Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word অমন Bengali definition [অমোন্] (বিশেষণ) ঐরূপ; ঐ প্রকার। অমনই (বিশেষণ) ঠিক ঐরূপ; সম্পর্ক ঐ ধরনের। {(তৎসম বা সংস্কৃত) অমুষ্মিন্>}
  • Bengali Word অমনি Bengali definition [ওম্‌নি] (বিশেষণ) ১ ঐ প্রকার; ঐরূপ (অমনি সন্ধ্যার মত হও-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ আদুড়; খালি; অনাবৃত (অমনি গায়ে থেকো না, অমনি পা)। ৩ শুধু; তরকারিশূন্য (অমনি ভাত)। ৪ না ভালো না মন্দ (অমনি এক রকম)। □ (ক্রিয়াবিশেষণ) ১ অকারণে; অনর্থক (অমনি যাওয়া; অমনি রাগ করা)। ২ খালি হাতে; কিছু না নিয়ে (আত্মীয় বাড়িতে অমনি যাওয়া যায় না)। ৩ বিনা মূল্যে (অমনি নেব কিনে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৪ বিনা শ্রমে; বিনা আয়াসে (অমনি টাকা আসে না)। ৫ তৎক্ষণাৎ; তখনি (অমনি চারিধারে নয়ন উকি মারে- রবীন্দ্রনাথ ঠাকুর)। ৬ অবলম্বনহীন অবস্থায় (অমনি থাকা)। অমনি-অমনি (ক্রিয়াবিশেষণ) শুধু শুধু; বিনা কারণে। অমনি একরকম বিশেষ ভালোও নয় মন্দও নয়; মধ্যম রকম। {বা. অমন< (তৎসম বা সংস্কৃত) অমুষ্মিন্ + বা. ই}
  • Bengali Word অমনুষ্য Bengali definition [অমোনুশ্‌শো] (বিশেষণ) ১ জনশূন্য; মনুষ্যশূন্য। বিজন (এই অমনুষ্য বিজন প্রদেশে)। ২ মানুষ ভিন্ন অন্য জাতির; যক্ষরক্ষ প্রভৃতি জাতীয়। ৩ অপ্রাণী; যা প্রাণীবাচক নয় (পশুপাখিরা অমুনষ্য)। ৪ অমানুষ; মনুষ্যত্বহীন (সে একটা পশু, অমনুষ্য)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+মনুষ্য; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অমনুষ্যত্ব Bengali definition [অমোনুশ্‌শোত্‌তো] (বিশেষ্য) মনুষ্যত্বের অভাব; মনুষ্যত্বহীনতা। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+মনুষ্যত্ব; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অমনোনীত Bengali definition [অমনোনিতো] (বিশেষণ) মনোনীত হয়নি এরূপ; অনির্বাচিত। {(তৎসম বা সংস্কৃত ) অ(নঞ্)+মনোনীত; বহ.; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অমনোনয়ন Bengali definition [অমনোনয়ন্] (বিশেষ্য) অমনোনীতকরণ। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+মনোনয়ন; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অমনোযোগ Bengali definition [অমনোজোগ্] (বিশেষ্য) ১ মনোযোগের অভাব; উদাসীনতা; অনবধানতা। ২ উপেক্ষা; অবহেলা। অমনোযোগী (-গিন্) (বিশেষণ) উদাসীন; মনোযোগী নয় এরূপ। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+মনোযোগ; (নঞ্ ‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অমন্দ Bengali definition [অমন্‌দো] (বিশেষণ) অমন্থর; অধীর (অমন্দ মারুত)। ২ নিতান্ত মন্দ; খারাপ (জিনিসটা অমন্দ নয়)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+মন্দ; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অমর Bengali definition [অমর্, অমোর] (বিশেষণ) ১ মৃত্যুহীন; অবিনশ্বর (আমি অজর অমর অক্ষয়-কাজী নজরুল ইসলাম)। ২ চিরজীবী; চিরস্মরণীয় (অমর কীর্তি)। □ (বিশেষ্য) দেবতা। অমরতা, অমরত্ব (বিশেষ্য)। অমরধাম, অমরলোক (বিশেষ্য) বেহেশ্‌ত; স্বর্গ; জান্নাত। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+ Öমৃ+অ; (নঞ্‌ তৎপুরুষ সমাস); (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অমরা ১ Bengali definition [অমরা, অমোরা] (বিশেষ্য) গর্ভকুসুম; গর্ভস্থ শিশুর নাভির সঙ্গে যুক্ত নাড়ির অগ্রভাগস্থ ফুল; placenta। {(তৎসম বা সংস্কৃত) অমর+আ(স্ত্রীলিঙ্গ)}
