Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word খেলওয়াত Bengali definition খিলাত
  • Bengali Word খেলকা, খিলকা, খিরকা Bengali definition [খেল্‌কা, খিলকা, খির্‌কা] (বিশেষ্য) ফকির দরবেশদের দীর্ঘ অঙ্গাবরণ বিশেষ (গায়ে গেরুয়া বস্ত্রের খেলকা স্কন্ধ হইতে পা পর্যন্ত ঢাকা-মীর মশাররফ হোসেন; শারাব মাখা খিকাখানি-ড. মুহম্মদ শহীদুল্লাহ)। খেলকা নেওয়া (ক্রিয়া) ফকির দরবেশের পন্থা ও পোশাক গ্রহণ করা। {(আরবি) খিরকাহ}
  • Bengali Word খেলন Bengali definition [খেলোন্‌] (বিশেষ্য) ১ খেলা; ক্রীড়া। ২ পরিহাস; কৌতুক করণ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √খেল্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word খেলনা, খেলানা, খেলেনা Bengali definition [খ্যাল্‌না, খ্যালানা, খ্যালেনা] (বিশেষ্য) খেলার জিনিস; পুতুল; ক্রীড়নক (একটি ভাল খেলনা দিই-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর; দু’হাতে ও আশেপাশে ছড়ানো খেলেনা-বিষ্ণু দে)। খেলনাপাতি (বিশেষ্য) খেলার সাজ-সরঞ্জাম; খেলার জিনিস-পত্র। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খেলনক> (প্রাকৃত) খেলনঅ; (তুলনীয়) (হিন্দী) খেলৌনা}
  • Bengali Word খেলা ১ Bengali definition [খ্যালা] (বিশেষ্য) ১ ক্রীড়া; লীলা (ছেলেখেলা)। ২ প্রমোদ; বিলাস; কেলি। ৩ কৌশল বা পারদর্শিতা প্রদর্শন (লাঠিখেলা)। খেলাঘর (বিশেষ্য) শিশুদের খেলার স্থান; ছেলেখেলার ঘরকন্না; কৃত্রিম সংসার। খেলাধুলা (বিশেষ্য) ১ নানাপ্রকার ক্রীড়া; sports; ক্রীড়া-কৌতুক। ২ শিশুর সাধারণ জিনিস নিয়ে খেলা; শিশুর খেলা। খেলানো১ (ক্রিয়া) লীলা বা প্রমোদ করা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √খেল্‌+অ+আ}
  • Bengali Word খেলা ২ Bengali definition [খ্যালা] (ক্রিয়া) ১ খেলা করা। ২ চমকানো (বিদ্যুৎ খেলে যায়)। ৩ স্ফুরিত হওয়া (বুদ্ধি খেলে না)। ৪ ভালোবাসার ভান করা (তোমার খেলা বুঝতে বাকি নেই)। খেলানো২ (ক্রিয়া) ১ অন্যকে খেল দেওয়া বা খেলা করানো (ছিপে মাছ খেলানো; নানারূপ কৌশল ও বাহাদুরি প্রদর্শন)। ২ খেলা দেখানো। ৩ কৌতুক প্রদর্শন; তামাশা দেখানো (বাঁদর খেলানো)। ৪ নিজের বা নিজেদের ইচ্ছামতো পরিচালিত করা (সে-ই তার বন্ধুদের সারাক্ষণ খেলাচ্ছে)। খেলানে, খেলানিয়া (বিশেষণ) ১ খেলা করায় বা খেলায় এমন। ২ খেলায় অংশগ্রহণকারী; খেলুড়ে। ৩ ক্রীড়াপ্রিয়। খেলানি (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √খেল্‌+অ+আ}
  • Bengali Word খেলাত Bengali definition খিলাত
