Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word তরজমা, তর্জমা Bengali definition [তর্‌জমা] (বিশেষ্য) এক ভাষা থেকে অন্য ভাষায় বলা বা লেখা; অনুবাদ; ভাষান্তর। তর্জমাকারী (বিশেষ্য) (বিশেষণ) অনুবাদক; ভাষান্তরকারী। {(আরবি)তরজমাহ}
  • Bengali Word তরজা, তর্জা Bengali definition [তর্‌জা] (বিশেষ্য) কবিগানের অনুরূপ লোকসঙ্গীত বিশেষ-এ ধরনের গানে দুটি দল সদ্যরচিত গান দিয়ে পরস্পরকে আক্রমণ প্রতি-আক্রমণ করে থাকে। {(আরবি)তরজী}
  • Bengali Word তরণ Bengali definition [তরোন্‌] (বিশেষ্য) ১ পার হওয়া; উত্তরণ; অতিক্রম। ২ ত্রাণলাভ। ৩ উদ্ধার হওয়া। ৪ যার সাহায্যে পার হওয়া যায়; নৌকা, ভেলা প্রভৃতি। {(তৎসম বা সংস্কৃত) √তৃ+অন(ল্যুট্‌)}
  • Bengali Word তরণি, তরণী Bengali definition [তরোনি] (বিশেষ্য) যা দিয়ে পার হওয়া যায়; নৌকা-জাহাজ ইত্যাদি। {(তৎসম বা সংস্কৃত) √তৃ+অণি, অণী}
  • Bengali Word তরণ্ড, তরণ্ডক Bengali definition [তরন্‌ডো, তরন্‌ডক্‌] (বিশেষ্য) ১ ভেলা। ২ ফাৎনা; ফাতা। {(তৎসম বা সংস্কৃত) √তৃ+অণ্ড (অণ্ডচ্‌)}
  • Bengali Word তরতফাত Bengali definition [তর্‌তফাত্‌] (বিশেষ্য) ভেদাভেদ; পার্থক্য। {(ফারসি) তর্‌ + (আরবি)তাফাউত }
  • Bengali Word তরতর Bengali definition [তর্‌তর্‌] (অব্যয়) স্রোত; প্রবাহ ইত্যাদির বেগবাচক; দ্রুততাবাচক শব্দ (নদী তরতর করে বয়ে যায়)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word তরতাজা Bengali definition [তর্‌তাজা] (বিশেষণ) নবীন; জীবন্ত; টাটকা (সদ্য প্রস্ফুটিত তরতাজা ফুলের মত রূপে-রসে-মবিনউদ্দীন আহমদ)। {(ফারসি) তর্‌+তাজাহ}
  • Bengali Word তরতিব, তরতীব, তর্তিব Bengali definition [তর্‌তিব্‌] (বিশেষ্য) ১ ক্রম; পর্যায়; একটার পর আর একটা এই নিয়ম (তরতিব করিয়া আনে খিলাইতে খানা-সৈয়দ হামজা)। ২ শৃঙ্খলা; নিয়ম। ৩ ব্যবস্থা; ধারা (মদিনাতে জেয়ারত মোস্তফার গোর করিয়া তর্তিবভাবে-সৈয়দ আলাওল)। {(আরবি)তার্‌তীব্‌ }
  • Bengali Word তরপণ্য Bengali definition তর৪
  • Bengali Word তরপত Bengali definition [তর্‌পত্‌] (বিশেষ্য) একপ্রকার কর্ণভূষণ। {ওরাওঁ. তরপত; (তৎসম বা সংস্কৃত) তালপত্র>}
