Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word জব্বার Bengali definition [জব্‌বার্‌] (বিশেষ্য) সর্বশক্তিমান আল্লাহ। {(আরবি) জব্বার}
  • Bengali Word জবড়জং, জবড়জঙ, জবড়জঙ্গ Bengali definition [জবোড়্‌জঙ্‌, জবোড়্‌জঙ্‌, জবোড়্‌জঙ্‌গো] (বিশেষণ) ১ রুচিহীনভাবে জমকালো বা আড়ম্বরপূর্ণ; বেমানানভাবে ভারগ্রস্ত (খয়েরি পাড়টা লতায়-পাতায় জবড়জঙ্গ-বুদ্ধদেব বসু)। ২ শৃঙ্খলাশূন্য ; বিশৃঙ্খল; এলোমেলো; অগোছালো। {(আরবি) জবর্‌ +(ফারসি) জঙ্গ}
  • Bengali Word জমক Bengali definition [জমোক্‌] (বিশেষ্য) ১ আড়ম্বর; সমারোহপূর্ণ; শোভা বা বাহার; ঘটা; সমারোহ (জাঁকজমক)। ২ দীপ্তি; জেল্লা; চমক; ঔজ্জ্বল্য; সোনা রং করার এক প্রকার উপাদান। (তুলনীয়) জাঁক-জমক। জমকান, জমকানো (ক্রিয়া) ১ জাঁকালো। ২ সমারোহপূর্ণ হওয়া বা করা। ৩ জমজমাট হওয়া বা করা। ৪ শোভিত হওয়া বা করা। □ (বিশেষণ) উক্ত সকল অর্থে। {(তৎসম বা সংস্কৃত) চমৎকার>(প্রাকৃত) চমক্ক>; (তুলনীয়) (হিন্দি) জমক}
  • Bengali Word জমকালো, জমকাল Bengali definition [জম্‌কালো] (বিশেষণ) জাঁকালো; সমারোহ ও শোভাপূর্ণ; জাকজমকযুক্ত; আড়ম্বরপূর্ণ (এই জমকালো সতীত্ব গৌরব-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {√জমকা+আনো}
  • Bengali Word জমজম ১ Bengali definition [জম্‌জম্‌] (অব্যয়) গমগম; সরগরম ভাব (সভা জমজম করছে)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word জমজম ২ Bengali definition [জম্‌জম্‌] (বিশেষ্য) মক্কার সুপ্রসিদ্ধ পবিত্র কূপ (জমজমের পানি-মাওলানা মুহম্মদ আকরম খাঁ)। {(আরবি) জম্‌জম্‌}
  • Bengali Word জমজমা Bengali definition [জম্‌জমা] (বিশেষণ) ১ জমকালো। ২ গমগম; প্রভূত লোক সমাগম ও ভিড়। ৩ জাঁকজমকপূর্ণ। {(আরবি) জম্‌জম্‌ +(বাংলা) আরবি}
  • Bengali Word জমজমাট Bengali definition [জম্‌জমাট] (বিশেষণ) ১ সুসংহত ও চিত্তাকর্ষক (জমজমাট জলসা)। ২ সরগরম ও উপভোগ্য (জমজমাট আড্ডা)। {(আরবি) জম্‌জম্‌}
  • Bengali Word জমজমি Bengali definition [জম্‌জোমি] (বিশেষ্য) জমজমের পবিত্র পানিপূর্ণ বদ্ধমুখ টিনের কৌটাবিশেষ। {(আরবি) জম্‌জম্‌}
  • Bengali Word জমদগ্নি Bengali definition [জমোদোগ্‌নি] (বিশেষ্য) ঋষিবিশেষ; পরশুরামের পিতা (আমি সাগ্নিক জমদগ্নি-নিই)। {(তৎসম বা সংস্কৃত) √জম্‌+অৎ=জমৎ+অগ্নি; (কর্মধারয় সমাস)}
  • Bengali Word জমপেশ Bengali definition জম্পেশ
  • Bengali Word জমরুদ, জমরদ, জমররুদ, জুমাররত Bengali definition [জম্‌রুদ, জমরদ্‌, জমররুদ্‌, জুমার্‌রত্‌] (বিশেষ্য) মূল্যবান; সবুজ প্রস্তরবিশেষ; পান্না; emerald (য়্যাকুত জমরুদ মতি-হেয়াত মাহমুদ; পাতা সবুজ জমরদের-কাজী ইমদাদুল হক; জুমাররতের খাঞ্চা সাজায়ে রানীর পাঠালো ভেট-খানবাহাদুর আহছানউল্লাহ)। জমররুদি, জমরুদি (বিশেষণ) ১ জমরুদ পাথর সম্পর্কিত বা খচিত। ২ জমরুদ পাথরের রংবিশিষ্ট (জমরুদি জিব্রিলের-ফররুখ আহমদ)। {(আরবি) জমরুদ}
