Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word জাতেষ্টি Bengali definition [জাতেশ্‌টি] (বিশেষ্য) জাতকর্ম; প্রসূত সন্তানের জন্য যে ক্রিয়াকর্ম করতে হয়। {(তৎসম বা সংস্কৃত) জাত+ইষ্টি; ৪ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word জাত্য Bengali definition [জাত্‌তো] (বিশেষণ) ১ উচ্চবংশীয়; সুজাত; কুলীন; সদ্‌বংশীয়। ২ শ্রেষ্ঠ । ৩ সুন্দর; ক্লান্ত; কমনীয়। {(তৎসম বা সংস্কৃত) জাতি+য(যৎ)}
  • Bengali Word জাত্যংশ Bengali definition [জাত্‌তোঙ্‌শো] (বিশেষ্য) ১ জাতির অংশ বা সম্বন্ধ। ২ কুল; গোত্র বা বংশ। জাত্যংশে (ক্রিয়াবিশেষণ) জাতি হিসাবে; জাতিতে। {(তৎসম বা সংস্কৃত) জাতি+অংশ; ৬ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word জাত্যন্ধ Bengali definition [জাত্‌তোন্‌ধো] (বিশেষণ) জন্মান্ধ; আজন্ম দৃষ্টিশক্তিহীন। জাত্যন্ধা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) জাতি+অন্ধ; (বহুব্রীহি সমাস), সুপ্‌সুপা}
  • Bengali Word জাত্যভিমান Bengali definition [জাত্‌তোভিমান্‌] (বিশেষ্য) বংশগরিমা; উচ্চ বংশে জন্মের অহংকার; কুলগর্ব। জাত্যভিমানী বিণ। {(তৎসম বা সংস্কৃত) জাতি+অভিমান; (মধ্যপদলোপী কর্মধারয় সমাস)}
  • Bengali Word জাদ ১ Bengali definition [জাদ্‌] (বিশেষ্য) রেশমি ফিতা বা চুল বাঁধবার দড়ি (সুরঙ্গ পাটের জাদে বিচিত্র কবরী বান্ধে-কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী)। {(আরবি) জাদ্‌}
  • Bengali Word জাদু ১ Bengali definition [জাদু] (বিশেষ্য) পুত্র অর্থে আদরের সম্বোধন বিশেষ(জাদু আমার)। ¨ (বিশেষণ) বিদ্রুপাত্মক সম্বোধন (কি হে জাদু)। জাদুমণি (বিশেষ্য) বাছাধন; স্নেহের ধন। {(তৎসম বা সংস্কৃত) জাত>(প্রাকৃত) জাদ>}
  • Bengali Word জাদু ২, যাদু Bengali definition [জাদু] (বিশেষ্য) ১ ইন্দ্রজাল;, ভেলকি; মায়া; কুহক (কি জাদু বাংলা গানে-অতুলপ্রসাদ সেন)। ২ বশীকরণ ইত্যাদি; তুক (জাদু করা, ওরাই তো তোরে যাদু করিয়াছে-জসীমউদ্‌দীন)। জাদুকর, জাদুগর (বিশেষ্য) ১ যে যাদু করতে জানে; ইন্দ্রজালিক; মায়াবী; ভেলকিবাজ; magician। ২ বশীকারক। জাদুকরী (বিশেষণ) ১ জাদু করে এমন। ¨ (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) মেয়ে জাদুকর। জাদুঘর (বিশেষ্য) যেখানে পুরাতত্ত্ববিষয়ক ও অন্যান্য বহু প্রকার অদ্ভুত ও কৌতূহলোদ্দীপক প্রাকৃতিক ও শিল্পবিজ্ঞানজাত বস্তু সংরক্ষিত থাকে; meseum। জাদুবিদ্যা (বিশেষ্য) ১ ভোজবিদ্যা; কুহকবিদ্যা; magic। ২ বশীকরণবিদ্যা। {(ফারসি) জাদু}