  • Bengali Word তরপদী Bengali definition [তর্‌পোদি] (বিশেষ্য) হংস প্রভৃতি জলচর তরণযোগ্য পদবিশিষ্ট হংস প্রভৃতি জলচর পক্ষী। {(তৎসম বা সংস্কৃত) তর+পদ+ইন্‌(ইনি); (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word তরফ Bengali definition [তরোফ্‌] (বিশেষ্য) ১ পক্ষ (তার আগের তরফের বিবির এক মেয়ে ছাড়া কেউ নেই-কাজী নজরুল ইসলাম)। ২ দিক; পাশ (খোদার তরফ থেকে)। ৩ প্রান্ত। ৪ জমিদারের খাজনা আদায়ের মহাল (তরফ কাশিমপুর)। ৫ জমিদারির ভাগ; অংশীকৃত জমিদারি; মালিক (বড় তরফ)। তরফ সানি (বিশেষ্য) দ্বিতীয় পক্ষ; দ্বিতীয়া (স্ত্রীলিঙ্গ)। {(আরবি)তরফ }
  • Bengali Word তরফদার Bengali definition [তরোফ্‌দার্‌] (বিশেষ্য) ১ তরফের রাজস্ব আদায়কারী লোক; গোমস্তা। ২ দলের বা পক্ষের লোক। ৩ তরফের মালিক; পদবিবিশেষ। {(আরবি)তরফ+(ফারসি) দার}
  • Bengali Word তরফা Bengali definition [তর্‌ফা] (বিশেষণ) ১ দিকের; পক্ষের (একতরফা)। ২ একপেশে। ৩ বাদী ও প্রতিবাদীর মধ্যে উপস্থিত একজনের জবানবন্দি শুনে বিচার নিষ্পত্তি (একতরফা ডিগ্রি)। একতরফা (বিশেষ্য) ১ পক্ষপাতযুক্ত (একতরফা বিচার)। ২ শুধু একদিক থেকে যা আসে (এক তরফা কথা বলা বা আক্রমণ)। দো-তরফা (বিশেষণ) ১ দুই দিক বা দুই পক্ষের মতামত নিয়ে কথিত। ২ দু দিক থেকে আগত। {(আরবি)তরফ + (বাংলা) আ}
  • Bengali Word তরবারি, তরবার Bengali definition [তরোবারি, তরবার্‌] (বিশেষ্য) অসি; খড়্‌গ; কৃপাণ; তরোয়াল। {(তৎসম বা সংস্কৃত) তরবারি}
  • Bengali Word তরমিম, তরমীম Bengali definition [তরমিম্‌] (বিশেষণ) সংশোধন; মেরামত (যা হয়েছে তা হচ্ছে তরমিম ডিক্রি-প্রমথনাথ বিশী)। {(আরবি)তার্‌মীম}
  • Bengali Word তরমুজ, তরবুজ Bengali definition (বিরল) [তোরমুজ্‌; তরবুজ] (বিশেষ্য) ফুটিজাতীয় বৃহদাকার রসালো ফল; water melon। {(ফারসি) তরবূজ}
  • Bengali Word তরল Bengali definition [তরোল্‌] (বিশেষণ) ১ পাতলা; গলিত (তরল সলিলে পশি কৌমুদিনী অবগাহে দেহ রজোময়-মাইকেল মধুষূদন দত্ত)। ২ বিগলিত; আর্দ্র; ভেজা (কারুণ্যে তরল হওয়া)। ৩ অস্থির; চঞ্চল; লঘু (অনেক তরল ও গম্ভীর আলোচনা হইয়াছিল-শেখ হাবিবর রহমান সাহিত্যরত্ন)। তরলা (স্ত্রীলিঙ্গ)। তরলতা, তরলত্ব, তার‌ল্য (বিশেষ্য) তরল স্বভাব। তরল-নয়না, তরল-নয়নী, তরল-লোচনা (বিশেষ্য) তরলাক্ষী; তরল-লোচন; চঞ্চল-নয়না রমণী। তরলিত (বিশেষণ) গলিত; বিগলিত; দ্রবীভূত (তরলিত চদ্রিকা চন্ধ বর্ণা-সত্যেন্দ্রনাথ দত্ত)। তরলীকৃত (বিশেষণ) তরল করা হয়েছে এমন; গলানো। {(তৎসম বা সংস্কৃত) √তৃ+অল (কলচ্‌)}
