Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word তরাজ, তারাজ Bengali definition [তরাজ, তারাজ] (বিশেষ্য) লুণ্ঠন (মুল্লুক তারাজ করে তামাম লস্কর-সৈয়দ হামজা)। {(ফারসি) তারাজ }
  • Bengali Word তরাজু, তরাজূ, তারাজু Bengali definition [তরাজু, তরাজু, তারাজু] (বিশেষ্য) তুলাদণ্ড; দাঁড়িপাল্লা; নিক্তি (তরাজুতে তুলিয়া তৌলেতে আদেশিল-সৈয়দ আলাওল)। {(ফারসি) তরাজু}
  • Bengali Word তরানা Bengali definition [তরানা] (বিশেষ্য) সুর; সঙ্গীত; উদ্বোধন-সংগীত বা কবিতা (মোগলাই সঙ্গীতের তারানা-মুহম্মদ এনামুল হক)। {(ফারসি) তারানহ্‌}
  • Bengali Word তরানো Bengali definition তরা
  • Bengali Word তরাশ Bengali definition [তরাশ্‌] (বিশেষ্য) কাটা; কর্তন; ছেদন। কলম তরাশ (বিশেষ্য) যে ছুরি দিয়ে কলম কাটা হয়। {(ফারসি) তারস্‌ }
  • Bengali Word তরাস ১ Bengali definition [তরাশ্‌] (বিশেষ্য) ভয়; ত্রাস (তরাস নেই-আবুল ফজল)। ভয়তরাসে (বিশেষণ) সব কিছুতে ভয় পায়; ভিতু। {(তৎসম বা সংস্কৃত) ত্রাস>(স্বরাগমে), (তুলনীয়) (ফারসি) তারস্‌}
  • Bengali Word তরাস ২ Bengali definition [তরাশ্‌] ((মধ্যযুগীয় বাংলা)) (ক্রিয়াবিশেষণ) ১ বেগে; আঘাতের ফলে সঞ্চারিত বেগে; জোরে (তরাসে পড়িলী রাধা ঝাঁটী মাঝে-বড়ু চণ্ডীদাস)। ২ লাঠি ও অসি খেলায় সাপটা আঘাতের বেগ। {(ফারসি) তারস্‌ }
  • Bengali Word তরি, তরী ২ Bengali definition [তোরি] (বিশেষ্য) তরণী; নৌকা; ডিঙ্গা ইত্যাদি (আমি ভরা তরী করি ভরাডুবি-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) √তৃ+ই, ঈ}
  • Bengali Word তরিক Bengali definition [তোরিক্‌] (বিশেষ্য) খেয়াঘাটের শুল্ক আদায়কারী। {(তৎসম বা সংস্কৃত) তর+ইক(ঠন্‌)}
  • Bengali Word তরিকা ১ Bengali definition [তোরিকা] (বিশেষ্য) ১ ছোট নৌকা। {(আরবি)তরিকাহ}
  • Bengali Word তরিকা ২, তরীকা Bengali definition [তোরিকা] (বিশেষ্য) পদ্ধতি; পথ; পন্থা; নিয়ম; প্রণালি (চার তরিকা মানিয়া চলিতে হয়-মুহম্মদ মনসুরউদ্দীন)। {(আরবি)তরীকাহ }
  • Bengali Word তরিত Bengali definition [তোরিতো] (বিশেষণ) পার হয়েছে এমন; পার করে দেওয়া হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) √তৃ+ত(ক্ত)}
  • Bengali Word তরিতরকারি Bengali definition তরকারি
