খ পৃষ্ঠা ২০
- Bengali Word খুনখুনে Bengali definition [খুন্খুনে] (বিশেষণ) ক্রুব্দ; মারমুখো (বখশী আমার পতি সদাই খুনশী-ভারতচন্দ্র রায় গুণাকর)। □ (বিশেষ্য) কলহের ছল; কৃত্রিম কলহ; খুনসুড়ি (মোরে পরিচয় দেহ ছাড়হ খুনশী- ভারতচন্দ্র রায় গুণাকর)। {(হিন্দী) খুনসী}
- Bengali Word খুনসুড়ি, খুনসুটি Bengali definition [খুন্শুড়ি, খুন্শুটি] (বিশেষ্য) ১ কলহের ছল; কৃত্রিম বিবাদ-বিসংবাদ; প্রণয়-কলহ (দিলে দিলে আজ খুনসুড়ি করে দিল্লগী .... -(কাজী নজরুল ইসলাম))। ২ তুচ্ছ দোষারোপ ও লঘু কলহ। {(অজ্ঞাতমূল)}
- Bengali Word খুনি, খুনিয়া, খুনিয়ারা ১ Bengali definition [খুনি, খুনিয়া, খুনিয়ারা] (বিশেষণ) ১ ঘাতক; হত্যাকারী (আম্মা, লাল তেরি খুন কিয়া খুনিয়া -(কাজী নজরুল ইসলাম))। ২ দাঙ্গাবাজ; বিবাদপ্রিয়। ৩ অতিশয় নিষ্ঠুর; ঘাতকের ন্যায় নিষ্ঠুর (স্বার্থে ভরা হায় দুনিয়া, মানুষ এমন হয় খুনিয়া? -গোলাম মোস্তফা; আলীবর্দীর পার্শ্বে দাঁড়ায়ে খুনিয়ারা বেশ নিয়া - আজহারুল ইসলাম)। ৪ রক্তবর্ণ (খুনি রং)। খুনি আসামি (বিশেষ্য) হত্যার দায়ে ধৃত ব্যক্তি। {(ফারসি) খুন বা, ই, ইয়া, ইয়ারা}
- Bengali Word খুনেরা, খুনিয়ারা ২ Bengali definition [খুনেরা, খুনিয়ারা] (বিশেষণ) রক্তাক্ত; রক্তমাখা; রক্তরাঙা (জয়নালে পরালো এ খুনিয়ারা বেশ কে?-(কাজী নজরুল ইসলাম); এল খুনমাখা তৃণ নিয়ে খুনেরা ফাগুন-(কাজী নজরুল ইসলাম))। {খুনী+আরা>খুনিয়ারা>খুনেরা (স্বরসাম্যে)}
- Bengali Word খুন্তি, খন্তি Bengali definition [খুন্তি, খোন্তি] (বিশেষ্য) ১ রন্ধনকার্যে ব্যবহৃত হাতা বিশেষ। ২ ছোট খন্তা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খনিত্র>খনিত্ত>খন্তি>খুন্তি}
- Bengali Word খুপরি, খুবরি Bengali definition [খুপ্রি, খুব্রি] (বিশেষ্য) ১ খোপের মতো ঘর (মাথায় ভাবনা নিয়ে খুপরিতে আছি শুয়ে-শারা)। ২ খোপ; ছোট তাক; কুলুঙ্গি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষুপ্> খোপ বা কুপ>খুপ্+ (বাংলা) রি}
- Bengali Word খুপসুরৎ Bengali definition ⇒ খুবসুরত
- Bengali Word খুপি, খুপী Bengali definition [খুপি] (বিশেষণ) ১ খোপের মতো ঘরযুক্ত। ২ খোপের তুল্য। ৩ খোপের মতো নকশা করা হয়েছে এমন। □ (বিশেষ্য) অত্যন্ত ছোট ঘর বা খোপ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষুপ্> খোপ> খুপ্+ই, ঈ}
