Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word অমাবস্যা , অমাবৈস্যা Bengali definition অমা
  • Bengali Word অমারজনী Bengali definition অমা
  • Bengali Word অমার্জিত Bengali definition [অমার্‌জিতো] (বিশেষণ) ১ অসভ্য; অভদ্র। ২ স্থূল। ৩ অপরিষ্কৃত; অসংস্কৃত। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+মার্জিত; (নঞ্‌ তৎপুরুষ সমাস); (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অমায়িক Bengali definition [অমায়িক্] (বিশেষণ) ১ সরল; অকপট। ২ নিরহঙ্কার। ৩ ভদ্র; সদালাপী। ৪ স্নেহশীল; প্রাতিপূর্ণ। ৫ মধুর স্বভাব। অমায়িকতা (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত) অ+মায়িক; (নঞ্ ‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অমিঞা Bengali definition অমিয়া
  • Bengali Word অমিত Bengali definition [অমিতো] (বিশেষণ) অপরিমিত; আমাপা। ২ প্রচুর; অঢেল; অত্যধিক। অমিততেজা (বিশেষণ) অপরিমিত তেজবিশিষ্ট; অসীম ক্ষমতাবান। অমিতবুদ্ধি (বিশেষণ) চতুর; অতিবুদ্ধিমান; বিচক্ষণ (অমিতবুদ্ধি ব্যাসদেব-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। অমিতব্যয় (বিশেষ্য) বেহিসাবি খরচ; অযথা ব্যয়।অমিতব্যয়িতা (বিশেষ্য) বেহিসাবি খরচের অভ্যাস। অমিতব্যয়ী (-য়িন্) (বিশেষণ) বেহিসাবি খরচ করে এমন; অর্থ অপচয়কারী। অমিতভাষী (-ষিন্) (বিশেষণ) অসংযতবাক; বাচাল। অমিতাচার (বিশেষ্য) অসংযত আচরণ; ভোগবিলাসে অসংযম। □ (বিশেষণ) অসংযমী; ভোগবিলাসী। অমিতাচারী (-রিন্) (বিশেষণ) ১ অসংযমী। ২ অযথা আচরণকারী। অমিতচারিতা (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+মিত; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অমিতাভ Bengali definition [অমিতাভো/ওমিতাভো] (বিশেষ্য) ১ অমিত আভা যার; বুদ্ধ। ২ পঞ্চধ্যানী বুদ্ধের চতুর্থ বুদ্ধ। □ (বিশেষণ) অসীম তেজোময়। {(তৎসম বা সংস্কৃত) অমিত+আভা; (বহুব্রীহি সমাস)
  • Bengali Word অমিত্রাক্ষর Bengali definition [অমিত্‌ত্রাক্‌খর্] (বিশেষ্য) (ছন্দ.) যে পয়ার ছন্দে অন্ত্যানুপ্রাস ও যতির নিয়ম রক্ষিত হয় না; blank verse। {( তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+মিত্রাক্ষর; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অমিল Bengali definition [অমিল্] (বিশেষ্য) ১ গরমিল; মিলের অভাব (আকশের সাথে অমিল প্রচার করি-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ ভেদ; বিরোধ। ৩ অভাব; অনটন (কঞ্চির ভারি অমিল কিনা-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+মিল; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অমিশ্র , অমিশ্রিত Bengali definition [অমিস্‌স্রো, অমিস্‌স্রিতো] (বিশেষণ) ১ মিশানো নয় এমন। ২ বিশুদ্ধ; খাঁটি; নির্ভেজাল (অতিথির পক্ষে সে নিশ্চয়িই অমিশ্র অমৃত হইবে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ পৃথক; আলাদা। অমিশ্রণ (বিশেষ্য) মিশ্রনের অভাব। অমিশ্ররাশি (গণিত.) (বিশেষ্য) অখণ্ড সংখ্যা; পূর্ণ সংখ্যা। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+মিশ্র; (নঞ্‌ তৎপুরুষ সমাস); (বহুব্রীহি সমাস )}
