Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word খোল ২ Bengali definition খইল
  • Bengali Word খোলক Bengali definition [খোলোক্‌] (বিশেষ্য) ১ আবরণ; shell; খোলা। ২ সর্বাঙ্গের আবরক বস্ত্র। ৩ সুপারির খোল। ৪ রান্নার হাঁড়ি বিশেষ। ৫ খোল; মৃদঙ্গ। ৬ টোপর। ৭ বল্মীক। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খোল+ক(কন্‌)}
  • Bengali Word খোলতা Bengali definition [খোল্‌তা] (বিশেষণ) দীপ্তিমান; উজ্জ্বল; সুস্পষ্ট; শোভমান; সুবিকশিত। খোলতাই (বিশেষ্য) ঔজ্জ্বল্য; দীপ্তি। □ (বিশেষণ) উজ্জ্বল; সুবিকশিত (বিয়ের পর মেয়েটার রূপ আরো খোলতাই হল-শওকত ওসমান)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) স্খল্‌>খোল+তা; (হিন্দী) খোলতা}
  • Bengali Word খোলস, খোলশ Bengali definition [খোলোশ্‌] (বিশেষ্য) ১ সাপের গাত্রচর্ম; নির্মোক; কঞ্চুক (আর সাপ ঝরিয়ে দেয় তার খোলশ-বুদ্ধদেব বসু)। ২ বহিরাবরণ; খোল; আচ্ছাদন। ৩ ছদ্ম আবরণ। খোলস ছাড়া (ক্রিয়া) ১ সাপের নির্মোক মোচন ক্রিয়া। ২ ছদ্ম আবরণ ত্যাগ করে স্বমূর্তি ধারণ করা। □ (বিশেষ্য) উক্ত সকল অর্থে। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খোলক>}
  • Bengali Word খোলসা, খোলাসা, খুলাসা Bengali definition [খোলোসা, খোলাসা, খুলাসা] (বিশেষণ) ১ স্পষ্ট; বিশদ; পরিস্ফুট (কথাটাকে খোলসা করা যাক-খানবাহাদুর আবদুল হাকিম)। ২ পষ্টাপষ্টি; খোলাখুলি (আরও লোকে জানিবারে চাহিত খুলাসা-ময়মনসিংহ গীতিকা)। ৩ অবারিত; উন্মুক্ত; খোলা (নিজের কলঙ্কের দিকটা দেখাবার খোলসা দরজা ফেলে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৪ অকপট; অমায়িক; সরল; সাদা (খোলসা দিল)। ৫ খালি; শূন্য; উজাড়। ৬ ভারমুক্ত (মনকে বুঝিয়ে খোলসা হতে চায়-কেদারনাথ মজুমদার)। ৭ পরিস্কার। ৮ সমুদয়; আগাগোড়া; আনুপূর্বিক (খোলাসা পড়-দীনবন্ধু মিত্র)। □ (বিশেষ্য) ১ অব্যাহতি; রেহাই; মুক্তি (খুনীরে যে দেয় খোলসা, আইন গড়ে রাতারাতি-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ সারমর্ম; সংক্ষিপ্তসার। দিল খোলসা (বিশেষণ) প্রাণখোলা; অকপট; খোলাখুলি। {(আরবি) খুলাসাহ}
  • Bengali Word খোলা ১ Bengali definition [খোলা] (বিশেষ্য) ১ টালি; খাপরা (খোলার ঘর)। ২ ভাজিবার পাত্র (পিঠার খোলা)। ৩ খোসা; ছিলকা; চোকলা (কলার খোলা)। ৪ শক্ত আবরণ বা আধার (ডিমের খোলা)। ৫ কলাগাছ বা ঐ জাতীয় অন্য গাছের বাকল (সুপারির খোলা)। ৬ ক্ষেত; কর্ষণভূমি (ওপারেতে ধানের খোলা এপারেতে হাট-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৭ আখের রস জ্বাল দিবার পাত্র বিশেষ (আখের ক্ষেতের ধারেই ..... খোলা বসারে-খগেন্দ্রনাথ মিত্র)। ৮ স্থান (রথখোলা, ধোপাখোলা)। ৯ ভিক্ষাপাত্র; খর্পর। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খোলক> (প্রাকৃত) খোলস>}
