Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word অভিরাম Bengali definition [ওভিরাম্‌] (বিশেষণ) ১ মনোহর; সুন্দর (কমলকোরক অভিরাম-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ তৃপ্তিদায়ক (নয়নাভিরাম দৃশ্য)। {(তৎসম বা সংস্কৃত)অভি+√রম্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word অভিরুচি Bengali definition [ওভিরুচি] (বিশেষ্য) ১ অভিলাষ; বাসনা (স্মৃতির চেয়ে আসলটাতেই আমরা অভিরুচি-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ প্রবৃত্তি। ৩ ইচ্ছা। {(তৎসম বা সংস্কৃত)অভি+√রুচ্‌+ই(ইন্‌)}
  • Bengali Word অভিরূপ Bengali definition [ওভিরূপ্] (বিশেষণ) ১ অনুরূপ। ২ মনোরম; প্রিয়। {(তৎসম বা সংস্কৃত) অভি+রূপ; (বহুব্রীহি সমাস )}
  • Bengali Word অভিরোষ Bengali definition [ওভিরোশ্] (বিশেষ্য) আকস্মিক আবেগজনিত ক্রোধ বা রাগ (অজ্ঞানে করিনু দোষ; ক্ষমা কর অভিরোষ-ভারতচন্দ্র রায় গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) অভি+রোষ}
  • Bengali Word অভিলষণীয় Bengali definition [ওভিলশোনিয়ো] (বিশেষণ) বাঞ্ছনীয়; কাম্য; স্পৃহণীয়। {(তৎসম বা সংস্কৃত) অভি+ Öলষ্+অনীয়}
  • Bengali Word অভিলষিত Bengali definition অভিলাষ
  • Bengali Word অভিলাষ Bengali definition [ওভিলাশ্] (বিশেষ্য) ইচ্ছা; বাসনা; স্পৃহা। অভিলষিত (বিশেষণ) বাঞ্ছিত; ঈপ্সিত; প্রার্থিত (অভিলষিত কণ্ঠে মালাও উঠিল না-রবীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষ্য) অভিলাষ; বাসনা (সেইদিন আমি তোমার অভিলষিত সম্পন্ন করিব-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। অভিলাষী (-ষিন্) (বিশেষণ) ১ ইচ্ছুক; আকাঙ্ক্ষাকারী (আমি ফরাসি ভাষা শিক্ষায় অভিলাষী)। ২ প্রার্থী। ৩ লোলুপ; লোভী। অভিলাষিণী (বিশেষণ) স্ত্রীলিঙ্গ ইচ্ছামতী; আকাঙ্ক্ষিণী (উপবন-বিহারে অভিলাষিণী হইয়া পিতার অনুমতি প্রার্থনা করিলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) অভি+ √লষ্+ অ(ঘঞ্)}
  • Bengali Word অভিশংসন Bengali definition [ওভিশঙ্‌শন্] (বিশেষ্য) ১ মিথ্যা দোষারোপ; অপবাদ। ২ প্রকাশ্যভাবে দোষারোপ; impeachment। অভিশংসিত বিণ। অভিশংসিতা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) অভি+শংসন}
  • Bengali Word অভিশঙ্কা Bengali definition [ওভিশঙ্‌কা] (বিশেষ্য) আশঙ্কা; সংশয়। অভিশঙ্কী (-ঙ্কিন্) (বিশেষণ) শঙ্কাবিশিষ্ট; সংশয়ী। {(তৎসম বা সংস্কৃত) অভি+শঙ্কা}
  • Bengali Word অভিশপ্ত Bengali definition [ওভিশপ্‌তো] (বিশেষণ) অভিশাপগ্রস্ত (যারা অত্যাচার করে, তারা অভিশপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) অভি+ √শপ্+ত(ক্ত)}
