Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word উন্মোচন Bengali definition [উন্‌মোচন্‌] (বিশেষ্য) ১ বন্ধনমোচন; আবরণমুক্ত করা। ২ মুক্তিদান; নিষ্কৃতিদান। উন্মোচিত (বিশেষণ) উন্মোচন করা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ √মুচ্‌+অন(ল্যুট্)}
  • Bengali Word উপ - Bengali definition [উপো] (অব্যয়) সাদৃশ্য নৈকট্য উৎকর্ষ স্বল্পতা উদ্‌যোগ ইত্যাদি সূচক উপসর্গ (উপক্রম, উপহার, উপবন)। {তৎসম উপসর্গবিশেষ}
  • Bengali Word উপ-মহাধ্যক্ষ Bengali definition [উপোমহাদ্‌ধোক্‌খো] (বিশেষ্য) vice-chancellor–এর এক সময়ের প্রচলিত বাংলা পরিভাষা; (বর্তমানে চালু পরিভাষা) উপাচার্য। {(তৎসম বা সংস্কৃত) উপ+মহা+ অধ্যক্ষ}
  • Bengali Word উপকণ্ঠ Bengali definition [উপোকন্‌ঠো] (বিশেষ্য) ১ গ্রাম-নগরাদির প্রান্ত; উপান্ত (নগরীর উপকণ্ঠ)। ২ নিকট; সমীপ। {(তৎসম বা সংস্কৃত) উপ+কণ্ঠ; (অব্যয়ীভাব সমাস)}
  • Bengali Word উপকথা Bengali definition [উপোকথা] (বিশেষ্য) উপাখ্যান; কল্পিত গল্প; কাহিনী (কল্পিত গল্প কাহিনীই তো উপকথা)। {(তৎসম বা সংস্কৃত) উপ+কথা; (অব্যয়ীভাব সমাস)}
  • Bengali Word উপকরণ Bengali definition [উপোকরোন্] (বিশেষ্য) ১ উপাদান। ২ কার্যসাধনের জন্য প্রয়োজনীয় বস্তু। ৩ নৈবেদ্য প্রভৃতি উপচার। {(তৎসম বা সংস্কৃত) উপ+করণ}
  • Bengali Word উপকর্তা(-র্তৃ) Bengali definition [উপোকর্‌তা] (বিশেষণ) উপকারক; উপকারী। উপকর্ত্রী (বিশেষ্য), (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) উপকারিকা। {(তৎসম বা সংস্কৃত) উপ+কর্তা (√কৃ+তৃ[তৃচ্‌])}
  • Bengali Word উপকান্ত Bengali definition [উপোকান্‌তো] (বিশেষ্য) উপপতি (নিজ কান্ত বিনাশিল উপকান্তবলে-দৌলত উজির বাহরাম খান)। {(তৎসম বা সংস্কৃত) উপ+কান্ত; ( অব্যয়ীভাব সমাস)}
  • Bengali Word উপকার Bengali definition [উপোকার্‌] (বিশেষ্য) ১ হিতসাধন; আনুকূল্য; সাহায্য। ২ হিত; কল্যাণ। ৩ অনুগ্রহ। উপকারক, উপকারী(-রিন্) (বিশেষণ) উপকর্তা; সাহায্যকারী (যে যে খেলায় শারীরিক পরিশ্রম হয়, সেই খেলাই উপকারক-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। উপকারিকা, উপকারিণী (স্ত্রীলিঙ্গ)। উপকারিতা (বিশেষ্য ) ১ উপকার করার ক্ষমতা। ২ উপযোগিতা। উপকার্য (বিশেষণ) উপকার লাভের যোগ্য। {(তৎসম বা সংস্কৃত) উপ+√কৃ+অ(ঘঞ্)}
  • Bengali Word উপকূল Bengali definition [উপোকুল্] (বিশেষ্য) কুলের নিকটবর্তী স্থান; বেলাভূমি। {(তৎসম বা সংস্কৃত) উপ+কূল; (অব্যয়ীভাব সমাস)}