  • Bengali Word খোলা ২, খুলা Bengali definition [খোলা, খুলা] (ক্রিয়া) ১ মুক্ত বা উন্মুক্ত করা (দরজা খোলা)। ২ প্রতিষ্ঠা করা (ছত্র খোলা)। ৩ বাঁধন ছাড়ানো; যাত্রার জন্য বন্ধন মোচন করা (নৌকা খোলা)। ৪ পুনরায় কাজ আরম্ভ করা (আপিস খোলা)। ৫ গজানো; বিকশিত করা; উন্মীলন করা (ফুল ফোটে পাতা খোলে- অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৬ ছাড়া; মোচন করা (ভিজা কাপড় খোলা)। ৭ অবিন্যস্ত করা; শিথিল করা বা মুক্ত করা (চুল খোলা)। ৮ অবারিত করা; উদ্‌ঘাটন করা (মন খোলা)। □ (বিশেষ্য) উক্ত সকল অর্থে। □ (বিশেষণ) ১ সরল; অকপট (খোলা মন)। ২ অবাধ; অবারিত (খোলা হাওয়া)। খোলা খুলি (বিশেষণ) অকপট; স্পষ্ট। □ (ক্রিয়াবিশেষণ) অকপটে; প্রকাশ্যভাবে (খোলাখুলি বলা)। খোলা খুলি কথা (বিশেষ্য) স্পষ্ট কথা; সরল কথা। খোলা চুল (বিশেষ্য) মুক্তকেশ। খোলা তালাক (বিশেষ্য) যে তালাক স্ত্রীর ইচ্ছায় সাধারণত অর্থের বিনিময়ে দেওয়া হয়। খোলা দলিল (বিশেষ্য) ১ প্রত্যক্ষ বা স্পষ্ট প্রমাণ (তার খোলা দলিল তো আজকের দিনে সকলের চোখের সুমুখেই পড়ে রয়েছে-প্রথম চৌধুরী)। ২ রেজিস্ট্রি হয়নি এমন দলিল। খোলা ভাঁটি (বিশেষ্য) অবাধ মদ চোয়ানোর কারখানা। খোলা হাতে খরচ করা (বিশেষ্য) অমিতব্যয়ীর ন্যায় বা উদারভাবে খরচ করা। মন খোলা প্রাণ খোলা (বিশেষণ) (ক্রিয়া) অকপট; অকপটভাবে মনের ভাব প্রকাশ করা। মুখ খোলা (ক্রিয়া) বলতে শুরু করা; গোপন কথা প্রকাশ করা। {(আরবি) তালাক খুল’আ}
  • Bengali Word খোলামকুচি Bengali definition [খোলাম্‌কুচি] (বিশেষ্য) ১ মাটির হাঁড়িকলসি প্রভৃতির ভাঙা টুকরা। ২ (আলঙ্কারিক) সাধারণ বা তুচ্ছ মূল্যহীন জিনিস; অকিঞ্চিৎকর বস্তু (টাকাতো নয় খোলামকুচি)। {খোলাম +কুচি; (তৎসম বা সংস্কৃত শব্দ) খোলক> (প্রাকৃত) খোলতা> (বাংলা) খোলা> (বাংলা) খোলাম; (তৎসম বা সংস্কৃত শব্দ) কুর্চ, কুর্চিকা> (প্রাকৃত) কুচ্চ, কুচ্চিয়া>+কুচিআ> (বাংলা) কুচি}
  • Bengali Word খোলাসা Bengali definition খোলসা
  • Bengali Word খোশ, খুশ Bengali definition [খোশ্‌, খুশ] (বিশেষণ) ১ আনন্দিত; সন্তুষ্ট। ২ মজাদার; আমোদপূর্ণ (খোশগল্প; মেতেছে মাতাল খোশ্‌গানে- মোম)। ৩ প্রীতিকর; আনন্দজনক। ৪ ভালো; শুভ। ৫ সু; সুন্দর। ৬ স্বেচ্ছাকৃত বা স্বেচ্ছাপ্রণোদিত; আপন ইচ্ছা বা বাসনা মতো। ৭ সৎ; উত্তম। □ (বিশেষ্য) সন্তোষ; প্রীতি (তোমার সহিত বাতচিত করিতে বহুত খোস- প্যামি)। খোশ আখলাক (বিশেষ্য) ১ সুস্বভাব; উত্তমচরিত্র (বিশেষ আপনার খোশ্‌ আখ্‌লাকেই মুগ্ধ-কাজী ইমদাদুল