Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word অভিধা Bengali definition [ওভিধা] (বিশেষ্য) ১ শব্দের যে শক্তির দ্বারা ব্যাকরন ও অভিধানসম্মত মূল অর্থের বোধ জন্মে সেই শক্তিকে শব্দের ‘অভিধা’ বলে। ২ নাম; সংজ্ঞা। ৩ উপাধি। {(তৎসম বা সংস্কৃত) অভি+ √ধা+ অ(অঙ্)+ আ(টাপ্)}
  • Bengali Word অভিধান Bengali definition [ওভিধান্] (বিশেষ্য) ১ অর্থসহ শব্দকোষ; dictionary। ২ পরিচয়; নাম (এই হেতু অপর্ণা হইল অভিধান-কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ৩ বাক্য; নির্দেশ। আভিধানিক (বিশেষণ) ১ শব্দকোষ সম্বন্ধীয়। ২ শব্দার্থবিদ; lexicographer। {(তৎসম বা সংস্কৃত) অভি+ √ধা+অন(ল্যুট্)}
  • Bengali Word অভিধেয় Bengali definition [ওভিধেয়ো] (বিশেষণ) বাচ্য; বোধক; প্রতিপাদ্য (তার প্রমাণ ধর্মতলার বঙ্গমন্দিরে অভিধেয় বিচিত্র চিত্র অভিধা-প্রথম চৌধুরী)। □ (বিশেষ্য) ১ নাম; সংজ্ঞা। ২ অভিধা। ৩ প্রতিপাদ্য অর্থ। {(তৎসম বা সংস্কৃত) অভি+ √ধা+য(যৎ)}
  • Bengali Word অভিনন্দন Bengali definition [ওভিনন্‌দন্] (বিশেষ্য) ১ প্রশংসাবাদ দ্বারা আনন্দ প্রকাশ। ২ সংবর্ধনা; সম্মান প্রদর্শন। ৩ অনুমোদন। অভিনন্দন পত্র (বিশেষ্য) কারো আগমন বা বিদায় উপলক্ষে প্রদত্ত সম্মান ও প্রশংসাসূচক পত্র; মানপত্র। অভিনন্দিত (বিশেষণ) ১ প্রশংসা দ্বারা সংবর্ধিত; সাদরে গৃহীত বা আদৃত। ২ সম্মানিত। {(তৎসম বা সংস্কৃত) অভি+ √নন্দ্+অন(ল্যুট্)}
  • Bengali Word অভিনব Bengali definition [ওভিনবো] (বিশেষণ) ১ নতুন। ২ নব উদ্ভাবিত। ৩ অপূর্ব। অভিনবতা, অভিনবত্ব (বিশেষ্য) নূতনত্ব (সিঁড়ি থেকেই অভিনবতা শুরু-মনোজ বসু)। {(তৎসম বা সংস্কৃত) অভি+নব}
  • Bengali Word অভিনিবেশ Bengali definition [অভিনিবেশ্] (বিশেষ্য) ১ মনোযোগ (বাহ্যবস্তু সম্বন্ধে আমার কৌতুহল বা অভিনিবেশ লেশমাত্র ছিল না-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ একাগ্রতা। ৩ প্রণিধান। অভিনিবিষ্ট (বিশেষণ) ১ মনোযেগী। ২ একাগ্রচিত্ত। অভিনিবিষ্টা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) অভি+নিবেশ}
  • Bengali Word অভিনীত , অভিনেতা , অভিনেত্রী , অভিনেয় Bengali definition অভিনয়
  • Bengali Word অভিন্ন Bengali definition [অভিন্‌নো] (বিশেষণ) ১ ভেদরহিত; সমান। ২ পৃথক নয় এমন। ৩ অচ্ছিন্ন (... একটি অভিন্ন বিল্বপত্র-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। অভিন্নতা, অভিন্নত্ব (বিশেষ্য) ভেদহীনতা; একাত্মতা। অভিন্ন পরিবার (বিশেষ্য) একান্নবর্তী পরিবার। অভিন্নহৃদয় (বিশেষণ) একাত্ম, অন্তরঙ্গ। {(তৎসম বা সংস্কৃত) অ+ভিন্ন; (নঞ্‌ তৎপুরুষ সমাস); ( বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অভিনয় Bengali definition [ওভিনয়্] (বিশেষ্য) ১ নাট্যপ্রদর্শন। ২ নাটকের কোনো অংশ অবলম্বনে নাট্যকলা প্রদর্শন। ৩ অনুকরণ; কৃত্রিমভাব প্রকাশ; ভান। অভিনীত (বিশেষণ) অভিনয় করা হয়েছে এমন। অভিনেতা (বিশেষ্য) অভিনয়কারী। অভিনেত্রী স্ত্রীলিঙ্গ। অভিনেয় ( বিশেষণ) ১ অভিনয়যোগ্য। ২ অভিনয়ের বিষয়ীভূত। {(তৎসম বা সংস্কৃত) অভি+ √নী+অ(অচ্)}
