Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word তল্প Bengali definition [তল্‌পো] (বিশেষ্য) ১ শয্যা; বিছানা। ২ গৃহ; ঘর। ৩ ভার্যা (গুরু তলাশ)। ৪ শয্যা। তল্পক (বিশেষ্য) ১ শয্যা প্রস্তুতকারক। ২ ফরাশ। তল্পকীট (বিশেষ্য) ছারপোকা। {(তৎসম বা সংস্কৃত) √তল্‌+প(পক্‌)}
  • Bengali Word তল্পি, তল্পী, তল্পিদার, তল্পিবাহক Bengali definition তলপি
  • Bengali Word তল্ল Bengali definition [তল্‌লো] (বিশেষ্য) ১ গহ্বর। ২ তলান্ত; পুকুর। {(তৎসম বা সংস্কৃত) তল্‌+ল; (তুলনীয়) তালাব}
  • Bengali Word তল্লাক Bengali definition তালক
  • Bengali Word তল্লাট, তল্লাটি Bengali definition তলাট
  • Bengali Word তল্লাবাঁশ Bengali definition [তল্‌লাবাঁশ] (বিশেষ্য) এক জাতীয় বাঁশ (মামার দেশেতে তল্লা বাঁশের খুব ভাল বাঁশী হয়-জসীমউদ্‌দীন)। {(তৎসম বা সংস্কৃত) তরল>তল্লা+(তৎসম বা সংস্কৃত) বংশ>বাঁশ}
  • Bengali Word তল্লাশ, তল্লাস Bengali definition তলাশ
  • Bengali Word তল্লাশ, তল্লাস Bengali definition [তল্‌লাশ্‌] (বিশেষ্য) খোঁজখবর; সন্ধান; অনুসন্ধান (লোক তল্লাস করিয়া দিল্লী যাইতেছে-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। তল্লাশি, তল্লাসি (বিশেষ্য) অনুসন্ধানের কাজ; খোঁজ; তল্লাশ। □ (বিশেষণ) অনুসন্ধানের অধিকারসংবলিত পত্র (তল্লাশি পরোয়ানা)। খানাতল্লাশ অবৈধভাবে লুক্কায়িত কোনো লোক বা দ্রব্যের অন্বেষণে কারও গৃহ অনুসন্ধান। {(ফারসি) তালাশ }
  • Bengali Word তল্লিকা Bengali definition [তোল্‌লিকা] (বিশেষ্য) ছিন্ন বস্ত্রাদির তালি। {(তৎসম বা সংস্কৃত) তল্ল+ইক(ষ্ঠন্‌)+আ(টাপ্‌)}
  • Bengali Word তশতরি, তশতরী Bengali definition [তশ্‌তোরি] (বিশেষ্য) ছোট রেকাবি; পিরিচ (চালের ফিরনী তশ্‌তরী ভরি-কাজী নজরুল ইসলাম)। {(ফারসি) তাশ্‌ত; (ফারসি) অথবা তশ্‌তফী}
  • Bengali Word তশবিহি, তশবীহি Bengali definition [তশ্‌বিহি] (বিশেষণ) বাহ্যিক আকৃতিগত (তশবীহি রূপ এই যদি তাঁর ‘তনজিহি’ কিবা হয়-কাজী নজরুল ইসলাম)। {(আরবি)তাশ্‌বীহী }
  • Bengali Word তশরিফ, তসরিফ Bengali definition [তোশ্‌রিফ] (বিশেষ্য) ১ মহত্ত্ব দান। ২ উপস্থিত; পদার্পণ; হাজির (মেহেরবানি করে তশরিফ আনুন অর্থাৎ দয়া করে আসনু)। ৩ (সম্ভ্রমার্থে) উপবেশন; বসা (তশরিফ রাখুন অর্থাৎ বসতে আজ্ঞা হোক)। {(আরবি)তাশরিফ}
  • Bengali Word তশলা Bengali definition [তশ্‌লা] (বিশেষ্য) ১ খিল; হুড়কা। ২ গাড়ির চাকার সঙ্গে লাগানো স্প্রিং। ৩ পিতলের রন্ধনপাত্র। {(হিন্দি) তস্‌লা}
  • Bengali Word তষ্ট Bengali definition [তশ্‌টো] (বিশেষণ) চাঁছা; র‌্যাঁদা বা পাতলা করা হয়েছে এমন। তষ্টা (বিশেষ্য) সূত্রধর; ছুতার। {(তৎসম বা সংস্কৃত) √তক্ষ্‌+ত(ক্ত)}
  • Bengali Word তসদিক, তসদীক Bengali definition তজদিগ
  • Bengali Word তসনস Bengali definition [তস্‌নস্‌] (বিশেষ্য) তছনছ; ধ্বংস; উল্টা-পাল্টা; বিপর্যয়। {(আরবি)তাহাসনাহাস}