হক)। □ (বিশেষণ) শিষ্টচারী; সৎস্বভাব। খোশ আমদেদ (বিশেষ্য) সাদর অভ্যর্থনা; স্বাগতম (সমাগত মেহমানদের খোশ আমদেদ জানাই)। খোশ এলহান, খোশই এলাহান, খোশ ই ইলহান (বিশেষ্য) সুকণ্ঠ; সুস্বর; সুমধুর সুর (তাঁর খোশ এলাহান মাতাইত প্রাণ-(কাজী নজরুল ইসলাম))। খোশ কবালা (বিশেষ্য) স্বেচ্ছাকৃত সম্পূর্ণ স্বত্বের বিক্রয়পত্র; স্বেচ্ছা-প্রণোদিত বিক্রয়পত্র। খোশকেতা (বিশেষ্য) সুদর্শন; সুঠাম। খোশখত (বিশেষ্য) ১ সুন্দর হস্তাক্ষর। ২ আনন্দের চিঠি (তুমি আমার এই খুশখতের পিওন-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। □ ( বিশেষণ) ১ প্রখর (খুড়র মত খুশখৎ বুদ্ধি প্রায় দেখিতে পাওয়া যায় না-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ যার হস্তাক্ষর সুন্দর। খোশ খবর (বিশেষ্য) সুসংবাদ; শুভ সংবাদ (খোশখবর দিয়ে বেড়ায় চপল রায় ... -(কাজী নজরুল ইসলাম))। খোশ খেয়াল (বিশেষ্য) খামখেয়াল; যেরূপ ইচ্ছা; মর্জি (প্রভুদিগের খোশ খেয়ালের সমর্থন বা রাজনৈতিক স্বার্থোদ্ধারের নিমিত্ত ....-মাওলানা মুহাম্মদ আকরম খাঁ)। খোশ-খেয়ালি (বিশেষণ) খামখেয়ালি (পড়ে আছে আকাশটা খোশ-খেয়ালি-রবীন্দ্রনাথ ঠাকুর)। খোশ খোরাক (বিশেষ্য) শৌখিন আহার; উত্তম খাবার। খোশ-খোরাকি, খোশ-খোরাকী (বিশেষণ) ১ শৌখিন আহারে অভ্যস্ত। ২ ভোজনবিলাসী। খোশ গল্প (বিশেষ্য) ১ আমোদজনক গল্প-গুজব। ২ মজার কাহিনী। খোশ চোহারা (বিশেষ্য) সুদর্শন; সুরূপ; সুশ্রী। খোশ নবিস, খোশ নবিশ, খোশ নবীস (বিশেষ্য) ১ যার হাতের লেখা সুন্দর; সুন্দর হস্তাক্ষরবিশিষ্ট ব্যক্তি। ২ উপাধি বিশেষ। খোশ নসিব, খোশ নসীব (বিশেষণ) সৌভাগ্যবান (আয় খেয়ালী খোশ-নসীব-(কাজী নজরুল ইসলাম))। □ (বিশেষ্য) সৌভাগ্য (এ কি খোশনসীব- নই)। খোশ-নসিবি বি। খোশ নাম (বিশেষ্য ) সুনাম; সুখ্যাতি (অপরিমিত দানের জন্য তাঁর দেশযোড়া খোশনাম ছিল-শেখ ফজলল করিম)। খোশনামি, খোশনামী (বিশেষ্য) সুখ্যাতি; প্রশংসা (আপন লোক বলে খোসনামির ধুয়া ধরেছে....-মীর মশাররফ হোসেন)। খোশ নিয়ত (বিশেষ্য) শুভাকাঙ্ক্ষী; সদভিপ্রায়- বিশিষ্ট। খোশ নিয়তি বি। খোশ পোশাক (বিশেষ্য) উত্তম বেশভূষা; শৌখিন পোশাক। খোশ পোশাকি (বিশেষণ) ১ পোশাকবিলাসী; বেশবিন্যাসে শৌখিন (প্যোলানাথ বাবু শৌখিন ও খোশ-পোষাকীর হদ্দ-কালীপসন্ন সিংহ)। ২ সুবেশ। খোশবাস (বিশেষণ) স্থায়ী বসিন্দা নয়; খুশিমতো চলিয়া যাইতে পারে এমন। খোশবু, খোশবো (বিশেষ্য) সুগন্ধ (তীব্র মিঠে খোশবো তাহার উঠবে আমার ছাপিয়ে গোর- নই; রাতের শিউলি যখন খোশবু ছড়ায়- জাআ)। খোশ বুদার (বিশেষণ) সুগন্ধযুক্ত; সৌরভময়। খোশ মেজাজ, খোশ মিযাজ (বিশেষণ) প্রফুল্ল বা প্রসন্নচিত্ত। □ (বিশেষ্য) প্রফুল্লতা; হাসিখুশিভাব (আমরা সকলেই ছহি ছালামতে, খোশ মেজাজে ....