  • Bengali Word অমিয় Bengali definition [অমিয়ো] (বিশেষ্য) সুধা; অমৃত (অধরে অমিয় রাশি ভরা-কায়)। □ (বিশেষণ) সুধাময়; অমৃততুল্য (কত-না ছিল অমিয় মুখ-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) অমৃত>}
  • Bengali Word অমিয়া , অমিঞা ( মধ্যযুগীয় বাংলা) Bengali definition [ওমিয়া, ওমিয়াঁ] (বিশেষ্য) অমৃত; সুধা (অমিয়া বরিখে মুখে হাস্যের মাধুরি-ভবানন্দ)। অমিয়াজিত বিন অমৃতাপেক্ষা অধিক (বচন অমিয়াজিত মধু-সৈয়দ আলাওল)। {(তৎসম বা সংস্কৃত) অমৃত>}
  • Bengali Word অমীমাংসা Bengali definition [অমিমাঙ্‌শা] (বিশেষ্য) নিষ্পত্তিশূন্যতা; অসিদ্ধান্ত; অসমাধান। অমীমাংসিত (বিশেষণ) অনিষ্পন্ন; অকৃত-নিশ্চয়। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+মীমাংসা; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অমুক Bengali definition [ওমুক্] (বিশেষণ) অজ্ঞাতনামা; অনির্দিষ্টনামা। □ (বিশেষ্য) অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু। { (তৎসম বা সংস্কৃত) অমুক}
  • Bengali Word অমুখ্য Bengali definition [অমুক্‌খো] (বিশেষণ) অপ্রধান; গৌণ। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+মুখ্য; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অমুত্র Bengali definition [অমুত্‌ত্রো] অব্যয়, (ক্রিয়াবিশেষণ) পরলোকে; পরত্র। {অমু (<(তৎসম বা সংস্কৃত) অদস্)+ত্র(ত্রল্)}
  • Bengali Word অমূর্ত Bengali definition [অমুর্‌তো] (বিশেষণ) মূর্তিহীন; নিরাকার। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+মূর্ত; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অমূল ১ Bengali definition অমূল্য
  • Bengali Word অমূল ২ , অমূলক Bengali definition [অমুল, অমুলক্] (বিশেষণ) ১ ভিত্তিহীন। ২ কাল্পনিক। ৩ অকারণ (অমূলক হাসি-অশ্রু; অমূলক ভয়-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+মূল, +ক(কপ্); (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অমূল্য , অমূল (মধ্যযুগীয় বাংলা), অমূলিত (বিরল) Bengali definition [অমুল্‌লো, অমুল, অমুলিতো] (বিশেষণ) মূল্য দিয়ে কেনা যায় না এমন; মর্যাদার সীমা নেই এমন (একটি রতন মাত্র তাহার আছিল অমূল-মাইকেল মধুসূদন দত্ত; আর যত দিয়াছেন্ত রত্ন অমূলিত-সৈয়দ আলাওল)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+মূল্য>; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অমৃত Bengali definition [অমৃতো] (বিশেষ্য) ১ সুধা; পীযূষ; যা পান করলে অমর হওয়া যায় (তাতে দৈবে এককণা অমৃত হয় পাত-ভবানন্দ)। ২ অতিশয় সুস্বাদু খাদ্য। ৩ জীবন রক্ষা করে এমন বস্তু। ৪ অমর সত্তা; দেবতা (অমৃতের পুত্র)। ৫ স্বর্গ; বেহেশ্‌ত। ৬ মোক্ষ। □ (বিশেষণ) ১ অতি সুস্বাদু; রসনার তৃপ্তিদায়ক। ২ জীবন রক্ষা করে এমন। ৩ অমর। অমৃতত্ব (বিশেষ্য) ১ অমরত্ব। ২ মুক্তি। অমৃতবল্লি (বিশেষ্য) গুলঞ্চ; গুড়ুচি। অমৃতভাষী (-ষিন্) (বিশেষণ) মিষ্টভাষী; প্রিয়বাদী। অমৃতভাষিণী (স্ত্রীলিঙ্গ)। অমৃতলোক (বিশেষ্য) স্বর্গ; বেহেশ্‌ত; দেবলোক। অমৃতায়মান (বিশেষণ) অমৃতের ন্যায় বোধ হয় এমন (অমৃতায়মান বচন পরস্পরা শ্রবণ গোচর করিয়া হাস্যমুখে বলিলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+মৃত; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অমৃতি , আমৃতি Bengali definition [অমৃতি, আমৃতি] (বিশেষ্য) ১ জিলাপির ন্যায় মিষ্টান্ন বিশেষ। ২ গলা-সরু পাত্রবিমেষ (এত বলি ঝারি বাটা অমৃতিটি লয়- ভারতচন্দ্র রায় গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) অমৃত+ইন্,>}