  • Bengali Word তরশু Bengali definition [তোরশু] (ক্রিয়াবিশেষণ) গত পরশুর আগের দিন বা আগামী পরশুর পরদিন; আগামী বা বিগত চতুর্থ দিন (তরশুই দিন আছে বিয়ের-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) তৎপরশ্ব>; পরশু, (অনুকারক শব্দ, শব্দদ্বৈত) তরশু}
  • Bengali Word তরসা ১ Bengali definition [তর্‌শা] (অব্যয়) শীঘ্র; দ্রুত; তাড়াতাড়ি। {(তৎসম বা সংস্কৃত) √তৃ+অস+(বাংলা) আ}
  • Bengali Word তরসা ২ Bengali definition [তর্‌শা] (অব্যয়) তফাত; ফাঁক; দূরে দূরে। {(তৎসম বা সংস্কৃত) √তৃ+ অস+(বাংলা) আ}
  • Bengali Word তরসানো, তরসান Bengali definition [তরশানো] (ক্রিয়া) দুঃখ দেওয়া; জ্বালাতন করা (মরা জানকে এ মিছে তরসানো আর-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) ত্রাস>;(হিন্দি) তর্সন}
  • Bengali Word তরসি Bengali definition ((ব্রজবুলি)) [তরসি] (ক্রিয়াবিশেষণ) সবেগ; সত্রাস (পরিসিত তরসি করছি কর ঠেলি-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) ত্রাস>(বাংলা) স্বরাগমে) তরস+ই}
  • Bengali Word তরস্ত Bengali definition [তরোস্‌তো] (বিশেষণ) ব্যস্ত; ব্যস্তসমস্ত; তটস্থ। {(তৎসম বা সংস্কৃত) ত্রস্ত>স্বরাগমে}
  • Bengali Word তরস্থান Bengali definition তর৪
  • Bengali Word তরস্বান, তরস্বী Bengali definition (-স্বিন্‌) [তরোশ্‌শান্‌, তরোশ্‌শি] (বিশেষণ) ১ বেগশালী; দ্রুতগামী। ২ বলবান। তরস্বতী, তরস্বিনী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) তরস্‌+বান (বতুপ্‌), বিন্‌(বিনি)}
  • Bengali Word তরা ১ Bengali definition [তরা] (ক্রিয়া) ১ পার হওয়া; পার হয়ে যাওয়া; উত্তীর্ণ হওয়া। ২ উদ্ধার হওয়া (কতজন তরে গেল)। □ (বিশেষ্য) উক্ত উভয় অর্থে। তরানো, তরান (ক্রিয়া) ১ পার করা। ২ উদ্ধার করা; সংকট থেকে পরিত্রাণ করা। □ (বিশেষ্য) (বিশেষণ) উক্ত উভয় অর্থে। তরান্ধু (বিশেষ্য) নৌকা; বৃহৎ ও প্রশস্ত নৌকা। তরি১ (অসমাপিকা ক্রিয়া)((পদ্যে ব্যবহৃত)) উদ্ধার করে (বিবাদ ঘুচালে এই সর্বত্রেতে তরি-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) তৃ+অ+(বাংলা) আ}
  • Bengali Word তরা ২ Bengali definition [তরা] (বিশেষ্য) ক্ষিপ্রতা; শীঘ্রতা। {(তৎসম বা সংস্কৃত) ত্বরা>(প্রাকৃত) তরা}
  • Bengali Word তরাই Bengali definition [তরাই] (বিশেষ্য) ১ পাহাড়-পর্বতের পাদদেশের স্যাঁতসেঁতে ও জঙ্গলময় অঞ্চল। ২ নেপালের একটি অঞ্চলের নাম। এ অঞ্চলের কপিলাবস্তুতে গৌতম বুদ্ধের জন্ম হয়। {(তৎসম বা সংস্কৃত) তলভূমি>তলাই>}