  • Bengali Word অমরা ২ , অমরাবতী Bengali definition [অমরা/অমোরা, অমরাবোতি] (বিশেষ্য) বেহেশ্‌ত; স্বর্গলোক (ধরায় লাবণ্য আনে অমরার কথা-সত্যেন্দ্রনাথ দত্ত; এ কোন অমরাবতী কহ লো কল্পনে-কায়)। {(তৎসম বা সংস্কৃত) অমরা,+বতী}
  • Bengali Word অমর্ত , অমর্ত্য Bengali definition [অমর্‌তো/অমোর্‌তো] (বিশেষণ) ১ অপার্থিব; স্বর্গীয় (তোমার মর্ত্যেই ওই অমর্ত্য রোশনাই-হাসান হাফিজুর রহমান)। ২ অমর; অবিনাশী □ (বিশেষ্য) দেবতা। অমর্তলোক (বিশেষ্য) বেহেশ্‌ত। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+মর্ত, মর্ত্য; (নঞ্ ‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অমর্যাদা Bengali definition [অমর্‌জাদা] (বিশেষ্য) ১ অপমান; অসম্মান। ২ অনাদর। ৩ অবজ্ঞা। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+মর্যাদা; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অমর্ষ , অমর্ষণ Bengali definition [অমর্‌শো, অমর্‌শন্] (বিশেষ্য) ১ ক্ষমাশূন্যতা; অসিহিষ্ণুতা। ২ ক্রোধ। □ (বিশেষণ) ক্রোধান্ধ। ২ ক্ষমাহীন; অসহিষ্ণু। অমর্ষগ্রস্ত, অমর্ষবান (বিশেষণ) ক্রোধান্বিত; ক্ষমাশূন্য (কদ্রু ও বিনতা পরস্পর দাস্য পণ করিয়া অমর্ষগ্রস্ত ও রোষপরবশ হইয়াছিলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। অমর্ষিত, অমর্ষী (-র্ষিন্) (বিশেষণ) ক্রোধান্বিত; অসহনশীল। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+Öমৃষ্+অ(ঘঞ্), অন(ল্যুট্)}
  • Bengali Word অমল Bengali definition [অমল্] (বিশেষণ) ময়লাশূন্য। ২ অনাবিল; নির্মল (সহজ প্রেমের অমল আমোদে-সত্যেন্দ্রনাথ দত্ত)। ৩ শুভ্র; ধবল (অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া, দেখি নাই কভু দেখি নাই এমন তরণী বাওয়া-রবীন্দ্রনাথ ঠাকুর)। অমলা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+মল; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অমলক Bengali definition [অমলক্/ অমোলক্‌] (বিশেষ্য) ১ আমলকী। ২ অধিত্যকাস্থ বাসস্থান। {(তৎসম বা সংস্কৃত) অমল+ক}
  • Bengali Word অমলিন Bengali definition [অমোলিন্] (বিশেষণ) ১ মলিন নয় এমন। ২ উজ্জ্বল। ৩ নির্দোষ; নিষ্কলঙ্ক। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+মলিন; (নঞ্‌ তৎপুরুষ সমাস); (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অমলেট Bengali definition [অম্‌লেট্] (বিশেষ্য) ভাজা ডিম; ডিম ভাজা। {ইংরেজী omlet}
