Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word খিলাত, খেলাত, খেলওয়াত Bengali definition [খিলাত্‌, খেলাত্‌, খেলোয়াত্‌] (বিশেষ্য) রাজাদিদত্ত সম্মানসূচক পরিচ্ছদ (তাঁহার আমিরী খেলাত কাড়িয়া লন-গিরিশ চন্দ্র সেন; সেখান হইতে খেলওয়াত আসিবে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(আরবি) খিল+আহ}
  • Bengali Word খিলান, খিলেন Bengali definition [খিলান্‌, খিলেন্‌] (বিশেষ্য) ইট বা পাথরের অর্ধ গোলাকার গাঁথনি; arch (আকাশের খিলানের নীচে-আতাউর রহমান)। {খিল১ + আন}
  • Bengali Word খিলাফ Bengali definition খেলাপ
  • Bengali Word খিলাল, খেলাল Bengali definition [খিলাল্‌, খেলাল] (বিশেষ্য) ১ যে কাঠি দ্বারা দাঁতের ফাঁক পরিষ্কার করা হয়; দাঁতকাঠি; খড়কে; tooth-pick (উচিত সে রক্ষিবারে ধুইয়া খিলাল-সৈয়দ আলাওল)। ২ কাঠি দ্বারা দন্ত পরিষ্কারকরণ (ভক্ষাৎ শেষে খিলাল করিতে যুক্ত আছে-সৈয়দ আলাওল)। ৩ হাতের আঙুল দ্বারা দাড়িগোঁফ বিলিখন করা বা আঁচড়ানো; পানি দ্বারা পরিষ্কার করা (ওযু সঙ্গে গোঁফ দাড়ি করিবা খিলাল -সৈয়দ আলাওল)। {(আরবি) খিলাল}
  • Bengali Word খিলি, খিলী Bengali definition [খিলি] (বিশেষ্য) তৈরি করা পান; সাজা পান; পানের বিড়া। খিলি দানি (বিশেষ্য) পানদান; পানের ডিবা; খাসদান। {(হিন্দী) ঠিলি}
  • Bengali Word খিলিজি, খিলিজী, খলযি Bengali definition [খিলিজি, খিলিজী, খল্‌জি] (বিশেষ্য) দিল্লির মুসলিম রাজবংশ বিশেষ। খিলজাই (বিশেষণ) ১ খিলিজি-সূলভ। ২ খিলিজিগণ কর্তৃক প্রবর্তিত বা প্রণীত (খিলজাই সাজ এসেছে ছাড়িয়া-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(আরবি) (ফারসি) খিলজী}
  • Bengali Word খিসারত Bengali definition খেসারত
  • Bengali Word খিস্তি, খিস্তী Bengali definition [খিস্‌তি] (বিশেষ্য) ঝগড়া; খেউর; অমার্জিত বা কুৎসিত ভাষায় গালাগালি (বশর মনীর রীতিমত খিস্তি জুড়ে দিলে- শওকত ওসমান)। {(অজ্ঞাতমূল)}
  • Bengali Word খিড়কি, খিড়কী Bengali definition [খিড়্‌কি] (বিশেষ্য) ১ জানালা; বাতায়ন; ঝরোকা। ২ বাড়ির পশ্চাদ্দিক (ধায় বেনে খিড়কির পথে-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। খিড়কি দুয়ার (বিশেষ্য) ১ অন্তঃপুর দ্বার; বাড়ির পশ্চাদ্দিকের ছোট দরজা। ২ গুপ্ত দরজা। খিড়কি পুকুর (বিশেষ্য) বাড়ির পশ্চাদ্দিকে অবস্থিত অন্তঃপুরের মেয়েদের ব্যবহারের পুকুর। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খড়ক্কিকা>খিড়ক্কী}
  • Bengali Word খিয়াতি Bengali definition খিআতি
  • Bengali Word খিয়ানত Bengali definition খেয়ানত
  • Bengali Word খিয়াল Bengali definition খেয়াল
  • Bengali Word খী Bengali definition খি