- Bengali Word খুব Bengali definition [খুব্] (বিশেষণ) (ক্রিয়াবিশেষণ) ১ অত্যন্ত; অতিশয় (খুব সুন্দর)। ২ যিথোচিত; যথোপযুক্ত (খুব সময়ে এসে পড়েছে যা হোক; মেরেছে-খুব করেছে)। □ (ক্রিয়াবিশেষণ) ১ বেশ; ভালো; উত্তম; চমৎকার, যথেষ্ট (খুব হয়েছে)। ২ নিশ্চয়; অবশ্য; নিঃসন্দেহে (খুব পারবে)। ৩ অত্যন্ত বেশি (খুব খায়)। ৪ আচ্ছা রকম; বেশ ভালোমতো (কাগজ-ওয়ালারা খুব ঠুকেছে)। □ (অব্যয়) প্রশংসাসূচক ধ্বনি; অতি উত্তম (খুব-বহুত খুব)। খুব করা (ক্রিয়া) বেশ করা; যথাযোগ্য কর্ম করা। খুব করে ধরা (ক্রিয়া) অনুনয় বিনয় করে বলা; নাছোড় হয়ে মিনতি করা। খুব করে বলা (ক্রিয়া) ১ বিশেষ অনুরোধ করা। □ (বিশেষণ) মনের ক্ষোভ মিটিয়ে কথা শুনিয়ে দেওয়া। খুব সে (ক্রিয়াবিশেষণ) ভালোরূপে; আচ্ছামতো; বেশ করে (সুর বেঁধে বীণ সারেঙ্গীতে খুবসে শিরীন শরাব পিয়ো-( কাজী নজরুল ইসলাম))। {(ফারসি) খুব}
- Bengali Word খুবরি, খুবরী Bengali definition ⇒ খুপরি
- Bengali Word খুবলানো, খোবলানো Bengali definition [খুব্লানো, খোব্লানো] (ক্রিয়া) খাবলিয়ে নেওয়া (আয় দিই চোখ দুটো খুবলে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কবল>+ (বাংলা) আনো}
- Bengali Word খুবসুরত, খাবসুরত Bengali definition [খুব্সুরত্, খাব্সুরত্] (বিশেষণ) ১ অত্যন্ত সুন্দর বা সুন্দরী; সুরূপ বা সুরূপা; সুদর্শন বা সুদর্শনা (অমন খুবসুরৎ মেয়ে দুনিয়ায় কম জন্মায়-শওকত ওসমান)। ২ সুশ্রী (কিন্তু এ কর্মে একটুখানি খাবসুরত হতে হয়- সৈয়দ মুজতবা আলী)। খুবসুরতি (বিশেষ্য) রূপশ্রী; সৌন্দর্য (খোপসুরতি দেখে বেটার ধর্মজ্ঞান লোপ পেয়েছে ..... -প্রথম চৌধুরী)। {(ফারসি) (আরবি) সূরত}
- Bengali Word খুবানি, খোবানি Bengali definition [খুবানি, খোবানি] (বিশেষ্য) এক জাতীয় ফল; apricot (বাদাম খুবানি বনে কেটেছে তোমার দিন-ফররুখ আহমদ)। {(ফারসি) খুবানী}
- Bengali Word খুবি ১, খুবী Bengali definition [খুবি] (বিশেষ্য) ১ মঙ্গল; কল্যাণ; ভালাই (হানিফা কহেন যদি মেরা খুবী চাও-সৈয়দ হামজা)। ২ সৌন্দর্য; শোভা (কাজের খুবি)। {(ফারসি) খূবী}
- Bengali Word খুবি ২ Bengali definition [খুবি] (বিশেষ্য) বীজ বপন করার জন্য ছোট ছোট গর্ত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষুপ্+ (বাংলা) ই}
- Bengali Word খুবী Bengali definition ⇒ খুবি১
- Bengali Word খুমার, খোমার, খুমারি Bengali definition [খুমার, খোমার, খুমারি] (বিশেষ্য) ১ আবেশ; ঘোর; আচ্ছন্নতা (বেহুশে থাকিবে তার নিন্দের খোমারে ...... -সৈয়দ হামজা)। ২ নেশার পরবর্তী অবসাদ; খোঁয়ারি। ৩ ভর্ৎসনা (সেবি স্বামী অন্ধ সদা করে দ্বন্দ্ব ভোজনকালে খুমারি- ঘনরাম চক্রবর্তী)। {(আরবি) খুমার}
- Bengali Word খুম্ভী (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [খুম্ভি] (বিশেষ্য) কানের অলঙ্কার বিশেষ (ক্ষেণে ঢাকি কর্ণমূল শোভে দুই খুম্ভী-সৈয়দ আলাওল)। {(হিন্দী) খুম্বী}