  • Bengali Word খেলাপ, খেলাফ, খিলাফ Bengali definition [খেলাপ্‌, খেলাফ্‌, খিলাফ্‌] (বিশেষ্য) ১ অন্যরূপ আচরণ; বৈপরীত্য (শরিয়তের আজ খেলাফ করে .....-(কাজী নজরুল ইসলাম))। ২ নড়চড়; ব্যতিক্রম; ব্যত্যয়; অন্যথা (সেসব ওয়াদা খেলাপ করিবি জানিলেরে পয়মাল-আবু ইসহাক)। □ (বিশেষণ) ১ বিপরীত; প্রতিকূল (আপনের খেলাফে আমার সাক্ষী দেওয়া লাগবে -আবুল মনসুর আহমদ)। ২ মিথ্যা; false (খেলাফ এজাহার)। {(আরবি) খিলাফ}
  • Bengali Word খেলাফত, খিলাফত Bengali definition [খেলাফত, খিলাফত] (বিশেষ্য) ১ প্রতিনিধিত্ব; খলিফার পদ বা মর্যাদা। ২ রাজত্ব বা খিলাফতের আমল (ক্রুর জুলমতে সে খোঁজে খোতায় উমরের খিলাফত-ফররুখ আহমদ)। খেলাফত আন্দোলন (বিশেষ্য) প্রথম মহাযুদ্ধের পরে তুরস্ক সাম্রাজ্য বিলুপ্ত করে খলিফাকে রাজ্যচ্যুত করার ষড়যন্ত্রের বিরুদ্ধে এই উপমহাদেশীয় মুসলমানদের আন্দোলন। {(আরবি) খিলাফাত}
  • Bengali Word খেলুড়ে, খেলুনে Bengali definition [খেলুড়ে, খেলুনে] (বিশেষ্য) ১ খেলোয়াড়; খেলাপ্রিয় (খেলুড়েদের পোষাকগুলো ময়লা-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। ২ খেলার সাথি; খেলার সহচর (একবার সে এক খেলুড়ে বন্ধুকে চুপি-চুপি বলিল ....-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। খেলুড়ি (স্ত্রীলিঙ্গ) (কেন সাধ জাগে খেলুড়ীদের কাছে ডাকি-(কাজী নজরুল ইসলাম ))। {(হিন্দী) খেলাড়ী; (তৎসম বা সংস্কৃত শব্দ) √খেল্‌+(বাংলা) উড়িয়া>উড়ে, উনিয়া>উনে}
  • Bengali Word খেলুয়া Bengali definition [খেলুয়া] (বিশেষ্য), (বিশেষণ) খেলোয়াড়। {খেলা+ (বাংলা) উয়া}
  • Bengali Word খেলেনা Bengali definition খেলনা
  • Bengali Word খেলো Bengali definition [খেলো] (বিশেষণ) ১ মন্দ; নিকৃষ্ট; অপকৃষ্ট; অত্যন্ত খারাপ (খেলো কাপড়)। ২ মূল্যহীন; অসার; অন্তঃসারশূন্য; মিথ্যা (খেলো কথা)। ৩ (বিশেষণ) হীন; নীচ; অপদস্থ (খেলো করা)। {খেলা+ (বাংলা) উয়া>}
  • Bengali Word খেলোয়াৎ Bengali definition খিলাত
  • Bengali Word খেলোয়াড় Bengali definition [খেলোয়াড়] (বিশেষ্য), (বিশেষণ) ১ যে খেলা করে; যে খেলায় অংশগ্রহণ করে। ২ ক্রীড়াপটু; যে ভালো খেলতে পারে। ৩ চালাক; কৌশলী; ফন্দিবাজ। ৪ ধূর্ত; কূটকৌশলী; প্রবঞ্চক; চক্রান্তকারী। খেলোয়াড়ি (বিশেষণ) ১ খেলোয়াড়সুলভ; খেলোয়াড়ের উপযুক্ত। ২ খেলোয়াড় সম্পর্কীয়। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √খেল্‌+ (বাংলা) ওয়াড়; (তুলনীয়) (হিন্দী) খেলাড়ী}
  • Bengali Word খেশ ১ Bengali definition [খেশ্‌] (বিশেষ্য) গায়ে দেওয়ার সুতার চাদর বিশেষ। {(ফারসি) খারাহিশ্‌}
  • Bengali Word খেশ ২, খেস Bengali definition [খেশ্‌] (বিশেষণ) আপন (আর তার ভাই বন্ধু যত ছিল খেস-সৈয়দ হামজা)। খেশ কুটুম (বিশেষ্য) আত্মীয়স্বজন। খেশি (বিশেষ্য) ১ কুটুম্বিতা; আত্মীয়তা। ২ আত্মীয়; কুটুম্ব (খেশী কুটুম্বদের খাওয়ান হবে-মোজাম্মেল হক)। {(ফারসি) খেশ}
