Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word খুর্মা Bengali definition খোরমা
  • Bengali Word খুলা Bengali definition খোলা
  • Bengali Word খুলাসা Bengali definition খোলসা
  • Bengali Word খুলি ১, খুলী ১ Bengali definition [খুলি] (বিশেষ্য) ১ মাথার উপরিভাগ; করোটি; খর্পর। ২ মাটির পাত্র বিশেষ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কর্পর> (প্রাকৃত) খর্পর>}
  • Bengali Word খুলি ২, খুলী ২ Bengali definition [খুলি] (বিশেষ্য) যে খোল বাজায়; খোলবাদক; মৃদঙ্গবাদক। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খল্ল>খোল+ই}
  • Bengali Word খুল্ল, ক্ষুল্ল Bengali definition [খুল্‌লো] (বিশেষণ) ১ ক্ষুদ্র। ২ অল্প। ৩ কনিষ্ঠ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √ক্ষুদ্‌+√লা+অ(ক)=ক্ষুল্ল>}
  • Bengali Word খুল্লতাত, ক্ষুল্লতাত Bengali definition [খুল্‌লোতাতো] (বিশেষ্য) পিতার কনিষ্ঠ ভাই; চাচা; কাকা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষুল্ল+তাত< (তৎসম বা সংস্কৃত শব্দ) √তন্‌+ত(ক্ত)}
  • Bengali Word খুশ Bengali definition খোশ
  • Bengali Word খুশক, খুশ্‌ক, খুস্ক Bengali definition [খুশ্‌কো] (বিশেষণ) ১ শুষ্ক; রসহীন। ২ রুক্ষ। {(ফারসি) খুশক}
  • Bengali Word খুশকা, খুশ্‌কা পোলাও Bengali definition [খুশ্‌কা, খুশ্‌কাপোলাও] (বিশেষ্য) ১ অল্প ঘি দিয়ে রান্না করা পোলাও। ২ ঘৃতহীন ভাত; সাদা ভাত। {(ফারসি) খুশ্‌কাহ্‌}
  • Bengali Word খুশকি, খুস্কি Bengali definition [খুশ্‌কি] (বিশেষ্য) ১ মরা মাস। ২ মাথার শুষ্ক চামড়া; dandruff। ৩ শুষ্ক স্থান; শুকনা জায়গা। {(ফারসি) খুশ্‌কী}
  • Bengali Word খুশি, খুশী Bengali definition [খুশি] (বিশেষ্য) ১ আনন্দ; সন্তোষ (তুমি আছ আমি আছি এই তো মোর-(কাজী নজরুল ইসলাম))। ২ আহ্লাদ; আমোদ। ৩ ইচ্ছা; মর্জি; খেয়াল (যাকে খুশি দাও)। □ (বিশেষণ) আনন্দিত; সন্তুষ্ট; প্রীত, তৃপ্ত (শুনে খুশি হবে)। খুশিতে বাগ বাগ (বিশেষণ) আনন্দে উৎফুল্ল (....বুদ্ধির কথায় খুশীতে বাগ বাগ হয়ে খুব খানিকটা মিষ্টি হাসি হাসলো-সরদার জয়েনউদ্দীন)। খুশির মউজ (বিশেষ্য) আনন্দের ঢেউ (রণের জোশে সাগর মাঝে উঠলো খুশীর মউজ -রওশন ইজদানী)। {(ফারসি) খুশী}
  • Bengali Word খুস Bengali definition খোশ
  • Bengali Word খুড়তুতো, খুড়তুত, খুড়াতো Bengali definition [খুড়্‌তুতো, খুড়তুত, খুড়াতো] (বিশেষণ) খুড়ার ঔরসে জাত, খুড়ার সম্পর্কে সম্পর্কিত (খুড়তুতো ভাই)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খুল্লতাত>খুড়তুত। (তুলনীয়) মাসতুতো}
  • Bengali Word খুড়া ১, খুড়ো Bengali definition [খুড়া, খুড়ো] (বিশেষ্য) চাচা; কাকা; পিতৃব্য; পিতার ছোট ভাই। খুড়ি (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খুল্ল}