  • Bengali Word জমহুরিয়াত Bengali definition [জম্‌হুরিয়াত] (বিশেষ্য) গণতন্ত্র; গণতান্ত্রিক শাসন। {(আরবি) জমহূরীয়ত}
  • Bengali Word জমা ১ Bengali definition [জমা] (ক্রিয়া) ১ সঞ্চিত বা পুঞ্জিত হওয়া (টাকা জমা, মেঘ জমা)। ২ রাশীকৃত বা স্তুপীকৃত হওয়া (জঞ্জাল জমা)। ৩ সংহত হওয়া; জমাট হওয়া; ঘনীভূত হওয়া (দই জমা)। ৪ একত্র বা সমবেত হওয়া (লোক জমা)। ৫ আটকে থাকা (পানি জমা)। ৬ আনন্দঘন বা উপভোগ্য হওয়া (নাটক জমা)। ৭ উপভোগ্য ও সরগরম বা জমজমাট হওয়া (আসর জমা)। ৮ রক্ত চলাচলের অভাবে বা শীতে অসাড় হওয়া (শীতে জমে যাওয়া)। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। {(আরবি) জমা +(বাংলা) আরবি}
  • Bengali Word জমা ২ Bengali definition [জমা] (বিশেষ্য) ১ পুজিঁ; capital। ২ আয়বৃদ্ধি (জমা খরচ)। ৩ সঞ্চয় (কারণ দেখ জমার নেশায় পরিণামে ম’লো দুঃখে-ড. মুহম্মদ শহীদুল্লাহ)। ৪ মোট; total; থোক; সমুহ। ৫ খাজনা; রাজস্ব; বার্ষিক কর (হাওলার বার্ষিক জমা দশ টাকা)। ৬ খাজনার আওতাভুক্ত জমি (লাখোরাজের সাথে কিছু জমাও রয়েছে)। জমাওয়াসিল, জমাওয়াশিল (বিশেষ্য) আয়-ব্যয়ের হিসাব। জমাওয়াসিল বাকি, জমাওয়াশিল বাকি (বিশেষ্য) দেয় খাজনার কত আদায় ও কত বাকি তার হিসাব; লভ্য খাজনার যা আদায় হয়েছে ও বাকি আছে তার হিসাব (কাহাকে বলে জমা ওয়াশিল বাকি কিছুই বোধ নাই-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। জমা খরচ (বিশেষ্য) ১ আয়ব্যয়ের হিসাব। ২ চলতি হিসাব। জমা-খারিজ (বিশেষ্য) এজমালি সম্পত্তির অংশীদারগণ কর্তৃক রাজা, জমিদার বা সরকারকে পৃথকভাবে খাজনা দেওয়ার ব্যবস্থা। জমাগুজস্তা (বিশেষ্য) প্রজার নিকট থেকে প্রাপ্ত গত বৎসরের বার্ষিক খাজনা। জমানবিশ, জমানবিস (বিশেষ্য) জমিদারি সেরেস্তায় জমি ও খাজনার হিসাব-রক্ষক কর্মচারি (নায়েব গোমস্তা জমানবিশ যে পারে সেই মোচড় দিয়ে দু পয়সা আদায় করে নেয়-প্রথম চৌধুরী)। জমাবন্দি (বিশেষ্য) ১ প্রজার জমিজমার হিসাবের কাগজ। ২ খাজনা আদায়ের খাতা। ৩ খাজনার হিসাব। {(আরবি) জমা}
  • Bengali Word জমাট Bengali definition [জমাট্‌] (বিশেষণ) ১ ঘনীভূত বা প্রায় কঠিনতা প্রাপ্ত (জমাট দই)। ২ দৃঢ় বা ঘনসম্বন্ধ (জমাট গাঁথনি; জমাট বুননি; জমাট জরির বোর্কা গায়-সত্যেন্দ্রনাথ দত্ত)। ৩ নিবিড়; গাঢ়; অন্তরঙ্গ; ঘনিষ্ঠ বা অবিচ্ছেদ্য (জমাট বন্ধুত্ব)। ৪ সংহত বা চাপ বাঁধা (জমাট বিদ্যুতের মত সেটি জ্বলছে-এস. ওয়াজেদ আলী)। ৫ উপভোগ্য ও সরগরম (জমাট আড্ডা)। ৬ সুসংহত ও আনন্দদায়ক (জমাট জলসা)। {(আরবি) জমা+(বাংলা) অট}
  • Bengali Word জমাত Bengali definition জমায়েত