- Bengali Word খুর, খুরা Bengali definition [খুর্, খুরা] (বিশেষ্য) ⇒ ক্ষুর। খুর-তোলা (বিশেষ্য) উঁচু গোড়ালিবিশিষ্ট হিলওয়ালা; highheel (পায়ে খুর-তোলা জুতো-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। খুরে দণ্ডবৎ, খুরে নমস্কার (বিশেষ্য) (ব্যঙ্গার্থ) নমস্যরূপে গ্রহণ করে পরাজয় স্বীকার করণ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষুর> (প্রাকৃত) খুর>}
- Bengali Word খুরপি, খুরপা Bengali definition [খুর্পি্, খুরপা] (বিশেষ্য) ১ ছোট খন্তা; মাটি খোঁড়ার জন্য ব্যবহৃত এক প্রকার ছোট খন্তা। ২ ঘাস চেঁচে তোলার যন্ত্র বিশেষ (একটা খুরপি দিয়ে সে আগাছাগুলো নিড়িয়ে দিতে বসল-শামসুল হক)। ৩ চর্মকারের অস্ত্র-বিশেষ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষুরপ্র> (প্রাকৃত) খুরপ্প> (বাংলা) খুরপা}
- Bengali Word খুরপ্র Bengali definition ⇒ ক্ষুরপ্র
- Bengali Word খুরমা Bengali definition ⇒ খোরমা
- Bengali Word খুরলি, খুরলী Bengali definition [খুর্লি] (বিশেষ্য) ১ ব্যায়াম। ২ যুদ্ধকৌশল বা বংশীবাদনের কৌশল শিক্ষা (বিম্ব অধরে মুরলী খুরলী- গোবিন্দদাস)। ৩ কোনো বিদ্যা অভ্যাস। ৪ রঙ্গ; কৌতুক (পন্থে কতই কর খুরলি -গোবিন্দদাস)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খুর+√লা+অ(ক)+ই}
- Bengali Word খুরশি, খুরসি Bengali definition [খুর্শি] (বিশেষ্য) কাঠনির্মিত বসার ছোট আসন বিশেষ; টুল; কুরশি; চেয়ার। {(আরবি) কুরসী}
- Bengali Word খুরসানি (প্রাচীন বাংলা) Bengali definition [খুর্শানি] (বিশেষ্য) খুরাঘাত; ক্ষুর নামক অস্ত্রের আঘাত (সরগ মরত পাতালে ত লেগেছে খুরসানি ....-রামাই পণ্ডিত [শূন্য পুরাণ])। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খুরস্বান+ (বাংলা) ই}
- Bengali Word খুরা, খুরো, ক্ষুরা Bengali definition [খুরা, খুরো, খুরা] (বিশেষ্য) ১ আসবাবপত্রের পায়া (খাটের খুরা)। ২ যে বেড় পরানো হয়। ৩ কলসি, বদনা প্রভৃতির নিচের ধাতুর তৈরি বেড়। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খুর+ (বাংলা) আ}
- Bengali Word খুরাক Bengali definition ⇒ খোরাক
- Bengali Word খুরি ২, খুরী ১ Bengali definition [খুরি] (বিশেষ্য) ১ মাটি বা ধাতব পদার্থের ছোট্ট বাটি; ছোট খোরা (হাঁড়ি, কলসী, খুরি, গেলাস, প্রদীপ, কলকে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। ২ গবাদি পশুর ক্ষুর (পুনরপি বলে লহ ছাগলের খুরি-হেয়াত মাহমুদ)। {(ফারসি) খোরাহ}
- Bengali Word খুরি ২, খুরী ২ Bengali definition [খুরি] (বিশেষ্য) খুরবিশিষ্ট জীবজন্তু। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষুর>(প্রাকৃত) খুর+(বাংলা) ই, ঈ}
- Bengali Word খুরো Bengali definition ⇒ খুরা