  • Bengali Word তসনিফ, তছনীফ Bengali definition [তোস্‌নিফ্‌] (বিশেষ্য) রচনা সংকলন। {(আরবি)তাসনীফ্‌ }
  • Bengali Word তসবি, তসবিহ, তছবি, তছবিহ Bengali definition [তস্‌বি, তোস্‌বিহ্‌, তোছবি, তোছবিহ্‌] (বিশেষ্য) মুসলমানি জপমালা; আল্লাহর নাম বা দোয়া দরুদ পাঠের সময়ে নির্দিষ্ট সংখ্যা গণনার জন্য দানা বা গুটির মালাবিশেষ (তসবিতে জপি যত তার নাম-কাজী নজরুল ইসলাম; হাতে ‘তছবিহ’ টানিতেছে-মাউআ)। ২ তসবির মালা করাঙ্গুলির সাহায্যে গণনা (তসবি পড়া)। {(আরবি)তাসবীহ}
  • Bengali Word তসবির, তসবীর Bengali definition [তস্‌বির্‌] (বিশেষ্য) ছবি; চিত্র; প্রতিমূর্তি (মঞ্জিলে এনে দেখাইলে কার-অপরূপ তসবীর-কাজী নজরুল ইসলাম)। {(আরবি)তাসরীর}
  • Bengali Word তসবিহ Bengali definition তসবি
  • Bengali Word তসর Bengali definition [তসোর্‌] (বিশেষ্য) ১ গুটিপোকা রসজাত সুতা; গুটিপোকার সুতা থেকে তৈরি এক প্রকার মোটা কাপড় (তসরের কোট)। ২ একপ্রকার রেশম। তসরে (বিশেষণ) তসরজাত; তসরে তৈরি (তসরে শাড়ি)। {(তৎসম বা সংস্কৃত) ত্রসর>}
  • Bengali Word তসরিফ Bengali definition তশরিফ
  • Bengali Word তসরুফ, তসরুপ Bengali definition তছরুপ
  • Bengali Word তসলা Bengali definition [তস্‌লা] (বিশেষ্য) ১ পিতলের বা মাটির রন্ধনপাত্রবিশেষ; বোগনা। ২ খিল; হুড়কা। {(হিন্দি) তস্‌লা}
  • Bengali Word তসলিম, তসলীম Bengali definition [তোস্‌লিম্‌] (বিশেষ্য) ১ মুসলমানি অভিবাদন; সালাম (মরণের তব স্মরণ-তীর্থে মরমের তসলীম-শাহাদাত হোসেন)। নমস্কার; শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন। ২ বাদশাহের দরবারে অবনত হয়ে শ্রদ্ধা নিবেদনের পদ্ধতিবিশেষ। তসলিম করা (ক্রিয়া) ১ শ্রদ্ধাসহ সালাম করা। ২ তর্কে স্বীকার করে নেওয়া। তসলিমাত, তসলিমাৎ (বিশেষ্য) বারবার সালাম। {(আরবি)তাসলিম, বহুব. তাসলিমাত}
  • Bengali Word তসল্লি, তসাল্লী Bengali definition [তসোল্‌লি] (বিশেষ্য) সাত্ত্বনা; প্রবোধ (কত সে ক্লান্ত বেদনা-দগ্ধ মুসাফির এরই মূলে বসিয়া পেয়েছে মা’র তসল্লি সব গ্লানি গেছে ভুলে-কাজী নজরুল ইসলাম)। {(আরবি)তাসল্লী}
  • Bengali Word তসহুদ, তশাহ্‌হুদ Bengali definition [তশ্‌হুদ্‌, তশাহ্‌হুদ্‌] (বিশেষ্য) সাক্ষ্য-আমি সাক্ষ্য দিই যে আল্লাহ ব্যততি উপাস্য নাই আর সাক্ষ্য দিই যে মুহম্মদ (স.) তাঁর বান্দা ও রসুল (চতুর্থে তসহদ আত্তাহিয়াত পড়ায়-হেয়াত মাহমুদ)। {(আরবি)তশহ্‌হুদ}
  • Bengali Word তসিল Bengali definition তহসিল
  • Bengali Word তসু. তছু Bengali definition ((ব্রজবুলি)) [তোসু] (সর্বনাম) তার (তব জন যেবা তসু রিপু কেবা যম দেই সেবা শির পরিলম্বে-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) তস্য>}
  • Bengali Word তস্কর Bengali definition [তশ্‌কর্‌] (বিশেষ্য) চোর; অপহরণকারী; অপহারক। তস্করতা (বিশেষ্য) তস্করের বৃত্তি; চুরি; চৌর্য। {(তৎসম বা সংস্কৃত) তদ্‌+√কৃ+অ(ট্‌)}