Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word তস্ত Bengali definition [তস্‌তো] (বিশেষ্য) তশতরি; পাত্র; থালা (সুবর্ণের তস্তে করি দিল তার আগে-হেয়াত মাহমুদ)। {(ফারসি) তাশত}
  • Bengali Word তস্য Bengali definition তস্য [তোশ্‌শো] (সর্বনাম) তার। {(তৎসম বা সংস্কৃত) তদ্‌ ষষ্ঠী (একবচন)}
  • Bengali Word তহ Bengali definition [তহ্‌] (বিশেষ্য) ১ খরচ; খাজনা (আমি ত বাজারীদের তিন বৎসরের তহ মাফ করিয়া দিতেছি-গোপাল হালদার)। ২ ভাঁজ; তল; নিচু। তহ-ই-বাজারি (বিশেষ্য) বাজারে বা হাটে কোনো কিছু বিক্রি করতে গেলে ইজারাদারকে যে খাজনা দিতে হয় (এখন ধান লইয়া চাল লইয়া তাহারা হাজারী হাটে বিক্রয় করিতে গেলে তাহাদিগকে তহ-ই-বাজারি দিতে হয়-গোপাল হালদার)। তহখরচ, তখরচ (বিশেষ্য) হিসাবের অতিরিক্ত খরচ; বাজে খরচ; আনুষঙ্গিক খরচ। {(ফারসি) তহ}
  • Bengali Word তহকিক, তহ্‌কিক, তহকীক Bengali definition [তহ্‌কিক্‌] (বিশেষ্য) সত্য নির্ণয়ের চেষ্টা; তদন্ত; গবেষণা। □ (ক্রিয়াবিশেষণ) বাস্তবিক (নহে ত আলীর হাত হারাইবে জান। তহকিক জানিবে আজি মউত নিদান-সৈয়দ হামজা)। {(আরবি)তাহকীক }
  • Bengali Word তহখানা, তয়খানা, তায়খানা Bengali definition [তহ্‌খানা, তয়্‌খানা, তায়্‌খানা] (বিশেষ্য) মাটির নিচের ঘর; ভূগর্ভিস্থিত কক্ষ (বালাখানায় ও তহখানায় লোক পরিপূর্ণ-রামরাম বসু)। {(ফারসি) তহখানহ}
  • Bengali Word তহফা, তোহফা, তোফা Bengali definition [তহ্‌ফা, তোহফা, তোফা] (বিশেষ্য) ১ তোহ্‌ফা; উপহার; উপঢৌকন (বিস্তর বিস্তর তহফা আদি দিয়া বাদসাহের হুজুরে দরপেস হইলেন-রামরাম বসু)। ২ উপহারযোগ্য অতি উৎকৃষ্ট বস্তু; উৎকৃষ্ট; খাসা। {(আরবি)তুহফাহ}
  • Bengali Word তহবন্দ Bengali definition [তহ্‌বন্‌দ্‌] (বিশেষ্য) তহবন; তবন; লুঙ্গি (পরনে গেরুয়াতহবন্দ-শওকত ওসমান)। {(ফারসি) তাহবন্দ}
  • Bengali Word তহবিল, তবিল, তফিল Bengali definition [তহোবিল্‌, তোবিল্‌, তফিল্‌] (বিশেষ্য) সঞ্চিত নগদ টাকাকড়ি; ধনভাণ্ডার; পুঁজি (চাকরীর তবিলে জমা ছিল না কিছু-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। তহবিলদার, তবিলদার (বিশেষ্য) জমা টাকার হেফাজতকারী; কোষাধ্যক্ষ; cashier। তহবিলদারি, তবিলদারি (বিশেষ্য) তহবিলের কাজ; কোষাধ্যক্ষের কাজ (আমায় দে মা তবিলদারি-রামপ্রসাদ সেন [বিদ্যাসুন্দর])। তহবিল তসরুফ, তহবিল ভাঙা (বিশেষ্য) তহবিল থেকে বেআইনি খরচ বা চুরি। {(আরবি)তাহবীল}
  • Bengali Word তহমত, তোহমৎ Bengali definition [তহ্‌মত, তোহমৎ] (বিশেষ্য) অপবাদ; মিথ্যা দোষারোপ বা দুর্নাম (আমি তাহাদিগের লেখাপড়ার ও ঔষধপত্রের জন্য বিশেষ ব্যয় করিতেছি আবার আমার উপর এই তহমত-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর); কেন ওসমান সরকার তোমার নামে এই তহমত দিতেছে-মুহম্মদ মনসুরউদ্দীন)। তহমতি (বিশেষ্য) (বিশেষণ) অপরাধী; আসামি। {(আরবি)তুহ্‌মত, (আরবি)তুহম}