  • Bengali Word অভিশাপ Bengali definition [ওভিশাপ্] (বিশেষ্য) ১ অভিসম্পাত; শাপ। ২ অনিষ্টকামনা (অত্যাচারীরা লোকের অভিশাপ কুড়িয়ে বেড়ায়)। {(তৎসম বা সংস্কৃত) অভি+ Öশপ্+অ(ঘঞ্)
  • Bengali Word অভিশ্রুতি Bengali definition [ওভিস্‌স্রুতি] (বিশেষ্য) অপিনিহিতির ফলে উচ্চারিত ই বা উ ধ্বনির পূর্বস্থিত স্বরের সঙ্গে সন্ধির ফলে উদ্ভূত নতুন স্বর; umlaut; vowel mutation-যেমন; করিয়া>কইর‌্যা>ক’রে(=কোরে);বানিয়া>বাইন্যা>বেনে; জালুয়া> জাউল্যা>জেলে। {(তৎসম বা সংস্কৃত) অভি+শ্রুতি}
  • Bengali Word অভিষিক্ত Bengali definition অভিষেক
  • Bengali Word অভিষেক Bengali definition [ওভিশেক্] (বিশেষ্য) ১ মন্ত্রপূত তীর্থবারিতে স্নান করিয়ে সিংহাসনরোহণ-অনুষ্ঠান (রাজার অভিষেক ক্রিয়া)। ২ অবগাহন; স্নান। ৩ কর্ম নিয়োগ। ৪ ভিজানো। অভিষিক্ত (বিশেষণ) ১ অভিষেক করা হয়েছে এমন। ২ সিক্ত; আর্দ্র (বৃষ্টি আসিয়া তাহার সর্বাঙ্গ অভিষিক্ত করিয়া দিতেছে -রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ সিঞ্চিত। ৪ কর্মে নিযুক্ত। অভিষেচন (বিশেষ্য) ভালো করে ভিজানো; অভিষেক। {(তৎসম বা সংস্কৃত) অভি+√সিচ্+অ(ঘঞ্), ত(ক্ত), অন(ল্যুট্)}
  • Bengali Word অভিষ্যন্দ , অভিস্যন্দ Bengali definition [ওভিশ্‌শন্‌দো] (বিশেষ্য) ১ ক্ষরণ। ২ বারিপ্রবাহ। ৩ আধিক্য; আতিশয্য। অভিষ্যন্দী, অভিস্যন্দী (-ন্দিন্) (বিশেষণ ) ১ ক্ষরণশীল। ২ অধিক বৃদ্ধিপ্রাপ্ত। {(তৎসম বা সংস্কৃত) অভি+ √স্যন্দ্+অ(ঘঞ্)}
  • Bengali Word অভিসন্তাপ Bengali definition [ওভিশন্‌তাপ] (বিশেষ্য) মনস্তাপ; অত্যন্ত দুঃখ। {(তৎসম বা সংস্কৃত) অভি+সন্তাপ}
  • Bengali Word অভিসন্দর্ভ Bengali definition [ওভিশন্‌দর্‌ভো] (বিশেষ্য) বৃহত্তর গবেষণাপত্র; গবেষামূলক নিবন্ধ; thesis। {(তৎসম বা সংস্কৃত) অভি+সন্দর্ভ}
  • Bengali Word অভিসন্ধান , অভিসন্ধি Bengali definition [ওভিশন্‌ধান্, ওভিশন্‌ধি] (বিশেষ্য) ১ গুপ্ত অভিপ্রায়; মতলব (শত্রুর অভিসন্ধি অজ্ঞাত)। ২ উদ্দেশ্য; অভিপ্রায় (তাহার অভিসন্ধি কি -রাজশেখর বসু (পরশু))। {(তৎসম বা সংস্কৃত) অভি+সন্ধান, সন্ধি}
  • Bengali Word অভিসম্পাত Bengali definition [ওভিশম্‌পাত্] (বিশেষ্য) অভিশাপ; বদদোয়া (কারও ক্ষতিসাধন করে অভিসম্পাত পেতে চাই নে)। {(তৎসম বা সংস্কৃত) অভি+সম্পাত}
  • Bengali Word অভিসরণ Bengali definition [ওভিশরোন্] (বিশেষ্য) ১ অনুগমন; অনুবর্তন। ২ অভিসার। {(তৎসম বা সংস্কৃত) অভি+সরণ}
