Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word খুঁতো Bengali definition খুঁত
  • Bengali Word খুঁড়া Bengali definition খোঁড়া১
  • Bengali Word খুঁড়ান, খুঁড়ানো Bengali definition খোঁড়ানো
  • Bengali Word খুঁয়া, খুঁঞা, খুঞা Bengali definition [খুঁয়া, খুঁঞা, খুঁয়া] (বিশেষ্য) ১ রেশম। ২ শণ; পাট। ৩ রেশমি বা শণের সুতায় প্রস্তুত কাপড় (ছ’মাসের খুঞা খানি হৈল মোর গুঁড়া-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। ৪ মোটা কাপড় বিশেষ; (শিরে দিতে নাহি আঁটে খুয়ার বসন-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। খুঁয়ে তাঁতি, খুঁঞে তাঁতি (বিশেষ্য) তিসি গাছের ছালের সুতা থেকে কাপড় তৈরি করে যারা; মোটা কাপড় বোনে যারা (খুঁয়ে তাঁতি হয়ে দেহ তসরেতে হাত - ভারতচন্দ্র রায় গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষুমা>খুমা>খআঁ>খুঁয়া}
  • Bengali Word খুংগি, খুঙ্গি, খুঙ্গী, খুঙি Bengali definition [খুঙ্‌গি, খুঙ্গি, খুঙ্গী, খুঙি] (বিশেষ্য) বেত বা বাঁশ দিয়া তৈরি বিশেষত বই কাগজপত্র রাকার ঝাঁপি বিশেষ; ক্ষুদ্র পেটিকা (একটি খুঙ্গীর মধ্যে কয়েক খণ্ড অতি জীর্ণ তালপত্র ছিল-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। খুংগি পুঁথি (বিশেষ্য) ঝাঁপি ও তন্মধ্যকার পুঁথি; পুঁথিসমেত ঝাঁপি (খুঙ্গি পুঁথি লইয়া ধীরে ধীরে ঘরের মধ্যে প্রবেশ করিল- রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) করঙ্ক>করঙ্গ>খুঙ্গ>}
  • Bengali Word খুক Bengali definition [খুক্‌] (অব্যয়) অল্প কাশির শব্দ। খুক খুক (অব্যয়) অনবরত অনুচ্চ কাশির শব্দ। খুক খুকানি (বিশেষ্য) ক্রমাগত অনুচ্চ কাশি। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word খুকরি, খুকরী, কুকরি Bengali definition [খুক্‌রি, খুকরী, কুকরি] (বিশেষ্য) ভোজালি; নেপালদেশীয় ছোরা বিশেষ (এদের ‘খুকরী’ দেখলে এখনও জার্মানরা রাইফেল ছেড়ে পালায়-(কাজী নজরুল ইসলাম))। {নে. কুকরি>}
  • Bengali Word খুকি, খুকী Bengali definition [খুকি] (বিশেষ্য) ১ ছোট মেয়ে; শিশুকন্যা। ২ মেয়ের আদরের ডাকনাম (বড় খুকি, ছোট খুকি)। খুকিপনা (ব্যঙ্গার্থ) (বিশেষ্য) খুকির ন্যায় আবদারপূর্ণ আচরণ। খুকু (বিশেষ্য) খুকি (আদরে)। {ওরাওঁ ভাষা কোকা-কোকি>খোকা+ই, ঈ>খোকী>খুকি}
  • Bengali Word খুচখুচ, খুচুর খুচুর Bengali definition [খুচ্‌খুচ্‌, খুচুর্‌ খুচুর্‌] (ক্রিয়া) সাবধানতার সঙ্গে আস্তে আস্তে চলা বা নড়াচড়া করা। □ ( অব্যয়) ছোট জিনিস নাড়ানোর শব্দ। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word খুচরা, খুচরো Bengali definition [খুচ্‌রা, খুচ্‌রো] (বিশেষ্য) ছোট; ক্ষুদ্র; ছোট ছোট; ছোটখাট (খুচরা কাজ, খুচরা খরচ): টাকার ভাঙ্গানি; রেজকি। খুচরা কথা (বিশেষ্য) ১ বাজে কথা; অবান্তর কথা। ২ ছোটখাট কথা; অল্প জরুরি কথা। খুচরা কাজ (বিশেষ্য) ছোটখাট কাজ; সাধারণ কাজ। খুচরা খরচ (বিশেষ্য) ১ ছোট খাট খরচ। ২ বাজে খরচ। খুচরা বিক্রি (বিশেষ্য) ভেঙে ভেঙে যে বিক্রি; অল্প করে যে বিক্রি; retail। {(ফারসি) খুরদাহ্‌}