  • Bengali Word অমৃতোপম Bengali definition [অমৃতোপমো] (বিশেষণ) ১ অমৃতের ন্যায়; অমৃততুল্য। ২ অতি মধুর। ৩ জীবনদায়ক। {(তৎসম বা সংস্কৃত) অমৃত+ উপমা; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অমেধাবী Bengali definition [অমেধাবি] (বিশেষণ) মেধাহীন; মেধা নেই এমন। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+মেধাবী; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অমেধ্য Bengali definition [অমেদ্‌ধো] (বিশেষণ) ১ অপবিত্র। ২ পুণ্যকর্মের উপযুক্ত নয় এমন; অযজ্ঞীয়। □ (বিশেষ্য) মল বিষ্ঠা ইত্যাদি অপবিত্র বস্তু (সর্ব অঙ্গে অমেধ্য পঙ্কের পরকাশ-বৃন্দাবন দাস)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+মেধা; (নঞ্‌ তৎপুরুষ সমাস); ( বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অমেয় Bengali definition [অমেয়ো] (বিশেষণ) ১ অপরিমেয় (কিন্তু যার পরমায়ু অমেয় অক্ষয়-সুধীন্দ্রনাথ দত্ত; সূর্যের অমেয় মধু পান করে বর্ষীয়সী পৃথিবী অমর-মুনীল চৌধুরী)। ২ বৃহৎ; পরিমাপ করা যায় না এরূপ (একটি অমেয় সিঁড়ি মাটির উপর থেকে নক্ষত্রের আকাশে উঠেছে-জীবনানন্দ দাশ)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+মেয়; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অমোঘ Bengali definition [অমোঘ্] (বিশেষণ) ১ অব্যর্থ (অমোঘ ঔষধ)। ২ অপরিবর্তনীয়; অটল (সত্যি এ কী অমোঘ সঙ্কল্প-মনোজ বসু )। ৩ সফল; সার্থক। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+মোঘ; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অম্বর Bengali definition [অম্‌বর্] (বিশেষ্য) ১ আকাশ (পূর্ণ মেঘে মেদুর অম্বর-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ বস্ত্র (হাসি চন্দ্রমুখী মুখে ঝাঁপিলা অম্বর-ভারতচন্দ্র রায় গুণাকর)। ৩ শূন্য (ক্ষণে ভূমে ক্ষণেক অম্বরে- কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ৪ এক প্রকার দাহ্য গন্ধদ্রব্য; ambergris। ৫ স্ত্রীলোকের বস্ত্র; শাড়ি (মূল্যবান নীলাম্বরী পরিহিতা রমণী)। {(তৎসম বা সংস্কৃত) অম্ব্+ Öরা+অ(ক), অথবা Öঅম্ব্+অর; আ. আম্বর}
  • Bengali Word অম্বরি , অম্বুরি Bengali definition [অম্‌বোরি, আম্‌বুরি] (বিশেষণ) অম্বর দ্বারা সুবাসিত (এতক্ষণ শুধু অম্বরি তামাকের ধোঁয়ার কএটি ক্ষীণধারা বেরচ্ছিল- প্রথম চৌধুরী)। □ (বিশেষ্য) উগ্রতাহীন সুগন্ধি মিঠা তামাক (অম্বুরি অথবা ভেলসায় মানে না-কড়া তামাকের উপর কড়া তামাক খাইতে লাগিল-প্যামি)। {আ. আম্বরী}
  • Bengali Word অম্বল Bengali definition [অম্‌বোল্] (বিশেষ্য) ১ অম্ল; টক। ২ অম্লরোগ (একটু বেশি খাইলেই অম্বল হইত-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ এক প্রকার টকস্বাদ বিশিষ্ট ঝোল (দই দম্বল টোকো অম্বল-সুকুমার রায়)। {(তৎসম বা সংস্কৃত) অম্ল> প্রাকৃত অম্বিল>}