  • Bengali Word জান ১ Bengali definition [জান্‌] (বিশেষ্য) ১ গণক (কেমন করিয়া বলিব আমি তো আর ‘জান’ নহি-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ যে জানে; সর্বজ্ঞ (রসজান, সর্বজান)। {(তৎসম বা সংস্কৃত) √জ্ঞা>; জ্ঞান>}
  • Bengali Word জান ২ Bengali definition [জান্‌] (বিশেষ্য) মার্গ বা পথ (মাঠ ঘাট ডিঙিয়ে জান জাঙাল ভেঙে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) যান>}
  • Bengali Word জান ২ Bengali definition [জান্‌] (বিশেষ্য) ১ জীবন; প্রাণ (আমার জান বাবা আপনার হাতে সপে দিয়ে যাননি?-সৈয়দ মুজতবা আলী)।২ রাগ-রাগিনীর সর্বপ্রধান সুর। জানকবুল (অব্যয়) প্রাণ দিতেও প্রস্তুত অর্থজ্ঞাপক (সকলেই জান কবুল করে যুদ্ধ করিতে লাগিল-হবীবুল্লাহ বাহার)। জানবাচ্ছা (বিশেষ্য) স্ত্রীপুত্র সব; আত্মপরিজন-সমেত বা সপরিবার (জান বাচ্ছা এক খাদে গাড়িব হারামজাদে-ভারতচন্দ্র রায়গুণাকর)। জানমান (বিশেষ্য) প্রাণ ও সম্মান। জানমাল (বিশেষ্য) জীবন ও ধনসম্পদ; ধনপ্রাণ। জানি দুশমন (বিশেষ্য) ১ হত্যা করতে পারে এমন শত্রু; প্রাণঘাতী শত্রু। ২ ঘোর শত্রু; প্রবলতম শত্রু। জানি দোস্ত (বিশেষ্য) অন্তরঙ্গ বন্ধু; প্রাণের বন্ধু। {(ফারসি) জান্‌}
  • Bengali Word জানকী Bengali definition [জানোকি] (বিশেষ্য) জনক রাজার কন্যা; সীতা। {(তৎসম বা সংস্কৃত) জনক+অ(অণ্‌)=জানক+ঈ(ঙীপ্‌)}
  • Bengali Word জানত Bengali definition [জানোতো] (বিশেষণ) ১ পরিচিত; জানাশুনা; পরিজ্ঞাত (আমার জানত একটা বুড়ি-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ¨ (ক্রিয়াবিশেষণ) জ্ঞানত; জ্ঞাতসারে; knowingly। {(তৎসম বা সংস্কৃত) জ্ঞানত>; জ্ঞাত>}
  • Bengali Word জানপদ Bengali definition [জানোপদ্‌] (বিশেষণ) ১ জনপদসম্পর্কিত। ২ গ্রামাঞ্চল নিবাসী। ৩ জনপদে উৎপন্ন। {(তৎসম বা সংস্কৃত) জনপদ+অ(অণ্‌)}
  • Bengali Word জানলা Bengali definition জানালা
  • Bengali Word জানসি ((মধ্যযুগীয় বাংলা)) Bengali definition [জানোসি] (ক্রিয়া) ১ জানিস (না জানসি রাধা-বড়ু চণ্ডীদাস)। ২ জানে (কতজনজানসি নেহ-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) √জ্ঞা>}