  • Bengali Word তরিত্র Bengali definition [তোরিত্‌ত্রো] (বিশেষ্য) ১ যার সাহায্যে পার হওয়া যায়। ২ নৌকা প্রভৃতি। {(তৎসম বা সংস্কৃত) তরি+ √ত্রৈ+অ(ক)}
  • Bengali Word তরিবত, তরিবৎ Bengali definition [তোরিবত্‌] (বিশেষ্য) ১ শিক্ষা; তালিম। ২ আদব কায়দা (এদের কেউই কাশী কিংবা লক্ষ্ণৌয়ের মত তরিবৎ করে জিনিষটার রস উপভোগ করতে জানে না-সৈয়দ মুজতবা আলী)। ৩ উপদেশ। {(আরবি)তার্‌বিয়ত }
  • Bengali Word তরিবৎ Bengali definition তরিবত
  • Bengali Word তরিবয়ত Bengali definition [তর্‌বিয়ত্‌] (বিশেষ্য) শিক্ষা-দীক্ষা; সভ্যতা-ভব্যতা; আদব-কায়কোবাদদা। {(আরবি)তারবিয়ত}
  • Bengali Word তরী Bengali definition তরি
  • Bengali Word তরীকা Bengali definition তরিকা২
  • Bengali Word তরু Bengali definition [তোরু] (বিশেষ্য) বৃক্ষ; গাছ। তরু-কুলেশ্বর (বিশেষ্য) আম্রবৃক্ষ (হায়রে যেমতি হেমলতা আলিঙ্গয়ে তরু-কুলেশ্বরে-মাইকেল মধুষূদন দত্ত)। তরু-কোটর (বিশেষ্য) বৃক্ষকাণ্ডস্থ গর্ত; গাছের গায়ে যে গর্ত থাকে। তরুতল, তরুমূল (বিশেষ্য) বৃক্ষতলদেশ; গাছতলা। তরুনখ (বিশেষ্য) কাঁটা; কণ্টক। তরুবিলাসিনী (বিশেষ্য) নবমল্লিকা। তরুভুক (বিশেষ্য) পরগাছা। তরুমৃগ (বিশেষ্য) শাখামৃগ; বানর। তরুরাগ (বিশেষণ) নবপল্লব; কিশলয়। তরুরাজ, তরুবর (বিশেষ্য) ১ বৃক্ষশ্রেষ্ঠ। ২ বট, অশ্বত্থ, তাল প্রভৃতি বড় বড় গাছ। তরুরুহা (বিশেষ্য) পরগাছা। তরুশির (বিশেষ্য) গাছের আগা বা মাথা। তরুসার (বিশেষ্য) ১ বৃক্ষের সার ভাগ। ২ কর্পূর। {(তৎসম বা সংস্কৃত) √তৃ+উ}
  • Bengali Word তরুই Bengali definition তরই
  • Bengali Word তরুণ Bengali definition [তোরুন্‌] (বিশেষণ) ১ কিশোর। ২ নবযৌবন লাভ করেছে এমন। ৩ নতুন (তরুণ জ্ব)। ৪ নবোদিত (তরুণ রবি)। ৫ অপরিণত; অপরিপক্ব; কাঁচা; অল্প (তরুণ যুবক)। □ (বিশেষ্য) ১ নব-যুবক। ২ কিশোর; বালক। তরুণতা, তরুণত্ব, তারুণ্য (বিশেষ্য) ১ তরুণ অবস্থা। ২ নবযৌবন। ৩ কৈশোর। ৪ অপরিপক্বতা; অনিভিজ্ঞতা। তরুণিমা (বিশেষ্য) তারুণ্য; যৌবন। তরুণী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) যুবতী; নবযৌবনপ্রাপ্তা স্ত্রীলোক। {(তৎসম বা সংস্কৃত) √তৃ+উন(উনন্‌)}
  • Bengali Word তরূট Bengali definition [তোরূট্‌] (বিশেষ্য) গেঁড়; পদ্মের মুল। {(তৎসম বা সংস্কৃত) তরূট}