  • Bengali Word তহরি, তহুরি, তহরির Bengali definition [তহোরি, তহুরি, তহোরির্‌] (বিশেষ্য) ১ দলিল ও চিঠিপত্রাদি লেখার পারিশ্রমিক। ২ প্রজার নিকট থেকে নির্ধারিত খাজনার অতিরিক্ত যে অর্থ আদায় করা হয়। ৩ দোকানদার; খরিদ্দারের ভৃত্যকে যে বখশিশ দেওয়া হয়। {(আরবি)তাহরীরী}
  • Bengali Word তহরিমা, তহরীমা Bengali definition [তহ্‌রিমা] (বিশেষ্য) যে নিয়ত দ্বারা অন্যান্য কাজকে নিষিদ্ধ করা হয় যেমন-নামাজের প্রারম্ভে ‘আল্লাহু আকবর’ বলে একাগ্রচিত্তে বুকে বা নাভিস্থলে হাত বেঁধে নামাজে রত হওয়া; নামাজের নিয়ত করা; তকবির-ই-তহরিমা (আসবে ক্লান্ত তুলিয়াছি শুধু বৃথা তহরিমা বেঁধে-কাজী নজরুল ইসলাম)। {(আরবি)তাহরিমাহ}
  • Bengali Word তহরির, তহরীর Bengali definition [তহরির্‌] (বিশেষ্য) লেখা; রচনা। {(আরবি)তাহরীর}
  • Bengali Word তহশিল Bengali definition তহসিল
  • Bengali Word তহসিল, তহশিল, তহসীল Bengali definition [তহোশিল্‌, তহোশিল্‌, তোশিল্‌] (বিশেষ্য) ১ আদায়কৃত খাজনা; রাজস্ব। ২ খাজনা বা কর আদায় (পুঁজিপতিদের টাকা তহসিলের ব্যবস্থা করিলেন: তহশিল সম্বন্ধে পূর্বে এত কষাকষি কোনোদিন ছিল না-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ খাজনা গ্রহণের দফতর। তহসিলদার (বিশেষ্য) ১ তহসিলের ভাবপ্রাপ্ত কর্মচারী। ২ খাজনা আদায়কারী; কর সংগ্রাহক। তহসিলদারি (বিশেষ্য) তহসিলদারের কাজ বা বৃত্তি। {অ. তাহসীল}
  • Bengali Word তহি, তহিঁ ((ব্রজবুলি)) Bengali definition [তোহি, তোহিঁ] (অব্যয়) ১ সেখানে; তথায়। ২ অধিকন্তু। ৩ অথচ। ৪ তার মধ্যে; তখন। {(তৎসম বা সংস্কৃত) তস্মিন্‌>}
  • Bengali Word তহুরা-শরাব Bengali definition [তোহুরা শরাব্‌] (বিশেষ্য) বেহেশ্‌তের পবিত্র পানীয়-বিশেষ (কওসর বারি তহুরা-শরাব তুমি পান কর, জুড়াও বুক-মোহিতলাল মজুমদার)। {(আরবি)শরাবান্‌-তহুরা}
  • Bengali Word তহুরি Bengali definition তহরি
  • Bengali Word তা ১ Bengali definition [তা] (বিশেষ্য) ডিম ফোটাবার জন্য উপরে বসে পাখির তাপ বা উত্তাপ দান। {(তৎসম বা সংস্কৃত) তাপ>তা}
  • Bengali Word তা ২ Bengali definition [তা] (বিশেষ্য) পাক; মোচড় (গোঁফে তা দেওয়া)। গোঁফে তা দেওয়া (ক্রিয়া) ১ গোঁফ পাকানো। ২ সপক্ষে কাজ সম্পাদন। ৩ সাফল্য সম্ভাবনায় নিশ্চিত হওয়া। {(ফারসি) তহ্‌}
  • Bengali Word তা ৩ Bengali definition [তা] (বিশেষ্য) সম্পূর্ণ একটা; এক দিস্তার চব্বিশ ভাগের একভাগ (এক তা কাগজ)। {(ফারসি) তহ্‌}