  • Bengali Word অমসৃণ Bengali definition [অমোস্‌স্রিন্] (বিশেষণ) কর্কশ; অসমান; অচিক্কণ; কোমলতাশূন্য; স্নিগ্ধতাশূন্য। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+মসৃণ; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অমহিমা Bengali definition [অমোহিমা] (বিশেষ্য) অখ্যাতি; অপযশ (ঘরে অবিবাহিতা বড়ই অমহিমা-বিজয় গুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+মহিমা; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অমা , অমাবস্যা , অমাবৈস্যা Bengali definition (মধ্যযুগীয় বাংলা) [অমা, অমাবোশ্‌শা, অমাবোইশ্‌শা] (বিশেষ্য) কৃষ্ণপক্ষের শেষ তিথি; চন্দ্রকলার অদৃশ্যকাল (অমাচুমে পূর্ণিমা! অপরূপ দৃশ্য -সত্যেন্দ্রনাথ দত্ত; অমাবৈস্যা জেন হইল, প্রতিপদ তেন হইল-শেখ ফয়জুল্লাহ)। অমানিশা, অমানিশি, অমারজনী (বিশেষ্য) অমাবস্যারাত্রি (চারিদিকে দুর্দিনের অমানিশা-মাওলানা মুস্তাফিজুর রহমান)। {(তৎসম বা সংস্কৃত) অমা+Öবস্+য(ণ্যৎ)+আ(টাপ্)}
  • Bengali Word অমাংসল Bengali definition [অমাঙ্‌শল্] (বিশেষণ) কৃশ; শীর্ণ; মাংসহীন। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+মাংসল}
  • Bengali Word অমাতৃক Bengali definition [অমাত্‌ত্রিক্] (বিশেষণ) মাতৃহীন। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+মাতৃক; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অমাত্য Bengali definition [অমাত্‌তো] (বিশেষ্য) মন্ত্রী; মন্ত্রণাদাতা। {(তৎসম বা সংস্কৃত) অমা+ত্য(তাপ্)}
  • Bengali Word অমাননা Bengali definition [অমানোনা] (বিশেষ্য) ১ মান্য বা পালন না করণ। ২ অবজ্ঞা; অনাদর। ৩ অসম্মান। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+মাননা}
  • Bengali Word অমানব Bengali definition [অমানোব্] (বিশেষণ) ১ মনুষ্যশূন্য। ২ অমানুষ মনুষ্যত্বহীন। ৩ মানবেতর। {(তৎসম বা সংস্কৃত) অ+মানব; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অমানিশা , অমানিশি Bengali definition অমা
  • Bengali Word অমানী, অমানিন্ Bengali definition [অমানি] (বিশেষণ) ১ মর্যাদাহীন; হীন; অবজ্ঞেয় (কুলকুণ্ডলিনী জাগ্রতা হইলে ব্যক্তিকেও মান দেয়-রাজশেখর বসু (পরশু))। ২ নিরহঙ্কার; নিরভিমান। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+মানী; (বহুব্রীহি সমাস); (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অমানুষ Bengali definition [অমানুশ্] (বিশেষ্য) কুলোক; দুর্জন। □ (বিশেষণ) ১ মনুষ্যত্ববর্জিত। ২ পশুতুল্য (ক্ষীণ যে পুরুষ সেই অমানুষ হৃদয় তাহার নিষ্করুণ-সত্যেন্দ্রনাথ দত্ত)। ৩ অলৌকিক; মনুষ্যাতীত (অপ্রমেয় অমানুষ বীর্য দর্শনে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। অমানুষিক, অমানুষী (বিশেষণ) ১ মনুষ্যাতীত; অলৌকিক (এই শব্দ মানুষিক নহে; অমানুষিকও নহে-রবীন্দ্রনাথ ঠাকুর; মানুষ হয়ে এরা সবাই অমানুষী শক্তি ধরে-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ পাশবিক; মানব স্বভাববিরুদ্ধ (অমানুষিক অত্যাচার)। অমানুষিকতা (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+মানুষ}
  • Bengali Word অমান্য Bengali definition [অমান্‌নো] (বিশেষ্য) ১ লঙ্ঘন; উপেক্ষা। ২ অসম্মান। □ (বিশেষণ) অশ্রদ্ধেয়। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+মান্য; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}