  • Bengali Word অভিপন্ন Bengali definition [ওভিপন্‌নো] (বিশেষণ) ১ বিপন্ন; বিপদগ্রস্ত। ২ প্রাপ্ত; শরণাগত; আশ্রিত। {(তৎসম বা সংস্কৃত) অভি+ √পদ্+ত(ক্ত)}
  • Bengali Word অভিপ্রায় Bengali definition [ওভপ্‌প্রায়্‌] (বিশেষ্য) ইচ্ছা; অভিলাষ।২ মতলব; উদ্দেশ্য। ৩ তাৎপর্য; অর্থ। ৪ মত। অভিপ্রেত (বিশেষণ) ১ অভলষিত; বাঞ্ছিত। ২ উদ্দিষ্ট; লক্ষ্য (তিনি যে অর্থই অভিপ্রেত করিয়া থাকুন না-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত)অভি+প্র+√ই+অ(অণ্‌)}
  • Bengali Word অভিপ্লুত Bengali definition [ওভিপ্‌প্লুতো] (বিশেষণ) প্লাবিত; উচ্ছলিত। {(তৎসম বা সংস্কৃত) অভি+প্লুত}
  • Bengali Word অভিবাদন Bengali definition [ওভিবাদোন্] (বিশেষ্য) সালাম; নমস্কার; প্রণাম। ২ বন্দনা্ ৩ সম্মান-জ্ঞাপন; অভিনন্দন। অভিবাদক (বিশেষণ ) অভিবাদনকারী। অভিবাদিকা (স্ত্রীলিঙ্গ)। অভিবাদ্য (বিশেষণ) অভিবাদনের যোগ্য। {(তৎসম বা সংস্কৃত) অভি+ √বদ্+ণিচ্+অন(ল্যুট্)}
  • Bengali Word অভিবাসন Bengali definition [ওভিবাশোন্] (বিশেষ্য) স্বদেশ ত্যাগ করে অন্য দেশে বসবাস; immigration। অভিবাসী(-সিন্) বিন স্বদেশ ত্যাগ করে অন্য দেশে বসবাসকারী। {(তৎসম বা সংস্কৃত) অভি+বাসন}
  • Bengali Word অভিব্যক্তি Bengali definition [ওভিব্‌ব্যাক্‌তি] (বিশেষ্য) ১ প্রকাশ; বিকাশ। ২ ক্রমবিকাশ। ৩ কোনো জীবের ক্রমবিকাশের ফলে নতুন জীবের উৎপত্তি; evolution। অভিব্যক্ত (বিশেষণ) সম্যক প্রকাশিত বা বিকশিত। অভিব্যক্তিবাদ (বিশেষ্য) ক্রমবিকাশ-নীতি; theory of evolution (এতদিন ওকে সৌজাত্য অভিব্যক্তিবাদ ... সম্বন্ধে যা কিছু বলেছি-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) অভি+বি+ √অন্‌জ্+তি(ক্তি)}
  • Bengali Word অভিব্যাপ্ত Bengali definition [ওভিব্‌ব্যাপ্‌তো] (বিশেষণ) পরিব্যাপ্ত; সর্বতোভাবে বিস্তৃত। অভিব্যাপ্তি (বিশেষ্য) সম্যক বিস্তৃতি; ব্যাপ্তি। {(তৎসম বা সংস্কৃত) অভি+ব্যাপ্ত)}
  • Bengali Word অভিভব , অবিভাব , অভিভূতি Bengali definition [ওভিভর্, ওভিভাব্, ওভিভুতি] (বিশেষ্য) পরাজয়; পরাভব (তক্ষক আমাকে অভিভব করিতে পারিবে না-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ অপমান; অসম্মান। ৩ ভাবাবেশ; বিহ্বলতা (প্রকৃত কাব্যের অভিভাব পাঠকের অন্তরাত্মায় পৌঁছায়-সুধীন্দ্রনাথ দত্ত) {(তৎসম বা সংস্কৃত) অভি+ভব, ভাব, ভূতি}
  • Bengali Word অভিভাবক Bengali definition [ওবিভাবোক্] (বিশেষ্য) ১ রক্ষক; তত্ত্বাবধায়ক; guardian। ২ আশ্রয়দাতা। অভিভাবিকা স্ত্রীলিঙ্গ। {(তৎসম বা সংস্কৃত) অভি+ √ভূ+ অক(ণ্বুল্)}