  • Bengali Word খুজলি Bengali definition [খুজ্‌লি] (বিশেষ্য) চুলকানি; খোস-পাঁচড়া। {(হিন্দী) খুজলি}
  • Bengali Word খুঞা Bengali definition খুঁয়া
  • Bengali Word খুঞ্চা, খুঞ্চি Bengali definition খঞ্চা
  • Bengali Word খুটা ১, খোঁটা ১, খুটো Bengali definition [খুঁটা, খোঁটা, খুটো] (বিশেষ্য) ১ খুঁটি; দণ্ড। ২ গোঁজ; কীলক। ৩ স্তম্ভ। ৪ অবলম্বন (আদর্শের খোঁটাগুলো আর্টের ধাক্কায় এদিক ওদিক দোলে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষোড>খোঁট+আ}
  • Bengali Word খুটারি, খুটুরি Bengali definition [খুটারি, খুটুরি] (বিশেষ্য) ছোট কৌটা বা খোরা; কুঠুরি (ট্যাকে একটি চুনের খুটারি-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কট>কুট (বাংলা) আরি, উরি}
  • Bengali Word খুটুর মুটুর Bengali definition [খুটুর্‌মুটুর্‌] (অব্যয়) ইঁদুর ইত্যাদি জন্তুর ন্যায় চলাফেরার বা জিনিসপত্রের ঠোকাঠুকিজনিত শব্দ। □ (বিশেষ্য) ছোটখাট বিবাদ-বিসংবাদ (তোমাদের দেখি সরাক্ষণ খুটুর মুটুর লেগেই আছে!)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word খুতবা, খুৎবা Bengali definition খেতবা
  • Bengali Word খুতি Bengali definition খুঁতি
  • Bengali Word খুদ ১, ক্ষুদ Bengali definition [খুদ্‌] (বিশেষ্য) ১ চালের ক্ষুদ্র অংশ বা কণা (ভিক্ষা মাগি খুদকণা যা পান ঠাকুর-ভারতচন্দ্র রায় গুণাকর)। ২ যে কোনো শস্যের ক্ষুদ্রাংশ বা কণা। খুদকুঁড়া, খুদকুঁড়ো (বিশেষ্য) ১ খুদের সঙ্গে মেশানো কুঁড়ো। ২ অতি সামান্য আহার্য (.... না মিলিল খুদকুঁড়া-ভারতচন্দ্র রায় গুণাকর)। খুদ মাগা (বিশেষ্য) হিন্দুদের বিবাহে স্ত্রী-আচারবিশেষ। □ (ক্রিয়া) ভিক্ষা করা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষুদ্র> (প্রাকৃত) খুদ্দ> (বাংলা) খুদ}
  • Bengali Word খুদ ২ Bengali definition খোদ
  • Bengali Word খুদা Bengali definition খোদা২
  • Bengali Word খুদি ১ Bengali definition খুদে
  • Bengali Word খুদি, খুদী Bengali definition [খুদি] (বিশেষ্য) সত্তা; স্বকীয়তা (তওহীদের তেজোদৃপ্ত খুদীর দাওয়াত-তালিম হোসেন)। {(ফারসি) খুদী .....}
  • Bengali Word খুদে Bengali definition [খুদি] (বিশেষণ) ক্ষুদ্র; অতি ছোট। খুদে পিঁপড়া/পিঁপড়ে (বিশেষ্য) ছোট পিপীলিকা। খুদে রাক্ষস (বিশেষ্য) ১ পেটুক; ভোজনপটু; যে রাক্ষসের মতো বেশি খায়। ২ ছোটখাট রাক্ষসের ন্যায় বৃহৎকায় মানুষ। খুদে শয়তান (বিশেষ্য) ১ শয়তানের ক্ষুদ্র সংস্করণ। ২ ক্ষুদ্রকায় অথচ অতিশয় দুষ্ট। ৩ অতিমাত্রায় দুষ্ট বালক। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষুদ্র}
  • Bengali Word খুদ্দ (প্রাচীন বাংলা) Bengali definition [খুদ্‌দো] (বিশেষণ) ক্ষুদ্র। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষুদ্র>}