  • Bengali Word জানা Bengali definition [জানা] (ক্রিয়া) ১ জ্ঞাত থাকা; অবগত হওয়া (আমি তাহার অবস্থা জানি)। ২ টের পাওয়া; সংবাদ পাওয়া (কেউ জানে না)। ৩ বোঝা বা অনুমান করা (অবশ্য জানি তোমার হয়তো অসুবিধা হবে)। ৪ উপলব্ধি করা; অনুভব করা (মরম না জানে ধরম বাখানে-জ্ঞানদাস)। ৫ আলাপ পরিচয় থাকা বা চেনা (তাকে জানি)। ৬ পারা বা করার ক্ষমতা বা শিক্ষা থাকা (কাজ জানা)। ৭ জ্ঞান বা শিক্ষা থাকা (লেখাপড়া জানা)। ¨ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। জানাজানি (বিশেষ্য) বহুলোকের জানা বা অবগতি। ¨ (বিশেষণ) প্রচার; রাষ্ট্র (কথা জানাজানি হয়েছে)। জানানো (ক্রিয়া) ১ অবগত করানো; জ্ঞাত করা বা করানো। ২ সংবাদ দেওয়া। ৩ সতর্ক করা; সাবধান করা। ৪ নিবেদন করা (সালাম জানানো)। ¨ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। জানান দেওয়া (ক্রিয়া) ১ পূর্ব থেকে জানিয়ে রাখা বা সংবাদ দেওয়া। ২ আভাসে বোঝানো; ইঙ্গিত জ্ঞাপন। জানাশুনা, জানাশোনা (বিশেষণ) পরিচয় জানা আছে এমন; পরিচিত। ¨ (বিশেষ্য) ১ অভিজ্ঞতা; জ্ঞান। ২ পরিচয়। {(তৎসম বা সংস্কৃত) √জ্ঞা> (বাংলা) √জান্‌+আ}
  • Bengali Word জানাজা, জনাজা Bengali definition [জানাজা, জনাজা] (বিশেষ্য) ১ মৃত ব্যক্তির সদগতির জন্য দাফন বা কবরস্থ করার পূর্বে যে প্রার্থনা করা বা নামায পড়া হয় (মৃত ব্যক্তির সদ্‌গতি উপাসনা (জানাজা) করাইতে-মীর মশাররফ হোসেন)। ২ শবাধার; শবসমেত খাট। ৩ শবযাত্রা (কাল হবে বার জানাজা যাহার, সে বুড়োর পরে বৃথা এ রোষ -কাজী নজরুল ইসলাম)। {(আরবি) জানাজ্বাহ}
  • Bengali Word জানানা, জেনানা Bengali definition [জানানা, জেনানা] (বিশেষ্য) ১ স্ত্রীলোক; নারী (তার তুল্য স্বাধীন জেনানা আমি আর একটিও দেখিনি-প্রথম চৌধুরী)। ২ পত্নী। ৩ অন্তঃপুরিকা; অন্তঃপুরবাসিনী(ঘর হৈতে নিকালিতে না পারে জানানা-ভারতচন্দ্র রায়গুণাকর)। ৪ অন্তপুর; অন্দরমহল। ৫ অবরোধ; পর্দা। জানানা রীতি (বিশেষ্য) অবরোধ প্রথা বা পর্দা প্রথা। {(ফারসি) জানানহ্‌}
  • Bengali Word জানালা, জানেলা, জালনা Bengali definition [জানালা, জানেলা, জাল্‌না] (বিশেষ্য) গবাক্ষ; বাতায়ন; খিড়কি (জানেলাটি যেমত সচরাচর এরূপ গৃহে ক্ষুদ্র হয়, তদ্রূপই ছিল -বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়; তারালোকে খোলা যত জালনা-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(ফারসি) }
  • Bengali Word জানি দুশমন Bengali definition জান২
  • Bengali Word জানু Bengali definition [জানু] (বিশেষ্য) হাঁটু; উরুর সন্ধি। জানু গতি, জানু চঙ্ক্রমণ (বিশেষ্য) হামাগুড়ি। জানুসন্ধি (বিশেষ্য) হাঁটুর জোড়। {(তৎসম বা সংস্কৃত)}
