Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word জলো, জোলো Bengali definition [জোলো] (বিশেষণ) ১ পানিমিশ্রিত (জলো দুধ)। ২ পানিপূর্ণ; সজল (সে চোখ যেমন বড় তেমনি জলো-প্রথম চৌধুরী)। ৩ পানসে। ৪ ফিকা। {(তৎসম বা সংস্কৃত) জল+(বাংলা) উয়া>}
  • Bengali Word জলোকা Bengali definition জলৌকা
  • Bengali Word জলোচ্ছাস Bengali definition [জলোচ্‌ছাস্‌] (বিশেষ্য) ১ সহসা পানি বৃদ্ধি; পানি ফুলে ওঠা; জলের স্ফীতি। ২ জোয়ার। {(তৎসম বা সংস্কৃত) জল+উচ্ছাস; ৬ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word জলোদর, জলোদরী Bengali definition [জরোদর্‌, জলোদোরি] (বিশেষ্য) উদরী রোগ। {(তৎসম বা সংস্কৃত) জল+উদর; উদরী}
  • Bengali Word জলোদ্ভব Bengali definition [জলোদ্‌ভব্‌] (বিশেষণ) ১ জল থেকে উৎপন্ন এমন। ২ জলজাত। ¨ (বিশেষ্য) জলজ উদ্ভিদ ও প্রাণী। জলোদ্ভবা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) জল+উদ্ভব; ৬ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word জলোৎকা Bengali definition [জলোত্‌কা] (বিশেষ্য) মাছবিশেষ (জলোৎকা আর শঙ্কটা মাছ আছড়ে পড়ে তটে-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(অজ্ঞাতমূল)}
  • Bengali Word জলোয়া, জলওয়া Bengali definition [জলোয়া] (বিশেষণ) জেল্লা বা ঔজ্জল্য (নূরের জলওয়া পীর সাহেবের চক্ষে সহ্য হইত না-আবুল মনসুর আহমদ)। {(আরবি) জল্‌বাহ}
  • Bengali Word জলৌকা, জলোকা Bengali definition [জলোউকা, জলোকা] (বিশেষ্য) জোঁক (শশা হেন মশাগুলো জলৌকা কুঞ্জর শুণ্ডাকার-কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) জল+ঔকা}
  • Bengali Word জলৌষধি Bengali definition [জলোউশোধি] (বিশেষ্য) ব্রাহ্মী শাক; ব্রাহ্মী শাকের মতো ফলপ্রদ শাকসমূহ। {(তৎসম বা সংস্কৃত) জল+ঔষধি; (কর্মধারয় সমাস)}
  • Bengali Word জল্প Bengali definition [জল্‌পো] (বিশেষ্য) বিরুদ্ধ মত খণ্ডন করে আপন মত প্রতিষ্ঠা। ২ আলোচনা বা জল্পনা; কথন বা আলাপ; বাচালতা। {√জল্প্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word জল্পক Bengali definition [জল্‌পক্‌] (বিশেষণ) তার্কিক; বাচাল; অতিকথন বা বহুকথন দোষী; বহুভাষী। {(তৎসম বা সংস্কৃত) √জল্প্‌+অক(ণ্বুল্‌)}
  • Bengali Word জল্পন, জল্পনা Bengali definition [জল্‌পোন্‌, জল্‌পোনা] (বিশেষ্য) ১ কথন; উল্লেখ; উক্তি (ক্ষুদ্র এ মানবশিশু রচিতেছে প্রলাপ জল্পনা-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ সোৎসাহ আলোচনা; কল্পনামিশ্রিত আলোচনা বা পরিকল্পনা (কবে খাওয়া এবং কি খাওয়া হইবে, এই সকল বিষয়ে জল্পনা-সুকুমার রায়)। ৩ আলাপ-আলোচনা বা আন্দোলন (কিছুদিন ধরে ঐ মূর্তিরই জল্পনা চললো বটে কিন্তু চিরদিন নয়-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৪ বাচালতা; বৃথা বাক্যব্যয়; অনর্থক কথন। ৫ প্রস্তাব; সূচনা। {(তৎসম বা সংস্কৃত) √জল্প্‌+অন(ল্যুট্‌)+আ(টাপ্‌)}
  • Bengali Word জল্পিত Bengali definition [জোল্‌পিতো] (বিশেষণ) প্রস্তাবিত; উক্ত; কথিত; আলোচিত। {(তৎসম বা সংস্কৃত) √জল্প্‌+ত(ক্ত)}