  • Bengali Word খুধা (প্রাচীন বাংলা) Bengali definition [খুধা] (বিশেষ্য) ক্ষুধা (খুধায় তৃসায় পঙ্কর দহেন্ত কলেবর -রামাই পণ্ডিত [শূন্য পুরাণ])। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষুধা>}
  • Bengali Word খুন Bengali definition [খুন্‌] (বিশেষ্য) ১ রক্ত; লহু (ছেড়া কলিজার খুন-মাখা সেই ঠোটের গোলাব-কুঁড়ি-মোহিতলাল মজুমদার)। ২ হত্যা; বধ (খস্রুকে খুন সেই করায়েছে-তারি কাজ নিশ্চয়-মোহিতলাল মজুমদার)। □ (বিশেষণ) ১ আকুল; ব্যতিব্যস্ত; নাজেহাল (শুনিয়া গোবু ভাবিয়া হল খুন-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ নিহত। ৩ মৃতপ্রায়; আধমরা (মেরে খুন করা)। ৪ হয়রান; অতিশয় ক্লান্ত; অত্যন্ত পরিশ্রান্ত (পেটের ধান্দায় সারাদিন ঘুরে বাছা আমার খুন হয়ে এসেছে)। খুন-খুবি, খুন-খুবী (বিশেষ্য) ১ রক্তোন্মত্ততা (রণদুন্দুভি মুনি খুন-খুবী ..... -(কাজী নজরুল ইসলাম))। ২ উদ্দীপনার সৌন্দর্য। খুন চড়া (বিশেষ্য) ১ ক্রোধে রক্ত গরম হওয়ার ফলে প্রায় জ্ঞানশূন্য বা উন্মত্ত হওয়া। ২ হত্যা করার প্রবৃত্তি হওয়া। খুন চাপা (বিশেষ্য) ১ ক্রোধে উত্তেজিত হওয়ার ফলে মাথায় রক্ত ওঠা। ২ ক্রোধেন্মত্ত হয়ে হত্যা করার জন্য প্রবৃত্ত হওয়া। খুনজোশি, খুনজোশী (বিশেষ্য) রক্ত-উত্তেজনা; রক্তোন্মাদনা (পশ্চিমে নীলা লোহিতের খুনজোশীতেরে লাগে আগ- নই)। খুনরেজ (বিশেষণ) রক্তপিপাসু (তিনি তাঁহার খুনরেজ নামক তরবারি কোমর হইতে মুক্ত করিয়া হস্তে ধারণ করিলেন ... -ইসমাইল হোসেন শিরাজী)। খুনশাল (বিশেষ্য) যে ঘরে হত্যা বা খুন করা হয় (মানিকে বান্ধিয়া তবে রাখে খুনশালে-ময়মনসিংহ গীতিকা)। খুন হওয়া (ক্রিয়া) ১ নিহত হওয়া। ২ হত্যা সংঘটিত হওয়া। খুনাখুনি, খুনোখুনি (বিশেষ্য) ১ পরস্পর মারামারি কাটাকাটি; রক্তারক্তি; রক্তপাত। ২ বিষম ঝগড়া-বিবাদ ও দাঙ্গা (দুই দলে খুনাখুনি পড়ে-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। খুনের খুঁটি (বিশেষ্য) যুপখাষ্ট (ঐ খুনের খুঁটিতে কল্যাণ-কেতু, লক্ষ্য ঐ তোরণ- নই)। মাথায় খুন চাপা, মাথায় খুন চড়া (ক্রিয়া) হত্যা করাও সম্ভব এমন উত্তেজিত হওয়া। {(ফারসি) খূন্‌}
  • Bengali Word খুন-খারাব Bengali definition [খুন্‌খারাব্] (বিশেষ্য) খুনাখুনি; রক্তারক্তি; হত্যাকাণ্ড (রক্ত সোঁদাল খুন-খারাব-(কাজী নজরুল ইসলাম))। {(ফারসি) খুন-খারাব}
  • Bengali Word খুন-খারাবি, খুন-খারাবী Bengali definition [খুনখারাবি] (বিশেষ্য) হত্যাকাণ্ড; রক্তারক্তি; রক্তপাত (ডরতা নেই আজ খুন-খারাবীতে রক্তলুবব্ধ মন-(কাজী নজরুল ইসলাম))। ২ দাঙ্গা-হাঙ্গামা। ৩ অত্যুজ্জ্বল লাল রং বিশেষ। {(ফারসি) খুন-খারাবী}
  • Bengali Word খুনআলুদা Bengali definition [খুন্‌আলুদা] (বিশেষণ) রক্ত রাঙা; রক্ত-রঞ্জিত; রক্তাপ্লুত; রক্তাক্ত (শিমুল গাছটার দিকে চেয়ে মনে হল যেন তার ডালে ডালে নিরাশ প্রেমিকের ‘খুনআলুদা’ হৃৎপিণ্ডগুলো টাঙানো রয়েছে- নই)। {(ফারসি) খুন আলুদাহ}