  • Bengali Word তা ৪ Bengali definition [তা] (অব্যয়) ১ কথার মাত্রা (তা তুমি বল্লে হবে)! ২ কিন্তু; তথাপি (রোজই ভাবি ফোন করব তা কাজের চাপে আর হয়ে ওঠে না)। ৩ আচ্ছা (তা তুমি কি বলো?)। {(তৎসম বা সংস্কৃত) তারৎ>(প্রাকৃত) তা}
  • Bengali Word তা ৫ Bengali definition তাহা
  • Bengali Word তা-না-না, তানা-না Bengali definition [তানানা] (অব্যয়) ১ সুর সাধন সূচনা। ২ ((আলঙ্কারিক)) ভণিতা; নানা বাহানায় নাকচের চেষ্টা। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word তা-বড় তা-বড় Bengali definition [তাবড়োতাবড়ো] (বিশেষণ), (অব্যয়) ইয়া বড় বড়; তা থেকে বড়; অনেক বড় বড়। (তা-বড় তা-বড় ধনী এ বাড়ি কিনতে চেয়েছে)। {(তৎসম বা সংস্কৃত) তস্মাৎ>তা}
  • Bengali Word তাঁই Bengali definition [তাঁই] (বিশেষ্য) হাজির (তোড়রমল দুই লক্ষ ফৌজসমেত দাউদের নিপাতার্থে গৌড়ে তাঁই হইলেন-রামরাম বসু)। {(অজ্ঞাতমূল)}
  • Bengali Word তাঁকে Bengali definition [তাঁকে] (সর্বনাম) ১ তাঁহাকে শব্দের চলিত রূপ। ২ সেই ব্যক্তি। {তাঁহাকে>}
  • Bengali Word তাঁত Bengali definition [তাঁত্‌] (বিশেষ্য) ১ তন্তু; বস্ত্র বোনার যন্ত্র। ২ চর্মসূত্র। ৩ জীবজন্তুর নাড়ি থেকে তৈরি সুতা; gut। তাঁতঘর, তাঁতশালা (বিশেষ্য) বস্ত্র বয়নের গৃহ; তাঁতির কারখানা। তাঁতবোনা (ক্রিয়া) তাঁতযন্ত্রে বস্ত্র বয়ন করা। তাঁতি (বিশেষ্য) ১ বস্ত্র বয়নকারী তন্তুবায়। ২ তন্তুবায় পেশাধারী হিন্দু সম্প্রদায়বিশেষ। তাঁতিনী (স্ত্রীলিঙ্গ)। অতি লোভে তাঁতি নষ্ট-অত্যধিক লাভের লোভ ক্ষতিকর; বেশি প্রাপ্তির লোভে আসলও নষ্ট হয়। {(তৎসম বা সংস্কৃত) তন্ত্র>(প্রাকৃত) তংত}
  • Bengali Word তাঁবা Bengali definition [তাঁবা] (বিশেষ্য) তামার কথ্য রূপ। {(তৎসম বা সংস্কৃত) তাম্র>}
  • Bengali Word তাঁবু, তাম্বু, তম্বু Bengali definition [তাঁবু, তাম্‌বু, তোম্‌বু] (বিশেষ্য) ১ বস্ত্রগৃহ; শিবির; একপ্রকার মোটা কাপড়ের তৈরি গৃহবিশেষ; tent (তাম্বু খাড়া করিবার চিন্তিত উপায়-হেয়াত মাহমুদ; ওমর খৈয়ামের পিতা তাম্বু নির্মাণ করতেন-এস. ওয়াজেদ আলী)। ২ তাঁবুর মতো ছড়ানো বা ঢিলা পরিধেয় (ধোপানীর তাম্বু পরে বেরিয়ে পড়লুম-সৈয়দ মুজতবা আলী)। তাঁবুপানা তাঁবুর ন্যায় ছড়ানো (ইরানী বেদেনীদের তাম্বুপানা ঘাঘরা পরেছেন-সৈয়দ মুজতবা আলী)। {(ফারসি) তন্‌বূ; তমবূ}
  • Bengali Word তাঁবে, তাবে Bengali definition [তাঁবে, তাবে] (ক্রিয়াবিশেষণ) অধীনে; অধীনতায়; শাসনে; কর্তৃত্বে; আধিপত্যে (ওদেরই তাঁবে আছি-মনোজ বসু)। তাঁবেদার (বিশেষ্য) ১ অধীন লোক; অনুগত ব্যক্তি। ২ ভৃত্য। □ (বিশেষণ) আজ্ঞাবহ; অধীন (ফুল মখলুক তাঁবেদার তোর কাহারে ডরিস বল-শাহাদাত হোসেন)। তাঁবেদারি, তাবেদারি (বিশেষ্য) অধীনতা; তাবেদারের কাজ; অধীন অবস্থা (বুদ্ধি আত্মার তাঁবেদারি করেছে-মোতাহের হোসেন চৌধুরী)। {(আরবি)তাবি}