  • Bengali Word অভিসার Bengali definition [ওভিশার্] (বিশেষ্য) গোপন মিলনের উদ্দেশ্যে নায়ক-নায়িকার সঙ্কেতস্থলে গমন (আঁধারের চাদর মুড়ি দিয়ে তখনো রাত্রি অভিসারে বেরোয়নি -কাজী নজরুল ইসলাম)। অভিসারক, অভিসারী(-রিন্), অভিসারিক(বিরল) (বিশেষণ) ১ গোপন মিলনার্থে সঙ্কেতস্থলে গমনকারী। ২ চুপে চুপে বা সজ্জিতরূপে গমনকারী। (পতিক মেঘ আসে অভিসারিক-অচিন্তকুমার সেনগুপ্ত)। অভিসারিকা, অভিসারিণী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) অভি+ √সারি+অ(ঘঞ্)}
  • Bengali Word অভিস্যন্দ , অভিস্যন্দী Bengali definition অভিষ্যন্দ
  • Bengali Word অভিহত Bengali definition [ওভিহতো] (বিশেষণ) ১ আহত; আঘাতপ্রাপ্ত। ২ বিতাড়িত; তাড়িত। ৩ পরাজিত; পরাভূত। ৪ নষ্ট। {(তৎসম বা সংস্কৃত) অভি+ √হন্+ত(ক্ত)}
  • Bengali Word অভিহিত Bengali definition [ওভিহিতো] (বিশেষণ) ১ নামযুক্ত; সংজ্ঞাযুক্ত (বারম্বার পরিচিত ও অভিহিত করিতে লাগিল-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ কথিত; উক্ত। {(তৎসম বা সংস্কৃত) অভি+ Öধা+ত(ক্ত)}
  • Bengali Word অভী Bengali definition [ওভি] (বিশেষণ) নির্ভীক; ভয়শূন্য। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+Öভী; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অভীক Bengali definition [ওভিক্] (বিশেষণ) ১ নির্ভীক; ভয়হীন। ২ কামুক। ৩ লোভী। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+ Öভী+ক(কপ্); (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অভীপ্সা Bengali definition [ওভিপ্‌সা] (বিশেষ্য) একান্ত বাসনা; অভিলাষ (হতাশা আর অভীপ্সার দ্বন্দ্ব)। অভীপ্সিত (বিশেষণ) একান্ত বাঞ্ছিত; অভিলষিত। অভীপ্সু (বিশেষণ) ১ ইচ্ছুক; অভিলাষী। ২ একান্তভাবে কামনা করছে এমন। {(তৎসম বা সংস্কৃত) অভি+ঈপ্সা}
  • Bengali Word অভীষ্ট Bengali definition [ওভিশ্‌টো] (বিশেষণ) ১ বাঞ্ছিত; অভিলষিত; ঈপ্সিত। ২ প্রিয়। ৩ বাসনা; ইচ্ছা (আজ তাহার অভীষ্ট সিদ্ধ হইবে- রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) অভি+ইষ্ট}
  • Bengali Word অভুক্ত Bengali definition [অভুক্‌তো] (বিশেষণ) ১ অনাহারী; উপবাসী (বহু লোক এখনও অভুক্ত)। ২ ভোগ করা হয়নি এমন (জীবনটা বিবর্ণ, বিরস এবং চির অভুক্ত-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ খাওয়া হয়নি এমন; অভক্ষিত। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+ভুক্ত; (নঞ্‌ তৎপুরুষ সমাস); (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অভূত Bengali definition [অভুতো] (বিশেষণ) ১ হয়নি এমন; অজাত। ২ গত হয়নি এমন; অতীত। অভূতপূর্ব (বিশেষণ) পূর্বে হয়নি বা ঘটেনি এমন (চন্দ্রপৃষ্ঠে মানুষের আবতরণ ও ভ্রমণ সৃষ্টির ইতিহাসে এক অভূতপূর্ব ঘটনা)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+ভূত; (নঞ্‌ তৎপুরুষ সমাস); (বহুব্রীহি সমাস)}