  • Bengali Word জমাদার Bengali definition [জমাদার্‌] (বিশেষ্য) ১ সর্দার। ২ হেড কনস্টেবল; দারোয়ানদের সর্দার। ৩ সেনাবাহিনীর কর্মচারী বিশেষ। সুবেদারের নিকটস্থ কর্মচারী। ৪ ছাপাখানার প্রধান যন্ত্রচালক। ৫ ধাঙড়; মেথর; মেথরদের সর্দার। জমাদারনি (স্ত্রীলিঙ্গ)। {(আরবি) জমা+(ফারসি) দার}
  • Bengali Word জমানা, জামানা Bengali definition [জমানা, জামানা] (বিশেষ্য) কাল; সময়; যুগ। {(আরবি) জমানাহ}
  • Bengali Word জমানো, জমান Bengali definition [জমানো] (ক্রিয়া) ১ সঞ্চয়; সংগ্রহ বা পুঞ্জিত করা (টাকা জমানো)। ২ জড় করা; একত্র করা (লোক জমানো)। ৩ স্তুপ করা; গাদা করা। ৪ জমাট বা ঘনীভূত করা (বরফ জমানো)। ৫ গুলজার করা; জাঁকানো; সমবেত সকলকে আনন্দ দান করা (মজলিশ জমানো)। □ (বিশেষণ) উক্ত সকল অর্থে। {(আরবি) জমা+(বাংলা) আন, আনো}
  • Bengali Word জমায়েত, জমাত, জামাত Bengali definition [জমায়েত্‌, জমাত্‌, জামাত্‌] (বিশেষ্য) ১ জনসমাবেশ; ভিড়; একত্র মিলন (মোর আল্লার আদেশে তাদের ডাক দিই জমায়েতে-কাজী নজরুল ইসলাম; জমায়েত হয়ে তকবীর হাঁকে-কাজী নজরুল ইসলাম; আজকে জামাতে নির্ভয়ে সে যে বসিবে আমার পাশে-জসীমউদ্‌দীন)। ২ সম্প্রদায়; গোষ্ঠী (সুন্নি জামাত)। □ (বিশেষণ) ১ সম্মিলিত; একত্র সমবেত (বিশ্বের উত্তপ্ত দাহ আজ বুঝি জমায়েৎ ভিড়-বিষ্ণু দে)। ২ নামাজের জন্য যে সমাবেশ বা শ্রেণিবদ্ধ সারি (জামাতে সামিল হওরে সবে এখনও জামাতে আছে স্থান-কাজী নজরুল ইসলাম)। জমাতখানা (বিশেষ্য) যে স্থানে লোক সমবেত হয় (খোজারা অন্যান্য মুসলমানদের মসজিদে যান না তাঁদের আপন মসজিদের না ‘জমাতখানা’ বা সম্মেলনালয়-সৈয়দ মুজতবা আলী)। জামাতে চাহারম, জমাতে চাহরুম (বিশেষ্য) মাদ্রাসা শিক্ষার চতুর্থ শ্রেণি (‘জমাতে চাহরম’ পড়িয়াই যখন আবদুল্লাহ মাদ্রাসার ইংরেজি বিভাগে গিয়া ভর্তি হইল-কাজী ইমদাদুল হক)। তবলিগ জামাত (বিশেষ্য) ইসলামের শিক্ষা প্রচারের ‍উদ্দেশ্যে গটিত জমায়েত। জমাতবস্ত (বিশেষ্য) জনসমাবেশে শরিক (বহুসংখ্যক লাঠিয়াল সড়কিওয়ালা, গড় গোলায়া দেশোয়ারী জমায়েত বস্ত হইয়াছিল-দীনবন্ধু মিত্র)। {(আরবি) জমা ‘আত}
  • Bengali Word জমি, জমিন Bengali definition [জোমি, জোমিন] (বিশেষ্য) ১ ভূমি; মাটি (রক্ত ধারা প্রবাহিত হইয়া জমিন সিক্ত হইয়া গেল-ইসমাইল হোসেন শিরাজী)। ২ চাষের উপযোগী ক্ষেত্র। ৩ ভূসম্পত্তি; ভূমি-সম্পদ। ৪ ভূপৃষ্ঠ; ভূতল (বন্দেগী করিবে বান্দা জমিনে ঠুকিয়া-ভারতচন্দ্র রায়গুণাকর)। ৫ বস্ত্রের বুনট (এই শাড়ির জমিনটা খুব ভালো)। জমিজমা (বিশেষ্য) ১ ভূসম্পত্তি। ২ নিজের ও জমা নেওয়া জমি। জমি-জায়দাদ (বিশেষ্য) যাবতীয় সম্পত্তি (নালিশ ফসাদ করে জমি-জয়দাদ সব খুইয়েছে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। জমি-জিরাত, জমি-জেরাত (বিশেষ্য) চাষের উপযুক্ত