  • Bengali Word উপকৃত Bengali definition [উপোকৃতো] (বিশেষণ) উপকার লাভ করেছে এমন; উপকারপ্রাপ্ত; অনুগৃহীত। উপকৃতি (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত) উপ+ √কৃ+ত(ক্ত)}
  • Bengali Word উপকেশ Bengali definition [উপোকেশ্] (বিশেষ্য) কৃত্রিম কেশ; পরচুলা। {(তৎসম বা সংস্কৃত) উপ+কেশ; (অব্যয়ীভাব সমাস)}
  • Bengali Word উপক্রন্তা (-ন্তৃ) Bengali definition [উপোক্‌ক্রন্‌তা] (বিশেষণ) ১ উদ্যোক্তা; আরম্ভকারী। ২ চেষ্টাবান। {(তৎসম বা সংস্কৃত) উপ+ √ক্রম্‌+তৃ(তৃচ্‌)}
  • Bengali Word উপক্রম Bengali definition [উপোক্‌ক্রোম্] (বিশেষ্য) উদ্যোগ; আয়োজন; জোগাড় (শ্রাবণে রজনীদিনে এক উপক্রম-ভারতচন্দ্র রায়গুণাকর; বাদলা হইবার উপক্রম দেখা যাইতেছে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ চেষ্টা। ৩ আরম্ভ; সূত্রপাত; সূচনা। উপক্রমণিকা (বিশেষ্য) ১ ভূমিকা; মুখবন্ধ; প্রস্তাবনা। ২ আরম্ভ; সূত্রপাত (তিনি অধিকাংশ উমেদারকেই উপক্রমণিকায় আশ্বাস দেন কিন্তু উপসংহারে সেটা সংহরণ করেন-রবীন্দ্রনাথ ঠাকুর)। উপক্রমণীয় (বিশেষণ) আরম্ভ করার যোগ্য। উপক্রমমাণ (বিশেষণ) আরম্ভ করছে এমন। উপক্রান্ত (বিশেষণ) আরম্ভ হয়েছে এমন; সূত্রপাত হয়েছে এমন; আরব্ধ। {(তৎসম বা সংস্কৃত) উপ+ √ক্রম্+অ(ঘঞ্)}
  • Bengali Word উপক্রিয়া Bengali definition [উপোক্‌ক্রিয়া] (বিশেষ্য) উপকার। {(তৎসম বা সংস্কৃত) উপ+ √কৃ+অ(শ)+ আ(টাপ্)}
  • Bengali Word উপক্রোশ Bengali definition [উপোক্‌ক্রোশ্] (বিশেষ্য) ১ জুগুপ্সা; ভর্ৎসনা; অপবাদ; নিন্দা। ২ অনুযোগ। {(তৎসম বা সংস্কৃত) উপ+ √ক্রুশ্+অ(ঘঞ্)}
  • Bengali Word উপক্ষয় Bengali definition [উপোক্‌খয়্] (বিশেষ্য) ক্ষতি; অপচয়; হানি। {(তৎসম বা সংস্কৃত) উপ+ ক্ষি+ অ(অচ্)}
  • Bengali Word উপগত Bengali definition [উপোগতো] (বিশেষণ) উপস্থিত; সন্নিহিত; সমাগত। ২ লব্ধ; প্রাপ্ত। ৩ জাত। ৪ সংঘটিত। ৫ কৃতমৈথুন; স্ত্রীরত। ৬ অনুরক্ত; আসক্ত। {(তৎসম বা সংস্কৃত) উপ+ √গম্+ত(ক্ত)
  • Bengali Word উপগম, উপগমন Bengali definition [উপোগমো/উপোগম্, উপগমোন্] (বিশেষ্য) ১ উপস্থিতি। ২ অনুরাগ; আসক্তি। ৩ সঙ্গম। ৪ জ্ঞান। ৫ লাভ। {(তৎসম বা সংস্কৃত) উপ+ √গম্+ অ(ঘঞ্), অন(ল্যুট্)}
  • Bengali Word উপগিরি Bengali definition [উপোগিরি] (বিশেষ্য) ১ কৃত্রিম পাহাড়; নকল পাহাড়। ২ ছোট পাহাড়; খণ্ডশৈল। ৩ পর্বতোপকণ্ঠ। {(তৎসম বা সংস্কৃত) উপ+গিরি; (অব্যয়ীভাব সমাস)}
  • Bengali Word উপগুরু Bengali definition [উপোগুরু] (বিশেষ্য) ১ গুরুর প্রতিনিধি বা সহচর। ২ গুরুস্থানীয় ব্যক্তি। {(তৎসম বা সংস্কৃত) উপ+গুরু; (অব্যয়ীভাব সমাস)}