  • Bengali Word তরে Bengali definition (অব্যয়) ((পদ্যে ব্যবহৃত)) জন্য (সকলের তরে সকলে আমরা-কালিদাস রায়)। {(তৎসম বা সংস্কৃত) অন্তরে}
  • Bengali Word তরোয়াল Bengali definition তরওয়াল
  • Bengali Word তর্ক, তক্ক Bengali definition [তর্‌কো, তক্‌কো] (বিশেষ্য) ১ বাদানুবাদ; যুক্তি ও পাল্টা যুক্তি প্রদান; কথা কাটাকাটি; বচসা; কলহ। ২ যুক্তি; বিচার; বাহাস। ৩ ন্যায়শাস্ত্র। ৪ শঙ্কা; সংশয় (মনে তর্ক জাগছে যা করলাম তা ঠিক কিনা)। ৫ হেতু; কারণ। ৬ অনুমান; সন্দেহ। তর্কক (বিশেষণ) তর্ক করে এমন; তার্কিক। তর্কজাল (বিশেষ্য) ১ তর্কের ফাঁদ। ২ যুক্তিজাল। ৩ বহু তর্ক; বহু যুক্তি। তর্ক বিতর্ক, তর্কাতর্কি (বিশেষ্য) বচসা; বিবাদ; অনুকূল ও প্রতিকূল যুক্তি প্রদর্শনমূলক কথা কাটাকাটি; বাদ-প্রতিবাদ; debate। তর্কবিদ্যা, তর্কবিজ্ঞান, তর্কশাস্ত্র (বিশেষ্য) ন্যায়শাস্ত্র; logic। তর্কাভাস (বিশেষ্য) কুতর্ক; যুক্তিহীন বাজে তর্ক; ত্রুটিপূর্ণ যুক্তি; অকিঞ্চিৎকর যুক্তি। তর্কিত (বিশেষণ) ১ বিচারিত। ২ আলোচিত। ৩ অনুমিত। ৪ উৎপ্রেক্ষিত। তর্কী (বিশেষণ) ১ তার্কিক; তর্ককারক। ২ তর্কনিপুন। ৩ নৈয়ায়িক; ন্যায়শাস্ত্রবেত্তা। তর্কে তর্কে, তক্কে তক্কে (বিশেষ্য) বাদপ্রতিবাদ ছলে; তর্কচ্ছলে; তর্কেবিতর্কে। {(তৎসম বা সংস্কৃত) √তর্ক+অ(অচ্‌)}
  • Bengali Word তর্কু Bengali definition [তোর্‌কু] (বিশেষ্য) টাকু; সুতা কাটার যন্ত্র; তকলি; চরকা। {(তৎসম বা সংস্কৃত) কৃৎ+উ(নিপাতনে)}
  • Bengali Word তর্ক্ষু Bengali definition তরক্ষু
  • Bengali Word তর্জন Bengali definition [তর্‌জোন্‌] (বিশেষ্য) ১ ক্রোধযুক্ত গর্জন; ক্রুদ্ধ আস্ফালন। ২ তীব্র ভর্ৎসনা। ৩ ভীতি প্রদর্শন; শাসানো (শকুন্তলা রাজার অগোচরে প্রিয়ংবদাকে ভ্রূভঙ্গী ও অঙ্গুলি দ্বারা তর্জন করিতে লাগিলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। তর্জন-গর্জন (বিশেষ্য) সক্রোধে ও সগর্জনে উচ্চৈস্বরে ভর্ৎসনা; ঐরূপ আস্ফালন। {(তৎসম বা সংস্কৃত) √তর্জ্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word তর্জনী Bengali definition [তর্‌জোনি্‌] (বিশেষ্য) হাতের বৃদ্ধাঙ্গুলি ও মধ্যমার মধ্যবর্তী আঙ্গুল; যে আঙ্গুল নেড়ে তর্জন করা হয়। {(তৎসম বা সংস্কৃত) √তর্জ্‌+অন(ল্যুট্‌)+ঈ(ঙীপ্‌)}