বাঁচিয়া আছি- শেখ হবিবর রহমান সাহিত্যরত্ন)। খোশ রং (বিশেষ্য) শোভন বা সুন্দর রং। খোশ রোজ, খোশ রোয (বিশেষ্য) ১ খুশির দিন; আনন্দের দিন। ২ নওরোজ; New Year’s Day; নববর্ষারম্ভের উৎসব (হেন খুশরোজে দিল আফরোজ দেখেনি কখনও কেহ-জগলুল হায়দার আফরিক)। খোশ হাল (বিশেষ্য) উত্তম অবস্থা বা বহাল তবিয়ত (দিব্যি আছিস খোশ্‌হালে-(কাজী নজরুল ইসলাম))। □ (বিশেষণ) সচ্ছল। {(ফারসি) খুশ}
  • Bengali Word খোশামোদ, খোসামোদ, খুশামোদ Bengali definition [খোশামোদ্‌, খোসামোদ, খুশামোদ] (বিশেষ্য) ১ চাটুকারিতা; তোষামোদ; স্তুতি (বড় মানুষের খোসামোদ করাও বড় দায় -প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। খোশামুদি, খোশামোদি, খোসামোদি, খোসামুদি, খুশামুদী (বিশেষ্য) স্তুতি; তোষামোদ; স্তাবকতা (অন্য লোকের খোসামোদি করিতে হয়-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। খোশামুদে, খোসামুদে (বিশেষণ) ১ চাটুকার; মোসাহেব; স্তাবক। খোশামোদ করা (ক্রিয়া) ১ তোষামোদ করা। ২ অনুনয় বিনয় করা। {(ফারসি) খুশামদ}
  • Bengali Word খোশাল Bengali definition খোসাল
  • Bengali Word খোস ১ Bengali definition খোশ
  • Bengali Word খোস ২ Bengali definition [খোশ্‌] (বিশেষ্য) এক প্রকার চর্মরোগ; খুজলি; পাঁচড়া। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খস}
  • Bengali Word খোসলা, খোসালা Bengali definition [খোশ্‌লা, খোশালা] (বিশেষ্য) কম্বল ইত্যাদি ন্যায় গরিবগেদর ব্যবহার্য শীতবস্ত্র (হরিণ বদলে পাইনু পুরাণ খোসলা -(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। {(হিন্দী) খেস্‌ড়া>; (হিন্দী) খেস+ (বাংলা) লা}
  • Bengali Word খোসা Bengali definition [খোশা] (বিশেষ্য) ১ ফল বা সবজির আবরণ (কলার খোসা)। ২ ত্বক; ছাল; চামড়া। □ (বিশেষণ) দাড়ি গোঁফ নেই এমন। খোসা পুরু (বিশেষণ) মোটা চামড়া; পুরু ত্বকবিশিষ্ট। লজ্জাশরমহীন; লজ্জাশূন্য (ইংরেজ বিশেষ খোসাপুরু জাত-প্রথম চৌধুরী)। □ (বিশেষ্য) ((আলঙ্কারিক)) গণ্ডারচর্ম। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কোশ> (প্রাকৃত) কোস> (হিন্দী) খোসা}
  • Bengali Word খোসাল, খোশাল, খোশহাল, খুশহাল Bengali definition [খোশাল্‌, খোশাল, খোশ্‌হাল্‌, খুশহাল] (বিশেষণ) ১ আনন্দিত; হৃষ্ট (মদ দেখে বীর কালু পরম খোসাল ....-ঘনরাম চক্রবর্তী)। ২ বহাল তবিয়ত (দিব্যি আছিস খোশহালে-(কাজী নজরুল ইসলাম))। {(ফারসি) খুশ্‌ +(আরবি) হাল}
  • Bengali Word খোসালো Bengali definition খোসলা
  • Bengali Word খোড়ল Bengali definition খোঁড়ল