জমি; কৃষিক্ষেত্র; জোত (দলিলের কারসাজিতেও জমিজিরাত রক্ষে পায়নি-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। জমিদার (বিশেষ্য) ১ ভূস্বামী; জমির মালিক। ২ জমির মালিক হিসেবে যিনি প্রজার নিকট থেকে খাজনা গ্রহণ করেন। জমিদারি, জমিদারী (বিশেষ্য) ১ জমিদারের পদ বা কাজ। ২ ভূসম্পত্তি; তালুক। □ (বিশেষণ) জমিদার বা জমিদারি সংক্রান্ত। জমি নেওয়া (বিশেষ্য) জমিজমা ক্রয় করা। □ (ক্রিয়া) ১ (আলঙ্কারিক) কুস্তির সময়ে কুস্তিগিরের উপুড় হয়ে জমি আঁকড়ে ধরা। ২ পরাস্ত হওয়া। ৩ মারা যাওয়া। {(ফারসি) জমীন্‌‌}
  • Bengali Word জম্পেশ Bengali definition [জম্‌পেশ্‌] (বিশেষণ) দৃঢ়সংলগ্ন (চারিধারের চাপে দুইটা হাত জম্পেশ হইয়া…-প্রেমি)। {জমা>+পিষা>}
  • Bengali Word জম্বির, জম্বীর Bengali definition [জোম্‌বির্‌] (বিশেষ্য) ১ একপ্রকার লেবু; জামির; গোঁড়া লেবু (বৃন্তে ছম্‌ছম্‌ স্তব্ধ জম্বীর-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ জমির (বাতাবি লেবু) গাছ। {(তৎসম বা সংস্কৃত) জম+ইর(কিরচ্‌)+ঈর(ঈরন্‌)}
  • Bengali Word জম্বু, জম্বূ Bengali definition [জোম্‌বু] (বিশেষ্য) ১ জামগাছ বা তার ফল (পরিণত ফল শ্যাম জম্বু বনচ্ছায়ে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ সুমেরু পর্বতের নদীবিশেষ (জম্বু নদ)। ৩ পুরাণ বর্ণিত সপ্ত দ্বীপের এক দ্বীপ। জম্বুদ্বীপ (বিশেষ্য) সপ্ত দ্বীপের অন্যতম দ্বীপ; ভারতীয় উপমহাদেশ (জম্বু দ্বীপ হন্তে আসিবেন্ত যোগ্য-সৈয়দ আলাওল)। {(তৎসম বা সংস্কৃত) √জম্‌+উ, ঊ}
  • Bengali Word জম্বুক, জম্বূক, জ্বম্বুক ((মধ্যযুগীয় বাংলা)) Bengali definition [জোম্‌বুক্‌] (বিশেষ্য) শৃগাল; শিয়াল (জ্বম্বুক অহেরে যাইতে সিংহরাজ সাজ-সৈয়দ আলাওল)। □ (বিশেষণ) ১ শৃগালের মতো ধূর্ত ও নীচ। ২ নীচ ব্যক্তি। জ্বম্বুকী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) জম্বু+ক(কন্‌)}
  • Bengali Word জম্বুরা ১ Bengali definition [জোম্‌বুরা] (বিশেষ্য) ১ সাঁড়াশি। ২ ভীমরুল; মৌমাছি; বোলতা। {(আরবি) জম্বুর}
  • Bengali Word জম্বুরা ২, জাম্বুরা Bengali definition [জোম্‌বুরা, জাম্‌বুরা] (বিশেষ্য) বাতাবি লেবু; জামির। {(তৎসম বা সংস্কৃত) জম্বীর+অ(অণ্‌)>জাম্বীর+(বাংলা) আ>}
  • Bengali Word জর, যর Bengali definition [জর্‌] (বিশেষ্য) ১ স্বর্ণ। ২ ধন; বিত্ত; মুদ্রা; money। জরকশি, জরদোজি (বিশেষ্য) ১ জরির কাজ। ২ জরির কাজ করা; জরিখচিত (জরকশী পাদুকা পায় রত্নের কাবাই গায়, ডগমগ অতি দীপ্তি করে-সৈয়দ আলাওল)। জরকাশি-চীরা (বিশেষ্য) সোনার তার দিয়ে কাজ করা বস্ত্র; কিংখাব (বিলাতী খেলাত পরে জরকশী চীরা-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(ফারসি) জ্বর}
  • Bengali Word জরজর Bengali definition জর্জর