  • Bengali Word অভিভূত Bengali definition [ওভিভুতো] (বিশেষণ) ১ পরাভূত। ২ আক্রান্ত। ৩ বিহ্বল। ৪ ভাবাবিষ্ট; আচ্ছন্ন। অভিভূতি (বিশেষ্য)। {অভি+ √ভূ+ত(ক্ত)}
  • Bengali Word অভিমত Bengali definition [ওভিমত্] (বিশেষ্য) ১ অভিপ্রায়। ২ উদ্দেশ্য। ৩ মত। □ বিণ ১ মনোনীত। ২ অনুমোদিত। ৩ অভীষ্ট। {(তৎসম বা সংস্কৃত) অভি+মত}
  • Bengali Word অভিমন্যু Bengali definition [ওভিমোনĐনু] (বিশেষ্য) উত্তরার স্বামী ও পরীক্ষিতের পিতা; অর্জুন ও সুভদ্রার পুত্র। ২ (বৈশা.) আয়ান ঘোষ; (প্রাচীন বাংলা) আইহন; রাধার স্বামী। {(তৎসম বা সংস্কৃত) অভী+মন্যু}
  • Bengali Word অভিমান Bengali definition [ওভিমান্‌] (বিশেষ্য) ১ প্রিয়জনের ত্রুটিপূর্ণ আচরণ-জনিত মনোবেদনা বা ক্ষোভ। ২ অহঙ্কার; গর্ব। ৩ আত্মমর্যাদাবোধ। অভিমানী(-নিন্‌) বিণ। অভিমানিনী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত)অভি+মান}
  • Bengali Word অভিমুখ Bengali definition [ওভিমুখ্] (বিশেষ্য) ১ সম্মুখ (গৃহাভিমুখে অবস্থিত গোশালা)। ২ উদ্দেশ্য (চাঁদ অভিমুখে যাত্রা)। □ (বিশেষণ ) ১ সম্মুখীন। ২ উদ্দেশে গমনোদ্যত (গৃহাভিমুখ হওয়া)। অভিমুখী (-খিন্) (বিশেষণ) ১ সম্মুখীন। ২ উদ্দেশে গমনোদ্যত বা গমনশীল। অভিমুখিতা (বিশেষ্য)। অভিমুখিনী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) অভি+মুখ}
  • Bengali Word অভিযাচিত Bengali definition [ওভিজাচিতো] (বিশেষণ) প্রার্থিত। {(তৎসম বা সংস্কৃত) অভি+যাচিত}
  • Bengali Word অভিযান Bengali definition [ওবিজান্] (বিশেষ্য) দেশ জয়; আবিষ্কার বা শত্রুদমনের জন্য সদলবলে যাত্রা; expedition। {(তৎসম বা সংস্কৃত) অভি+ √যা+অন(ল্যুট্)}
  • Bengali Word অভিযুক্ত Bengali definition [ওভিজুক্‌তো] (বিশেষণ) ১ অভিযোগ বা নালিশ আনা হয়েছে এমন; নালিশ দায়ের করা হয়েছে এমন। ২ আসামী। ৩ বিবাদী; প্রতিবাদী। অভিযোক্তা (বিশেষ্য), (বিশেষণ) ১ অভিযোগকারী। ২ বাদী। ৩ ফরিয়াদি। {(তৎসম বা সংস্কৃত) অভি+যুক্ত}
  • Bengali Word অভিযুজ্যতা Bengali definition অভিযোজন
  • Bengali Word অভিযোগ Bengali definition [ওভিযোগ্] (বিশেষ্য) ১ নালিশ। ২ দোষারোপ। অভিযোগী (-গিন্) (বিশেষণ) অভিযোগকারী; বাদী। অভিযোগ্য (বিশেষণ) অভিযোগ আনা যেতে পারে এমন।
  • Bengali Word অভিযোজন Bengali definition [ওভিজোজোন্] (বিশেষ্য) উদ্দেশ্য সাধনের উপযোগী করণ; adaptation (অভিজ্ঞানে অভিজ্ঞা যতই স্পষ্ট হোক না কেন; তার মর্যাদা অভিযোজনে-সুধীন্দ্রনাথ দত্ত)। অভিযোজিত (বিশেষণ) অভিপ্রায় সাধনের উপযোগী করা হয়েছে এমন। অভিযোজ্য (বিশেষণ) অভিপ্রায় বা উদ্দেশ্য সাধনের উপযোগী করা যায় এমন। অভিযুজ্যতা, অভিযোজ্যতা (বিশেষ্য) উদ্দেশ্য সাধনের উপযোগী করণের ক্ষমতা বা ভাব। {(তৎসম বা সংস্কৃত)অভি+যোজন}
  • Bengali Word অভিরত Bengali definition [ওভিরতো] (বিশেষণ) অত্যাসক্ত; অত্যন্ত অনুরক্ত। অভিরতি (বিশেষ্য) অত্যাসক্তি। {(তৎসম বা সংস্কৃত)অভি+রত}