  • Bengali Word খীণ, খীন Bengali definition খিণ
  • Bengali Word খীমা Bengali definition খিমা
  • Bengali Word খীর Bengali definition(মধ্যযুগীয় বাংলা) [খির্‌] (বিশেষ্য) ক্ষীর; ঘন দুধ। খীর কম্বা (বিশেষ্য) একপ্রকার ধান্য। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষীর}
  • Bengali Word খীল Bengali definition খিল
  • Bengali Word খুঁজা, খোঁজা Bengali definition [খুঁজা, খোঁজা] (ক্রিয়া) ১ অনুসন্ধান করা; তালাশ করা (নয়ন তারে খুঁজে বেড়ায় পায় না ঠিকানা-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ যাচ্‌ঞা করা; চাওয়া (খুঁজে পাওয়া)। □ (বিশেষ্য) অন্বেষণ (এ খোঁজার শেষ নেই)। খুঁজে পেতে অক্রি খুব তল্লাশি করে। খোঁজতল্লাশি (বিশেষ্য) অন্বেষণ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √খুজ্‌>√খুঁজ্‌+আ, (হিন্দী) খোঁজ; (আরবি) খরজ}
  • Bengali Word খুঁট ১, খোঁট, খোট Bengali definition [খুঁটি, খোঁট্‌, খোট্‌] (বিশেষ্য) ১ ধুতি বা শাড়ির প্রান্তভাগ বা কোণ (আঁচলের খুঁটি কি কতকগুলো যত্ন করিয়া বাঁধা.....-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। ২ সুতার প্রান্ত ভাগ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কোটি> খুট}
  • Bengali Word খুঁট ২ Bengali definition [খুঁট্‌] (বিশেষ্য) খাজনা! {(অজ্ঞাতমূল)}
  • Bengali Word খুঁট ৩ Bengali definition [খুঁট্‌] (বিশেষ্য) ১ ত্রুটি; দোষ; খুঁত। ২ অসম্পূর্ণ; খণ্ড। খুঁট আখুঁরে, খুঁট আখরিয়া (বিশেষণ) ১ যে কষ্টে নাম সই করতে পারে; ধরে ধরে লেখে বা পড়ে যে; অল্প শিক্ষিত। ২ যে খুঁটে খুঁটে মনোযোগ দেয়। ৩ তুচ্ছ বিষয় নিয়ে কলহ করে এমন। খুঁট আখুরি (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খণ্ড>খুট্ট>খুঁট}
  • Bengali Word খুঁটন, খোঁটন Bengali definition [খুঁটোন্‌, খোটোন্‌] (বিশেষ্য) ১ নখ বা চঞ্চুর সাহায্যে খোঁচানো বা চিমটানো। ২ কুড়িয়ে নেওয়া। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √তুড়্‌> (বাংলা) খুট অথবা, (তৎসম বা সংস্কৃত শব্দ) √খন্ড্‌>; √খুঁট/খোঁট্‌+অন}
  • Bengali Word খুঁটরানো Bengali definition [খুঁট্‌রানো] (ক্রিয়া) খুঁটে বের করা। {খুঁট + রা +আনো}
  • Bengali Word খুঁটা ১, খুঁটি, খোঁটা ১, খুঁটো Bengali definition [খুঁটা, খুঁটি, খোঁটা, খুঁটো] (বিশেষ্য) খুঁটি; ক্ষুদ্র কাষ্ঠদণ্ড; গোঁজ। খুঁটা গেড়ে বসা (ক্রিয়া) অনেক ক্ষণের জন্য আড্ডা গেড়ে বসা; নড়বার্‌ লক্ষণ নেই এরূপভাবে বসা; অটল হয়ে বসা। খুঁটা পেতে দাঁড়ানো (বিশেষ্য) ১ পা শক্ত করে দাঁড়ানো। ২ দৃঢ় সংকল্পের সঙ্গে কাজে লাগা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষোড্‌> (প্রাকৃত) খোঁটা>}