  • Bengali Word খেসট Bengali definition [খেসট্‌] (বিশেষ্য) একপ্রকার বাদ্যযন্ত্র।
  • Bengali Word খেসারত, খিসারত Bengali definition [খেসারত্‌, খিসারত] (বিশেষ্য) ক্ষতিপূরণ; damage (ঘাড়ে ধরে খেসারত আদায় করে আমাকে পাইয়ে দেবেন- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়)। খেসারতি (বিশেষ্য) ১ ক্ষতিপূরণের অর্থাদি (কিন্তু চলাফেরা করলে আমাকে খেসারতি দিতে হবে অনেক অনেক বেশি-সৈয়দ মুজতবা আলী)। ২ ক্ষতিপূরণের মোকদ্দমা। {(আরবি) খসারাহ}
  • Bengali Word খেসারি, খেঁসারি Bengali definition [খ্যাশারি, খ্যাঁ] (বিশেষ্য) ১ রবি মৌসুমের ডালবিশেষ; Lathyrus sativus। ২ খেসারির ডাল। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খঞ্জকারি>; (তুলনীয়) (হিন্দী) খিসারি}
  • Bengali Word খেসালা Bengali definition [খেশালা] (বিশেষ্য) আত্মীয়তা; কুটুম্বিতা (খেসালা করিতে তার মনে অইল টান-ময়মনসিংহ গীতিকা )। {(ফারসি) খেশ}
  • Bengali Word খোঁটা ২, খুঁটা ২ Bengali definition [খোঁটা, খুঁটা] (ক্রিয়া) ১ দন্ত চঞ্চু নখ দ্বারা ছিন্ন করা বা খোচানো। ২ ক্ষুদ্র বস্তু একটি করে সংগ্রহ করা বা তুলে নেওয়া। ৩ শলাকা দ্বারা খোঁচানো (দাঁত খোঁটা)। □ (বিশেষ্য), (বিশেষণ) পূর্বোক্ত সকল অর্থে। খোঁটানো (ক্রিয়া) অন্যকে দিয়ে খুঁটিয়ে নেওয়া। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত অর্থে। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √খন্‌; খোঁট+আনো}
  • Bengali Word খেড় Bengali definition খেঁড়
  • Bengali Word খেড়ি, খেড়ী Bengali definition [খেড়ি] (বিশেষ্য) ১ খেলা (.... খেড়ি খেলিবাম তুমি সনে ....-সৈয়দ সুলতান)। ২ খেলোয়াড়; খেলার সাথি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্রীড়া> (প্রাকৃত) খেড্ড>}
  • Bengali Word খেড়ুয়া Bengali definition [খেড়ুয়া] (বিশেষ্য) খেলোয়াড় (পরহস্তগত যদি হইল গারুয়া। পুনি ফিরাইতে পারে সেই যে খেড়ুয়া-সৈয়দ আলাওল)। {খেড়্‌+উয়া}
  • Bengali Word খেয়া Bengali definition [খেয়া] ১ নৌকাদি দ্বারা নদী পারাপার। ২ নদী পারাপারের নৌকা; গুদারা। খেয়া কড়ি (বিশেষ্য) নদী পার হওয়ার জন্য দেয় মাশুল বা অর্থাদি। খেয়াঘাট (বিশেষ্য) যে স্থান থেকে নৌকাযোগে নদী পারাপার হওয়া যায়; পারঘাট (প্রভু নি দেখিছ খেয়া ঘাটে-বিজয় গুপ্ত)। খেয়া দেওয়া (ক্রিয়া) খেয়া নৌকায় পারাপার করা। খেয়া নৌকা, খেয়াতরী (বিশেষ্য) নদী পারাপার করার নৌকা; ferryboat। খেয়াপার (বিশেষ্য) নৌকাযোগে নদীর এক পার থেকে অন্য পারে গমন। খেয়ামাঝি (বিশেষ্য) যে মাঝি খেয়ানৌকা চালায়। খেয়ারি, খেয়ারী (বিশেষ্য) যে মাঝি নদী পারাপার করে; ferryman। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষেপ>, (প্রাকৃত) খেঅ>}
