Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word অম্বা , অম্বালিকা , অম্বিকা Bengali definition [অম্‌বা, অম্‌বালিকা, ওম্‌বিকা] (বিশেষ্য) ১ পুরাণোক্ত তিন ভগিনী : কাশীরাজের জ্যেষ্ঠা কন্যার নাম ‘অম্বা’ দ্বিতীয়ার নাম ‘অম্বিকা’, -ইনি ধৃতরাষ্ট্রের জননী; কনিষ্ঠার নাম ‘অম্বালিকা’ –ইনি পাণ্ডুর জননী। ২ মাতা। ৩ হিন্দুদেবী বিশেষ; দুর্গা। {(তৎসম বা সংস্কৃত) Öঅম্ব্+ আ(টাপ্),+ লা+ ক(কন্)+ আ(টাপ্), +ক(কন্)+ আ(টাপ্)}
  • Bengali Word অম্বু Bengali definition [ওম্‌বু] (বিশেষ্য) জল; পানি। অম্বুজ (বিশেষণ) ১ পানিতে জন্মেছে এরূপ; জলজাত। □ (বিশেষ্য) ১ পদ্ম। ২ শঙ্খ। অম্বুজা (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ পদ্মিনী; নলিনী। ২ লক্ষ্মী। অম্বুদ (বিশেষ্য) বারিদ; জলদ; মেঘ (বোলে অম্বুদ-ডম্বরু কম্বু বিষাণ-কাজী নজরুল ইসলাম)। □ (বিশেষণ) পানি দেয় এমন; জলদ; জলদানকারী। অম্বুধি, অম্বুনাথ, অম্বুনিধি (বিশেষ্য) সমুদ্র; সাগর; জলধি; উদধি; দরিয়া; জলনিধি; পয়োধি; পয়োনিধি; অম্ভোধি; অম্ভোনিধি। অম্বুবাচি, অম্বুবাচী (বিশেষ্য) জ্যৈষ্ঠ সংক্রান্তির পর সূর্যের মিথুর রাশিতে গমনকালে আর্দ্রা নক্ষত্রের প্রথম পাদ ভোগের সময়-এই সময়ে হিন্দু বিধবাদের অগ্নিপক্ব খাদ্য গ্রহণ নিষিদ্ধ (অম্বুবাচীতে... দুধ খেলে সাপের ভয় ঘোচে-রবীন্দ্রনাথ ঠাকুর)। অম্বুবাহ, অম্বুবাহী (অম্বুহিন্) (বিশেষণ) জলবহনকারী। □ (বিশেষ্য) মেঘ। অম্বুরাশি (বিশেষ্য) সমুদ্র (নাদিল কম্বু অম্বুরাশি রবে-মাইকেল মধুসূদন দত্ত)। {( তৎসম বা সংস্কৃত) Öঅম্ব্+উ(কু)}
  • Bengali Word অম্বুরি Bengali definition অম্বরি
  • Bengali Word অম্ভঃ (অম্ভঃম্ভস্) Bengali definition [অম্‌ভহ্, সন্ধিতে অধিকাংশ ক্ষেত্রে অম্‌ভো] (বিশেষ্য) জল। অম্ভোজ (বিশেষণ) জলজাত। □ (বিশেষ্য) পদ্ম। ২ চন্দ্র। ৩ শঙ্খ। অম্ভোদ (বিশেষ্য) মেঘ। অম্ভোধি, অম্ভোনিধি ( বিশেষ্য) সমুদ্র (তদনন্তর মথ্যমান অম্ভোধির গর্ভ হইতে শীতল ময়ূখসম্পন্ন সৌম্য ও প্রসন্নমূর্তি চন্দ্র উৎপন্ন হইলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) Öঅম্‌ভ্+ অস্(অসুন্)}
  • Bengali Word অম্র Bengali definition আম্র
  • Bengali Word অম্রাত , অম্রাতক Bengali definition আম্রাত
  • Bengali Word অম্ল Bengali definition [অম্‌ম্লো] (বিশেষ্য) ১ টক। ২ অম্বল; টক ব্যঞ্জন। ৩ রোগবিশেষ। ৪ দ্রাবক; অ্যাসিড। □ (বিশেষণ) টকস্বাদযুক্ত। অম্লতা (বিশেষ্য) অম্লধর্মী অবস্থা; অম্লযুক্ততা; acidity। অম্লপিত্ত ( বিশেষ্য) রোগ বিশেষ; অম্ল ও পিত্তের আধিক্য জনিত অজীর্ণ রোগ। অম্লমধুর (বিশেষণ) মিষ্ট কিন্তু ঈষৎ অম্লস্বাদযুক্ত (অম্লমধুর আম)। অম্লজান (বিশেষ্য) অক্সিজেন নামক গ্যাসবিশেষ; oxygen। {(তৎসম বা সংস্কৃত) Öঅম্+ল(ক্ল)}
  • Bengali Word অম্লজান , অম্লতা , অম্লপিত্ত , অম্লমধুর Bengali definition অম্ল
  • Bengali Word অম্লমিতি Bengali definition [অম্‌ম্লোমিতি] (বিশেষ্য) অম্লের পরিমাণাদি হিসাব করার বিদ্যা; acidimetry। {(তৎসম বা সংস্কৃত) অম্ল+মিতি; ৬ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অম্লরাজ Bengali definition [অম্‌ম্লোরাজ্] (বিশেষ্য) রাজাম্ল; নাইট্রিক এসিড ও হাইড্রোক্লোরিক এসিডের আনুপাতিক মিশ্রণ; aquaregia । {(তৎসম বা সংস্কৃত) অম্ল+রাজ}