  • Bengali Word খুঁটা ২, খোঁটা ২ Bengali definition [খুঁটা, খোঁটা] (ক্রিয়া) ১ ক্ষুদ্রাকৃতি বস্তু একটি একটি করে কুড়িয়ে তোলা। ২ বেছে নেওয়া; নির্বাচন করা। ৩ পাখির ঠোঁট দিয়ে শস্যকণা তুলে খাওয়া। ৪ নখাঘাত করা (ফলটি খুঁটো না)। খুঁটনি (বিশেষ্য) যা দ্বারা খোঁটা হয়। খুঁটিয়ে দেখা (ক্রিয়া) যত্নপূর্বক সব দিক পরীক্ষা করে দেখা। খুঁটে খাওয়া (ক্রিয়া) ১ কুড়িয়ে খাওয়া। ২ স্বচেষ্টায় অন্ন সংস্থান করা। খুঁটে খেতে শেখা (ক্রিয়া) উপার্জনে সক্ষম হওয়া। দাঁত খোঁটা (ক্রিয়া) খিলাল দিয়ে দাঁতের ফাঁক থেকে ভুক্তাবিশিষ্ট খাদ্যকণা বের করা। {খুঁট+আ}
  • Bengali Word খুঁটা ৩, খোঁটা ৩ Bengali definition [খুঁটা, খোঁটা] (বিশেষ্য) ১ কলঙ্ক; নিন্দা; দোষ (আমার লাগিয়া দেশ বিদেশে তোমার থাকা খুঁটা -পূর্ববঙ্গ গীতিকা)। ২ গঞ্জনা। খোঁটা দেওয়া (ক্রিয়া) গঞ্জনা দেওয়া; দোষ দেওয়া। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ত্রুটি>}
  • Bengali Word খুঁটি, খুঁটী Bengali definition [খুঁটি] (বিশেষ্য) ১ বাঁশ বা কাঠের থাম। ২ অবলম্বন; নির্ভর। ৩ সেতার; এসরাজ প্রভৃতি বাদ্যযন্ত্রের তার বাঁধার কাষ্ঠদণ্ড। খুঁটি গাড়া (ক্রিয়া) ১ নৌকা বাঁধা। ২ শক্ত বা স্থায়ী হয়ে বসা। খুঁটির জোর (বিশেষ্য) মুরুব্বির পৃষ্ঠপোষণ; যোগ্য মুরুব্বির অবলম্বন বা নির্ভর। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষোড> প্রাচীন বাংলা) খোটেয়> খুন্টি> (বাংলা) খুঁটি}
  • Bengali Word খুঁটিনাটি Bengali definition [খুঁটিনাটি] (বিশেষ্য) ১ কোনো বিষয়ের ছোট বড়ো সব কিছু; সূক্ষ্মাতিসূক্ষ্ম সকল বিষয়। ২ তুচ্ছ বা নিতান্ত সামান্য দোষত্রুটি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ত্রুটি> + (অনুকারক শব্দ, শব্দদ্বৈত) নাটি}
  • Bengali Word খুঁত, খুঁৎ Bengali definition [খুঁত্‌] (বিশেষ্য) ১ দোষ; ত্রুটি; অসম্পূর্ণতা। ২ কলঙ্ক। ৩ ক্ষতচিহ্ন। □ (বিশেষণ) ক্ষতচিহ্নযুক্ত; দোষযুক্ত (খুঁত ফল দেখি রাজা নখে নিবারিল-কাশী)। খুঁত কাড়া (ক্রিয়া) খুঁত বের করা; দোষ দেখানো। খুঁত খুঁত করা (ক্রিয়া) ১ অব্যক্ত শব্দে অসন্তোষ বা বিরক্তি প্রকাশ করা। ২ সাধারণ ত্রুটিতে অসন্তোষ প্রকাশ করা বা অসন্তোষ হওয়া। ৩ সম্পূর্ণ সন্তুষ্ট হতে না পারা। খুঁত খুঁতে (বিশেষণ) যে খুঁত ধরে বা অসন্তোষ প্রকাশ করে; সন্দেহ-প্রবণ; প্রায় কিছুই যার পছন্দ হয় না। খুঁত ধরা (ক্রিয়া) ১ দোষ ধরা। ২ ছল ধরা। খুঁতো (বিশেষণ) ত্রুটিপূর্ণ; দোষযুক্ত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষত>}
  • Bengali Word খুঁতি, খুতি Bengali definition [খুঁতি, খুতি] (বিশেষ্য) ছোট থলে বিশেষ (টাকার খুতি)। {আঞ্চলিক}