  • Bengali Word খেয়াখেয়ি Bengali definition [খেয়োখেয়ি] (বিশেষ্য) ১ পরস্পর তর্জনগর্জনসহ তুমুল ঝগড়া বা মারামারি; পরস্পরকে ছিঁড়ে খাওয়ার ন্যায় আক্রোশপূর্ণ বিবাদ। □ (অব্যয়) কুকুর-বিড়ালাদির খাউ খাউ শব্দে পরস্পর কামড়া-কামড়ি। {খাওয়া খাওয়ি; (তৎসম বা সংস্কৃত শব্দ) খাদ্‌> (বাংলা) খা+ওয়া; খা+ওয়া+ই}
  • Bengali Word খেয়াতি (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [খেয়াতি] (বিশেষ্য) খ্যাতি; সুনাম; যশ (ভুবন ভরিয়া অতি খেয়াতি রাখবি-হেয়াত মাহমুদ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খ্যাতি>খিয়াতি (অপিনিহিত)>খেয়াতি}
  • Bengali Word খেয়ানত, খিয়ানত Bengali definition [খেয়ানত্‌, খিয়ানত] (বিশেষ্য) ১ ক্ষতি; বিশ্বাসঘাতকতা; নাশ (করেনি সে খেয়ানত-ফররুখ আহমদ)। ২ গচ্ছিত দ্রব্য আত্মসাৎ। ৩ তহবিল তসরূপ। ৪ বিশ্বাসভঙ্গ। ৫ অসাধুতা {(আরবি) খিয়ানত}
  • Bengali Word খেয়াল, খিয়াল Bengali definition [খেয়াল, খিয়াল] (বিশেষ্য) ১ স্বপ্ন; কল্পনা (মিছা; সব কল্পনা; খেয়াল-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ জ্ঞান; চেতনা (তাহার খেয়ালই থাকে না-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। ৩ লীলা; খেলা (হঠাৎ হেসে দৌড়ে এসে খেয়ালের ঝোঁকে-সত্যেন্দ্রনাথ দত্ত)। ৪ শখ; সাধ; বাসনা। ৫ মর্জি ইচ্ছা (আমরা তাঁরই খেয়াল .....- রবীন্দ্রনাথ ঠাকুর)। ৬ খুশি (খেয়ালমাফিক)। ৭ নিয়মছাড়া ব্যাপার; অনিয়ম (প্রকৃতির খেয়াল)। ৮ স্মরণ (সে কথা খেয়াল আছে?)। ৯ বিশেষ লক্ষ্য; মনোযোগ। ১০ অনুমান; আন্দাজ (অতদূর খেয়াল করতে পারিনি)। ১১ চিন্তা। ১২ ঝোঁক; প্রবৃত্তি। ১৩ মতলব। ১৪ উচ্চাঙ্গের সংগীতবিশেষ। খেয়াল খাতা (বিশেষ্য) ১ খুশিমতো রচনার খাতা। ২ আত্মগত রচনা বা ব্যক্তিগত নিবন্ধের বিভাগ (শ্রীমতি ভারতী সম্পাদিকা নূতন বৎসরের প্রথম দিন হতে ভারতীর জন্য একটি খেয়াল-খাতা খুলবেন-প্রথম চৌধুরী)। খেয়াল মাফিক (বিশেষণ) (ক্রিয়া) খুশিমতো; মর্জিমাফিক (খেয়ালমাফিক সওদা করতে -মনোজ বসু)। খেয়ালি, খেয়ালী (বিশেষণ) ১ কল্পনাবিলাসী; আত্মভোলা। ২ মর্জির ঠিক নেই এমন; স্বেচ্ছাচারী; অব্যবস্থিতচিত্ত (আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন-(কাজী নজরুল ইসলাম))। □ (বিশেষ্য) খেয়াল গায়ক (খেয়ালী যতই কার্দানি করুন না কেন, তালচ্যুত কিংবা রাগভ্রষ্ট হবার অধিকার তাঁর নেই .....-প্রথম চৌধুরী)। খেয়ালি পোলাও (বিশেষ্য) অবাস্তব কল্পনা। {(আরবি) খেয়াল্‌}