  • Bengali Word খোয়নু, খোয়লুঁ (ব্রজবুলি) Bengali definition [খোয়নু, খোয়লুঁ] (ক্রিয়া) ১ হারালাম। ২ ত্যাগ করিলাম (খোয়নু এতনুক আশা-(বিদ্যাপতি))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষয়>}
  • Bengali Word খোয়া ১, খুয়া Bengali definition [খোয়া, খুয়া] (বিশেষ্য) ১ ক্ষয়; ব্যয়; নাশ। ২ হারানো। খোয়ানো, খুয়ানো (ক্রিয়া) হারিয়ে নষ্ট করা (জাত খোয়ানো)। খোয়নে (বিশেষণ) হারিয়ে ফেলেছে বা নষ্ট করে ফেলেছে এমন। খোয়ানি (স্ত্রীলিঙ্গ)। খোয় যাওয়া (ক্রিয়া) ১ হারিয়ে নিখোঁজ হওয়া; অদৃশ্য হওয়া। ২ হানি হওয়া; নাশ হওয়া; ক্ষয় হওয়া। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষয়>}
  • Bengali Word খোয়া ২ Bengali definition [খোয়া] (বিশেষ্য) ইটের ভাঙা টুকরা (রাঙা রাঙা খোয়ার রাশি-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষয়}
  • Bengali Word খোয়া ৩ Bengali definition [খোয়া] গাঢ় শক্ত ক্ষীর (খোয়া ক্ষীর)। ৩ আখের ছিবড়া। খোয় ক্ষীর (বিশেষ্য) গাঢ় শক্ত শুষ্ক ক্ষীর। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষীর}
  • Bengali Word খোয়া ৪ Bengali definition [খোয়া] (বিশেষ্য) কুয়াশা (আকাশে স্থাপন কৈল শরতের খোয়া-শেখ ফয়জুল্লাহ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কুয়াশা>কুয়া>খোয়া}
  • Bengali Word খোয়াই Bengali definition [খোয়াই] (বিশেষ্য) পশ্চিম বঙ্গের নদীবিশেষ (মুড়ো তালগাছ খোয়াইয়ের পারে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {খোয়া+ই}
  • Bengali Word খোয়াজ খিজির Bengali definition খিজির
  • Bengali Word খোয়াব, খোওয়াব, খ্বাব Bengali definition [খোয়াব্‌, খোওয়াব্‌, খাব্‌] (বিশেষ্য) স্বপ্ন; অলীক স্বপ্নবৎ বস্তু (গত নিশি খোওয়াবের খামখেয়ালীতে ... -(কাজী নজরুল ইসলাম); তুমিই জানিয়েছিলে প্রথমে ঝরোকা খুলে হৃদয়ের খ্বাব-আসি)। {(ফারসি) খরা}
  • Bengali Word খোয়ার, খুয়ার Bengali definition [খোয়ার, খুয়ার] (বিশেষ্য) ১ অপমান; লাঞ্ছনা। ২ দুর্গতি; দুর্দশা। ৩ ক্ষতি; অনিষ্ট। ৪ কলঙ্ক; কুৎসা; নিন্দা। খোয়ারি (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) খোয়ার-প্রাপ্ত; লাঞ্ছনা-প্রাপ্ত (শতেক খোয়ারি)। শতেকখোয়ারি (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ১ ভীষণভাবে লাঞ্ছিত বা অপমানিতা। ২ সর্বনাশকারিণী; সর্বনাশী। {(ফারসি) খরার}
  • Bengali Word খোয়ারি ১ Bengali definition [খোয়ারি] (বিশেষ্য) ১ বিপদ। ২ অনিষ্ট; ক্ষতি (....না জানি নিদানে মোর কি হয় খোয়ারি-হেয়াত মাহমুদ)। {(আরবি) খুমার}
  • Bengali Word খোয়ারি ২ Bengali definition খোঁয়ারি