  • Bengali Word অম্লাক্ত Bengali definition [অম্‌ম্লাক্‌তো] (বিশেষণ) টকস্বাদযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) অম্ল+অক্ত; (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অম্লান Bengali definition [অমম্লান্] (বিশেষণ) ১ অমলিন। ২ অবিষণ্ন; প্রফুল্ল। ৩ কুণ্ঠাহীন; দ্বিধাহীন (অম্লানবদনে মিথ্যা বলা)। অম্লানবদনে (ক্রিয়াবিশেষণ) অসঙ্কোচে; দ্বিধাহীনভাবে। অম্লানমুখ (বিশেষ্য), (বিশেষণ) প্রসন্ন বদন। {(তৎসম বা সংস্কৃত) অ+ম্লান; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অম্লীকরণ Bengali definition [ওম্‌ম্লিকরোন্] (বিশেষ্য) অম্লে পরিণত করণ; acidification। অম্লীকৃত (বিশেষণ) ঈষৎ অম্লে পরিণত বা অম্লযুক্ত করা হয়েছে এমন; acidulated। {(তৎসম বা সংস্কৃত) অম্ল+চ্বি>+ঈ+করণ}
  • Bengali Word অম্লেয় Bengali definition [অম্‌ম্লেয়ো] (বিশেষণ) মলিনতাবিরহিত; ম্লান হয় না এরূপ (কেমনে, অম্লেয় প্রেম, ধরি ভাষায় তোমাকে অবিকার-বুদ্ধদেব বসু)। {(তৎসম বা সংস্কৃত) অম্ল+এয়(ঢক)}
  • Bengali Word অম্লোদ্গার Bengali definition [অম্‌ম্লোদ্‌গার্] (বিশেষ্য) টক বা চুকা ঢেকুর। {(তৎসম বা সংস্কৃত) অম্ল+উদ্‌গার; অম্ররসযুক্ত উদ্‌গার (মধ্যপদলোপী কর্মধারয় সমাস)}
  • Bengali Word অমৎসর Bengali definition [অমত্‌সর্] (বিশেষণ) বিদ্বেষহীন; পরশ্রীকাতর নয় এমন (একমাত্র অমৎসর বিদ্রূপিই উপভোগ্য)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+মৎসর; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অযত্ন Bengali definition [অজত্‌তো] (বিশেষ্য) ১ যত্নের অভাব। ২ অবহেলা; অনাদর। □ (বিশেষণ) যত্নহীন।অযত্নকৃত (বিশেষণ) বিনা কষ্টে বা চেষ্টায় সম্পাদিত। অযত্নবান, অযত্নশীল (বিশেষণ) ১ নিশ্চেষ্ট। ২ অধ্যবসায়হীন। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+যত্ন; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অযথা Bengali definition [অজথা] (বিশেষণ) ১ অন্যায়; অনুচিত। ২ অমূলক; অসত্য; অপ্রকৃত। ৩ অনর্থক। □ (ক্রিয়াবিশেষণ) অন্যায়রূপে; অকারণে; খামাখা। অযথাভাবে (ক্রিয়াবিশেষণ) অসঙ্গত উপায়ে। অযথাভূত (বিশেষণ) ১ অসম্পূর্ণ; অপূর্ণাঙ্গ (সেই অযথাভূত দর্শনশাস্ত্রের অযৌক্তিকতা সপ্রমাণ করিবার নিমিত্ত-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ (দর্শন.) উদ্দেশ্যের বিপরীত অর্থ প্রতিপাদক। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+যথা; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অযথার্থ Bengali definition [অজথার্‌থো] (বিশেষণ) ১ মিথ্যা; যথার্থ নয় এমন। ২ অপ্রকৃত; অবাস্তব। ৩ অন্যায্য; অবৈধ। ৪ ভুল, বেঠিক। অযথার্থতা (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+যথার্থ; ( নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অযশ , অযশঃ (অযশস্) Bengali definition [অজশ্/অজশহ্] (বিশেষ্য) অখ্যাতি; নিন্দা; দুর্নাম; অপযশ। □ (বিশেষণ) যশহীন। অযশস্কর (বিশেষণ) অখ্যাতিজনক। অযশস্বী (অযস্বিন্) (বিশেষণ) ১ অখ্যাত। ২ কীর্তিহীন; অকীর্তিমান। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+যশস্; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অযাচক Bengali definition [অজাচোক্] বিশেষণ, (বিশেষ্য) প্রার্থনা করে না যে; প্রার্থী নয় এমন। অযাচকবৃত্তি (বিশেষ্য) প্রার্থনা না করে স্বেচ্ছায় প্রদত্ত বস্তুতে জীবন ধারণ (অযাচক বৃত্তি অবলম্বন)। (তৎসম বা সংস্কৃত) অ+যাচক; (নঞ্‌ তৎপুরুষ সমাস); ( বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অযাচনীয় , অযাচ্য Bengali definition [অজাচোনিয়ো, অজাচ্‌চো] (বিশেষণ) প্রার্থনার অনুপযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+যাচনীয়, যাচ্য; (বহুব্রীহি সমাস); (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অযাচিত Bengali definition [অজাচিতো] (বিশেষণ) প্রার্থনা করা হয়নি এমন; অপ্রার্থিত (অনাবশ্য, অনাদৃত, এনে দাও অযাচিত-রবীন্দ্রনাথ ঠাকুর)। অযাচিতভাবে (ক্রিয়াবিশেষণ) ১ না চাইতেই; প্রার্থনা ব্যতীতই। ২ নিজে বা আপনা থেকেই। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+যাচিত; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অযাজনীয় , অযাজ্য Bengali definition [অজাজোনিয়ো, অজাজ্‌জো] (বিশেষণ) যাজনের বা যজ্ঞক্রিয়ার অনুপযুক্ত। অযাজ্য-যাজন (বিশেষ্য) ১ নিষিদ্ধ বা অবিহিত যজ্ঞের অনুষ্ঠান। ২ পতিতদের পৌরোহিত্য। অযাজ্যযাজী (অজাজোজিন্) (বিশেষণ) (বিশেষ্য) অযাজ্যযাজনকারী। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+যাজনীয়; যাজ্য; (বহুব্রীহি সমাস); (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অযাত্রা Bengali definition [অজাত্‌রা] (বিশেষ্য) ১ অশুভ যাত্রা; অপ্রশস্ত যাত্রা। ২ যে সময়ে কোথাও যাওয়া নিষেধ। ৩ যাত্রাকালীন অমঙ্গল-সূচক চিহ্ন বা লক্ষণাদি। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+যাত্রা; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অযুক্ত Bengali definition [অজুক্‌তো] (বিশেষণ) ১ অসংলগ্ন; সংযোগহীন; পৃথক। ২ অনুচিত; যুক্তিবিরুদ্ধ, অসঙ্গত (তিনি যে তাঁহার প্রতি এবং বিধ অযুক্ত আচরণ করিবেন; ইহা স্বপ্নের অগোচর-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। অযুক্ত (বিশেষ্য) ১ কুযুক্তি; কুপরামর্শ। ২ সংযোগহীনতা। ৩ বিচারে অসঙ্গতি। ৪ অন্যায় বা ভুল বিচার। ৫ অনৌচিত্য। অযুক্তিযুক্ত (বিশেষণ) অযৌক্তিক। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+যুক্ত; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অযুগত (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [অজুগতো্] (বিশেষণ) অযুক্তিযুক্ত; অনুচিত (তুমি হৈলা নিদ্রাগত, কার্য হৈল অযুগত-সৈয়দ আলাওল)। {(তৎসম বা সংস্কৃত) অযুক্ত>}
  • Bengali Word অযুগ্ম Bengali definition [অজুগ্‌মো] (বিশেষণ) ১ বেজোড়। ২ পৃথক; আলাদা; স্বতন্ত্র; অসম্মিলিত। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+যুগ্ম; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অযুত Bengali definition [অজুত্] (বিশেষণ) যুক্ত নয়; বিযুক্ত; অসংখ্যযুক্ত। □ (বিশেষ্য), (বিশেষণ) দশ হাজার; দশ সহস্র। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+যুক্ত>যুত; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অযোগ Bengali definition [অজোগ্] (বিশেষ্য) ১ যোগের অভাব; সম্বন্ধের অভাব। ২ বিচ্ছেদ; বিয়োগ। ৩ অনুপযোগিতা। ৪ অশুভ যোগ। অযোগবাহ, অযোগবাহ বর্ণ (বিশেষ্য) (ব্যাকরণ) অনুস্বার (s) ও বিসর্গ (t) এই দুই বর্ণ; স্বর ও ব্যঞ্জনবর্ণের মধ্যে উল্লেখ নেই অথচ কার্য নির্বাহ করে এমন বর্ণ। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+যোগ; (বহুব্রীহি সমাস)}