  • Bengali Word উপগৃহিণী Bengali definition [উপোগৃহিনি] (বিশেষ্য) উপপত্নী; রক্ষিতা (গৃহিণীর অনুরোধে লক্ষ্মীপূজা করিবেন; উপগৃহিণীর অনুরোধে সরস্বতীপূজা করিবেন-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) উপ+গৃহিণী; (অব্যয়ীভাব সমাস)}
  • Bengali Word উপগ্রহ Bengali definition [উপোগ্‌গ্রোহো] (বিশেষ্য) ১ বৃহৎ গ্রহরে চতুষ্পার্শ্বে পরিক্রমণরত ক্ষুদ্র গ্রহ; অনুষঙ্গী গ্রহ। ২ আপদ। {(তৎসম বা সংস্কৃত) উপ+গ্রহ; (অব্যয়ীভাব সমাস)}
  • Bengali Word উপচন, উপচনো Bengali definition উপচানো
  • Bengali Word উপচর্যা Bengali definition [উপোচর্‌জা] (বিশেষ্য) ১ সেবা; পরিচর্যা; শুশ্রূষা। ২ চিকিৎসা। {(তৎসম বা সংস্কৃত) উপ+ √চর্‌+য(যৎ)+আ}
  • Bengali Word উপচানো, উপচনো Bengali definition [উপ্‌চানো, উপচনো] (ক্রিয়া) ১ ছাপিয়ে বা উপচে পড়া; আধারের বাইরে বের হয়ে পড়া (পড়ে গো উপচে তনু জ্যোৎস্না চাঁদের রূপ অমিয়-কাজী নজরুল ইসলাম)। ২ অতিরিক্ত হওয়া (উপচানো জল নদী-হাসান হাফিজুর রহমান)। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। {(তৎসম বা সংস্কৃত) উপ+√চি>(বাংলা) √উপ্‌চা+আনো,>}
  • Bengali Word উপচার Bengali definition [উপোচার্] (বিশেষ্য) ১ পূজার সামগ্রী (পঞ্চোপচারে পূজা)। ২ উপকরণ (সমস্ত দিন বিবিধ উপচারে তাঁহার সেবা করিল-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ চিকিৎসা (অস্ত্রোপাচার)। ৪ ধর্মানুষ্ঠান। ৫ ভোগ; ব্যবহার। উপচরিত (বিশেষণ) ১ উপচারপ্রাপ্ত। ২ সেবিত। ৩ পূজিত। {(তৎসম বা সংস্কৃত) উপ+ √চর্‌+অ(ঘঞ্)}
  • Bengali Word উপচিকীর্ষা Bengali definition [উপোচিকির্‌শা] (বিশেষ্য) পরহিত সাধনের ইচ্ছা; পরহিতৈষণা (কোন্‌ সমাজের উপচিকীর্ষা কতখানি-সে প্রসঙ্গ অমীমাংসিত রেখে-সুধূন্দ্রনাথ দত্ত)। উপচিকীর্ষু (বিশেষণ) পরের উপকার করতে ইচ্ছুক। {(তৎসম বা সংস্কৃত) উপ+ √কৃ+সন্‌+ অ+ আ}
  • Bengali Word উপচিত Bengali definition [উপোচিতো] (বিশেষণ) ১ সংগৃহীত; সঞ্চিত। ২ বর্ধিত; পরিপুষ্ট। ৩ মহার্ঘ; মূল্যবান। ৪ সমৃদ্ধ। অপচিত (বিপরীতার্থক শব্দ)। উপচিতি (বিশেষ্য) ১ সংগ্রহকরণ; সঞ্চয়। ২ বিবর্ধন; পরিপুষ্টি। ৩ মূল্যবৃদ্ধি; মহার্ঘতা। ৪ সমৃদ্ধি। ৫ (প্রাণীবিজ্ঞান) দেহস্ত তন্তুর পোষণ; anabolism। {(তৎসম বা সংস্কৃত) উপ+ √চি+ত(ক্ত)}
  • Bengali Word উপচীয়মান Bengali definition [উপোচিয়োমান্] (বিশেষণ) উপচিত হচ্ছে এমন; সঞ্চীয়মান; ক্রমবর্ধমান। {(তৎসম বা সংস্কৃত) উপ+ √চি+মান (শানচ্)}