  • Bengali Word জানুয়ারি, জানুআরি Bengali definition [জানুয়ারি] (বিশেষ্য) ইংরেজি বৎসরের প্রথম মাসের নাম। {(ইংরেজি) January}
  • Bengali Word জানোয়ার Bengali definition [জানোয়ার] (বিশেষ্য) ১ জীব, প্রাণী (ইনি কিরূপ জানোয়ার আজ একবার দেখিয়া আসি-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ পশু; জন্তু (লোকটা জানোয়ারের মতো চলে)। ¨ (বিশেষণ) কাণ্ডজ্ঞানহীন; মনুষ্যত্বহীন। {(ফারসি) জানরার}
  • Bengali Word জান্তব Bengali definition [জান্‌তোব্‌] (বিশেষ্য) ১ জন্তুসুলভ বা জীবধর্মজনিত (জান্তব গরল ঢালে সংসারের অম্লান এ পাত্রে-হাসান হাফিজুর রহমান)। ¨ (বিশেষণ) ১ জন্তুসম্পর্কিত । ২ জন্তুজাত। ৩ জন্তুতু্ল্য। {(তৎসম বা সংস্কৃত) জন্তু+অ(অণ্‌)}
  • Bengali Word জান্তা Bengali definition [জান্‌তা] (বিশেষণ) জানে এমন; অভিজ্ঞ (সবজান্তা)। {(তৎসম বা সংস্কৃত) জ্ঞাতা>জান্‌-তা}
  • Bengali Word জান্নাত, জিন্নাত, জান্নত, জন্নাত Bengali definition [জান্‌নাত্‌, জিন্‌নাত্‌, জান্‌নাত্‌, জন্‌নাত্‌] (বিশেষ্য) ১ বেহেশ্‌ত, স্বর্গ, অমর্ত্যলোক (জিন্নাৎ হতে দেখিব মোদের গোরস্থানের পর প্রেমে আনন্দে পূর্ণ সেথায় উঠেছে নূতন ঘর-কাজী নজরুল ইসলাম; জান্নাত হতে ফেলে হুরী রাশ রাশ ফুল-কাজী নজরুল ইসলাম)। ২ উদ্যান। ৩ স্বর্গোদ্যান। জান্নাতবাসী (বিশেষণ) স্বর্গবাসী। ২ পরলোকগত। জান্নাতবাসিনী (স্ত্রীলিঙ্গ) জান্নাতি (বিশেষণ) স্বর্গীয়; বেহেশ্‌তি (আনে জান্নাতী নূর-ফররুখ আহমদ)। জান্নাতুল বাকি, জান্নাতুল বাকিয়া (অপপ্রয়োগ) (বিশেষ্য) ১ মদিনার পূর্বদিকস্থ গোরস্থানবিশেষ। ২ শ্রেষ্ঠতম স্বর্গ (…এমন একটা সুন্দর স্থান হয়ে দাঁড়াত, যাকে জিন্নাতুল বাকিয়া বললেও লোকে তৃপ্ত হত না!-কাজী নজরুল ইসলাম)। {(আরবি) জান্নাত}
  • Bengali Word জাপ ১ Bengali definition [জাপ্‌] (বিশেষ্য) জপমন্ত্র (জাগিয়া গহন রাতি জঞ্জাল ভাবিয়া অতি জপিছে আজি এ এক জাপ-দৌলত উজির বাহরাম খান)। জাপক (বিশেষণ) জপ করে এমন; জপকারী। জাপ্য (বিশেষ্য) জপ করবার মন্ত্র; যা জপ করতে হবে। {(তৎসম বা সংস্কৃত) জপ>}
  • Bengali Word জাপ ২ Bengali definition [জাপ্‌] (বিশেষণ) জাপান দেশীয় (জাপ নৌবহর)। {(ইংরেজি) Japanese}
  • Bengali Word জাপটানো, ঝাপটানো Bengali definition [জাপ্‌টানো, ঝাপটানো] (ক্রিয়া) দুইবাহু দিয়ে জড়িয়ে ধরা (ধরি বাসুকির ফণা জাপটি-কাজী নজরুল ইসলাম)। ¨ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত অর্থে। জাপটাজাপটি (বিশেষ্য) পরস্পর জাপটানি; জড়াজড়ি। {(বাংলা) জাপটা+আনো}