  • Bengali Word খুড়া ২ Bengali definition খোঁড়া
  • Bengali Word খুড়াশ্বশুর, খুড়শ্বশুর Bengali definition [খুড়াশোশুর্‌, খুড়োশ্বশুর] (বিশেষ্য) স্বামী বা স্ত্রীর খুড়া; শ্বশুরের ছোট ভাই। খুড়শাশুড়ি, খুড়িশাশুড়ি (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খুল্ল/ক্ষুদ্র+শ্বশুর}
  • Bengali Word খুয়া Bengali definition খোয়া
  • Bengali Word খুয়ার Bengali definition খোয়ার
  • Bengali Word খৃস্ট, খৃষ্ট Bengali definition খ্রিস্ট
  • Bengali Word খে ১ Bengali definition খেই
  • Bengali Word খে ২ Bengali definition খি
  • Bengali Word খেঁক, খ্যাঁক Bengali definition [খ্যাঁক্‌] (অব্যয়) ১ কুকুর শৃগাল প্রভৃতির বিরক্তি বা ক্রোধ প্রকাশকারী ধ্বনি। ২ রূঢ়তাব্যঞ্জক বাক্য; কর্কশ শব্দময় বাক্য। খেঁক খেঁক (অব্যয়) কর্কশভাবে ক্রোধ বা বিরক্তি প্রকাশক শব্দ। খেঁকানো (ক্রিয়া) খেঁক খেঁক শব্দ বা ধ্বনি করা; খ্যাঁক খ্যাঁক শব্দ করে ক্রোধ বা বিরক্তি প্রকাশ করা। খেঁকানি, খেঁক খেঁকানি (বিশেষ্য) ১ শৃগাল-কুকুরের কলহ-শব্দ। ২ খেঁক খেঁক শব্দ বা ধ্বনি। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word খেঁকশিয়াল Bengali definition [খ্যাঁকশিয়াল্‌/খেঁক্‌শিয়াল্‌] (বিশেষ্য) এক জাতীয় শৃগাল; fox। খেঁকশিয়ালি (স্ত্রীলিঙ্গ)। {(বাংলা) ধ্বন্যাত্মক শব্দ খেঁক+ (তৎসম বা সংস্কৃত শব্দ) শৃগাল> (বাংলা) শিয়াল}
  • Bengali Word খেঁকারি Bengali definition খাঁকার
  • Bengali Word খেঁকি, খেঁকী Bengali definition [খেঁকি] (বিশেষণ) ১ খ্যাঁক খ্যাঁক শব্দকারী। ২ রাগী; ক্রোধী; কোপন স্বভাববিশিষ্ট। □ (বিশেষ্য) যে রোগা শীর্ণ কুকুর সহজেই খ্যাঁক করে ওঠে। খেঁকি কুত্তা (বিশেষ্য) যে সকল বিরক্তিকর কুকুর অকারণে খ্যাঁক-খ্যাঁক করে তাড়া করতে অভ্যস্ত। {খেঁক+ই}
  • Bengali Word খেঁচ Bengali definition খিঁচ
  • Bengali Word খেঁচা, খিঁচা Bengali definition [খেঁচা, খিঁচা] (ক্রিয়া) ১ হঠাৎ টানা; আকস্মিকভাবে আকর্ষণ করা। ২ অঙ্গের আক্ষেপ বা খিঁচুনি হওয়া (হয়তো হাত-পা খিঁচবে-সুকুমার রায়)। □ (বিশেষ্য) উক্ত উভয় অর্থে। খেঁচুনি, খিঁচুনি (বিশেষ্য) অঙ্গের আক্ষেপ; রোগে হাত-পা প্রভৃতি খিল ধরা বা খেঁচা। {(হিন্দী) √খিঁচ}
  • Bengali Word খেঁচাখেঁচি Bengali definition [খ্যাঁচাখেঁচি] (বিশেষ্য) ১ টানাটানি। ২ মনোমালিন্য; মন কষাকষি। ৩ বাদ-প্রতিবাদ; কলহ। {(হিন্দী) খিঁচ>, (অনুকারক শব্দ, শব্দদ্বৈত) √খিঁচ, খেচি}
  • Bengali Word খেঁচে হাওয়া Bengali definition [খেঁচে হাওয়া] (বিশেষ্য) টানা দৌড়; ভোঁ দৌড়। {(হিন্দী) খিচ্‌না>+ (আরবি) হারা}