Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word জলদ ১ Bengali definition [জলোদ্‌] (বিশেষ্য) ১ মেঘ; জলকর (ঝলমল করে জেন জলদ উঝলা-শেখ ফয়জুল্লাহ)। ¨ (বিশেষণ) জলদাতা। জলদা (স্ত্রীলিঙ্গ)। জলদকাল, জলদাগম (বিশেষ্য) বর্ষাকাল; বৃষ্টির সময়। জলদজাল (বিশেষ্য) মেঘসমূহ (দুর্ভাগা ও অধঃপতনের জলদজাল বেশীদিন তিষ্ঠিতে পারে না!-ইসমাইল হোসেন শিরাজী)। জলদমন্দ্র (বিশেষ্য) মেঘের গম্ভীর শব্দ। জলদোদয় (বিশেষ্য) ১ মেঘোদয়; মেঘসঞ্চার। ২ বর্ষাকাল। {(তৎসম বা সংস্কৃত)জল+√দা+অ(ক)}
  • Bengali Word জলদ ২ Bengali definition [জলোদ্‌] (বিশেষণ) দ্রুত; তাড়াতাড়ি (জলদ লয়ের সংগীত)। {(আরবি) জল্‌দী}
  • Bengali Word জলদি, জলদী Bengali definition [জোল্‌দি] (ক্রিয়াবিশেষণ) শীঘ্র; দ্রুত; সত্বর; অচিরে (এনার বাত মাফিক কাম করলে মোদের মেটির ভিতর জলদি যেতে হবে-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। চট জলদি (ক্রিয়াবিশেষণ) অতি-দ্রুত; তখন-তখন; তৎক্ষণাৎ। {(আরবি) জলদী}
  • Bengali Word জলধর Bengali definition [জলোধর্‌] (বিশেষ্য) ১ মেঘ; জলদ। ২ সমুদ্র। ¨ (বিশেষণ) জলধারণকারী। {(তৎসম বা সংস্কৃত) জল+√ধৃ+অ(অচ্‌)}
  • Bengali Word জলধি Bengali definition [জলোধি] (বিশেষ্য) সাগর; সমুদ্র। জলধি-কুমারী, জলধি সুতা (বিশেষ্য) হিন্দু দেবতা লক্ষ্ণী। {(তৎসম বা সংস্কৃত) জল+√ধা+ই(কি)}
  • Bengali Word জলনর Bengali definition [জলোনর্‌] (বিশেষ্য) শরীরের উপরের দিক মানুষের ন্যায় নীচের দিক মাছের মতো-এরূপ জলচর প্রাণী। {(তৎসম বা সংস্কৃত) জল+নর}
  • Bengali Word জলনিধি Bengali definition জল
  • Bengali Word জলনীলিকা, জলনীলী Bengali definition [জলোনিলিকা, জলোনিলি] (বিশেষ্য) শৈবাল। {(তৎসম বা সংস্কৃত) জল+নীলিকা, নীলী}
  • Bengali Word জলপতি Bengali definition জল
  • Bengali Word জলপাই Bengali definition [জল্‌পাই] (বিশেষ্য) সুপরিচিত অম্লস্বাদ ফলবিশেষ।(আকরোট ছোহারা লবঙ্গ জলপাই-সৈয়দ আলাওল)। {(তৎসম বা সংস্কৃত) জলপাদপ}
  • Bengali Word জলপিপি Bengali definition [জল্‌পিপি] (বিশেষ্য) বকজাতীয় এক প্রকার পাখি (জলপিপি ওর মৃদু বোল বুঝি বোলছে-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) জল+ধ্বন্যাত্মক পিপি}
  • Bengali Word জলবায়ু, জলহাওয়া Bengali definition [জলবায়ু, জলতাশ্‌] (বিশেষ্য) কোনো দেশ বা স্থানের সারা বৎসরের শীত গ্রীষ্ম বৃষ্টিপাত প্রভৃতি সম্পর্কিত বিবরণ; আবহাওয়া; climate। {(তৎসম বা সংস্কৃত) জল+বায়ু, বাতাস}
  • Bengali Word জলসত্র, জলছত্র Bengali definition [জল্‌সত্‌ত্রো] (বিশেষ্য) পিপাসার্তকে জল দানের বন্দোবস্ত। {(তৎসম বা সংস্কৃত) জল+(তৎসম বা সংস্কৃত) সত্র>ছত্র}
  • Bengali Word জলসা Bengali definition [জল্‌শা] (বিশেষ্য) ১ আসর; বৈঠক; মজলিশ; জটলা বা সমাবেশ; আনন্দ সন্মেলন (জলায় ফুলের জলসা রোজ-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ নাচ-গান প্রভৃতির আসর বা বৈঠক (রঞ্জিত হয় এক পিয়ালায় জল্‌সা গেহ-আবুল ফরাহ মুঃ আবদুল হক ফরিদী)।{(আরবি) জলসাহ}
  • Bengali Word জলা Bengali definition [জলা] (বিশেষ্য) যে নিন্মভূমিতে পানি জমে থাকে; বিল; কচ্ছ; marshy land (যতদূর চোখ চলে সবুজ খেত আর জলা-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ¨ (বিশেষণ) জলময়; পানিতে মগ্ন; (জলাভূমি)। জিলাভূমি (বিশেষ্য) পানি ও কর্দমাক্ত নিম্নভূমি। {(তৎসম বা সংস্কৃত) জল+(বাংলা) আ}
  • Bengali Word জলাচরণীয় Bengali definition [জলাচরোনিয়ো] (বিশেষ্য), (বিশেষণ) জলচল; যে জাতের ছোয়া পানি ব্রাহ্মণাদি উচ্চবর্ণ হিন্দুর বর্ণাশ্রম অনুসারে ব্যবহার্য। {(তৎসম বা সংস্কৃত) জল+আচরনীয়+(বহুব্রীহি সমাস)}
