেশ (অন্ধকারে ঢাকে দিশি-রবীন্দ্রনাথ ঠাকুর)। □ (ক্রিয়াবিশেষণ) দিকে। দিশিদিশি (ক্রিয়াবিশেষণ) দিকে দিকে; সবদিকে; সর্বদেশে (নব নব প্রেরণায় দিশি দিশি তারা ধায়-সত্যেন্দ্রনাথ দত্ত)। নিশিদিশি (বিশেষ্য) নিশিদিন। {(তৎসম বা সংস্কৃত) দিশ্>}
- Bengali Word দিশি ২, দিশী Bengali definition ⇒ দেশি
- Bengali Word দিশে Bengali definition ⇒ দিশা
- Bengali Word দিষ্ট Bengali definition [দিশ্টো] (বিশেষ্য) ১ ভাগ্য। ২ আদিষ্ট; উপদিষ্ট। {(তৎসম বা সংস্কৃত) √দিশ্+ত(ক্ত)}
- Bengali Word দিষ্টি Bengali definition [দিশ্টি] ⇒ দৃষ্টি। দিষ্টির ব্যামো (বিশেষ্য) কুদৃষ্টিজাত রোগ (দিষ্টির ব্যামোয়ে পেয়েছে নাকি তাকে-জাকের)। {(তৎসম বা সংস্কৃত) দৃষ্টি>}
- Bengali Word দিস ১ Bengali definition [দিশ] (-প্রাচীন বাংলা) (বিশেষ্য) প্রকার; রকম; বিধ (দক্ষিনা আছিলা বহু দিস-কবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তী)। {(অজ্ঞাতমূল)}
- Bengali Word দিস ২ (-প্রাচীন বাংলা) Bengali definition [দিশ্] (বিশেষ্য) দিন (ধারি বহু দিস-কবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) দিবস>}
- Bengali Word দিস্তা, দিস্তে Bengali definition [দিস্তা, দিস্তে] (বিশেষ্য) (বিশেষণ) চব্বিশ তা; চব্বিশ খানা (এক দিস্তা কাগজ, এক দিস্তা লুচি)। □ (বিশেষ্য) মূষল; দাণ্ডা; ডাণ্ডা (হামানদিস্তা)। দিস্তা পড়া, দিস্তা দিস্তে পড়া (বিশেষণ) মোট বাঁধা থাকায় দিস্তার চিহ্ন বা দাগ ধরিয়াছে এমন (দিস্তাপড়া কাপড়)। {(ফারসি) দস্তহ্}
- Bengali Word দিহ ((ব্রজবুলি)) Bengali definition [দিহ্] (ক্রিয়া) দিও (দিহ পিয়া ঠাম-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) √দা>√দে}
- Bengali Word দিৎসা Bengali definition [দিত্শা] (বিশেষ্য) দান করার ইচ্ছা; দিবার ইচ্ছা (ওর উৎসুক হাতে দিৎসা-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। দিৎসু (বিশেষণ) দিতে ইচ্ছুক। {(তৎসম বা সংস্কৃত) √দা+স(সন্)+অ+আ(টাপ্)}
- Bengali Word দিড়, দিঢ় ((পদ্যে ব্যবহৃত)) Bengali definition [দিড়্] (বিশেষণ) দৃঢ়; শক্ত (আল্লার বন্দেগী কর দিড় মন হয়া-হেয়াত মাহমুদ)। {(তৎসম বা সংস্কৃত) দৃঢ়>}
- Bengali Word দিয়া, দিয়ে Bengali definition [দিয়া, দিয়ে] (অব্যয়) ১ দ্বারা; মাধ্যমে; সাহায্যে (লাঠি দিয়া মারা; ভূতের ভয় দিয়ে ভরিয়ে তোলে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ সংযোগে; মিশ্রণে (ঘি দিয়ে তৈরি)। ৩ মারফত (চাকরকে দিয়ে পাঠিয়ে দাও)। ৪ অনুসরণ করে; ধরে (এই দিক দিয়ে)। ৫ থেকে (ঘরের ছাদ দিয়ে পানি পড়ে)। {(তৎসম বা সংস্কৃত) দ্বারা>}
- Bengali Word দিয়াটি, দেউটি Bengali definition [দিয়াটি, দেউটি] (বিশেষ্য) প্রদীপ; দীপ (দুইটা চক্ষু দিয়াটি-রামরাম বসু)। {(তৎসম বা সংস্কৃত) দীপ>দিয়া>টি>দেউটি}
- Bengali Word দিয়ান Bengali definition ⇒ দেওয়ান
- Bengali Word দিয়াম Bengali definition [দিয়াম্] (ক্রিয়া) দেবো (বল্যাম দিয়াম তারে-ময়মনসিংহ গীতিকা)। {(তৎসম বা সংস্কৃত) √দা>}