  • Bengali Word জল্লাদ Bengali definition [জল্‌লাদ্‌] (বিশেষ্য) ১ প্রাণদণ্ডাদেশপ্রাপ্ত অপরাধীর বধকারী বা ঘাতক (জল্লাদ কোথা? শূল পোঁতে নাই?-মোহিতলাল মজুমদার; জল্লাদের হাতে মৃত্যুই ছিল লঘুতম প্রাপ্য-মোঃ ওয়ালিউল্লাহ)। ২ নির্মম বা নিষ্ঠুর ব্যক্তি। জল্লাদপনা (বিশেষণ) জল্লাদের আচরণ বা স্বভাব; নিষ্ঠুরতা (জল্লাদপনা তোর সাধ মিটায়েছে কাল রাতে-মোহিতলাল মজুমদার)। জল্লাদীয় (বিশেষণ) জল্লাদসম্পর্কিত (খুন করার মতো জল্লাদীয় ভূমিকায় সে অবর্তীর্ণ হতে পারে না-ওবায়েদুল হক)। {(আরবি) জল্লাদ}
  • Bengali Word জশন, জসন Bengali definition [জশোন্‌] (বিশেষ্য) উৎসব; আমোদ; আহ্লাদ (জসন করেন সবে আনন্দে আরাম-ফকির গরীবুল্লাহ; ‘জশন’ বা স্বাধীনতা দিবসের আমোদ আহ্লাদ করার জন্য-সৈয়দ মুজতবা আলী)। {(ফারসি) জশ্‌ন}
  • Bengali Word জশম Bengali definition জওসম
  • Bengali Word জসদ Bengali definition [জশোদ্‌] (বিশেষ্য) ধাতুবিশেষ; দস্তা; zinc। {(তৎসম বা সংস্কৃত) যশদ}
  • Bengali Word জসম Bengali definition জওসম
  • Bengali Word জহমত Bengali definition [জহোমত্‌] (বিশেষ্য) কষ্ট; দুঃখ। {(আরবি) যহ্‌মৎ}
  • Bengali Word জহর ১ Bengali definition [জহোর্‌] (বিশেষ্য) বিষ; গরল; যা খেলে মৃত্যু হতে পারে (জহর খেলায়া, নবী! মারিবে হাসন-হেয়াত মাহমুদ)। জহর আলুদা (বিশেষণ) বিষ-মাখানো; বিষাক্ত (তার বুকে বিষমাখা তলওয়ার চালিয়ে আর জহরআলুদা তীর হেনেই আমার সুখ-কাজী নজরুল ইসলাম)। {(ফারসি) জ্বহর্‌}
  • Bengali Word জহর ২ Bengali definition [জহোর্‌] (বিশেষ্য) মণি; রত্ন; মূল্যবান; প্রস্তরবিশেষ। {(আরবি) জর্‌হর্‌}
  • Bengali Word জহরত Bengali definition [জহোরত্‌] (বিশেষ্য) বহুমূল্য প্রস্তরাদি; হীরা পান্না চুনি প্রভৃতি নানা রত্ন (পারিবে আমারে দিতে জহরত মানিক কোন্‌-কাজী নজরুল ইসলাম)। {(আরবি) জরয়াহিরাত বহুব}
  • Bengali Word জহরব্রত Bengali definition [জহোর্‌ব্রোতো] (বিশেষ্য) রাজপুত রমণীদের সতীত্ব রক্ষার্থে অগ্নিকুণ্ডে জীবন বির্সজন বা বিষপানে মৃত্যুবরণ ব্রত। {(ফারসি) জহর১+(তৎসম বা সংস্কৃত) ব্রত}
  • Bengali Word জহরি, জহরী Bengali definition জহুরি
  • Bengali Word জহান Bengali definition জাহান
  • Bengali Word জহিন, জহীন Bengali definition [জোহিন] (বিশেষণ) মেধাবী; তীক্ষ্ণ বুদ্ধি; অত্যন্ত চালাক; সুচতুর (জহীন কিংবা চালাক বললে আমরা বুঝতে পারি-মাইকেল মধুসূদন দত্ত)। {(আরবি) যহীন্‌ বাংলায় ‘জেহেন’ রূপেও ব্যবহৃত}
  • Bengali Word জহুদ, যুহুদ Bengali definition [জোহুদ] (বিশেষ্য) ইহুদি; বিধর্মী (এয়ছা জোরে গোজ্জ তারে মারিল জহুদ-সৈয়দ হামজা)। ¨ (বিশেষণ) ঝগড়াটে বা একগুঁয়ে; জীর্ণ শীর্ণ (নিজের গিন্নীকে তাহলে জহুদ বুড়ী বলে প্রকাশ্যে স্বীকার করে নিতে হয়-সৈয়দ মুজতবা আলী)। {(আরবি) জহুদ}
  • Bengali Word জহুরি, জহুরী, জহরি, জহরী Bengali definition [জোহুরি, জোহুরি, জোহোরি, জোহোরি] (বিশেষ্য) ১ মনিমুক্তাদির ব্যবসায়ী। ২ যে মনিমুক্তা চেনে এবং এগুলোর দোষগুণ সম্পর্কে অভিজ্ঞ (জহুরী জহর চেনে)। ৩ সমঝদার, বিশেষজ্ঞ; নিপুণ। {(আরবি) জরহরী}
  • Bengali Word জহ্নু Bengali definition [জোন্‌হু] (বিশেষ্য) একজন পৌরাণিক মুনির নাম-যিনি গঙ্গাকে পান করে হাঁটু দিয়ে বের করেছিলেন। জহ্নুকন্যা, জহ্নুতনয়া, জহ্নুসুতা (বিশেষ্য) জাহুবী, গঙ্গা; জহ্নু-কন্যা বলে গঙ্গার অপর নাম জাহ্নবী। {(তৎসম বা সংস্কৃত) জহ্নু}
  • Bengali Word জা ১, জাল Bengali definition [জা, জাল] (বিশেষ্য) স্বামীর ভাইয়ের বউ (ভাবীর ছোট জা উকিলের মা-শাহেদ আলী)। {(তৎসম বা সংস্কৃত) যাতৃ>}