  • Bengali Word জলাঞ্জলি Bengali definition [জলান্‌জোলি] (বিশেষ্য) ১ অঞ্জলি পানি। ২ হিন্দুমতে শবদাহের পর প্রেতের উদ্দেশ্য প্রদত্ত অঞ্জলিবদ্ধ পানি। ৩ বিসর্জন; সম্পূর্ণ পরিত্যাগ (সুখ-শান্তিতে জলাঞ্জলি-আসকার ইবনে শাইখ)। ৪ অপচয়; অপব্যয় (টাকা পয়সা জলাঞ্জলি দেওয়া)। {(তৎসম বা সংস্কৃত) জল+অঞ্জলি; ৬ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word জলাতঙ্ক Bengali definition [জলাতোঙ্‌কো] (বিশেষ্য) রোগবিশেষ; ক্ষিপ্ত শিয়াল-কুকুর কামড়াবার ফলে জল দেখলেই ভয় পাওয়া রোগ; hydrophobia। {(তৎসম বা সংস্কৃত) জল+আতঙ্ক; ৫ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word জলাত্যয় Bengali definition [জলাত্‌তয়্‌] (বিশেষ্য) ১ বর্ষার শেষ; জলশূন্য; মেঘশূন্য। ২ শরৎকাল। {(তৎসম বা সংস্কৃত) জল+অত্যয়; ৬ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word জলাধার Bengali definition [জলাধার্‌] (বিশেষ্য) ১ জলপাত্র। ২ জলাশয়। ৩ নদী বা সমুদ্র। {(তৎসম বা সংস্কৃত) জল+আধার; (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word জলাধিপ, জলাধিপতি Bengali definition [জলাধিপো/জলাধিপ্‌, জলাধিপোতি] (বিশেষ্য) ১ হিন্দু দেবতা বরুণ। ২ সমুদ্র। {(তৎসম বা সংস্কৃত) ঝল+অধিপ, অধিপতি; ৬ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word জলাবর্ত Bengali definition [জলাবর্‌তো] (বিশেষ্য) জলের পাক; জলভ্রমি; জলের ঘূর্ণি। {(তৎসম বা সংস্কৃত) জল+আবর্ত; ৬ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word জলার্দ্র Bengali definition [জলার্‌দ্রো] (বিশেষণ) পানিতে ভেজা; জলসিক্ত। {(তৎসম বা সংস্কৃত) জল+আর্দ্র; ৭ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word জলাশয় Bengali definition [জলাশয়্‌] (বিশেষ্য) যে স্থানে জল থাকে; জলের আধার; পুকুর, নদী, খাল, সমুদ্র ইত্যাদি। {(তৎসম বা সংস্কৃত) জল+আশয়; ৬ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word জলাসার Bengali definition [জলাশার্‌] (বিশেষ্য) জলধারা; বৃষ্টিধারা (কে কবে, বাসব যবে রুষি, বরষিলা জলাসার-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) জল+আসর; ৬ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word জলি Bengali definition [জোলি] (বিশেষণ) পানিতে উৎপন্ন (জলি ধান গাছ কোমর ডুবায়ে আসমানে আছে চেয়ে-বন্দে আলী মিয়া)। {(তৎসম বা সংস্কৃত) জল+(বাংলা) ই(জাত অর্থে)}
  • Bengali Word জলীয় Bengali definition [জোলিয়ো] (বিশেষণ) ১ জলসন্বন্ধীয়। ২ জলবৎ তরল। ৩ জল থেকে উৎপন্ন। {(তৎসম বা সংস্কৃত) জল+ঈয়}
  • Bengali Word জলুই, জলই Bengali definition [জোলুই, জোলোই] (বিশেষ্য) ১ নৌকার তক্তাদি জোড়া দেওয়ার কাজে ব্যবহৃত বড় দুই মুখযুক্ত পেরেকবিশেষ। ২ বড় পেরেক; গজাল। {(তৎসম বা সংস্কৃত) জল+(বাংলা) উই, ই (নিরোধ অর্থে)}
  • Bengali Word জলুস, জুলুস, জৌলুস, জৌলুশ, জৌলুষ Bengali definition [জোলুশ্‌, জুলুশ্‌, জোউলুশ্‌, জোউলুশ্‌, জোউলুশ্‌] (বিশেষ্য) ১ জেল্লা; চাকচিক্য; উজ্জলতা (তুমি দিনের জুলুস্‌ করিয়া দিয়াছ ম্লান-মোহিতলাল মজুমদার)। ২ জাঁকজমক (যদ্দিন আমি আছি, তদ্দিনেই সার্কাসের জৌলুস-অচিন্ত্যকুমার সেনগুপ্ত; সকলেই চায় শক্তির জলুষ দেখিয়ে বাহবা পেতে-মোতাহের হোসেন চৌধুরী)। ৩ উপবেশন। ৪ সিংহাসনে উপবেশন উৎসব। {(আরবি) জলূস্‌}
  • Bengali Word জলেশ, জলেশ্বর Bengali definition [জলেশ্‌, জলেশ্‌শর্‌] (বিশেষ্য) ১ হিন্দুমতে জলের অধিষ্ঠাতা দেবতা বরুণ (কি কারণে কহলো সজনি, সহসা জলেশ পাশী অস্থির হইলা-মাইকেল মধুসূদন দত্ত)। ২ সমুদ্র। জলেশ্বরী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) জল+ঈশ, জল+ঈশ্বর; ৬ (তৎপুরুষ সমাস)}